জেগে ওঠো মানব কবি মোঃ ফিরোজ খান

 

https://jobspointbd.com/

My Ads

Google Adsense Ads

জেগে ওঠো মানব কবি মোঃ ফিরোজ খান

আর নয় অন্যায় অবহেলিত মুসলমান
নয় কভু হেয় প্রতিপন্ন অপমানিত বাংলায়
অত‍্যাচারীর জুলুম হতে রেহাই হবে সবার
মুসলমান জাগো বলো আল্লাহ আকবর।

যুগ যুগ ধরে মুসলিমেরা হয়েছে অবহেলিত
অধিকার আদায়ে মাতৃভূমিতে করেছে যুদ্ধ
তাকাও বিতাড়িত হয় আরাকান কিভাবে
সময় এসেছে জাগো মুসলমান হুংকারে।

পুড়ছে মানব জ্বলছে মুসলিম জনপথে
কন্ঠে হুংকার ব‌ইছে প্রতিশোধের তুফান
পথে ঘাটে বিচলিত মুমিন জলছে আগুনে
আর নয় অত‍্যাচার জাগ্রত হও মুসলমান।

কেঁদে শূন্য হয়েছে কত না মায়ের কোল
সন্তানের রক্তে রঞ্জিত হচ্ছে দেশের ময়দান
ইসলামী শক্তিকে করতে দিব না অবসান
ভয় ভীতি ভুলে গিয়ে জাগ্রত হও মুসলমান।

জ্বলছে মুসলমান শোষিত হচ্ছে মুসলিম ধর্ম
শোষণ করছে হিন্দু-সম্প্রদায়,বৌদ্ধ খ্রিষ্টান
প্রেতাত্মা কুশক্তি করতে হবে ধ্বংস নির্মূল
জাগো মুসলিম জাগো বাংলার মুসলমান।

মুক্তি হবেই সকল নিপীড়িত মুসলমানদের
কন্ঠে “আল্লাহু আকবর” আল্লাহ আকবর
পড় কোরআন করো তাকবীরি জয়গান
হও আগুয়ান জাগ্রত আজ বিশ্ব মুসলমান।

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Comment