Google Adsense Ads
এলো খুশির-কান্নার ঈদ
-মোঃ ফিরোজ খান
রোজা শেষে উঠবে শাওয়ালের চাঁদ হেসে
করোনা ভয় নিয়ে মনে বইছে খুশির বাঁধ
ধনীগরিব পথশিশু করবেনা আনন্দউল্লাস
মনের খুশিতে ঈদে ভাসবেনা কেউ সুখে।
ত্রিশ দিনের রমজান শেষে উঠবে জেগে
শিশু যুবক,বৃদ্ধ-সবাই থাকবে ঈদে ঘরেতে
নতুন পোশাক পরবেনা,করোনা ভয় মেনে
মুসলিম পরিবারের ঘরে এলো খুশির ঈদ।
সকলে করবে গোসল উঠে সকালে হেসে
ঈদে নামাজ পড়বে সামাজিক দূরত্ব মেনে
কাঁধে রাখবেনা হাত পড়তে নামাজ ঈদে
কোলাকুলি করবে না; থাকবে সরে দূরে।
সালাম দিলে সেলামি নেই পকেট যে খালি
ধনী-গরিব নেই দ্বন্দ আছে তবূ ঈদের খুশী,
গরীব দুখীর মুখে ফুটেছে ঈদ কান্না হাসি
করোনাকে জয় করে ঘরেতে ঈদের খুশী।
যাকাত গরিবের হক ইসলাম সত্য পথে
করোনার কষ্টে ঈদের সুখ গেলো হারিয়ে,
আল্লাহ্ মহান তিনিই করবেন করোনা দূর
যাকাত দিয়ে দুঃখ ভুলে থাকবো ঈদে মিলে।
ঈদ ও করোনা ভাইরাস নিয়ে ঈদের একটি কবিতা পাঠালাম।
লেখক সাংবাদিকজেলা গাজীপুর বাংলাদেশবোর্ড বাজার।
Google Adsense Ads
- কারা অধিদপ্তর (PSC) এর নার্স পদের লিখিত পরীক্ষার full প্রশ্ন সমাধানের pdf ২০২৫
- শ্রমিকদের প্রতি ন্যায়বিচার সমান সুযোগ প্রদান এবং দুর্নীতিমুক্ত ব্যবসা
- মেট্রোরেলের বিয়ারিং প্যাড কী,বিয়ারিং প্যাড কি ভাবে কাজ করে
- দারিদ্র্য দূরীকরণে দান বা শিক্ষামূলক কর্মসূচি পরিচালনা
- ট্রিপটিন কি কাজ করে | Tryptin এর কাজ কি | Tryptin Side Effects
Google Adsense Ads