সানি লিওন ১ম শর্ত ছিল লেসবিয়ানপর্ন-ই করবেন,৪২টি পর্ন ছবি পরিচালনা করেছেন সানি লিওন,বলিউড ফিল্মে কাজ শুরুর আগে সানি লিওন মোট চারবার ভারতে ঘুরতে এসেছিলেন

আজকের বিষয়: সানি লিওন ১ম শর্ত ছিল লেসবিয়ানপর্ন-ই করবেন,৪২টি পর্ন ছবি পরিচালনা করেছেন সানি লিওন,বলিউড ফিল্মে কাজ শুরুর আগে সানি লিওন মোট চারবার ভারতে ঘুরতে এসেছিলেন

সানি লিওন-এর ব্যাপারে আপনি কি জানেন?

সানি লিওন। সাবেক পর্নস্টার। এখন অবশ্য সে সব ছেড়ে বলিউডে থিতু হয়েছেন। যদিও তার বিরুদ্ধে ভারত থেকে পর্নসাইট চালানোর অভিযোগ রয়েছে। এই সব কাজের বাইরে তার আরও অনেক তথ্য রয়েছে যা অনেকে কাছে অজানা। চলুন এক নজরে সেগুলো দেখে নেওয়া যাক।

১। ১৯৮১ সালে কানাডায় জন্মগ্রহণ করেন সানি লিওন।

২। সানি ম্যাক্সিম ম্যাগাজিনের ২০১০ সালে বিশ্বের সেরা ১০ পর্ণস্টারের একজন হিসেবে নির্বাচিত হন।

৩। সানি লিওনের বাবা ছিলেন তিব্বতী আর মা হিমাচল প্রদেশের মেয়ে।

৪। হকি এবং স্কেটিং খেলা তার বিশেষ প্রিয়।

৫। ১৩ বছর বয়সে সানি তার বাবা মায়ের সাথে আমেরিকা চলে যান।

৬। তার পারিবারিক নাম করণজিত কৌর বোহরা। কিন্তু মিডিয়া জগতে তিনি সানি লিওন নামেই পরিচিত।

৭। সানির বর্তমান উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। আর তাঁর ওজন ৫০ কেজি।

৮। শৈশবে সানির বাবা-মা তাঁকে ক্যাথোলিক স্কুলে ভর্তি করে দিয়েছিলেন।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৯। সানি লিওন একজন নার্স হতে চেয়েছিলেন। এজন্য নিয়েছিলেন ট্রেনিংও।

১০। ১৫ বছর বয়স থেকে রোজগার শুরু করেন। কাজ পান জার্মান বেকারিতে।

১২। ২০০৪ সালে অ্যান্টি বুশ প্রচারের জন্য নিজের চুল ছেটে ফেলে প্রতিবাদ জানান।
১৩। সানি লিওন একজন পশুপ্রেমী। পশুদের জন্য তিনি একাধিক উদ্যোগ নিয়ে থাকেন।

১৪। সানি যখন প্রথম পর্নগ্রাফি করতে রাজি হন, তখন তাঁর শর্ত ছিল একটাই। শুধুমাত্র লেসবিয়ান পর্ন-ই করবেন তিনি।

১৬। জিসম-২ দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় সানি লিওনের। কিন্তু তাঁর বলিউডে ডেব্যু হওয়ার কথা ছিল মোহিত সুরির কলিযুগ ফিল্ম দিয়ে। কিন্তু পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় সানি ওই ফিল্ম করেননি।

১৭। বলিউড ফিল্মে কাজ শুরুর আগে সানি লিওন মোট চারবার ভারতে ঘুরতে এসেছিলেন।

১৮। ৪১টি পর্ন ছবিতে অভিনয়ের পাশাপাশি ৪২টি পর্ন ছবি পরিচালনা করেছেন সানি লিওন।
১৯। সানি অভিনীত প্রথম ছবিটি বের হয় ‘সানি’ নামেই ২০০৫ সালের ডিসেম্বর মাসে।
২০। সানির মা ২০০৮ সালে এবং বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।
২১। বেশীর ভাগ পর্ণ তারকা বাধ্য হয়েই এই জগতে পা রাখলেও সানি লিওন নিজ ইচ্ছা থেকেই পা রাখেন।
২২। এপ্রিল ১৪, ২০১২ সালে, লিওন দ্য নিউ ইন্ডয়িান এক্সপ্রেস সাক্ষাত্কারে নিজেকে ভারতের অধিবাসী হিসেবে ঘোষণা করেন।
২৩। মহারাষ্ট্রের লাথুর গ্রাম থেকে একটি ২১ মাসের মেয়েকে দত্তক নিয়েছেন সানী।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment