শ্যামল বণিক অঞ্জন কবিতা সাহিত্যিক নই

Google Adsense Ads

♦ সাহিত্যিক নই ♦
() শ্যামল বণিক অঞ্জন()

আমি লিখতে পারি ঠিক
কিন্তু নইতো সাহিত্যিক।

আমি নইতো কবি তবু ছবি
আঁকি জীবনের,
রঙটা আনি কলম মাঝে
ভাবনা গহীন মনের।

যাবো লিখে চারিদিকে
ঘটুক যতো কিছু,
আসুক যতোই দু:খ বাধা
হাঁটবোনা আর পিছু।

লিখাই আমার জীবন মরণ
অন্ন জল ব্রত,
সত্য ন্যায়ের পথে হেঁটে
লিখবো অবিরত!

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Comment