স্বল্পমেয়াদি বিনিয়োগ ও দীঘমেয়াদি বিনিয়োগ বলতে কী বুঝ?, নিম্নলিখিত তথ্যাবলির সাহায্য নুসরা এন্টারপ্রাইজের ২০২০ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত বছরের জন্য বিশদ আয় বিবরণী

শ্রেণি: ১১শ / HSC বিএম-2021 বিষয়: হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ (১) এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 10 বিষয় কোডঃ 1815
বিভাগ: ভোকেশনাল শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ

অ্যাসাইনমেন্ট/ শিরো নাম :  

১.  স্বল্পমেয়াদি বিনিয়োগ ও দীঘমেয়াদি বিনিয়োগ বলতে কী বুঝ ?

২.  নিম্নলিখিত তথ্যাবলির সাহায্য নুসরা এন্টারপ্রাইজের ২০২০ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত বছরের  জন্য বিশদ আয় বিবরণী, মালিকানাস্বত্ব বিবরণী এবং উক্ত তারিখের আর্থি ক অবস্থার বিবরণী প্রস্তুত কর। 

1 5

নির্দেশনা :  

  • স্বল্পমেয়াদি বিনিয়োগ ও দীঘমেয়াদি বিনিয়োগ এর ধারণা ব্যাখ্যা করতে হবে,
  • বিশদ আয়বিবরণী তৈরি করতে হবে,
  • মালিকানাস্বত্ব নির্ণয় করতে হবে,
  • আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করতে হবে,

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

  • স্বল্পমেয়াদি বিনিয়োগ ও দীঘমেয়াদি বিনিয়োগ এর ধারণা ব্যাখ্যা করতে হবে,

স্বল্পমেয়াদীবিনিয়োগ সাধারণত বিনিয়োগকে বোঝায় যা স্বল্প সময়ের জন্য করা হয়, অর্থাত্ পিরিয়ডগুলি তিন বছরেরও কম সময়ের জন্য করা হয়। আপনি কৌশলগতভাবে আপনার স্বল্প-মেয়াদী লক্ষ্যগুলি পরিকল্পনা করতে এবং সেরা স্বল্পমেয়াদে বিনিয়োগের মাধ্যমে পূরণ করতে পারেনএকত্রিত পুঁজি। অবকাশ, বাইক / গাড়ি, একটি শর্ট কোর্স, গ্যাজেট, ইলেকট্রনিক ডিভাইস, অলঙ্কার ক্রয়, ডাউন-পেমেন্ট ইত্যাদির মতো স্বল্প-মেয়াদী লক্ষ্যগুলি সহজেই এই তহবিলগুলির দ্বারা লক্ষ্যবস্তু হতে পারে।

কিছু বিনিয়োগকারী স্বল্প-মেয়াদী লাভ অর্জন করার জন্য কিছু বিনিয়োগ করেন someFundণ তহবিল ব্যাংক এফডি-র চেয়ে ভাল রিটার্ন অফার করুন।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ধরুন একটি প্রকল্পে অর্থায়ন করবেন। এর জীবনকাল ১০ বছর। দশ বছর অবশ্যই দীর্ঘকাল হিসেবে ধরা হবে। তাই অর্থায়নের বিষয়টিও হবে দীর্ঘমেয়াদ। ৫ বছরের অধিক সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে দীর্ঘ মেয়াদী অর্থায়ন বলে। একটি প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি সম্পদ ক্রয়ের জন্য দীর্ঘমেয়াদি অর্থায়ন ব্যবহৃত হয়। এ ধরনের অর্থায়নে ঝুঁকি বেশি। তাই এর খরচ বেশী হয়।

এ ছাড়া দীর্ঘমেয়াদি তহবিলের উৎসগুলোর বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমত, দীর্ঘমেয়াদি অর্থায়নের তহবিলের পরিমাণ সাধারণত স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি অর্থায়নের তুলনায় বড় হয়, ফলে এই তহবিল বিভিন্ন স্থায়ী সম্পত্তি যেমন: ভূমি, দালানকোঠা, কলকব্জা ও যন্ত্রপাতি ইত্যাদি ক্রয়ের জন্য ব্যবহার করা হয়। দীর্ঘমেয়াদি তহবিল ঋণের মাধ্যমে সংগ্রহ করা হয়। শেয়ার ইস্যুর মাধ্যমে তহবিল সংগ্রহ করা হলে মালিকের তহবিল হিসাবে বিবেচিত হয়। দীর্ঘমেয়াদি অর্থায়নের বিষয়টি জানা হলো। এবার আসুন, কী ধরনের প্রক্রিয়া বা দলিল (রহঃৎঁসবহঃ) ব্যবহার করে তা নিয়ে আলোচনা করি।

বন্ড

বন্ড এক ধরনের দীর্ঘমেয়াদি ঋণের দলিল যা বিক্রি করে কোম্পানি তহবিল সংগ্রহ করা হয়। প্রতিটি বন্ডের একটি লিখিত মূল্য থাকে এবং এর মালিক কোম্পানির পাওনাদার। কোম্পানি বন্ডের লিখিত মূল্যের ওপর নির্দিষ্ট হারে সুদ প্রদান করে। সুতরাং বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদি ঋণ দলিল দীর্ঘমেযাদি তহবিল সংগ্রহের জন্য ইস্যু করা হয়। বন্ড দীর্ঘমেয়াদি সনের দলিল হওয়া এর জন্য একটি শক্তিশালী বন্ড মার্কেট প্রয়োজন। আমাদের দেশে শেয়ার বাজার শক্তিশালী হলেও বন্ড বাজার শক্তিশালী নয়।

বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ

যেসব প্রতিষ্ঠান বন্ড ইস্যু করে তাদেরকে বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ বলে। বাংলাদেশে বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ হলো সরকারে পক্ষে বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন কোম্পানি। দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য বাংলাদেশ সরকার ও বিভিন্ন কোম্পানি বন্ড ইস্যু করে। সরকার যে বন্ড ইস্যু করে তাকে ট্রেজারি বন্ড বলে। যেহেতু সরকার এটিকে ইস্যু কার তাই। কারণ সরকার ও গ্যারান্টি দেয়। যেমন-বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষে ৫ বছর, ১০ বছর, ১৫ বছর ও ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড ইস্যু করে। কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডকে কর্পোরেট বন্ড বলা হয়।

  • বিশদ আয়বিবরণী তৈরি করতে হবে,
1 9
2 2

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • মালিকানাস্বত্ব নির্ণয় করতে হবে,
3 1

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করতে হবে,
4 1
5 1
6

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

Leave a Comment