চলে যেতে হবে কবি মোঃ ফিরোজ খান, চলে যেতে হবে কবি মোঃ ফিরোজ খান

 

https://jobspointbd.com/

My Ads

Google Adsense Ads

চলে যেতে হবে কবি মোঃ ফিরোজ খান, চলে যেতে হবে কবি মোঃ ফিরোজ খান

বিদায়ের সানাই বাজে
নিয়ে যাবার পালকি
এসে দাঁড়ায় দুয়ারে,
সুন্দর পৃথিবী ছেড়ে
এখন‌ই চলে যেতে হবে।

এই যে বেঁচে ছিলাম
তবুও দীর্ঘশ্বাস নিয়ে
চলে যেতে হয় সবাইকে,
অচেনা অজানা গন্তব্যে
হঠাৎ ডেকে ওঠে
নাম না জানা পাখি।

সময় ফুরিয়ে গেছে
এখন‌ই বন্ধ হবে আঁখি।
অজান্তেই চমকে উঠি
জীবন ফুরালো নাকি!
এমনি করে সবাই যাবে,
যেতেই হবে এটাই নিয়মনীতি।

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Comment