পাইলস অর্শ রোগের ঔষধ

Google Adsense Ads

পাইলস একটি অতি পরিচিত স্বাস্থ্য সমস্যা। মলদ্বার বা পায়খানার রাস্তার মুখ যদি ফুলে যায় এবং সেখান থেকে রক্ত পড়ে অথবা পায়খানার রাস্তা থেকে যদি কোনো মাংসপিণ্ডের মত কিছু বের হয় তখন একে বলা হয় পাইলস। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর নাম হেমোরয়েড। সাধারণভাবে বাংলায় এটি অর্শ রোগ নামেও পরিচিত।  পাইলস অর্শ রোগের ঔষধ

গর্ভাবস্থায় শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে। ফলে নানান রকম হরমোনের মাত্রা বাড়ে-কমে। এসময় প্রোজেস্টেরন হরমোনের আধিক্যের কারণে শরীরের পেশি এবং রক্তনালীগুলো শিথিল বা রিল্যাক্সড অবস্থায় থাকে। বৃহদান্ত্র ও মলদ্বারের পেশি এবং রক্তনালীগুলো এরূপ শিথিল থাকার কারণে গর্ভবতীর পাইলস দেখা দেয়। 

পাইলস অর্শ রোগের ঔষধ

Cinchocaine + Hydrocortisone + Framycetin + Esculin একটি কম্বিনেশন মলম/সাপোজিটরি যা সাধারণত হেমোরয়েডস (Piles), অ্যানাল ফিসার, প্রুরাইটাস অ্যানাই (গुदদ্বারে চুলকানি) এবং ইনফেক্টেড অ্যানোরেক্টাল অবস্থার চিকিৎসায় ব্যবহৃত হয়। এই উপাদানগুলি সম্মিলিতভাবে ব্যথা, প্রদাহ, ইনফেকশন এবং শিরাগত সমস্যা কমাতে সাহায্য করে।

প্রতিটি উপাদানের কাজের প্রক্রিয়া:

1. Cinchocaine (একটি লোকাল অ্যানেসথেটিক)

  • কাজ: পাইলস অর্শ রোগের ঔষধ
  • স্নায়ু শেষপ্রান্তে ব্যথার সংকেত ব্লক করে।
  • দ্রুত এবং দীর্ঘস্থায়ী ব্যথা উপশম করে (হেমোরয়েড বা ফিসারের কারণে তীব্র ব্যথা কমাতে সাহায্য করে)।
  • ইফেক্ট:
  • জ্বালাপোড়া, চুলকানি ও অস্বস্তি দূর করে।

2. Hydrocortisone (একটি কর্টিকোস্টেরয়েড/স্টেরয়েড)

  • কাজ:
  • প্রদাহ (Inflammation), ফোলাভাব (Swelling) এবং লালভাব (Redness) কমায়।
  • ইমিউন রেসপন্সকে দমন করে, ফলে চুলকানি ও জ্বালাপোড়া কমে।
  • ইফেক্ট:
  • হেমোরয়েডস বা অ্যানাল ফিসারের কারণে সৃষ্ট ফোলা ও জ্বালা কমাতে সাহায্য করে।

3. Framycetin (একটি অ্যান্টিবায়োটিক)

  • কাজ:
  • ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে (বিশেষত গ্রাম-পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর)।
  • ইনফেকশন প্রতিরোধ বা চিকিৎসা করে (যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশনজনিত হেমোরয়েডস বা ফিসার)।
  • ইফেক্ট:
  • দ্বিতীয় সংক্রমণ (Secondary Infection) রোধ করে।

4. Esculin (একটি ভ্যাসোপ্রোটেক্টিভ ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এজেন্ট)

  • কাজ:
  • রক্তনালীর প্রাচীর শক্তিশালী করে এবং ক্যাপিলারি পারমিয়াবিলিটি কমায়।
  • মাইক্রোসার্কুলেশন উন্নত করে, ফলে ফোলাভাব ও রক্তপাত কমে।
  • ইফেক্ট:
  • হেমোরয়েডসের লক্ষণ যেমন রক্তক্ষরণ ও ফুলে যাওয়া কমাতে সাহায্য করে।

কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?

  • বাহ্যিক ও অভ্যন্তরীণ হেমোরয়েডস (Internal/External Hemorrhoids)
  • অ্যানাল ফিসার (Anal Fissure)
  • গুদদ্বারে চুলকানি ও প্রদাহ (Pruritus Ani)
  • ব্যাকটেরিয়াল ইনফেকশনযুক্ত অ্যানোরেক্টাল সমস্যা

ব্যবহারের নিয়ম:

  • সাধারণত দিনে ২-৩ বার (ব্যথা বা চুলকানির তীব্রতা অনুযায়ী) প্রয়োগ করতে হয়।
  • সাপোজিটরি বা মলম আকারে পাওয়া যায় (ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন)।
  • Hydrocortisone থাকায় দীর্ঘমেয়াদী ব্যবহার এড়িয়ে চলুন (স্টেরয়েডের পার্শ্বপ্রতিক্রিয়া যেমন ত্বক পাতলা হওয়ার ঝুঁকি থাকে)।

সতর্কতা:

  • গর্ভাবস্থা/স্তন্যদান: ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না (বিশেষ করে Framycetin ও Hydrocortisone প্লাসেন্টা বা বুকের দুধে যেতে পারে)।
  • অ্যালার্জি: Framycetin বা Cinchocaine-এ অ্যালার্জি থাকলে ব্যবহার এড়িয়ে চলুন।
  • ব্যাকটেরিয়াল/ফাঙ্গাল ইনফেকশন: Framycetin শুধু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, ফাঙ্গাল ইনফেকশনে কার্যকর নয়।

সামগ্রিক প্রভাব:

এই কম্বিনেশনটি ব্যথা, প্রদাহ, ইনফেকশন এবং শিরাগত সমস্যা একসাথে নিয়ন্ত্রণ করে, যা হেমোরয়েডস ও সংশ্লিষ্ট অবস্থার দ্রুত উপশমে সাহায্য করে। তবে, দীর্ঘমেয়াদী ব্যবহারের আগে প্রোক্টোলজিস্ট বা ডাক্তারের পরামর্শ নিন।

নির্দেশনা

ইহা নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-

  • মলদ্বারের ভিতর ও বাহিরের হেমরয়েড চিকিৎসায়।
  • প্রসব পরবর্তী যে সকল হেমরয়েড হতে পারে তার চিকিৎসায়।
  • এনাল প্রুরাইটিস, পেরিএনাল একজিমা, এনাল ফিসার এবং প্রোকটাইটিস চিকিৎসায়।
  • হেমরয়েড অপারেশনের পর ব্যথা ও অস্বস্তি দূর করে।

ব্যবহার

মলদ্বারের ভিতর ও বাহিরের হেমরয়েড চিকিৎসায়। প্রসব পরবর্তী যে সকল হেমরয়েড হতে পারে তার চিকিৎসায়। এনাল রাইটিস, পেরিএনাল একজিমা, এনাল ফিসার এবং প্রােটাইটিস চিকিৎসায়। হেমরয়েড অপারেশনের পর ব্যথা ও অস্বস্তি দূর করে।

এরিয়ান এর দাম কত? এরিয়ান এর দাম

উপাদান

প্রতি গ্রাম অয়েন্টমেন্টে আছে-

  • সিনকোকেইন ৫ মি.গ্রা.
  • হাইড্রোকর্টিসন ৫ মি.গ্রা.
  • ফ্রেমাইসেটিন ১০.৫ মি.গ্রা.
  • এসকুলিন ১০ মি.গ্রা.

প্রতিটি সাপোজিটরিতে আছে-

Google Adsense Ads

  • সিনকোকেইন ৫ মি.গ্রা.
  • হাইড্রোকর্টিসন ৫ মি.গ্রা.
  • ফ্রেমাইসেটিন ১০ মি.গ্রা.
  • এসকুলিন ১০ মি.গ্রা.

মাত্রা ও সেবনবিধি

অয়েন্টমেন্ট: অল্প পরিমাণ অয়েন্টমেন্ট সকালে ও সন্ধ্যায় এবং প্রতিবার মলত্যাগের পর আঙ্গুলের সাহায্যে ব্যথাযুক্ত বা চুলকানির জায়গায় প্রয়োগ করতে হবে। মলদ্বারের গভীরে ওষুধ প্রবেশ করানোর জন্য টিউবের অগ্রভাগে এপ্লিকেটর (সরবরাহকৃত) যুক্ত করে এপ্লিকেটরটি মলদ্বারের গভীরে পুরোটা ঢুকিয়ে দিতে হবে এবং ধীরে ধীরে টিউবের পশ্চাৎ ভাগে চাপ প্রয়োগ করে বের করে আনতে হবে। পাইলস অর্শ রোগের ঔষধ

সাপোজিটরি: প্রতি দিন সকালে ও বিকালে এবং মলত্যাগের পর পায়ুপথে ব্যবহার করতে হবে।

প্রতিনির্দেশনা

এরিয়ানের চারটি উপাদান বা যে কোন একটির প্রতি সংবেদনশীলতার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। হারপিস সিমপ্লেক্স, ভেক্সিনিয়া বা ভেরিসেলা এবং মলদ্বারের টিউবারকিউলাস রোগের ক্ষেত্রে কর্টিকস্টেরয়েড ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া

দীর্ঘদিন যাবৎ ওষুধটি ব্যবহার করা উচিত নয়, কারন এর ফলে ত্বক পাতলা হয়ে যেতে পারে, ত্বকের সম্প্রসারণ ক্ষমতা হ্রাস পেতে পারে, সুপারফিসিয়াল রক্তনালী সমূহ সম্প্রসারিত হতে পারে, টেলানজিয়াকটাসিয়া এবং ইকাইমোসিস হতে পারে। ব্যাপক জায়গা জুড়ে বা প্রচুর পরিমাণে এরিয়ান ওয়েন্টমেন্ট ব্যবহারের ফলে সাধারণত এই সমস্যাগুলি হয়।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে না।

বিশেষ ক্ষেত্রে ব্যবহার

বাচ্চাদের ক্ষেত্রে ইহার ব্যবহার নির্দেশিত নয়।

থেরাপিউটিক ক্লাস

Compound steroidal preparations, Drugs used in Ano-rectal region

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ২৫ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

পরিশেষে : সবচেয়ে কার্যকর ওষুধ ইরিয়ান মলম, ঔষধের ইরিয়ান মলম,কার্যকর ঘুমের ঔষধের ইরিয়ান মলম,ইরিয়ান মলম ট্যাবলেট
বাংলা নিউজ এক্সপ্রেস সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আরো পড়ুন:

Google Adsense Ads

Leave a Comment