এসএসসি ভোকেশনাল ১০ম শ্রেণির ফার্ম মেশিনারি (১) ২য় পত্র অ্যাসাইনমেন্ট ৩য় সপ্তাহের সমাধান/উত্তর ২০২১

অ্যাসাইনমেন্ট : ডাই ও ডাই স্টকের ব্যবহার এবং ডাইস্টকের সাহায্যে ধাতব পদার্থের উপরিভাগে প্যাঁচ কর্তন

 শিখনফল/বিষয়বস্তু :  

  • ১। ডাইয়ের ধারণা 
  • ২। ডাই স্টকের ব্যবহারে লুব্রিকেশনের প্রয়ােজনীয়তা 
  • ৩। এক্সটারনাল থ্রেড কাটিং প্রণালী 
  • ৪। ডাই ভাঙ্গার কারণ

নির্দেশনা (সংকেত/ ধাপ/ পরিধি): 

  • ১। ডাইয়ের ধারণা ব্যক্ত করতে হবে। (প্রকারভেদসহ) 
  • ২। ডাই স্টকের ব্যবহারে লুব্রিকেশনের প্রয়ােজনীয়তা ব্যাখ্যা করতে হবে। ৩। এক্সটারনাল থ্রেড কাটিং প্রণালী বর্ণনা করতে হবে। 
  • ৪। ডাই ভাঙ্গার কারণসমূহ উল্লেখ করতে হবে।

উত্তর সমূহ:

এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

১। ডাইয়ের ধারণা :  ধাতব বস্তুর অভ্যন্তরে প্যাচ কাটার জন্য শক্ত ইস্পাতের তৈরি একখন্ড চ্যাপ্টা যন্ত্র যার ভিতরের দিকে গােলাকার এজ হিসেবে কাজ করে , এরূপ হস্তচালিত যন্ত্রকে ডাই বলে ।

ডাই কঠিন ও শক্ত ধাতু দিয়ে তৈরি হয়ে থাকে । একে চালানাের জন্য ডাই বেঞ বা ডাই স্টক ব্যবহার করা হয়ে থাকে । ডাই দিয়ে পাইপের বাইরের দিকে অথবা গােলাকার লৌহ দন্ড , শ্যাফট ইত্যাদির গায়ে থ্রেড কাটা হয় ।   

ডাই এর প্রকারভেদঃ

IMG 20210803 224145

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

IMG 20210803 224247

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

IMG 20210803 224354

৩। এক্সটারনাল থ্রেড কাটিং প্রণালী    ওয়ার্ক পিচের যে প্রান্তে গ্রেভ কাটা হবে সেই প্রান্ত প্রথমে গ্রাইন্ডিং করে অথবা ফাইলে ঘৰে কিছুটা সরু বা ট্যাপার করে নিতে হয় । এরপর জটিকে উপর – নিচে খাড়াভাবে সরু প্রান্ত উপর দিকে রেখে টেবিল ভাইসে শক্ত ও মজবুত করে অটিকাতে হয় ।

ব্রেডের ব্যাসের উপর ভিত্তি করে গ্রেড কটিার ডাই নির্বাচন করতে হয় । ডাই স্টকে নির্বাচিত ডাইকে স্থাপন করে সেট জুর সাহায্যে ডাইয়ের ছিদ্রপথ জবের মাথায় ঢােকার উপযােগী করে সেট করতে হয় । এবার জবের মাথায় ডাইস্টকসহ ডাই এমন ভাবে প্রবেশ করাতে হয় যেন জবের সাথে ডাইস্টক লম্বভাবে থাকে ।   

ডাইস্টকের হাতল দুটি দুই হাতে শক্ত করে ধরে নিচের দিকে চাপসহ ডান দিকে ( রাইট হ্যাভ ব্রেডের জন্য ) ঘুরিয়ে প্যাচ কাটা শুরু করতে হয় । থ্রেড কাটার সময় ডাই ও গ্রেডের সংযােগস্থলে কাটিং ফ্লুইড প্রয়ােগ করতে হয় । ব্রেড কাটার মাঝে মাঝে ডাই উল্টা দিকে আধা প্যাঁচ ঘুরিয়ে কাটা ধাতকণা ( মেটাল চিপস ) বের করে দিতে হয় ।   

নির্দিষ্ট অংশে প্যাচ কাটা হলে উল্টা দিকে ঘুরিয়ে জবের মাথা থেকে ডাই বের করে আনতে হয় । তারপর সেট – ফু ঘুরিয়ে ভাইয়ের ব্যাস একটু কমিয়ে পুনরায় জবে থ্রেড কাটতে হয় ।

এভাবে কয়েক বার প্যাচ কেটে নির্দিষ্ট মাপে গ্রেড কাটা সম্পন্ন করতে হয় । শেষে প্ৰেড – পিস গেজের সাহায্যে অথবা ডাই নাট দিয়ে থ্রেডের মাপ পরীক্ষা করতে হয় ।  

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৪. ডাই ভাঙ্গার কারণসমূহঃ   ডাই দ্বারা থ্রেড কাটার সময় সঠিক নিয়ম অনুসরণ না করা হলে ডাই ভেঙে যেতে পারে । নিম্নে ডাই ভঙ্গার কারণসমূহ উল্লেখ করা হলাে ।   

১ ) জবের অ্যাক্সিস বা অক্ষের সাথে সঠিক অ্যালাইনমেষ্টে ডাই সংযুক্ত না হলে ডাই সঠিক পথে অগ্রসর হতে পারবে না এবং পার্শ্ব চাপের ফলে ডাই ভেঙে যেতে পারে ।   

২ ) ডাইস্টকের হাতলের যে কোনাে এক প্রান্তে নিম্ন – মুখি চাপ বেশি পড়লে ভাই ভেঙে যেতে পারে ।   

৩ ) কাটিং চিপসে ডাইয়ের ফুট জ্যাম হয়ে গেলে ডাই অগ্রসরে বাধাগ্রস্থ হয়ে ডাই ভেঙে যেতে পারে ।   

৪ ) ডাই সাইজ সঠিকভাবে নির্ণয় করা না হলে বা উপযুক্ত মাপের চেয়ে ছােট হলে এবং ডাই কঠিনভাবে ঢুকানাের চেষ্টা করলে ডাই অগ্রসরে দস্থ হয়ে ডাই ভেঙে যেতে পারে ।   

৫ ) গ্রেড কটিার সময় কাটিংফুইড ব্যবহার না করা হলে অতিরিক্ত টর্কের কারণে ডাই ভেঙে যেতে পারে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল  কপিরাইট: (বাংলা নিউজ এক্সপ্রেস)]

এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের ৯ম/১০ শ্রেণি ভোকেশনাল পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
  • ৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক

Leave a Comment