এইচএসসি ভূগোল ১ম পত্র ফাইনাল সাজেশন, ডাউনলোড করুন hsc পরীক্ষার নতুন সাজেশন ভূগোল ১ম পত্র , HSC Geography 1st paper special short suggestions

এইচএসসি ভূগোল ১ম পত্র সাজেশন ২০২৪

উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) সুপার সাজেশন ২০২৪
বিজ্ঞান-মানবিক-বাণিজ্য বিভাগ এইচএসসি
[ ২০২৪ এর সিলেবাস অনুযায়ী]
ভূগোল ১ম পত্র (Geography 1st Paper) সুপার সাজেশন ২০২৪
subject code: 125
২০২৪ এর এইচএসসি ১০০% কমন সাজেশন

এইচএসসি ভূগোল ১ম পত্র ফাইনাল সাজেশন, ডাউনলোড করুন hsc পরীক্ষার নতুন সাজেশন ভূগোল ১ম পত্র , HSC Geography 1st paper special short suggestions

এইচএসসি পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪

ভূগোল ১ম পত্র এইচএসসি সাজেশন ২০২৪

ভূতত্ত্ব ও ভূ-অভ্যন্তরের গঠন কাঠামাে।

শিখনফলঃ

পৃথিবীর বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন ব্যাখ্যা করতে পারবে।
পৃথিবীর ভূমিরূপ, অবস্থান ও গঠন কাঠামাে বর্ণনা করতে পারবে।

নির্দেশনাঃ

বিভিন্ন ভূমিরূপের চিত্র।
ভূ-অভ্যন্তরের স্তর চিহ্নিতকরণ।
ভূ-অভ্যন্তরে গঠন বর্ণনা।
ভূ-অভ্যন্তরের উপাদান বিশ্লেষণ।

উত্তর: লিংক

বাংলাদেশের ভূপ্রকৃতির শ্রেণিবিভাজন।

নির্দেশনাঃ

বাংলাদেশের তিন ধরণের ভূমিরূপের অবস্থান, আয়তন, বৈশিষ্ট্য ও অর্থনৈতিক গুরুত্ব চিত্রসহ বর্ণনা।

উত্তর: লিংক

 পৃথিবীর গঠন, ও পর্বতের শ্রেণিবিভাগ ।

শিখনফল :

  • পৃথিবীর বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন ব্যাখ্যা করতে পারবে
  • পৃথিবীর ভূমিরূপ, অবস্থান ও গঠন কাঠামো বর্ণনা করতে পারবে

নির্দেশনা :

  • ভূত্বক ও পৃথিবীর অভ্যন্তরীণ গঠন চিত্রসহ বর্ননা
  • পৃথিবীর বিভিন্ন প্রকার পর্বত, তার অবস্থান,গঠন,কাঠামো চিত্রসহ বর্ননা

মূল্যায়ন রুবিক্স বা নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের চারটি প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করতে হবে:

ক. ভূ-অভ্যন্তরে বিভিন্ন স্তর বিভাজন;

খ. পর্বতের প্রকারভেদ;

গ. পর্বতের বৈশিষ্ট্য;

ঘ. বিভিন্ন পর্বতের উদাহরণ

উত্তর: লিংক

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

★ভুগোল ১ম পত্র সাজেশন

★১ম অধ্যায়

  • প্রাকৃতিক ভুগোলের বিষয় বস্তু ও অবদান
  • প্রাকৃতিক ভুগোল অধ্যায়নের গুরুত্ব

★৫ম অধ্যায়

  • বায়ু প্রবাহের কারন,নিয়ত বায়ু প্রবাহের অবস্থান ও বৈশিষ্ট্য
  • বায়ুমন্ডলীয় গোলযোগ
  • মেঘ ও বৃষ্টিপাতের সংঘটন

★৮ম অধ্যায়

  • সমুদ্র স্রোতের কারন,আটলান্টিক মহাসাগরীয় স্রোত
  • জোয়ার ভাটার কারন
  • বাংলাদেশের উপকুলীয় অঞ্চলসমুহের জোয়ার ভাটার প্রভাব

★১০ম অধ্যায়

  • মানচিত্রের ধারনা ও প্রভাব।

ভূগোল ১ম পত্র

রচনামূলক প্রশ্ন

১. ভূ-ত্বক কাকে বলে? ভূ-ত্বকের গঠন ও স্তরবিন্যাস আলোচনা করো।

২. নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। মানবজীবনে এর প্রভাব বর্ণনা করো।

৩. সমুদ্র তলদেশের ভূ-প্রকৃতি আলোচনা করো।

৪. জোয়ার-ভাটা কাকে বলে? জোয়ার-ভাটার শ্রেণীবিভাগ আলোচনা করো।

৫. নদী কিভাবে উৎপত্তি হয়? নদীর ক্ষয়জাত ভূমিরূপের বর্ণনা দাও।

৬. বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডলের স্তরবিন্যাস আলোচনা করো।

৭. বিচূর্ণীভবন কী? যান্ত্রিক বিচূর্ণীভবনের বিভিন্ন প্রক্রিয়া আলোচনা করো।

৮. আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য দেখাও। জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামকসমূহ আলোচনা করো।

৯. আটলান্টিক/ভারত মহাসাগরীয় স্রোতের বর্ণনা দাও।

১০. সঞ্চয়জাত সমভূমির বিবরণ দাও এবং মানবজীবনে সমভূমির প্রভাব আলোচনা করো।

সংক্ষিপ্ত প্রশ্ন

১. কেন্দ্রমণ্ডলের বর্ণনা দাও।

২. আগ্নেয়শিলার বৈশিষ্ট্য আলোচনা করো।

৩. শিলার অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো।

৪. পাললিক শিলার বৈশিষ্ট্য আলোচনা করো।

৫. ভঙ্গিল পর্বতের বর্ণনা দাও।

৬. বায়ুমণ্ডলের উপাদানসমূহের নাম লেখো।

৭. শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলতে কী বোঝ?

৮. মধ্য আটলান্টিক শৈলশিরা কাকে বলে?

৯. সমুদ্র স্রোতের কারণ বর্ণনা করো।

১০. জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব বর্ণনা করো।

১১. মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কী?

১২. ভরাকাটাল ও মরাকাটাল কাকে বলে?

১৩. ওজোনস্তরের বর্ণনা দাও।

১৪. আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ দেখাও।

১৫. স্থলবায়ু ও সমুদ্রবায়ু কাকে বলে?

১৬. তটদেশীয় অঞ্চল ও ঝিনুক অঞ্চল কাকে বলে?

১৭. পাঁচটি সমুদ্র খাতের নাম লেখো।

১৮. খনিজ ও শিলার পার্থক্য দেখাও।

১৯. প্লাবন সমভূমির বর্ণনা দাও।

২০. অশ্ব অক্ষাংশ কী?

২১. নিরক্ষীয় শান্তবলয় কাকে বলে?

২২. গর্জনশীল চল্লিশ কী?

২৩. আয়তনসহ মহাসাগরগুলোর নাম লেখো।

২৪. আপেক্ষিক আর্দ্রতা ও পরম আর্দ্রতা কাকে বলে?

২৫. পর্বত ও মালভূমির পার্থক্য দেখাও।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

ভূগোল ১ম পত্র এইচএসসি সুপার সাজেশন pdf download ২০২৪

১. ভারতে ‘ক’ পর্বতমালা রয়েছে যা বাংলাদেশের উত্তরে অবস্থিত এবং পৃথিবীর বৃহত্তম। আবার ‘খ’ একটি পর্বত যার উদাহরণ ভারতের বিন্ধ্য পর্বত।

ক. পর্বত কাকে বলে?
খ. মালভূমির গঠন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ‘ক’ পর্বত সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ‘ক’ ও ‘খ’ পর্বতদ্বয়ের বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা কর।

২. বাংলাদেশের প্রধান আম উৎপাদনকারী এলাকা থেকে একদল ছাত্র শিক্ষা সফরে দেশের উত্তর-পূর্বাঞ্চলের চা উৎপাদনকারী অঞ্চলে বেড়াতে গেল। তারা সেখানকার ভূপ্রাকৃতিক অবস্থা সম্পর্কে সরেজমিনে অবস্থিত হয়ে উভয় এলাকার পার্থক্য বুঝতে পারল।

ক. কনরাড বিযুক্তি কী?
খ. ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রথম অঞ্চলটির ভূমিরূপ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত অঞ্চল দুটির ভূমিরূপ বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ কর।

৩. ২০১৮ সালের ২২ ডিসেম্বর ইন্দোনেশিয়ার জাভার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে একটি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। এতে এলাকাটি প্লাবিত হয়ে অসংখ্য লোকের প্রাণহানিসহ ধ্বংসস্তুপে পরিণত হয়।

ক. আগ্নেয়গিরি কী?
খ. ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনকারী শক্তি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ইঙ্গিতকৃত প্রাকৃতিক দুর্যোগটি সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ইঙ্গিতকৃত দুর্যোগটির পরিবেশগত প্রভাব বিশ্লেষণ কর।

৪. প্রান্তি ঘরের মধ্যে একটি ঝাঁকুনি অনুভব করল। সে ঘরের ঝুলন্ত বস্তুগুলোকে দুলতে দেখল এবং বাইরে মানুষ দৌড়াদৌড়ি করছে দেখতে পেল।

ক. ভূআলোড়নের সংজ্ঞা দাও।
খ. “আবহাওয়ার তারতম্য বিচূর্ণীভবনের কারণ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটির কারণ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ফলে সৃষ্ট ভূমিরূপের ধরন বিশ্লেষণ কর।

৫. সামি ও সেমন্তি নগরীর ব্যস্ততম সড়ক দিয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করে। সাম্প্রতিককালে রাস্তার দু’পাশে কিছু শিল্পকারখানা গড়ে উঠেছে। ফলে প্রায়শ অসুস্থ হয়ে তারা চিকিৎসকের কাছে যায়। চিকিৎসক তাদের এই অসুস্থতার জন্য প্রেসক্রিপশনের পাশাপাশি কিছু পরামর্শও দেন।

ক. বায়ুর আর্দ্রতা কাকে বলে?
খ. জীবের বেঁচে থাকার জন্য বায়ুম-লের কোন স্তর অধিক গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর।
গ. সামি ও সেমন্তির অসুস্থতার জন্য দায়ী দূষক ও দূষণ উৎসের ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের সামি ও সেমন্তির সুস্থতার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত- তোমার মতামত দাও।

৬. হাসান সাহেব একটি দেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়ে ডিসেম্বর মাসে যোগদান করতে এসে দেখলেন ঠাণ্ডা মোটেই নেই এবং প্রায় প্রতিদিন বিকেলে বজ্রসহ বৃষ্টিপাত হয়। তিনি আরও জানতে পারলেন জলবায়ু অনুকূলে থাকায় এখানে রাবার ও পাম গাছ ভালো জন্মে।

ক. বৃষ্টিপাতের সংজ্ঞা দাও।
খ. আবহাওয়ার উপাদান ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে আলোচিত দেশটির জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশটির উদ্ভিজ্জের ওপর জলবায়ুর প্রভাব বিশ্লেষণ কর।

৭. আবহাওয়া ও জলবায়ুর গুরুত্বপূর্ণ উপাদানের জন্যই পৃথিবীতে জীবজগতের সৃষ্টি হয়েছে। যেসব উপাদানের গড় অবস্থা বিবেচনা করে আবহাওয়া ও জলবায়ু নির্ধারণ করা হয় তাদের মধ্যে তাপমাত্রা, বষ্টিপাত ও বায়ুপ্রবাহ অন্যতম। আবার কিছু জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামক রয়েছে যাদের প্রভাবে বিভিন্ন স্থানে জলবায়ুর পার্থক্য সৃষ্টি হয়। এদের মধ্যে অক্ষাংশের প্রভাব সবচেয়ে বেশি।

ক. বায়ুচাপ কাকে বলে?
খ. আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখ।
গ. উদ্দীপকে উল্লিখিত জলবায়ুর উপাদানগুলো ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে কোন নিয়ামকটি জলবায়ুকে সবচেয়ে বেশি প্রভাবিত করে বিশ্লেষণ কর।

৮. রিমি সংবাদপত্রে একটি খবর পড়ে চিন্তায় পড়ে গেল। জলবায়ু পরিবর্তনের প্রভাবম্বরূপ বাংলাদেশসহ মালদ্বীপ, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, মিশর ইত্যাদি দেশের নিম্নাঞ্চল ব্যাপক প্লাবিত হবে এবং ক্ষয়ক্ষতি হবে।

ক. বিশ্ব উষ্ণায়ন কী?
খ. জীববৈচিত্র্য ক্রমান্বয়ে হ্রাসের কারণ ব্যাখ্যা কর।
গ. রিমির জানা পরিস্থিতির কারণ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত যে সমস্যার কথা বলা হয়েছে তার ফলে তোমার নিজ এলাকায় কী কী সমস্যা দেখা দিতে পারে বিশ্লেষণ কর।

৯. শিক্ষা সফরে সবুজ সেন্ট মার্টিন বেড়াতে এসে বিকালে সৈকতে আছড়ে পড়া ঢেউ এবং প্রবাল দেখে আনন্দিত হলো। আকাশে পূর্ণিমার চাঁদ থাকায় সবাই মিলে আবারও সাগর দেখতে গিয়ে দেখল, বিকালে যেসব স্থানে হেঁটে বেড়িয়েছিল রাতে সে স্থানগুলো প্রায় ৫ ফুট পানির নিচে।

ক. শৈবাল সাগর কোন মহাসাগরে?
খ. বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতকে কীভাবে প্রভাবিত করে ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত পানির অতিরিক্ত বৃদ্ধির কারণ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত পরিবর্তনের ঘটনাটি উপকূলীয় অঞ্চলের ওপর কীরূপ প্রভাব ফেলে তা বিশ্লেষণ কর।

১০. একটি মানচিত্র নিয়ে রতনের পিতা তাকে নিয়ে মানচিত্রটিতে দেখিয়ে বলল, ঐ জমিগুলো আমাদের।

ক. মানচিত্রের উপাদানগুলো কী কী?
খ. মৌজা মানচিত্র কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপক অনুসারে রতনের পিতার হাতের মানচিত্রটি অঙ্কনে স্কেলের ব্যবহার ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপক অনুসারে মৌজা মানচিত্রের প্রয়োজনীয়তা উদ্দীপকের আলোক ব্যাখ্যা কর।

প্রথমে ফটো আকারে এইচএসসি ভূগোল ১ম পত্র বহূনির্বাচনী সাজেশন ২০২৪ দেওয়া হলো । তারপর তোমাদের কে এইচএসসি ভূগোল ১ম পত্র নৈর্বেত্তিক/বহূনির্বাচনী সাজেশন PDF টীও দেওয়া হবে।

1693458681430
1693458682981
1693458684728

pdf download ভূগোল ১ম পত্র এইচএসসি সুপার সাজেশন ২০২৪

1693458686981

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

1693458689949
1693458693100
1693458691395
২০২৪ ভূগোল ১ম পত্র এইচএসসি সাজেশন পিডিএফ ডাউনলোড
1693458694465

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, যশোর, বরিশাল,সিলেট দিনাজপুর,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড,মাদ্রাসা শিক্ষা বোর্ড, এর কমন সাজেশন ২০২৪

1693458695879

HSC /Alim Common Suggestion 2024

আজকের সাজেশস: ২০২৪ এইচএসসি ভূগোল ১ম পত্র পরীক্ষার সাজেশন, ২০২৪ এইচএসসি বর্ষ ভূগোল ১ম পত্র সাজেশন,

এইচএসসি ভূগোল ১ম পত্র স্পেশাল সাজেশন ২০২৪, hsc Geography 1st Paper suggestion 2024

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment