সূরা ইনফিতার সকল তথ্য আল কোরআন ও হাদিসের আলোতে,পৃথিবীর জানা অজানা কিছু তথ্য আল ইনফিতার আলমল ও ফজিলত

আজকের বিষয়: সূরা ইনফিতার সকল তথ্য আল কোরআন ও হাদিসের আলোতে,পৃথিবীর জানা অজানা কিছু তথ্য আল ইনফিতার আলমল ও ফজিলত, সূরা ইনফিতার কতো বার পাঠ করলে কোন আলম ও ফজিলত, সূরা ইনফিতার নাযিলের কারন গুলো কি কি ,কুরআন ৮২ সূরা আল – ইনফিতা

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

আরবি উচ্চারণ বিসমিল্লাহির রাহমানির রাহিম

বাংলা অনুবাদ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

إِذَا السَّمَاءُ انْفَطَرَتْ82.1

আরবি উচ্চারণ ৮২.১। ইযাস্ সামা-য়ুন্ ফাত্বোয়ারত্।

বাংলা অনুবাদ ৮২.১ যখন আসমান বিদীর্ণ হবে।

وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ82.2

আরবি উচ্চারণ ৮২.২। অইযাল্ কাওয়া- কিবুন্ তাছারত্।

বাংলা অনুবাদ ৮২.২ আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে।

وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ82.3

আরবি উচ্চারণ ৮২.৩। অইযাল্ বিহা-রু ফুজজ্বিরাত্।

বাংলা অনুবাদ ৮২.৩ আর যখন সমুদ্র গুলোকে একাকার করা হবে।

وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ82.4

আরবি উচ্চারণ ৮২.৪। অইযাল্ কুবূরু বু’ছিরত্।

বাংলা অনুবাদ ৮২.৪ আর যখন কবরগুলো উন্মোচিত হবে।

عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ82.5

আরবি উচ্চারণ ৮২.৫। ‘আলিমাত্ নাফ্সুম্ মা-ক্বদ্দামাত্ ওয়াআখ্খারত্

বাংলা অনুবাদ ৮২.৫ তখন প্রত্যেকে জানতে পারবে, সে যা আগে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে গেছে।

يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ82.6

আরবি উচ্চারণ ৮২.৬। ইয়া য় আইয়্যুহাল্ ইন্সা-নু মা-র্গরকা বিরব্বিকাল্ কারীমিল্।

বাংলা অনুবাদ ৮২.৬ হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিয়েছে?

الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ82.7

আরবি উচ্চারণ ৮২.৭। আল্লাযী খলাক্বকা ফাসাওয়া-কা ফা‘আদালাকা

বাংলা অনুবাদ ৮২.৭ যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তোমাকে সুসম করেছেন, তারপর তোমাকে সুসমঞ্জস করেছেন।

فِي أَيِّ صُورَةٍ مَا شَاءَ رَكَّبَكَ82.8

আরবি উচ্চারণ ৮২.৮। ফী য় আইয়ি ছূরতিম্ মা-শা-য়া রাক্কাবাক্।

বাংলা অনুবাদ ৮২.৮ যে আকৃতিতে তিনি চেয়েছেন তোমাকে গঠন করেছেন।

كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ82.9

আরবি উচ্চারণ ৮২.৯। কাল্লা- বাল্ তুকায্যিবূনা বিদ্দীনি

বাংলা অনুবাদ ৮২.৯ কখনো নয়, তোমরা তো প্রতিদান দিবসকে অস্বীকার করে থাক।

وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ82.10

আরবি উচ্চারণ ৮২.১০। অ ইন্না ‘আলাইকুম্ লাহা-ফিজীনা

বাংলা অনুবাদ ৮২.১০ আর নিশ্চয় তোমাদের উপর সংরক্ষকগণ রয়েছে।

كِرَامًا كَاتِبِينَ 82.11

আরবি উচ্চারণ ৮২.১১। কির-মান্ কা-তিবীনা।

বাংলা অনুবাদ ৮২.১১ সম্মানিত লেখকবৃন্দ।


আল কোরআনের সূরা সমূহ বাংলা অনুবাদ, ফজিলত, আয়ত, রুকু আরবি ও বাংলা উচ্চারণ  


يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ82.12

আরবি উচ্চারণ ৮২.১২। ইয়া’লামূনা মা-তাফ্‘আলূন্।

বাংলা অনুবাদ ৮২.১২ তারা জানে, যা তোমরা কর।

إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ82.13

আরবি উচ্চারণ ৮২.১৩। ইন্নাল্ আব্র-র লাফী নাঈ’ম্।

বাংলা অনুবাদ ৮২.১৩ নিশ্চয় সৎকর্মপরায়ণরা থাকবে সুখ – স্বাচ্ছন্দ্যে।

وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ82.14

আরবি উচ্চারণ ৮২.১৪। অইন্নাল্ ফুজজ্বা- র লাফী জ্বাহীম্।

বাংলা অনুবাদ ৮২.১৪ আর নিশ্চয় অন্যায়কারীরা থাকবে প্রজ্জ্বলিত আগুনে।

يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ82.15

আরবি উচ্চারণ ৮২.১৫। ইয়াছ্লাওনাহা-ইয়াওমাদ্দীন্।

বাংলা অনুবাদ ৮২.১৫ তারা সেখানে প্রবেশ করবে প্রতিদান দিবসে।

وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ82.16

আরবি উচ্চারণ ৮২.১৬। অমা-হুম্ ‘আন্হা- বিগ-য়িবীন্

বাংলা অনুবাদ ৮২.১৬ আর তারা সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না।

وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ82.17

আরবি উচ্চারণ ৮২.১৭। অমা য় আদ্র-কা মা- ইয়াওমুদ্দীনি

বাংলা অনুবাদ ৮২.১৭ আর কিসে তোমাকে জানাবে প্রতিদান দিবস কী?

ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ82.18

আরবি উচ্চারণ ৮২.১৮। ছুম্মা মা য় আদ্র-কা মা-ইয়াওমুদদীন্-।

বাংলা অনুবাদ ৮২.১৮ তারপর বলছি, কিসে তোমাকে জানাবে প্রতিদান দিবস কী?

يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئًا وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِلَّهِ 82.19

আরবি উচ্চারণ ৮২.১৯। ইয়াওমা লা-তাম্লিকু নাফ্সুল্ লিনাফ্সিন্ শাইয়া-; অল্ আম্রু ইয়াওমায়িযিলিল্লা-হ্-।

বাংলা অনুবাদ ৮২.১৯ সেদিন কোন মানুষ অন্য মানুষের জন্য কোন কিছুর ক্ষমতা রাখবে না। আর সেদিন সকল বিষয় হবে আল্লাহর কর্তৃতে।

বি.দ্র: অন্য ভাষায় কুরআন সঠিক উচ্চারণ লেখা কখনই সম্ভব নয়। অনুগ্রহপূর্বক কষ্ঠ করে আরবি শিখবেন। অথবা মুখস্থ করে একজন আলেমকে শুনিয়ে ভূল সংসোধন করে নিবেন।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : [email protected]

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ও

আল কোরআনের সূরা সমূহ বাংলা অনুবাদ, ফজিলত, আয়ত, রুকু আরবি ও বাংলা উচ্চারণ  

আমাদের নতুন ইসলামিক নিউজ ও জিজ্ঞাসা ভিত্তিক সাইড

Islamic Info Hub ( www.islamicinfohub.com ) আজই ভিজিড করুন !! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *