Google Adsense Ads
সাধারণ জ্ঞান মডেল টেস্ট (The Daily Kalerkantha):
সাম্প্রতিক ঘটনাবলির ওপর তৈরি এমসিকিউ (৮ আগস্ট, ২০২০):
১। সম্প্রতি জাতীয় চা দিবস কবে নির্ধারিত হয়েছে?
ক. ২ জুন খ. ৪ জুন গ. ৬ জুলাই ঘ. ১০ জুলাই
২। প্রথম আরব দেশ হিসেবে কোন দেশ মঙ্গল গ্রহের উদ্দেশে মহাকাশ অভিযান শুরু করে?
ক. বাহরাইন (খ) কাতার
(গ) সংযুক্ত আরব আমিরাত (ঘ) ইরাক
৩। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ‘আরাপিয়াম’ কোন দেশে বাস করে?
ক. ইন্দোনেশিয়া খ. মালয়েশিয়া
গ. পাকিস্তান ঘ. জাপান
৪। একুশে পদকে ভূষিত সদ্যঃপ্রয়াত সাঈদ হায়দার কিসের জন্য সমাদৃত?
ক. মুক্তিযুদ্ধ খ. ভাষা আন্দোলন
গ. স্বৈরাচারবিরোধী আন্দোলন ঘ. বিখ্যাত গবেষক
৫। আপেল আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
ক. প্রথম খ. তৃতীয় গ. সপ্তম ঘ. দশম
৬। বাংলাদেশের কোন ব্যাংক ২০২০ সালে সেরা এক হাজার ব্যাংকের তালিকায় স্থান পেয়েছে?
ক. ডাচ্-বাংলা ব্যাংক খ. ইসলামী ব্যাংক
গ. ব্র্যাক ব্যাংক ঘ. মার্কেন্টাইল ব্যাংক
৭। প্রথম বাংলাদেশি হিসেবে কাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্য পোলিও ট্রানজিশন ইনডিপেনডেন্ট মনিটরিং বোর্ডের (টিআইএমবি) সদস্য করা হয়েছে?
ক. ডা. সেঁজুতি সাহা খ. ডা. ইকবাল হোসেন গ. ডা. জাফরুল্লাহ চৌধুরী ঘ. ইকবাল করিম
৮। মুজিব বর্ষ উদ্যাপনের অংশ হিসেবে বাংলাদেশ সরকার সারা দেশে কতটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে?
ক. ৫০ লাখ খ. ৮০ লাখ গ. ২ কোটি ঘ. ১ কোটি
৯। প্রশান্ত মহাসাগরে নিয়োজিত ‘প্যাসিফিক ফ্লিট’ কোন দেশের নৌবহর?
ক. যুক্তরাষ্ট্র খ. চীন গ. জাপান ঘ. রাশিয়া
১০। জাতিসংঘের তথ্য মতে, বর্তমান বিশ্বের কত শতাংশ মানুষ অনাহারে আছে?
ক. ৩.৬ শতাংশ খ. ৮.৯ শতাংশ
গ. ১২ শতাংশ ঘ. ১৪.৭ শতাংশ
১২। রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দীন আহমদ কবে মারা যান?
ক. ১৭ জুন খ. ১৭ মে গ. ১২ জুলাই ঘ. ১৭ জুলাই
১৩। ‘দ্য ল্যানসেন্ট’ পত্রিকার গবেষণা অনুসারে ২১০০ সালে কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি হবে?
ক. ভারত খ. বাংলাদেশ গ. রাশিয়া ঘ. জাপান
১৪। করোনাভাইরাস মহামারি ও প্রভাব মোকাবেলায় গরিব দেশগুলোকে সহায়তার জন্য ধনী দেশগুলোর কাছে জাতিসংঘ কত মার্কিন ডলার তহবিল আবেদন করেছে?
ক. ১ হাজার ৩০ কোটি খ. ২ হাজার ১০ কোটি গ. ৩ হাজার ৫ কোটি ঘ. ৫ হাজার ৫ কোটি
১৫। দেশের সর্বোচ্চ আদালত ‘সুপ্রিম কোর্ট’ কবে ভার্চুয়াল আদালত কার্যক্রম শুরু করে?
ক. ২ জুলাই খ. ৫ জুলাই গ. ১৩ জুলাই ঘ. ৫ জুন
১৬। বাংলাদেশ নৌবাহিনীর নবনির্বাচিত প্রধান— ক. এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী
খ. এম শাহীন ইকবাল
গ. এস এম শামীম আহমেদ ঘ. ইকবাল সোবহান
১৭। দক্ষিণ চীন সাগরের জলসীমা নিয়ে সম্প্রতি কোন দুটি দেশ বিরোধে জড়িয়েছে?
ক. চীন ও যুক্তরাষ্ট্র খ. উত্তর ও দক্ষিণ কোরিয়া ঘ. ভারত ও চীন গ. যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া
১৮। অর্থনৈতিক কেলেঙ্কারির অভিযোগে সদ্য পদত্যাগ করা তিউনিসিয়ার প্রধানমন্ত্রীর নাম কী?
ক. ইলিয়াস জুবেরি খ. ইলিয়াস ফাহফাহ
গ. সামছুদ্দিন আহমেদ ঘ. ইয়াসিন ফাতিন
১৯। ডলফিন রক্ষায় বাংলাদেশ সরকার কয়টি অভয়ারণ্য ঘোষণা করেছে?
ক. ২টি খ. ৫টি গ. ৯টি ঘ. ১৫টি
২০। ২০১৯-২০ অর্থবছরে কোন দেশ থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে?
ক. যুক্তরাষ্ট্র খ. সৌদি আরব গ. জাপান ঘ. চীন
উত্তর
১. খ ২. গ ৩. ক ৪. খ ৫. খ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. ক
Google Adsense Ads
১০. খ ১১. খ ১২. ঘ ১৩. ক ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. ক ১৮. খ ১৯. গ ২০. খ।
- কারা অধিদপ্তর (PSC) এর নার্স পদের লিখিত পরীক্ষার full প্রশ্ন সমাধানের pdf ২০২৫
- শ্রমিকদের প্রতি ন্যায়বিচার সমান সুযোগ প্রদান এবং দুর্নীতিমুক্ত ব্যবসা
- মেট্রোরেলের বিয়ারিং প্যাড কী,বিয়ারিং প্যাড কি ভাবে কাজ করে
- দারিদ্র্য দূরীকরণে দান বা শিক্ষামূলক কর্মসূচি পরিচালনা
- ট্রিপটিন কি কাজ করে | Tryptin এর কাজ কি | Tryptin Side Effects
Google Adsense Ads