জার্মানিতে গণজাগরণ সৃষ্টি হয়েছিল কিসের প্রভাবে, লুই ফিলিপকে কি বলা হতো, লুই ফিলিপ এর খেতাব কি ছিল

Google Adsense Ads

জার্মানিতে গণজাগরণ সৃষ্টি হয়েছিল কিসের প্রভাবে, লুই ফিলিপকে কি বলা হতো, লুই ফিলিপ এর খেতাব কি ছিল

মেটারনিক কে ছিলেন? অথবা, মেটারনিক কে?
উত্তর : অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী।

মেটারনিকবাদ কি?
উত্তর : মেটারনিকের গৃহীত নীতিকে মেটারনিকবাদ বলে ।

মেটারনিক কোন দেশের শাসক?
উত্তর : অস্ট্রিয়ার শাসক ।

কোন সময়কালকে “মেটারনিকযুগ” বলা হয়?
উত্তর : অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটারনিক ১৮১৫ – ১৮৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপীয় রাজনীতিতে যে প্রভাব বিস্তার করেন তার এই সময় কালকে মেটারনিক যুগ বলে ।

ভিয়েনা চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৮১৫ সালে ।

ভিয়েনা সম্মেলনে সভাপতিত্ব করেন কে?
উত্তর : অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক।


Concert of Europe কি?
উত্তর : ফ্রান্সকে দুর্বল করে ফরাসি বিপ্লবের ভাবধারাকে প্রতিরোধ করার জন্য পবিত্র চুক্তি ও চতুঃশক্তি চুক্তির মাধ্যমে ইউরোপীয় শক্তিবর্গের মধ্যে যে একতা ও সম্প্রীতির স্থাপিত হয়েছিল তাই Concert of Europe নামে পরিচিত।

পবিত্র চুক্তি কি?
উত্তর : রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার খ্রিস্টধর্মের মূলনীতির ভিত্তিতে ইউরোপীয় নেতৃবর্গের সাথে যে চুক্তি সম্পাদন করেন তাকে পবিত্র চুক্তি বলে ।

পবিত্র চুক্তির (Holy Alliance) উদ্যোক্তা কে ছিলেন?, পবিত্র সন্ধি (Holy Alliance) কার পরিকল্পনা? , পবিত্র সন্ধির উদ্ভাবক কে?
উত্তর : রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার ।

পবিত্র চুক্তির মূলনীতি কি ছিল?
উত্তর : শান্তি, মানবপ্রেম ও ন্যায়নীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা কর।
জুলাই বিপ্লব কখন সংঘটিত হয়?, জুলাই বিপ্লব কখন সংঘটিত হয়েছিল?, জুলাই বিপ্লব কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৮৩০ সালে ।

জুলাই বিপ্লবের স্থায়িত্বকাল ছিল কত দিন?
উত্তর : ৪ দিন। [টেস্ট পরীক্ষা–কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, রাজেন্দ্র কলেজ

জার্মানিতে গণজাগরণ সৃষ্টি হয়েছিল কিসের প্রভাবে?
উত্তর : জুলাই বিপ্লবের প্রভাবে

লুই ফিলিপকে কি বলা হতো, লুই ফিলিপ এর খেতাব কি ছিল?
উত্তর : নাগরিক রাজা ।

আরো ও সাজেশন:-

‘নাগরিক রাজা’ কাকে বলা হয়?
উত্তর : প্রথম লুই ফিলিপকে ।

লুই ফিলিপ কোন বংশের রাজা ছিলেন?
উত্তর : অর্ণয়েন্স বংশের
ফেব্রুয়ারী বিপ্লব কখন সংঘটিত হয়েছিল?
উত্তর : ১৮৪৮ খ্রিস্টাব্দে।

তৃতীয় নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ কমোছলেন?
উত্তর : ফ্রান্সের প্যারিসে।

ফরাসি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট কে?
উত্তর : লুই নেপোলিয়ন (তৃতীয় লেপোলিয়ন)।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ফেব্রুয়ারি বিপ্লবকে কি বলা হয়?
উত্তর : ফরাসিদের জীবনের মোড় পরিবর্তনকারী।


তৃতীয় নেপোলিয়ন কে ছিলেন?
উত্তর : সম্রাট নেপোলিয়নের ভ্রাতুষ্পুত্র এবং নেদারল্যান্ডের রাজা লুই বোনাপাটের পুত্র ছিলেন।

তৃতীয় নেপোলিয়নের প্রকৃত নাম কি?
উত্তর : লুই নেপোলিয়ন বোনাপার্ট ।

‘দারিদ্র্যের অবসান’ (Extinction of Pauperism) গ্রন্থ কে লিখেন?
উত্তর : তৃতীয় নেপোলিয়ন ।

তৃতীয় নেপোলিয়নকে কি বলা হয়?
উত্তর : কল্যাণকামী স্বেচ্ছাচারী নরপতি ।

কাকে ইউরোপীয় রাজনীতির মশাল বলা হয়?
উত্তর : তৃতীয় নেপোলিয়নকে ।

“তৃতীয় নেপোলিয়ন ছিলেন ইউরোপের জ্বলন্ত মশাল বা অগ্নিকুণ্ড।”—উক্তিটি কে করেছেন?
উত্তর : ইংরেজ লেখক কিংলোক

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Comment