Google Adsense Ads
একজন ডাঃ কাছে এত সুন্দর গুরুত্বপূর্ণ নছিহত আমার জীবনের প্রথম শুনলাম। আল্লাহ পাক আপনাকে উত্তম বিনিময় দান করুক।
🚬#সিগারেটখাওয়াহালালনাকিহারাম!
এ ব্যাপারে কুরআন-হাদীস কি বলে একটু
দেখে নেয়ার পর আমরা নিজেরাই সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ।
★ সিগারেটের গায়ে লেখা থাকে “ধুমপান মৃত্যু ঘটায়”। আল্লাহ পাক বলেন, “তোমরা নিজেদেরকে
ধ্বংসের দিকে নিক্ষেপ করো না।”
[বাকারা-১৯৫]
★ সিগারেট নেশাজাতীয় জিনিস।
নবী করিম (সাঃ) বলেছেন, “প্রত্যেক
নেশার বস্তুই মাদক (খামার) আর প্রত্যেক
নেশার জিনিসই হারাম।” [মুসলিম-২০০৩]
★ কেউ একসাথে ১০ টি সিগারেট খেলে
তার নেশা হতে বাধ্য।
রাসূল (সাঃ) বলেছেন, “যা অধিক সেবন
করলে নেশার সৃষ্টি হয় তা কম সেবন করাও
হারাম।” [তিরমিযি-১৮৬৫, আবু দাঊদ-৩৬৮১]
★ সিগারেট অপবিত্র জিনিস।
আল্লাহ পাক বলেন, “তোমাদের জন্য পবিত্র
বস্তু হালাল ও অপবিত্র বস্তু হারাম করা
হয়েছে।” [আরাফ-১৫৭]
★সিগারেটে অপব্যায় ছাড়া কোন ফায়দা
নেই।
আল্লাহ পাক বলেন, “নিশ্চয়ই অপব্যায়কারী
শয়তানের ভাই।” [সূরা ইসরা-২৭]
★সিগারেটের ধোঁয়ায় মানুষ চরম কষ্ট পায়।
রাসূল (সাঃ) বলেন “যে ব্যক্তি আখিরাতে
বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট
না দেয়।” [বুখারী]
★সিগারেট পুষ্টিকর কিংবা ক্ষুধা নিবারণ
মূলকও কিছুই নয়।
জাহান্নামীদের খাবারের প্রসঙ্গে
আল্লাহ পাক বলেন, “এটা তাদের পুষ্টিও
যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে
না।” [গাশিয়াহ-৭]দ
,,,,,,
হে আল্লাহ,
সবাইকে ধুমপান (মাদক) থেকে বিরত থাকার তৌফিক দান করুন।
Google Adsense Ads
- কারা অধিদপ্তর (PSC) এর নার্স পদের লিখিত পরীক্ষার full প্রশ্ন সমাধানের pdf ২০২৫
- শ্রমিকদের প্রতি ন্যায়বিচার সমান সুযোগ প্রদান এবং দুর্নীতিমুক্ত ব্যবসা
- মেট্রোরেলের বিয়ারিং প্যাড কী,বিয়ারিং প্যাড কি ভাবে কাজ করে
- দারিদ্র্য দূরীকরণে দান বা শিক্ষামূলক কর্মসূচি পরিচালনা
- ট্রিপটিন কি কাজ করে | Tryptin এর কাজ কি | Tryptin Side Effects
Google Adsense Ads