Advertisement
আজকের বিষয়: সূরা ত্বারিক্ব সকল তথ্য আল কোরআন ও হাদিসের আলোতে,পৃথিবীর জানা অজানা কিছু তথ্য আল ত্বারিক্ব আলমল ও ফজিলত, সূরা ত্বারিক্ব কতো বার পাঠ করলে কোন আলম ও ফজিলত, সূরা ত্বারিক্ব নাযিলের কারন গুলো কি কি
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
আরবি উচ্চারণ বিসমিল্লাহির রাহমানির রাহিম
বাংলা অনুবাদ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
وَالسَّمَاءِ وَالطَّارِقِ86.1
আরবি উচ্চারণ ৮৬.১। অস্সামা-য়ি অত্বত্বোয়া-রিক্বি।
বাংলা অনুবাদ ৮৬.১ কসম আসমানের ও রাতে আগমনকারীর।
Advertisement
وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ86.2
আরবি উচ্চারণ ৮৬.২। অমা য় আদ্র-ক্ব মাত্ত্বোয়া-রিকুন্।
বাংলা অনুবাদ ৮৬.২ আর কিসে তোমাকে জানাবে রাতে আগমনকারী কী?
النَّجْمُ الثَّاقِبُ86.3
আরবি উচ্চারণ ৮৬.৩। নাজমুছ্ ছাক্বিবু
বাংলা অনুবাদ ৮৬.৩ উজ্জ্বল নক্ষত্র।
إِنْ كُلُّ نَفْسٍ لَمَّا عَلَيْهَا حَافِظٌ86.4
আরবি উচ্চারণ ৮৬.৪। ইন্ কুল্লু নাফ্সিল্লাম্মা-‘আলাইহা- হা-ফিজ্।
বাংলা অনুবাদ ৮৬.৪ প্রত্যেক জীবের উপরই সংরক্ষক রয়েছে।
فَلْيَنْظُرِ الْإِنْسَانُ مِمَّ خُلِقَ86.5
আরবি উচ্চারণ ৮৬.৫। ফাল্ইয়ান্জুরিল্ ইন্সা-নু মিম্মা-খুলিক।
বাংলা অনুবাদ ৮৬.৫ অতএব মানুষের চিন্তা করে দেখা উচিৎ, তাকে কী থেকে সৃষ্টি করা হয়েছে ?
خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ86.6
আরবি উচ্চারণ ৮৬.৬। খুলিক্ব মিম্ মা-য়িন্ দা-ফিক্বিঁও
বাংলা অনুবাদ ৮৬.৬ তাকে সৃষ্টি করা হয়েছে দ্রুতবেগে নির্গত পানি থেকে।
يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ86.7
আরবি উচ্চারণ ৮৬.৭। ইয়াখ্রুজু মিম্ বাইনিছ্ ছুল্বি অত্তার-য়িব্।
বাংলা অনুবাদ ৮৬.৭ যা বের হয় মেরুদন্ড ও বুকের হাঁড়ের মধ্য থেকে।
Advertisement 2
إِنَّهُ عَلَى رَجْعِهِ لَقَادِرٌ86.8
আরবি উচ্চারণ ৮৬.৮। ইন্নাহূ ‘আলা-রজ ‘ইহী লাক্ব -র্দি।
বাংলা অনুবাদ ৮৬.৮ নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে আনতে সক্ষম।
يَوْمَ تُبْلَى السَّرَائِرُ86.9
আরবি উচ্চারণ ৮৬.৯। ইয়াওমা তুব্লাস্ সার-য়িরু।
বাংলা অনুবাদ ৮৬.৯ যে দিন গোপন বিষয়াদি পরীক্ষা করা হবে।
فَمَا لَهُ مِنْ قُوَّةٍ وَلَا نَاصِرٍ86.10
আরবি উচ্চারণ ৮৬.১০। ফামা-লাহূ মিন্ কুওয়াতিঁও অলা-না-র্ছি।
বাংলা অনুবাদ ৮৬.১০ অতএব তার কোন শক্তি থাকবে না। আর সাহায্যকারীও না।
وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ86.11
আল কোরআনের সূরা সমূহ বাংলা অনুবাদ, ফজিলত, আয়ত, রুকু আরবি ও বাংলা উচ্চারণ
- নামাজে আমরা যা বলি , তার অর্থ জানলে নামাজে অন্য চিন্তা মাথায় আসবেনা !!
- “লা আদওয়া” সংক্রমন নেই!হাদীসটি কী বুঝায়?
- রমজানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যত পরামর্শ
- ডায়াবেটিস রোগীরা যেভাবে রোজা রাখবেন
- আজহারী: কোন ইনজেকশন নিলে রোজা ভাঙে
আরবি উচ্চারণ ৮৬.১১। অস্সামা-য়ি যা-র্তি রাজ্ব্‘ই
বাংলা অনুবাদ ৮৬.১১ বৃষ্টিসম্পন্ন আসমানের কসম।
وَالْأَرْضِ ذَاتِ الصَّدْعِ 86.12
আরবি উচ্চারণ ৮৬.১২। অল্ র্আদ্বি যা-তিছ্ ছোয়াদ্ই’।
বাংলা অনুবাদ ৮৬.১২ কসম বিদীর্ণ যমীনের।
إِنَّهُ لَقَوْلٌ فَصْلٌ86.13
আরবি উচ্চারণ ৮৬.১৩। ইন্নাহূ লাক্বওলুন্ ফাছ্লুঁও।
বাংলা অনুবাদ ৮৬.১৩ নিশ্চয় এটা ফয়সালাকারী বাণী।
Advertisement 4
وَمَا هُوَ بِالْهَزْلِ86.14
আরবি উচ্চারণ ৮৬.১৪। অমা-হুওয়া বিল্হায্ল্।
বাংলা অনুবাদ ৮৬.১৪ আর তা অনর্থক নয়।
إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا86.15
আরবি উচ্চারণ ৮৬.১৫। ইন্নাহুম্ ইয়াকীদূনা কাইদাঁও।
বাংলা অনুবাদ ৮৬.১৫ নিশ্চয় তারা ভীষণ কৌশল করছে।
وَأَكِيدُ كَيْدًا86.16
আরবি উচ্চারণ ৮৬.১৬। অআকীদু কাইদা-।
বাংলা অনুবাদ ৮৬.১৬ আর আমিও ভীষণ কৌশল করছি।
فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا 86.17
আরবি উচ্চারণ ৮৬.১৭। ফামাহ্হিলিল্ কা-ফিরীনা আম্হিল্হুম্ রুওয়াইদা-।
বাংলা অনুবাদ ৮৬.১৭ অতএব কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে কিছু সময়ের অবকাশ দাও।
বি.দ্র: অন্য ভাষায় কুরআন সঠিক উচ্চারণ লেখা কখনই সম্ভব নয়। অনুগ্রহপূর্বক কষ্ঠ করে আরবি শিখবেন। অথবা মুখস্থ করে একজন আলেমকে শুনিয়ে ভূল সংসোধন করে নিবেন।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ও
Advertisement 5
Advertisement 2
আল কোরআনের সূরা সমূহ বাংলা অনুবাদ, ফজিলত, আয়ত, রুকু আরবি ও বাংলা উচ্চারণ
আমাদের নতুন ইসলামিক নিউজ ও জিজ্ঞাসা ভিত্তিক সাইড
Islamic Info Hub ( www.islamicinfohub.com ) আজই ভিজিড করুন !!
- ভাগে কোরবানির নিয়ম, অংশীদারির ভিত্তিতে কোরবানি করার নিয়ম, ভাগে কোরবানির যত বিধি বিধান
Advertisement 5
- কোরবানির অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব,আরও একবার জানুন কোরবানির অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব
- ইসলামে কুরবানীর গুরুত্ব ও বিধান,ইসলামে কোরবানির যত ফজিলত গুরুত্ব ও শিক্ষা
- বৃষ্টির নামাজের গুরুত্ব ও ফজিলত, বৃষ্টির নামাজের পর আমল
- ইসতিসকার নামাজের নিয়ম ও নিয়ত, ইসতিসকার নামাজের গুরুত্ব ও ফজিলত, ইসতিসকার নামাজের পর আমল
- বাসর রাত সম্পর্কে ইসলামের বিধান,বাসর রাতের নামাজ
Advertisement 3