নিজেদের অধিকারের ব্যাপারে সামান্য সচেতন হলে মেয়েরা নিশ্চয়ই বুঝতো যে জগতে যত নির্যাতন আছে মেয়েদের বিরুদ্ধে

Google Adsense Ads

একজন বিখ্যাত লেখিকা বলেছিলেন, “নিজেদের অধিকারের ব্যাপারে সামান্য সচেতন হলে মেয়েরা নিশ্চয়ই বুঝতো যে জগতে যত নির্যাতন আছে মেয়েদের বিরুদ্ধে, সবচেয়ে বড় নির্যাতন হলো মেয়েদেরকে সুন্দরী হবার জন্য লেলিয়ে দেওয়া।”

আমাদের শিশুরা যারা এখনো অনেক ছোট। লিপস্টিক বা চুলে কালার দেওয়ার বয়স এখনো ওদের হয়নি। ছোট থেকে লিপস্টিক দিলে ঠোঁট তো কালো হয়ই আরো কী কী হয় তা নীচে আলোচনার চেষ্টা করছি।

সবচেয়ে দামী ব্রান্ডের হেয়ার কালারের বোতলের গায়েও লেখা থাকে যে শিশুদের ব্যবহারের জন্য নয়। যারা ছোট থেকে কালার ব্যবহার করে তাদের অতি দ্রুতই চুল সাদা হওয়া শুরু করে। কেমিক্যালের আরো অনেক সাইড ইফেক্ট আছে সেগুলো আমার আলোচনার বিষয় নয় বলে লিখছি না।

ছেলে শিশুগুলোকে কিন্তু আমরা সাজানোর কথা চিন্তা করিনা। ওরা দেখতে কেমন তা নিয়েও খুব একটা ভাবি না। কিন্তু মেয়ে শিশু মানেই ওদের সামনেই আমরা নিজেরা এবং পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজন সবাই মিলেই গবেষণা করতে থাকি যে ওর গায়ের রঙ কেমন, চেহারা কেমন, নাকটা কতো মোটা, চুলগুলো কতটা ঘন ইত্যাদি।

এই প্রত্যেকটা কথার ভীষণ নেগেটিভ প্রভাব তৈরি হয় শিশুমনে। এই কথাগুলো বলে বা মেয়ে শিশুগুলোকে বড়দের মতো প্রসাধনী মাখিয়ে আমরা ওদেরকে শরীর সর্বস্ব হতে শেখাই। আমরা এই ধারণা দেই যে তুমি মানুষ নও, মেয়ে মানুষ মাত্র এবং সুন্দর না হলে বা না সাজলে তোমার কোন মূল্য নেই।

আরো ভয়াবহ কাজ যা করি- একটু ফর্সা বা ভালো চেহারার শিশু দেখামাত্রই আবেগের আতিশয্যে মেতে উঠি। শিশুটির সামনেই আহ্লাদে সরব হই। এতে কী হয় জানেন? শিশুটি এই অতিমূল্যায়নের ভুল ভাবনা মাথায় নিয়ে নেয়। ছোট থেকেই এই জেনে বড় হয় যে সে সুন্দর তাই পৃথিবীর আর কোন যোগ্যতা অর্জনের প্রয়োজন তার নেই।

যেহেতু নিজস্ব কোন অর্জিত গুনাবলী ছাড়াই সে অহর্নিশি pampered হচ্ছে। একটা শিশু সুন্দর কী অসুন্দর, মোটা না কালো, খাটো কী লম্বা এই বিষয়গুলো ওদের সামনে যত কম আলোচনা করবো ততই তারা মানুষ হওয়ার পথে এগিয়ে যাবে। একজন মানুষের জীবনের ultimate goal নিশ্চয়ই “দেখতে সুন্দরী হওয়া” হতে পারে না।

তাই কোন শিশুকেই আমরা যেন অতিমূল্যায়ন বা অবমূল্যায়ন না করি। যোগ্যতা থাকে শিক্ষায় ও কর্মে, সাজগোজে বা গায়ের রঙে নয়।

ধর্ম কম

Google Adsense Ads

Google Adsense Ads

2 thoughts on “নিজেদের অধিকারের ব্যাপারে সামান্য সচেতন হলে মেয়েরা নিশ্চয়ই বুঝতো যে জগতে যত নির্যাতন আছে মেয়েদের বিরুদ্ধে”

Leave a Comment