♦ সাহিত্যিক নই ♦
() শ্যামল বণিক অঞ্জন()
আমি লিখতে পারি ঠিক
কিন্তু নইতো সাহিত্যিক।
আমি নইতো কবি তবু ছবি
আঁকি জীবনের,
রঙটা আনি কলম মাঝে
ভাবনা গহীন মনের।
যাবো লিখে চারিদিকে
ঘটুক যতো কিছু,
আসুক যতোই দু:খ বাধা
হাঁটবোনা আর পিছু।
লিখাই আমার জীবন মরণ
অন্ন জল ব্রত,
সত্য ন্যায়ের পথে হেঁটে
লিখবো অবিরত!
- নমিনেশন কমিটির দায়িত্ব সমূহ বর্ণনা কর
- বোর্ড ডাইভার্সিটি সুবিধা ও অসুবিধা সমূহ লিখ
- রাইট শেয়ার ইস্যু বলতে কি বুঝায়, রাইট শেয়ার ইস্যুর বিধিমালা আলোচনা কর
- ঋণ নিরূপণের বিধানবলি আলোচনা কর,ঋণ নির্ধারণের ধারণা সমূহ ব্যাখ্যা কর।
- রাইট শেয়ার ইস্যুর পদ্ধতি সম্পর্কে আলোচনা কর