৬ষ্ঠ শ্রেণীর বিষয়: বিজ্ঞান, ৫ম এসাইনমেন্ট উত্তর, ৬ষ্ঠ শ্রেণীর বিজ্ঞান উত্তর

শ্রেণি: ৬ষ্ঠ, বিষয়: বিজ্ঞান, ৫ম এসাইনমেন্ট এর প্রশ্ন

এ্যাসাইনমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-৩

অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম:

অষ্টম অধ্যায়: মিশ্রণ

  • ১-২ পাঠ : মিশ্রণ ও দ্রবণ
  • ৩-৪ পাঠ : দ্রব ও দ্রাবক
  • ৫-৭ পাঠ : সম্পৃক্ত দ্রবণ ও অসম্পৃক্ত দ্রবণ।
  • ১০-১২ পাঠ : লবনাক্ত পানি হতে লবণের স্ফটিক প্রস্তুতকরণ।

একাদশ অধ্যায়: বল এবং সরল যন্ত্র

  • ৩য় পাঠ: সরল যন্ত্র।
  • ৪র্থ পাঠ : লিভার
  • ৫ম-৬ষ্ঠ পাঠ: লিভারের শ্রেণিবিভাগ
  • ৭ম পাঠ: হাতুড়ি
  • ৮ম-৯ম পাঠ: হেলানাে তল ও কপিকল

এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:

  • ১। এন্টিবায়ােটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন? এই মিশ্রণকে কী বলে?
  • ২। দুধ কী জাতীয় মিশ্রণ, ব্যাখ্যা কর।
  • ৩। নিচের ছকে ছবিগুলাে দেখে i) ও ii) নং এর উত্তর দাও:
সরল যন্ত্রi) কোন শ্রেণির লিভার যুক্তি দাওকীভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়
Sorol Jontro
Jotil Jontro

মূল্যায়ন নির্দেশক:

  • নির্ভুল তথ্য ও যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান;
  • প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের সক্ষমতা;
  • সরল যন্ত্র চিহ্নিত করার সক্ষমতা;
  • সরল যন্ত্র ব্যবহার করে কীভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানাে যায় তার কৌশল;
  • প্রশ্নের অনুধাবন ক্ষমতা
  • বিষয়বস্তুর গভীরতা
  • প্রয়ােগ ক্ষমতা

উত্তর:

এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:

  • ১। এন্টিবায়ােটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন? এই মিশ্রণকে কী বলে?
  • ২। দুধ কী জাতীয় মিশ্রণ, ব্যাখ্যা কর।
  • ৩। নিচের ছকে ছবিগুলাে দেখে i) ও ii) নং এর উত্তর দাও:
সরল যন্ত্রi) কোন শ্রেণির লিভার যুক্তি দাওকীভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়
Sorol Jontro
Jotil Jontro

তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি আমাদের আজকের আলোচনা-

১। এন্টিবায়ােটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন? এই মিশ্রণকে কী বলে?

উত্তর: এন্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয়। কারণ-

এটি একটি সাসপেনশন। এটি এক ধরনের মিশ্রণ যা অনেকক্ষণ যাবৎ রেখে দিলে উপাদানসমূহ আংশিকভাবে আলাদা হয়ে যায় ও বোতলের নিচে তলানি পড়ে যায়।

এ অবস্থায় বোতলে থাকা ঔষধ পান করলে তা সঠিকভাবে কাজ করে না।

তাই সেবনের পূর্বে এন্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে নিতে হয়।

এই মিশ্রণকে Suspension বলা হয়। সাসপেনসনের ক্ষেত্রে উপকরণগুলো চিহ্নিত করা গেলেও সহজে আলাদা করা যায় না।

২। দুধ কী জাতীয় মিশ্রণ, ব্যাখ্যা কর।

উত্তর: দুধ কলয়েড জাতীয় মিশ্রণ। ব্যাখ্যা করা হলো-

কলয়েড হল এমন এক ধরনের মিশ্রণ, যেখানে অতিক্ষুদ্র কোন বস্তুকণা অপর বস্তুকণার মাঝে ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে কখনোই কোনো তলানি পড়ে না।

দুধ হলো পানি ও চর্বির কলয়েড। যেখানে চর্বির কণাগুলো পানিতে দ্রবীভূত না হয়ে ছড়িয়ে থাকে।

দুধে পানির পরিমাণ বেশি বলে এটিকে অবিচ্ছিন্ন ফেজ বা দশা এবং চর্বির পরিমাণ কম বলে এটিকে ডিসপারসড ফেজ বা দশা বলে৷

এক্ষেত্রে ভাসমান কণাগুলোর আকার ১-১০০০ ন্যানোমিটার হয়ে থাকে।

৩। নিচের ছকে ছবিগুলাে দেখে i) ও ii) নং এর উত্তর দাও:

উত্তর: লিভার হলো একটি সরল যন্ত্র, যাতে একটি শক্ত দণ্ড কোনো অবলম্বনের কোনো কিছুর উপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে বা ঘোরে।

শক্ত দণ্ডটিকে ঠেকানোর জন্য কোনো অবলম্বনের যে বিন্দুতে মুক্তভাবে ওঠানামা করে বা ঘোরে তা হলো ফালক্রাম।

লিভার কোনো ভারি বস্তুকে কম বল প্রয়োগ করে উঠাতে বা সরাতে সহায়তা করে।

নিচের ছবির আলোকে উত্তর দেওয়া হল: 

সরল যন্ত্রi) কোন শ্রেণির লিভার যুক্তি দাওকীভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়
লিভার একটি সরল যন্ত্র, এন্টিবায়ােটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন - দুধ কী জাতীয় মিশ্রণ১ম চিত্রের যাঁতি হলো ২য় শ্রেণির লিভার।কারণ, এই ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে অবস্থান করে। যাঁতির ক্ষেত্রে ভর (যেমন সুপারি) কে যত বেশি ফালক্রামের কাছে রাখা যাবে,সুপারি কাটতে তত কম বল প্রয়োগ করতে হবে।এক্ষেত্রেও ভারবাহুর দৈর্ঘ্য কমিয়ে বা বলবাহুর দৈর্ঘ্য কমিয়ে কাজ সহজ করা হয়।
লিভার একটি সরল যন্ত্র, এন্টিবায়ােটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন - দুধ কী জাতীয় মিশ্রণ২য় চিত্রের হাতুড়ি হলো ১ম শ্রেণির লিভার। 
কারণ, এই ক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে।
একটি হাতুড়ির সাধারণত দুই প্রান্ত থাকে।এক প্রান্ত দিয়ে কাঠে লোহা ঢুকানো হয় এবং অন্য প্রান্তে কাঠ থেকে লোহা বের করা হয়।হাতুড়ি দিয়ে যখন লোহা বের করা হয় তখন হাত দিয়ে হাতুড়িটির হাতল ধরে বল প্রয়োগ করা হয়।আবার যেখানে লোহাটি থাকে তার পাশে ঠেস দিয়ে এটি উঠানো হয় যেটি ফালক্রাম হিসেবে কাজ করে।এক্ষেত্রে লোহা বের করার বাধা ভার হিসেবে কাজ করে।এখানে ফালক্রামটি মাঝখানে কাজ করে।এভাবে কাজ করে সুবিধা বাড়ানো যাবে।

এই ছিল তোমাদের জন্য ৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায়: মিশ্রণ এবং একাদশ অধ্যায়: বল এবং সরল যন্ত্র থেকে এন্টিবায়ােটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন – দুধ কী জাতীয় মিশ্রণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা;

৬ষ্ঠ শ্রেণীর গণিত সমাধান, ৫ম এসাইনমেন্ট উত্তর

৬ষ্ঠ শ্রেণীর বিষয়: বিজ্ঞান, ৫ম এসাইনমেন্ট উত্তর

More Assignment Answer Links==>>Click

 ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্টর সাজেশন PDF Download Now

সব এ্যাসাইনমেন্টর উত্তর লিংক 

৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্টর সাজেশন:

৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্টর সাজেশন:

More Assignment Answer Links==>>Click

মাধ্যমিকের বোর্ডের এর ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর এক সাথে 

More Assignment Answer Links==>>Click

ষষ্ঠ শ্রেণির ৪র্থ অ্যাসাইনমেন্ট সব উত্তর সহ PDF ডাউনলোড

  1. ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সমাধান ৪র্থ এসাইনমেন্ট উত্তর
  2. ৬ষ্ঠ শ্রেণীর ইংরেজি সমাধান ৪র্থ এসাইনমেন্ট উত্তর
  3. ৬ষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সমাধান ৪র্থ এসাইনমেন্ট উত্তর

৭ম শ্রেণির ৪র্থ অ্যাসাইনমেন্ট সব উত্তর সহ PDF ডাউনলোড

  1. ৭ম শ্রেণি, বিষয়: বিজ্ঞান, ৪র্থ এসাইনমেন্ট উত্তর
  2. ৭ম শ্রেণি, বিষয়: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ৪র্থ এসাইনমেন্ট উত্তর 
  3. ৭ম শ্রেণি, বিষয়: ইংরেজি, ৪র্থ এসাইনমেন্ট উত্তর

৮ম শ্রেণির ৪র্থ অ্যাসাইনমেন্ট সব উত্তর সহ PDF ডাউনলোড

  1. ৮ম শ্রেণি, বিষয়: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ৪র্থ এসাইনমেন্ট উত্তর
  2. ৮ম শ্রেণি, বিষয়: ইংরেজি, ৪র্থ এসাইনমেন্ট উত্তর
  3. ৮ম শ্রেণি, বিষয়: বিজ্ঞান, ৪র্থ এসাইনমেন্ট উত্তর

৪র্থ  সপ্তাহের ৯ম শ্রেণির অ্যাসাইনমেন্ট সব উত্তর এক সাথে 

  1. ৪র্থ  সপ্তাহের ৯ম শ্রেণির অ্যাসাইনমেন্ট সব উত্তর এক সাথে 
  2. ৯ম শ্রেণি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৪র্থ এসাইনমেন্ট সমাধান
  3. ৯ম শ্রেণি, বিষয়: রসায়ন, ৪র্থ এসাইনমেন্ট সমাধান
  4. ৯ম শ্রেণি, বিষয়: ইংরেজি, ৪র্থ এসাইনমেন্ট সমাধান
  5. ৯ম শ্রেণি ব্যবসায় উদ্যোগ ৪র্থ এসাইনমেন্ট সমাধান
  6. ৯ম শ্রেণি গণিত ৪র্থ এসাইনমেন্ট সমাধান

মাদ্রাসা বোর্ডের এর ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর এক সাথে 

ইবতেদায়ি ৫ম শ্রেণির, বিষয়: আকাইদ ও ফিকহ, ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর

ইবতেদায়ি ৫ম শ্রেণির, আরবি ২য়,  ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর

দাখিল ৬ষ্ঠ শ্রেণি। আরবি ২য় পত্র অ্যাসাইনমেন্ট উত্তর। ৪র্থ সপ্তাহ 

দাখিল ৭ম শ্রেণি। আরবি ২য় পত্র অ্যাসাইনমেন্ট উত্তর। ৪র্থ সপ্তাহ 

দাখিল ৮ম শ্রেণি। আরবি ২য়। ৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্টর উত্তর 

দাখিল নবম শ্রেণি আরবি ১ম। ৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্টর উত্তর

আকাইদ ও ফিকহ দাখিল – ৯ম শ্রেণি এসাইনমেন্ট। ৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্টর উত্তর

More Assignment Answer Links==>>Click

সব এ্যাসাইনমেন্টর উত্তর লিংক 

More Assignment Ans Links==>>Click

৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্টর সাজেশন:

৯ম শ্রেণির ৪র্থ অ্যাসাইনমেন্ট প্রকাশিত PDF Download Now

৮ম শ্রেণির ৪র্থ অ্যাসাইনমেন্ট প্রকাশিত PDF Download Now

৭ম শ্রেণির ৪র্থ অ্যাসাইনমেন্ট প্রকাশিত PDF Download Now

৬ষ্ঠ শ্রেণির ৪র্থ অ্যাসাইনমেন্ট প্রকাশিত PDF Download Now

1 thought on “৬ষ্ঠ শ্রেণীর বিষয়: বিজ্ঞান, ৫ম এসাইনমেন্ট উত্তর, ৬ষ্ঠ শ্রেণীর বিজ্ঞান উত্তর”

Leave a Comment