স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ (MEFWD) এর পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০২

Health Education and Family Welfare Department (MEFWD) Exam Question Solution – 2021

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ (MEFWD) এর পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০২১

পদের নামঃ সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পরীক্ষার তারিখঃ ১৫ জানুয়ারি ২০২১

১. অনুচ্ছেদ লিখুন: “৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ”।

উত্তর: ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত ভাষণ এক ঐতিহাসিক ভাষণ। বাঙালিরা তাদের মহান নেতার নির্দেশের অপেক্ষায় ছিল যা ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্যে প্রকাশ পায়। ১৮ মিনিট স্থায়ী এই ভাষণে বঙ্গবন্ধু বাঙালিকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। ভাষণটি ইতিমধ্যে ১২টি ভাষায় অনুবাদ করা হয়েছে। ৭ই মার্চের ভাষণের মাহাত্ম্য বিবেচনা করে কিউজউইক ম্যাগাজিন ১৯৭১ সালেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে স্বীকৃতি দেয়। আর ২০১৭ সালের ৩০শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় যা বাঙালি জাতির জন্য অহংকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ৭ই মার্চের ভাষণে শোষণের বিরুদ্ধে বাঙালি জাতিকে গর্জে ওঠার আহবান জানানো হয়। জাতির জনক যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। কারণ ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও পাকিস্তানি শাসকরা ক্ষমতা নিজেদের মধ্যে কুক্ষিগত করে রাখার চেষ্টা শুরু করে।

প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ৩রা মার্চ জাতীয় পরিষদ আহ্বান করলেও ১লা মার্চ অপ্রত্যাশিতভাবে এই অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন। প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ২রা মার্চ ঢাকায় এবং ৩রা মার্চ সারাদেশে হরতাল পালিত হয়। ৩রা মার্চ তিনি পল্টন ময়দানে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণটি অসহযোগ আন্দোলনের মধ্যেই প্রদান করা হয়েছিল। ভাষণটিতে ৪টি দাবি তুলে ধরা হয় যা ছিল, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, হত্যার সুষ্ঠু বিচার, সামরিক বাহিনীকে ব্যারাকে ফিরে যাওয়া, সামরিক আইন প্রত্যাহারের আহ্বান। বঙ্গবন্ধু বাঙালির বদনাম যেন না হয় সে বিষয়েও ভাষণটিতে সতর্ক করেছেন। ভাষণটির প্রথম থেকে শেষ পর্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতিটি কথা বিশ্লেষণধর্মী। বাঙালি জাতির স্বাধীনতার পরোক্ষ ঘোষণা ছিল ৭ই মার্চের ভাষণ। বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রই ছিল ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ। বাঙালি জাতির জনকের দেওয়া এই ঐতিহাসিক ভাষণটি সর্বকালের সেরা ভাষণ হিসেবে সারাবিশ্বে আলোচিত এর ফলস্বরূপ ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়।

শিক্ষা

২. এক কথায় প্রকাশ করুন:
যা আঘাত পায়নি = অনাহত।
অক্ষির অভিমুখে = প্রত্যক্ষ।
অসূয়া নেই এমন নারী = অনসূয়া।
ইষৎ পীত বর্ণ = আপীত/পীতাভ।
অধর প্রান্তের হাসি = বক্রোষ্ঠিকামর।

৩. এক কথায় উত্তর দিন:
(ক) সুপ্ত এর প্রত্যয় কি?
উত্তর: ক্ত (√স্বপ+ক্ত)।

(খ) সন্দেশ কি ধরনের শব্দ?
উত্তর: রূঢ়ি শব্দ।

(গ) বিশেষ্য পদ কত প্রকার?
উত্তর: ছয় প্রকার।

(ঘ) পঞ্চায়েত কোন পদ?
উত্তর: বিশেষ্য পদ।

(ঙ) ‘আদেশ’ ক্রিয়ার কোন ভাব?
উত্তর: অনুজ্ঞা ভাব।

৪. সন্ধি বিচ্ছেদ করুন:
বৃষ্টি = বৃষ + তি।
মস্যাধার = মসী + আধার।
অন্বয় = অনু+অয়।
শীতার্ত = শীত+ঋত।
সঞ্চয় = সম + চয়।

৫. লেখকের নাম লিখুন:
ওদের জানিয়ে দাও = শাহরিয়ার কবির।
সবুজ মাঠ পেরিয়ে = শেখ হাসিনা।
রাইফেল রোটি আওরাত = আনোয়ার পাশা।
গোরা = রবীন্দ্রনাথ ঠাকুর।
সময়ের প্রয়োজনে = জহির রায়হান।

৬. ভাব সম্প্রসারণ করুন:
‘চন্দ্র কহে বিশ্বে আলো দিয়েছি ছড়ায়ে
কলঙ্ক যা আছে তাহা আছে মোর গায়ে।’

উত্তর: মূল ভাবঃ
মহৎ যাঁরা, পরহিতব্রতী যাঁরা, তাঁরা নিজেকে বিলিয়ে দেন জগৎ ও জগৎবাসীর কল্যাণে। তাঁদের ব্যক্তিগত জীবনের দুঃখ, যন্ত্রণা, নিন্দা ও কালিমা যদি কিছু থাকে তবে তা তাঁরা একাকী বহন করেন, সর্বদা সচেষ্ট থাকেন সেই বিষ যেন অন্যকে স্পর্শ না করে। সমস্ত বিষজ্বালা সয়ে তাঁরা বিশ্বমানবকে দান করেন হিরন্ময় আলো। সে আলোতে মানুষের জীবন হয় আলোকিত।

সম্প্রসারিত ভাবঃ
আকাশের চাঁদ যেমন তার কলঙ্ককে যথাসম্ভব ঢেকে রেখে স্নিগ্ধ জ্যোৎস্নার শুভ্রতা চড়িয়ে ঘুচিয়ে দেয় পৃথিবীর মালিন্যের অন্ধকার, মহামনীষীদের জীবনও তেমনি। তাঁরা ব্যক্তিগত জীবনে হয়তো অপরিসীম দুঃখ-ক্লেশ ভোগ করেন, অসম্মান ও লাঞ্ছনা সহ্য করেন, স্থলন ও ত্রুটিতে জড়িয়ে যান। কিন্তু তার বিন্দুমাত্রও তাঁরা অন্যকে স্পর্শ করতে দেন না। তাঁরা অপরিসীম গুণাবলি দিয়ে সেসব দুঃখ-ক্লেশ আড়াল করেন। অপরিসীম মমতা ও আন্তরিকতা দিয়ে অন্যের দুঃখ মোচনে ব্রতী হন, দুঃস্থ মানবতার জন্যে নিজের স্বস্তি বিলিয়ে দেন, অন্যের বিপদে জীবনের ঝুঁকি নিতে দ্বিধা করেন না, জ্ঞানের আলো ছড়িয়ে অজ্ঞানতার অন্ধকার দূর করেন, মহৎ সাধনায় অনুপ্রাণিত করেন বিশ্বজনকে। হৃদয়ের বিশালতা দিয়ে এঁরা জয় করেন সকল সংকীর্ণতা, ক্ষুদ্রতা ও মালিন্যকে।

মানব সভ্যতার ইতিহাসে হজরত মুহম্মদ (স.), শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব, যিশু খ্রিস্ট, চৈতন্যদেব প্রমুখ ধর্মবেত্তাদের ভূমিকা এমনি। কেবল এই সব মহামনীষীই নন, শিল্পী, সাহিত্যিক, বিজ্ঞানী, দার্শনিক, রাষ্ট্রনায়করাও বিশ্বজনের অন্তরকে আলোময় করে মানব সভ্যতার নিত্য নব উত্তরণে মহৎ অবদান রেখে আসছেন। এঁদের অনেকে জীবনে অপরিসীম দুঃখ দহনে জর্জরিত হয়েছেন। কিন্তু দুঃখজয়ী চেতনা দিয়ে তাঁরা শিল্প-সাহিত্য-বিজ্ঞানের নব নব সৃষ্টির সাহায্যে মানুষের জীবনে ছড়িয়েছেন আনন্দ ও আলো। তাঁদের অবদানেই পৃথিবী এগিয়ে চলেছে আলোর পথে।

৭. Fill in the gaps:
(a) I have been looking ____ you for a long time. Ans: for
(b) The Train is running ____ time. Ans: On.
(c) He is older than I ____ five years. Ans: for/by
(d) Check ____ beast in you. Ans: the
(e) Only _____ Omar can save our nation. Ans: a

৮. ইংরেজিতে অনুবাদ করুন:
(ক) সে কথা না বলেই আমার পাশ দিয়ে হেঁটে গেল।
উত্তরঃ He walked past me without speaking

(খ) হালিম যাই করুক পরিবার তার পিছনে আছে।
উত্তরঃ Whatever Halim does, the family is behind him.

(গ) আমরা আগামী পরশু সাক্ষাত করি।
উত্তরঃ We are going to meet the next day.

(ঘ) তোমার উত্তর আমার প্রশ্নের সাথে প্রাসঙ্গিক নয়।
উত্তরঃ Your answer is not relevant to my question.

(ঙ) একবারেই এসো।
উত্তরঃ Come for forever.

৯. Write a paragragh: “Corona virus: A fatal disease”.

Ans: Coronaviruses are a large family of respiratory viruses that can cause illness in people and animals. In rare cases, coronaviruses that circulate among animals can evolve and infect humans. In turn, these infections can easily spread from person-to-person as was the case with Severe Acute Respiratory Syndrome (SARS-CoV) and Middle-East Respiratory Syndrome (MERS-CoV).

An outbreak of the novel (new) coronavirus was first reported in December 2019 when cases of viral pneumonia with unknown origin were confirmed in Wuhan, Hubei Province, China. Because of its similarity to SARS-CoV, the virus has been named: Severe Acute Respiratory Syndrome Coronavirus 2 (SARS-CoV-2). This virus causes the disease referred to as COVID-19 – Coronavirus disease 2019. Similar to other coronaviruses SARS-CoV-2 is suspected to have come from animals, potentially bats. The virus is primarily transmitted from person-to-person by coming into contact with an infected person’s droplets. When an infected person coughs, sneezes or exhales, droplets are expelled and can land in another person’s nose or mouth and inhaled into the lungs.

শিক্ষা

The virus can be transmitted by an infected person not showing symptoms of illness. This is why it’s important to stay at least 2 metres (6 feet) apart. The most common symptoms include flu-like symptoms such as fever, dry cough, and shortness of breath or difficulty breathing. Symptoms can also include chills and repeated shaking, muscle pain, headache, sore throat, and loss of sense of taste or smell. Practice good hand hygiene. Wash your hands frequently and thoroughly with soap and water. Use an alcohol-based hand sanitizer containing at least 60% alcohol where soap and water are not available. Avoid close contact with those who appear sick. Avoid touching your face.

১০. Make Sentence:
Bad blood
উত্তরঃ (অসদ্ভাব বা কলহ)- There is bad blood between the two brother.

Turn down
উত্তরঃ (হ্রাস করা)- Please turn down the price of rice in Bangladesh.

Yellow Dog
উত্তরঃ (হীনচেতা লোক)- Sumon is a yellow dog for our society.

End in smoke
উত্তরঃ (ব্যর্থতায় পর্যবসিত হওয়া)- The love story ended in smoke.

Hard up
উত্তরঃ (অভাবগ্রস্ত)- We are passing a hard up life.

১১. Change the vioce:
(a) Do you like me?
উত্তরঃ Am I liked by you?

(b) Please do the work.
উত্তরঃ You are requested to do the work.

(c) He wants me to take some fruits.
উত্তরঃ He wants some fruits to be given to him.

(d) He annoyed me.
উত্তরঃ I was annoyed with him.

(e) The thief was caught.
উত্তরঃ Someone caught the thief.

১২. Wright form of verb:
(a) Each of the girls (be) present in the class yesterday.
উত্তরঃ was

(b) You, he and I (be) friends.
উত্তরঃ are

(c) One fourth of the work (to finish).
উত্তরঃ has been done

(d) I already (forget) his name.
উত্তরঃ have forgotten

(e) After (eat) rice, I shall go to market.
উত্তরঃ eating

১৩. একটি জমির ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ কত?
উত্তরঃ
মনে করি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মি. এবং প্রস্থ y মি.
১ম শর্তমতে,
xy =192 ব.মি.
y =192/x…….. (1)

২য় শর্তমতে,
(x -4)(y+4)=xy
x-y=4 ……. (2)

এখন , y এর মান (২) নং এ বসায়ে পাই,
x−192/x=4
⇒ x2−4x−192=0
⇒ (x−16)(x+12)=0
∴ x=16 , x≠ −12

∴ y=192/16 =12

∴ জমিটির দৈর্ঘ্য ১৬ মিটার আর প্রস্থ ১২ মিটার।

১৪. একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙ্গ গেল যেন ভাঙ্গা অংশ দন্ডায়মান অংশের সাথে ৬০º কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে ১৫√৩ মিটার দূরে মাটি স্পর্শ করেছে। সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় কর।

সমাধান:
 মনে করি,
চিত্রে BD একটি গাছ।
একটি গাছটি A বিন্দুতে ভেঙে গেল। অর্থাৎ গাছটি AB উচ্চতায় ভেঙে গেল।
AD =ভাঙা অংশ।
AB =দণ্ডায়মান অংশ।
ভাঙা অংশ দণ্ডায়মান অংশ এর সাথে A বিন্দুতে 60০ কোণ উৎপন্ন করে।
AD ভাঙা অংশ C বিন্দুতে মাটি স্পর্শ করে।
অতএব, AD= AC
সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য = AB+AD = AB+ AC
A বিন্দুতে অবনতি কোণ ∠BAC =60º
C বিন্দুতে উন্নতি কোণ ∠ACB=90º−60º=30º

B বিন্দু থেকে C বিন্দুর দূরত্ব, BC= 15√3 মিটার।

চিত্র অনুসারে,
AB/BC=tan30º
বা, AB/BC=1/√3
বা, AB=BC/√3
বা, AB=(15√3)/√3
বা, AB=15
অতএব, গাছটি 15 মিটার উচ্চতায় ভেঙেছিল।

আবার, চিত্র অনুসারে,
AB/AC=sin30º
বা,AB/AC=1/2
বা, AC=2×AB
বা, AC=2×15
বা, AC=30
সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য = AB+AC
= AB+AC
= 15+30
= 45

উত্তরঃ গাছের সম্পূর্ণ দৈর্ঘ্য = 45 মিটার।

১৫. এক ব্যক্তি ২৫০০ টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজী হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে ২ টাকা বেশি। যদি প্রথম কিস্তি ১ টাকা হয়, তবে কতগুলো কিস্তিতে ঐ ব্যক্তি তার ঋণ শোধ করতে পারবেন।

সমাধান:
ধরি, n সংখ্যক কিস্তিতে ঋণ পরিশোধ হবে
অতএব, প্রথম n সংখ্যক কিস্তির সমষ্টি = 2500
পর পর দুই কিস্তির সাধারণ অন্তর d = 2
প্রথম কিস্তি a = 1
সুতরাং কিস্তির পরিশোধ প্যাটার্ন একটি সমান্তর ধারা
আমরা জানি, সমান্তর ধারার n তম পদের সমষ্টি =
n/2{2a+(n−1)d}

অতএব,
n/2{2a+(n−1)d}=2500
a,d এবং কিস্তির সমষ্টি এর মান বসিয়ে পাই,
n/2{2×1+(n−1)2}=2500
⇒ n/2{2(1+n−1)}=2500
⇒ n×n=2500
⇒ n2=2500
∴ n=50

অতএব, ঐ ব্যক্তি তার ঋণ 50 কিস্তিতে পরিশোধ করতে পারবেন।

উত্তরঃ ৫০ টি কিস্তিতে ঐ ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে পারবেন।

১৬. উৎপাদকে বিশ্লেষণ কর: 8X3+12X2+6X-63

সমাধান:
দেওয়া আছে,
8x3+12x2+6x−63
= (2x)3+3(2x)2.(1)+3(2x).(1)2+(1)3−64
= (2x+1)3−43
= (2x+1−4){(2x+1)2+(2x+1)4+42)}
= (2x−3)(4x2+4x+1+8x+4+16)
= (2x−3)(4x2+12x+21)

নির্ণেয় উৎপাদক: (2x−3)(4×2+12x+21)
উত্তরঃ (2x-3) (4×2 +12x + 21)

১৭. পূর্ণ অর্থ লিখুন:
(ক) ICDDRB = International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh.
(খ) SPARRSO = Space Research and Remote Sensing Organization.
(গ) MICR = Magnetic Ink Character Recognition.
(ঘ) SMTP = Simple Mail Transfer Protocol.
(ঙ) NAEM = National Academy for Educational Management.

১৮. সাধারণ জ্ঞান:
(ক) ‘স্বোপার্জিত স্বাধীনতা’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়-এর টিএসসি সড়কদ্বীপে অবস্থিত।

(খ) ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কত তারিখে?
উত্তর: ১৯৭২ সালের ১৯ মার্চ।

(গ) বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি বহনকারী রকেটের নাম কি?
উত্তর: Falcon 9.

(ঘ) “অপারেশন থান্ডারবোল্ট” কি?
উত্তর: রাজধানীর গুলশানে হোলি আর্টিজান রেস্টুরেন্টে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত একটি অপারেশনের নাম ‘অপারেশন থান্ডারবোল্ট’

(ঙ) বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভূক্ত করা হয়েছে?
উত্তর: পঞ্চম তফসিলে।

(চ) বিশ্বের গভীরতম খাল কোনটি?
উত্তর: পানামা খাল।

(ছ) পদ্মা সেতুর দৈর্ঘ্য ও স্প্যান সংখ্যা কত?
উত্তর: ৬.১৫ কিলোমিটার ও ৪১টি স্প‌্যান।

(জ) মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করেছিলেন কে?
উত্তর: তাজউদ্দিন আহমদের নির্দেশে এম.এ.জি. ওসমানী।

(ঝ) ভারতের কতটি “ছিটমহল” বাংলাদেশের ভৌগোলিক সীমার অন্তর্ভূক্ত রয়েছে?
উত্তর: ১১১টি ছিটমহল।

(ঞ) পোর্ট অব স্পেন কোন দেশের রাজধানী?
উত্তর: ত্রিনিদাদ ও টোবাগো।

(ট) ওমানের মুদ্রার নাম কি?
উত্তর: ওমানি রিয়াল।

(ঠ) “আমার দেখা নয়া চীন” গ্রন্থের লেখক কে?
উত্তর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

(ড) SDG এর টার্গেট কতটি?
উত্তর: ১৬৯টি সুনির্দিষ্ট টার্গেট ও ১৭টি লক্ষ্য।

(ঢ) বেগম রোকেয়ার জন্ম কত সালে?
উত্তর: ১৮৮০ সালের ৯ ডিসেম্বর।

(ণ) Green dam কি?
উত্তর: Green Dam is a content-control software for Windows developed in the People’s Republic of China (PRC).

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ (MEFWD) এর পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০২১

শিক্ষা

সাস্থ্য

নোটিস

2 thoughts on “স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ (MEFWD) এর পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০২”

Leave a Comment