Google Adsense Ads
আমি আমার মতো!
মোঃ ফিরোজ খান
সুখের পিছনে ঘুরে সময় নষ্ট করতে চাই না
সুখের বিপরিত কষ্টকে অনুভব করতে চেষ্টা করি
কষ্টে থাকা মানুষের জীবন নিয়ে কিছুটা ভাবি
দিন শেষে সূর্য অস্ত যায় প্রকৃতির নিয়ম মেনে।
ভালো কিছু পেতে হলে খারাপ কে জানতে হবে
জীবনের প্রতিটি ক্ষেত্রে সুখ-দুখের ছোঁয়া থাকে
জীবন চালনায় সবসময় ভালো পদক্ষেপ নেবো
ভালো লেখাপড়ায় ফলাফল অবশ্যই ভালো হয়।
কেউ জীবনের উর্ধ্বে নয় জীবন মৃত্যু সকলের
নিজেকে সঠিকভাবে প্রকাশ করতে চাইবো-
পরিবার, সমাজ দেশের মানুষের ভালোর জন্য
তাহলে আমার জীবনের স্বার্থকতা বিফলে যাবে।
কিছু করতে হলে অজানা তথ্য জানতে হবে
নিয়ে সবসময় ভাবতে হবে তাহলে-জীবন থেকে;
পিছনের দিনগুলো নিজের অজান্তে ধরা দিবে
মানুষ হয়ে অন্যের প্রতি সদয় হতে হবে সবার।
ছোট্ট জীবনে কিছুটা হলেও কাজ করবো সবাই
অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে
নিজের দ্বারা একজন মানুষের যদি উপকার হয়
তাহলে আমার জীবনের স্বার্থকতা ফুটে উঠবে।
Google Adsense Ads
Google Adsense Ads