২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লাভ – লােকান বিবরণী

৪. মি. সেলিম একজন খুচরা ব্যবসায়ী। তিনি তার ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব যথাযথ পদ্ধতি মাতাবেক সংরক্ষণ করেন না। তার হিসাব বই হতে নিম্নলিখিত খতিয়ান উদ্ধৃত্তগুলো দেওয়া হলাে:

বিবরণ১ জানুয়ারি ২০২০৩১ ডিসেম্বর ২০২০
নগদ তহবিল৮৫০১৫৫০
ব্যাংক জমার উদ্বৃত্ত১৯,৬৫০২৮,৫৫০
মজুদ পণ্য১২,৫০০২২,৫০০
প্রাপ্য হিসাব১৬,৫০০৩৫,৫০০
প্রদেয় হিসাব১৫,৫০০২০,৫০০
প্রাপ্য বিল৫,৫০০৭,৫০০
প্রদেয় বিল৪,৫০০২,৫০০
আসবাবপত্র১৫,০০০২০,০০০

মিঃ সেলিম সারাবছর ধরে কারবার হতে প্রত্যেক সপ্তাহে ২,০০০ টাকা করে উত্তোলন করেন। এ ২০,০০০ উত্তোলিত টাকা হতে ৫৪,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করলেন। এছাড়া তিনি কারবার হতে ৫,০০০ টাকা মূল্যের পণ্য উত্তোলন করেন। কতিপয় কর্মচারীর বেতন ৮,০০০ টাকা ব্যক্তিগত তহবিল হতে প্রদান করেন এবং ডিসেম্বর মাসে ২২,০০০ টাকা অতিরিক্ত মূলধন হিসাবে প্রদান করেন। অন্যান্য তথ্যাবলি ও

ক ) বেতন বাবদ ২,৫০০ টাকা বকেয়া রয়েছে ; পক্ষান্তরে , ভাড়া ২,০০০ টাকা অগ্রিম প্রদত্ত হয়েছে ।
খ ) প্রাপ্য হিসাবের ৩,৫০০ টাকা আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ১০ % হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে । |
গ ) প্রারম্ভিক মূলধনের ওপর ১০ % হারে সুদ ধার্য করতে হবে ।
ঘ ) মনিহারি ক্রয় বাবদ ৫০০ টাকা বকেয়া আছে ।

করণীয় : ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লাভ – লােকান বিবরণী এবং উক্ত তারিখে কারবারের বৈষয়িক বিবরণী তৈরী কর ।

লাভ – লােকান বিবরণী

IMG 003
21

বৈষয়িক বিবরণী তৈরী কর

4

H.S.C

1 thought on “২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লাভ – লােকান বিবরণী”

Leave a Comment