৭ম শ্রেণির : বিজ্ঞান ২য় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

৭ম শ্রেণির : বিজ্ঞান ২য় অধ্যায়

উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

১।   রক্ত কী?

     উত্তর : রক্ত এক ধরনের তরল যোজক কলা বা কানেকটিভ টিস্যু, যার মাধ্যমে বিভিন্ন দ্রব্য (অক্সিজেন, খাদ্য, রেচন পদার্থ) দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়।

২।   কোষপ্রাচীর কী?

     উত্তর : উদ্ভিদকোষের ক্ষেত্রে কোষঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরু প্রাচীর থাকে তাকে কোষপ্রাচীর বলে।

৩।   সবুজ বর্ণের প্লাস্টিডের নাম কী?

     উত্তর : সবুজ বর্ণের প্লাস্টিডের নাম ক্লোরোপ্লাস্ট।

৪।   কোষগহ্বর কী?

     উত্তর : কোষের সাইটোপ্লাজমে তরল পদার্থপূর্ণ (কোষরস) ছোট-বড় গহ্বর হলো কোষগহ্বর।

৫।   ক্রোমোপ্লাস্টিড কী?

     উত্তর : উদ্ভিদকোষে বিদ্যমান বর্ণযুক্ত প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্টিড বলে।

৬।   মাইটোকন্ড্রিয়া কী?

     উত্তর : সজীব উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডাকার অঙ্গাণুই মাইটোকন্ড্রিয়া।

৭।   গলজি বডি কী?

     উত্তর : গলজি বডি হলো পর্দাঘেরা গোলাকার বা সুচাকার অঙ্গাণু যা নিউক্লিয়াসের কাছে অবস্থান করে।

৮।   আবরণী বা এপিথেলিয়াল টিস্যু কাকে বলে?

     উত্তর : যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভেতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু বলে।

৯।   টিস্যু কত প্রকার?

     উত্তর : বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু প্রধানত দুই প্রকার।

১০। ভাজক টিস্যু কী?

     উত্তর : যে টিস্যুর কোষগুলো ক্রমাগত বিভাজিত হয়ে নতুন কোষ সৃষ্টি করে তাই ভাজক টিস্যু।

১১। ক্যারিওলিম্ফ বা নিউক্লিওপ্লাজম কী?

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

     উত্তর : নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত স্বচ্ছ, দানাদার ও জেলির মতো অর্ধতরল পদার্থটির নাম নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ।

১২। সেন্ট্রিওল কাকে বলে?

     উত্তর : প্রাণিকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, এগুলোকেই সেন্ট্রিওল বলে।

১৩। টিস্যু কী?

     উত্তর : উত্পত্তির দিক থেকে একই রকম কতগুলো কোষ আয়তন ও আকৃতিতে অভিন্ন বা ভিন্ন হওয়া সত্ত্বেও যদি দলগতভাবে অবস্থান করে একই ধরনের কাজ করে তখন সেই দলবদ্ধ কোষগুলোকে টিস্যু বলে।

১৪। কোষ কাকে বলে?

     উত্তর : জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে।

১৫। প্রোটোপ্লাজম কী?

     উত্তর : কোষের অর্ধতরল জেলির মতো আঠালো ও দানাদার বর্ণহীন সজীব অংশই প্রোটোপ্লাজম।

১৬। ঘাসের মূলের প্লাস্টিডের নাম কী?

     উত্তর : ঘাসের মূলের প্লাস্টিডের নাম লিউকোপ্লাস্ট।

১৭। প্লাস্টিড কী?

     উত্তর : সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্তমান বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুই প্লাস্টিড।

১৮। অনৈচ্ছিক পেশি কী?

     উত্তর : যে পেশির সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়, তা-ই অনৈচ্ছিক পেশি।

১৯। লাইকোপেন কী?

     উত্তর : টমেটোর লাল টকটকে রঙের জন্য দায়ী রঞ্জক পদার্থই হচ্ছে লাইকোপেন।

২০। যোজক কলা কাকে বলে?

     উত্তর : যে কলা প্রাণীদেহের বিভিন্ন টিস্যু এবং অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে তাকে যোজক কলা বলে।

২১। প্রোটোপ্লাজমে পানির পরিমাণ কত?

     উত্তর : প্রোটোপ্লাজমে পানির পরিমাণ সাধারণত শতকরা ৬৭ থেকে ৯০ ভাগ।

২২। নিউক্লিওলাস কী?

     উত্তর : নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র, গোলাকার, উজ্জ্বল ও অপেক্ষাকৃত ঘন বস্তুটি হলো নিউক্লিওলাস।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • ১১ম -১২ম শ্রেণীর এইচএসসি ও আলিম এসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ১০ম শ্রেণীর এসএসসি ও দাখিল এসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৬ষ্ঠ ,৭ম,৮ম ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক

Leave a Comment