জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স পরীক্ষায় থাকছে না ইনকোর্স, পরীক্ষায় ৮০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বরের পরীক্ষা

Google Adsense Ads

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে উপস্থিতি ও ইনকোর্স নম্বর বাতিল করেছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। অনার্স ও মাস্টার্স পরীক্ষায় এর ২০ নম্বর নির্ধারিত ছিল। ফলে আগামী শিক্ষাবর্ষ থেকে NU অনার্স ও মাস্টার্স কোর্স পরীক্ষায় ৮০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বরের পরীক্ষা হবে ।

National বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সিনেট হলে একাডেমিক কাউন্সিলের ৯১তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে সভায় একাডেমিক কাউন্সিলের ৩৩ সদস্য উপস্থিত ছিলেন।

এদিকে সভায় ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক চিন্তা, সমাজ ভাবনা ও আদর্শ’ শীর্ষক গবেষণার বিষয়বস্তুর ওপর এমফিল-পিএইচডি কোর্স চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু-বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের অধীনে পরিচালিত এমফিল লিডিং টু পিএইচডি রেগুলেশন ২০১৯ ও সিলেবাস অনুমোদন করা হয়।

সভায় কলেজ পরিচালনা পর্ষদ সংক্রান্ত বিদ্যমান বিধিতে সংশোধন আনা হয়েছে। এতে গভর্নিং বডির নির্বাচন চালাতে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের বিধান যুক্ত করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনার্স-মাস্টার্স পরীক্ষায় উপস্থিতি ও ইনকোর্স পরীক্ষায় নির্ধারিত ২০ নম্বর না রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এর ফলে আগামী শিক্ষাবর্ষ থেকে কোর্সগুলোতে ৮০ নম্বরের পরিবর্তে একশ’ নম্বরের পরীক্ষা হবে।

এছাড়া অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় কলেজ পরিচালনা পর্ষদ সংক্রান্ত বিদ্যমান বিধিতে সংশোধন আনা হয়েছে।

Google Adsense Ads

সংশোধনে গভর্নিং বডির নির্বাচন পরিচালনার জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠনের বিধান যুক্ত করা হয়েছে। সভায় দুইজনকে এমফিল ও একজনকে পিএইচডি ডিগ্রি প্রদানের বিষয়টিও অনুমোদন দেয়া হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স, মাস্টার্স এবং ডিগ্রি পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করার সিধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স পরীক্ষায় থাকছে না ইনকোর্স ও উপস্থিতির উপর নির্ধারণ করা ২০ নম্বর। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৯১তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে অনার্সের ২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে এবং মাস্টার্সের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ থেকে থাকছে না উপস্থিতি ও ইনকোর্স পরীক্ষায় নির্ধারিত ২০ নম্বর।

যারা ফলে আগামী শিক্ষাবর্ষ থেকে অনার্স মাস্টার্স কোর্সগুলোতে ৮০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বরের পরীক্ষা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১০০ নম্বরের পরীক্ষায় পাশ মার্ক কত এবং পরীক্ষার সময়কাল কতক্ষণ হবে এ ব্যাপারে এখনও জানা যায়নি।

এছাড়াও কোন বিভাগে কত মার্ক থাকবে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়নি। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৯১তম সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলো প্রকাশ করা হবে।

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ও মাস্টার্স পরীক্ষায় উপস্থিতি ও ইনকোর্স পরীক্ষায় ২০ নম্বর নির্ধারিত ছিল এবং ৮০ নম্বরের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে কলেজ কর্তৃক নির্দিষ্ট সময়ে ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হত এবং ইনকোর্স পরীক্ষার নম্বর ফাইনাল পরীক্ষার সাথে যুক্ত করে ফলাফল প্রকাশ করা হতো।

কিন্তু আগামী শিক্ষাবর্ষ থেকে ৮০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বরের পরীক্ষা হবে।

Google Adsense Ads

Leave a Comment