সাধারণ জ্ঞান নিয়োগ পরীক্ষার জন্য

সাধারণ জ্ঞান:
(ক) ‘স্বোপার্জিত স্বাধীনতা’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়-এর টিএসসি সড়কদ্বীপে অবস্থিত।

(খ) ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কত তারিখে?
উত্তর: ১৯৭২ সালের ১৯ মার্চ।

(গ) বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি বহনকারী রকেটের নাম কি?
উত্তর: Falcon 9.

(ঘ) “অপারেশন থান্ডারবোল্ট” কি?
উত্তর: রাজধানীর গুলশানে হোলি আর্টিজান রেস্টুরেন্টে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত একটি অপারেশনের নাম ‘অপারেশন থান্ডারবোল্ট’।

(ঙ) বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভূক্ত করা হয়েছে?
উত্তর: পঞ্চম তফসিলে।

(চ) বিশ্বের গভীরতম খাল কোনটি?
উত্তর: পানামা খাল।

(ছ) পদ্মা সেতুর দৈর্ঘ্য ও স্প্যান সংখ্যা কত?
উত্তর: ৬.১৫ কিলোমিটার ও ৪১টি স্প‌্যান।

(জ) মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করেছিলেন কে?
উত্তর: তাজউদ্দিন আহমদের নির্দেশে এম.এ.জি. ওসমানী।

(ঝ) ভারতের কতটি “ছিটমহল” বাংলাদেশের ভৌগোলিক সীমার অন্তর্ভূক্ত রয়েছে?
উত্তর: ১১১টি ছিটমহল।

(ঞ) পোর্ট অব স্পেন কোন দেশের রাজধানী?
উত্তর: ত্রিনিদাদ ও টোবাগো।

(ট) ওমানের মুদ্রার নাম কি?
উত্তর: ওমানি রিয়াল।

(ঠ) “আমার দেখা নয়া চীন” গ্রন্থের লেখক কে?
উত্তর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

(ড) SDG এর টার্গেট কতটি?
উত্তর: ১৬৯টি সুনির্দিষ্ট টার্গেট ও ১৭টি লক্ষ্য।

(ঢ) বেগম রোকেয়ার জন্ম কত সালে?
উত্তর: ১৮৮০ সালের ৯ ডিসেম্বর।

(ণ) Green dam কি?
উত্তর: Green Dam is a content-control software for Windows developed in the People’s Republic of China (PRC).

জানা অজানা

1 thought on “সাধারণ জ্ঞান নিয়োগ পরীক্ষার জন্য”

Leave a Comment