Google Adsense Ads
ভাবসম্প্রসারণ: সঙ্গ দোষে লোহা ভাসে
প্রত্যেক মানুষই তার জীবন পরিচালনার ক্ষেত্রে একটি স্বাধীনসত্তা বহন করে। সে একাই তার বিবেককে নিয়ন্ত্রণ করে। তবে এ ক্ষেত্রে তার সঙ্গের প্রভাব বিশেষভাবে লক্ষণীয়।
প্রকৃতিতেও যেসব বস্তু সুন্দর ও রমণীয়, সেগুলোর সংস্পর্শে যেসব বস্তু থাকে তারাও সুন্দর ও আকর্ষণীয় হয়ে ওঠে। খারাপ বস্তুটি সুন্দর বস্তুটির গুণ নিজের মধ্যে ধারণ করে অন্যের কাছে নিজেকে মর্যাদাবান ও গ্রহণযোগ্য করে তোলে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
লোহাকে যদি হালকা কাঠের সঙ্গে গেঁথে দেওয়া হয়, তাহলে সঙ্গগুণে সেই লোহাও ভাসতে থাকবে। মানুষের মধ্যেও এই সাহচর্যের প্রভাব বিশেষভাবে কার্যকর হয়। ভবিষ্যতের সুন্দর কিংবা খারাপের বিষয়টি নির্ভর করে ব্যক্তির ইচ্ছা বা সঙ্গ নির্বাচনের ওপর।
যেসব মানুষ উন্নত চরিত্র বা সত্স্বভাবের লোকের সঙ্গে মেলামেশা করে, তাদের স্বভাব-চরিত্রও সুন্দর ও বিকশিত হয়ে ওঠে। অন্যদিকে যারা কুসঙ্গে বা কুসংসর্গে থেকে নিজেদের চরিত্রের অধঃপতন ঘটিয়েছে, সমাজে তাদের বিপর্যয় অনিবার্য।
উদাহরণ হিসেবে বলা যেতে পারে— স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা মেধাবী, সৎ, পরোপকারী ইত্যাদি গুণের বন্ধুদের সঙ্গে থাকলে ভালো কিছু আশা করা যায়। কিন্তু যদি খারাপ চরিত্রের বন্ধুর পাল্লায় পড়ে, তাহলে মাদক সেবন থেকে শুরু করে বিভিন্ন খারাপ কাজে জড়িত হওয়ার সম্ভাবনা থাকে, যা আমরা সামাজিক গণমাধ্যমের মাধ্যমে অনেক কিছু জানতে পাই। তাই কথায় বলে—‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ।’
মানবজীবনে সঙ্গ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সঙ্গই হলো সব কিছুর সাফল্য ও বিফলতার চাবিকাঠি। সুতরাং ব্যক্তি, পরিবার, সমাজ তথা জাতির মঙ্গলের জন্য কুসংসর্গ পরিহার করে সৎসঙ্গে থাকা উচিত।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
Google Adsense Ads
- ডিগ্রি ২য় বর্ষ অর্থনীতি ৪র্থ পত্র সাজেশন
- Degree Economics 4th paper Final Suggestion
- ডিগ্রি ২য় বর্ষের অর্থনীতি ৩য় পত্র স্পেশাল সাজেশন
- Economics 3rd paper Degree 2nd Year Suggestion
- সহকারী জজ (বিজেএস) নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত সাজেশন,BJS MCQ Suggestions
- ১ মে আন্তর্জাতিক শ্রম দিবস আজ, মে দিবসের ইতিহাস
Google Adsense Ads