Google Adsense Ads
[] ভেজাল কাব্য []
কবি: শ্যামল বণিক অঞ্জন।
পিঁয়াজুতে নেইতো পিঁয়াজ
শুধু কাঁচা পেঁপে!
এমন ডাহা ভেজাল দেখে
বুকটা উঠে কেঁপে।
বেগুনিতে বেগুন কোথায়?
দেখছি মিষ্টি লাউ,
বেগুনিটা ভেবেই সেটা
তৃপ্তি নিয়ে খাও।
ডালপুরীতে ডাল নেই আজ
ওটা ছোট্ট লুচি,
সালাদটাতে শসার স্থাণে
মুলা গাঁজর কুঁচি!
হলুদ মরিচ গুঁড়ায় কাউন
রঙের ছড়াছড়ি,
সয়াবিনে পাম তেল হায়
খাচ্ছে গড়াগড়ি!
কালোজিরায় মিশাচ্ছে তিল
চালেতে কাঁকড়,
জিরার সাথে সজ যে মিশায়
রাখো কি খবর?
ফরমালিনটা বসত করে
সকল প্রকার ফলে,
দুধটা খাঁটি মুখে বলে
তবু ভরা জলে!
ডালডা দেওয়া ঘি’য়ে কি আর
বাড়ায় দেহের বল?
খাসির গোশে খাসির চেয়ে
অধীকই ছাগল!
ভেজাল হাওয়া ভেজাল চাওয়া
ভেজালই তো সব,
ভেজাল লোকে,ভেজাল চোখে
করছি অনুভব।
ভেজাল সামনে ভেজাল পিছে
ভেজাল ডাইনে বাঁয়
ভেজালকারীর চক্করে আজ
হচ্ছি পাগল প্রায়!
Google Adsense Ads
- নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বা বৃক্ষরোপণ কর্মসূচি
- কারা অধিদপ্তর (PSC) এর নার্স পদের লিখিত পরীক্ষার full প্রশ্ন সমাধানের pdf ২০২৫
- শ্রমিকদের প্রতি ন্যায়বিচার সমান সুযোগ প্রদান এবং দুর্নীতিমুক্ত ব্যবসা
- মেট্রোরেলের বিয়ারিং প্যাড কী,বিয়ারিং প্যাড কি ভাবে কাজ করে
- দারিদ্র্য দূরীকরণে দান বা শিক্ষামূলক কর্মসূচি পরিচালনা
Google Adsense Ads
 
					