সূরা তাক্‌ভীর সকল তথ্য আল কোরআন ও হাদিসের আলোতে,পৃথিবীর জানা অজানা কিছু তথ্য আল তাক্‌ভীর আলমল ও ফজিলত, সূরা তাক্‌ভীর কতো বার পাঠ করলে কোন আলম ও ফজিলত, সূরা তাক্‌ভীর নাযিলের কারন গুলো কি কি ,কুরআন ৮১ সূরা আল - তাক্‌ভীর

সূরা তাক্‌ভীর সকল তথ্য আল কোরআন ও হাদিসের আলোতে,পৃথিবীর জানা অজানা কিছু তথ্য আল তাক্‌ভীর আলমল ও ফজিলত, সূরা তাক্‌ভীর কতো বার পাঠ করলে কোন আলম ও ফজিলত, সূরা তাক্‌ভীর নাযিলের কারন গুলো কি কি ,কুরআন ৮১ সূরা আল – তাক্‌ভীর

ধর্ম
শেয়ার করুন:

আজকের বিষয়: সূরা তাক্‌ভীর সকল তথ্য আল কোরআন ও হাদিসের আলোতে,পৃথিবীর জানা অজানা কিছু তথ্য আল তাক্‌ভীর আলমল ও ফজিলত, সূরা তাক্‌ভীর কতো বার পাঠ করলে কোন আলম ও ফজিলত, সূরা তাক্‌ভীর নাযিলের কারন গুলো কি কি ,কুরআন ৮১ সূরা আল – তাক্‌ভীর

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

আরবি উচ্চারণ বিসমিল্লাহির রাহমানির রাহিম

বাংলা অনুবাদ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

إِذَا الشَّمْسُ كُوِّرَتْ81.1

আরবি উচ্চারণ ৮১.১। ইযাশ্ শাম্সু কুওওয়্যিরত্

বাংলা অনুবাদ ৮১.১ যখন সূর্যকে গুটিয়ে নেয়া হবে।

وَإِذَا النُّجُومُ انْكَدَرَتْ81.2

আরবি উচ্চারণ ৮১.২। অইযান্নুজু মুন্ কাদারত্

বাংলা অনুবাদ ৮১.২ আর নক্ষত্ররাজি যখন পতিত হবে।

وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ81.3

আরবি উচ্চারণ ৮১.৩। অ ইযাল্ জ্বিবা-লু সুইয়্যিরত্

বাংলা অনুবাদ ৮১.৩ আর পর্বতগুলোকে যখন সঞ্চালিত করা হবে।

وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ81.4

আরবি উচ্চারণ ৮১.৪। অ ইযাল্ ই’শা-রু ‘উতত্বি’লাত্।

বাংলা অনুবাদ ৮১.৪ আর যখন দশমাসের গর্ভবতী উষ্ট্রীগুলো উপেক্ষিত হবে।

وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ81.5

আরবি উচ্চারণ ৮১.৫। অ ইযাল্ উহূশু হুশিরত্।

বাংলা অনুবাদ ৮১.৫ আর যখন বন্য পশুগুলোকে একত্র করা হবে।

وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ81.6

আরবি উচ্চারণ ৮১.৬। অ ইযাল্ বিহা-রু সুজ্বজ্বিরত্।

বাংলা অনুবাদ ৮১.৬ আর যখন সমুদ্রগুলোকে অগ্নীউত্তাল করা হবে।

وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ81.7

আরবি উচ্চারণ ৮১.৭। অ ইযান্নুফূসু যুওওয়িজ্বাত্।

বাংলা অনুবাদ ৮১.৭ আর যখন আত্মাগুলোকে (সমগোত্রীয়দের সাথে) মিলিয়ে দেয়া হবে।

وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ81.8

আরবি উচ্চারণ ৮১.৮। অইযাল্ মাওয়ূদাতু সুয়িলাত্।

বাংলা অনুবাদ ৮১.৮ আর যখন জীবন্ত কবরস্ত কন্যাকে জিজ্ঞাসা করা হবে।

بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ81.9

আরবি উচ্চারণ ৮১.৯। বিআইয়্যি যাম্বিন্ কুতিলাত্।

বাংলা অনুবাদ ৮১.৯ কী অপরাধে তাকে হত্যা করা হয়েছে?

وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ81.10

আরবি উচ্চারণ ৮১.১০। অইযাছ্ ছুহুফু নুশিরাত্।

বাংলা অনুবাদ ৮১.১০ আর যখন আমলনামাগুলো প্রকাশ করে দেয়া হবে।

وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ81.11

আরবি উচ্চারণ ৮১.১১। অইযাস্ সামা-য়ু কুশিত্বোয়াত্

বাংলা অনুবাদ ৮১.১১ আর যখন আসমানকে আবরণ মুক্ত করা হবে

وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْ81.12

আরবি উচ্চারণ ৮১.১২। অ ইযাল্ জ্বাহীমু সু’ই’রত্।

বাংলা অনুবাদ ৮১.১২ আর জাহান্নামকে যখন প্রজ্জ্বলিত করা হবে।

وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ 81.13

আরবি উচ্চারণ ৮১.১৩। অইযাল্ জ্বান্নাতু উয্লিফাত্।

বাংলা অনুবাদ ৮১.১৩ আর জান্নাতকে যখন নিকটবর্তী করা হবে।

عَلِمَتْ نَفْسٌ مَا أَحْضَرَتْ81.14

আরবি উচ্চারণ ৮১.১৪। ‘আলিমাত্ নাফ্সুম্ মা য় আহ্দ্বোয়ারত্।

বাংলা অনুবাদ ৮১.১৪ তখন প্রত্যেক ব্যক্তিই জানতে পারবে সে কী উপস্থিত করেছে!

فَلَا أُقْسِمُ بِالْخُنَّسِ81.15

আরবি উচ্চারণ ৮১.১৫। ফালা য় উকসিমু বিল্ খুন্নাসিল্

বাংলা অনুবাদ ৮১.১৫ আমি কসম করছি পশ্চাদপসারী নক্ষত্রের।


আল কোরআনের সূরা সমূহ বাংলা অনুবাদ, ফজিলত, আয়ত, রুকু আরবি ও বাংলা উচ্চারণ  


الْجَوَارِي الْكُنَّسِ81.16

আরবি উচ্চারণ ৮১.১৬। জ্বাওয়া রিল্ কুন্নাসি।

বাংলা অনুবাদ ৮১.১৬ যা চলমান, অদৃশ্য।

وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ81.17

আরবি উচ্চারণ ৮১.১৭। অল্লাইলি ইযা- ‘আস্‘আসা।

বাংলা অনুবাদ ৮১.১৭ আর কসম রাতের, যখন তা বিদায় নেয়।

وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ81.18

আরবি উচ্চারণ ৮১.১৮। অছ্ ছুব্হি ইযা-তানাফ্ফাসা

বাংলা অনুবাদ ৮১.১৮ আর কসম প্রভাতের, যখন তা আগমন করে।

إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ81.19

আরবি উচ্চারণ ৮১.১৯। ইন্নাহূ লাক্বওলু রসূলিন্ ক্বরীমিন্।

বাংলা অনুবাদ ৮১.১৯ নিশ্চয় এ কুরআন সম্মানিত রাসূলের আনিত বাণী।

ذِي قُوَّةٍ عِنْدَ ذِي الْعَرْشِ مَكِينٍ81.20


আল কোরআনের সূরা সমূহ বাংলা অনুবাদ, ফজিলত, আয়ত, রুকু আরবি ও বাংলা উচ্চারণ  


আরবি উচ্চারণ ৮১.২০। যী কুওয়্যাতিন্ ‘ইন্দা যিল্‘র্আশি মাকীনিম্।

বাংলা অনুবাদ ৮১.২০ যে শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাসম্পন্ন ।

مُطَاعٍ ثَمَّ أَمِينٍ81.21

আরবি উচ্চারণ ৮১.২১। মুত্বোয়া-‘ইন্ ছুম্মা-আমীন্।

বাংলা অনুবাদ ৮১.২১ মান্যবর, সেখানে সে বিশ্বস্ত।

وَمَا صَاحِبُكُمْ بِمَجْنُونٍ81.22

আরবি উচ্চারণ ৮১.২২। অমা-ছোয়া-হিবুকুম্ বিমাজ্ব্নূ ন্।

বাংলা অনুবাদ ৮১.২২ আর তোমাদের সাথী পাগল নয়।

وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ81.23

আরবি উচ্চারণ ৮১.২৩। অলাক্বদ্ রয়া-হু বিল্ উফুক্বিল্ মুবীন্।

বাংলা অনুবাদ ৮১.২৩ আর সে তাকে সুস্পষ্ট দিগন্তে দেখেছে।

وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ81.24

আরবি উচ্চারণ ৮১.২৪। অমা-হুওয়া ‘আলাল্ গইবি বিদ্বোয়ানীন্

বাংলা অনুবাদ ৮১.২৪ আর সে তো গায়েব সম্পর্কে কপৃণ নয়।

وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَجِيمٍ81.25

আরবি উচ্চারণ ৮১.২৫। অমা-হুওয়া বিক্বওলি শাইত্বোয়া-র্নি রজ্বীমিন্

বাংলা অনুবাদ ৮১.২৫ আর তা কোন অভিশপ্ত শয়তানের উক্তি নয়।

فَأَيْنَ تَذْهَبُونَ81.26

আরবি উচ্চারণ ৮১.২৬। ফাআইনা তায্হাবূন্।

বাংলা অনুবাদ ৮১.২৬ সুতরাং তোমরা কোথায় যাচ্ছ?

إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ 81.27

আরবি উচ্চারণ ৮১.২৭। ইন্ হুওয়া ইল্লা-যিক্রুল লিল্ ‘আ-লামীনা

বাংলা অনুবাদ ৮১.২৭ এটাতো সৃষ্টিকুলের জন্য উপদেশমাত্র।

لِمَنْ شَاءَ مِنْكُمْ أَنْ يَسْتَقِيمَ81.28

আরবি উচ্চারণ ৮১.২৮। লিমান্ শা-য়া মিন্কুম্ আইঁ ইয়াস্তাক্বীম্।

বাংলা অনুবাদ ৮১.২৮ যে তোমাদের মধ্যে সরল পথে চলতে চায়, তার জন্য।

وَمَا تَشَاءُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ 81.29

আরবি উচ্চারণ ৮১.২৯। অমা-তাশা-য়ূনা ইল্লা য় আইঁ ইয়াশা-য়াল্লা-হু রব্বুল্ ‘আ-লামীন্ ।

বাংলা অনুবাদ ৮১.২৯ আর তোমরা ইচ্ছা করতে পার না, যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছা করেন।

বি.দ্র: অন্য ভাষায় কুরআন সঠিক উচ্চারণ লেখা কখনই সম্ভব নয়। অনুগ্রহপূর্বক কষ্ঠ করে আরবি শিখবেন। অথবা মুখস্থ করে একজন আলেমকে শুনিয়ে ভূল সংসোধন করে নিবেন।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ও

আল কোরআনের সূরা সমূহ বাংলা অনুবাদ, ফজিলত, আয়ত, রুকু আরবি ও বাংলা উচ্চারণ  

আমাদের নতুন ইসলামিক নিউজ ও জিজ্ঞাসা ভিত্তিক সাইড

Islamic Info Hub ( www.islamicinfohub.com ) আজই ভিজিড করুন !! 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *