Advertisement
আগামীকাল থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। জেনে নিন কিছু পরামর্শ। অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২১ জেনে নিন কিছু পরামর্শ , এই তথ্য ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ।
এই পরীক্ষার সময় ৪ ঘন্টা এবং প্রমোশন এর জন্য ৫০% বিষয়ে পাশ করতে হবে। পরীক্ষা শুরু হবে সকাল ০৯:৩০ টায় সুতরাং অনন্ত এক ঘণ্টা আগেই পরীক্ষার হলের উদ্দেশ্য বের হতে চেষ্টা করবেন এবং মাথা ঠাণ্ডা রাখার চেষ্টা করুন এবং পরীক্ষা নিয়ে বেশী টেনশন না করাই বুদ্ধিমানের কাজ।
পরীক্ষার হলে যে কাজগুলো ঠাণ্ডা মাথায় করতে হবে।
১। খাতায় রেজিস্ট্রেশন নম্বর পূরন ও
অনান্য কাজ গুলা সতর্কতার সাথে করুন।
২। হাতের লেখা সুন্দর করার চেষ্টা করুন।
৩। অন্যদের থেকে আপনার খাতা
আলাদাভাবে উপস্হাপন করার চেষ্টা করুন।
৪। যে সকল প্রশ্ন গুলা খুব ভালো পারবেন
মনে হয়, সে গুলা আগে লিখুন, তবে
প্রশ্নের বিভাগ পরিবর্তন করবেন না।
৫। প্রশ্নের নম্বর গুলা ভাল করে লিখুন আর
লেখার ধরনটা অনুচ্ছেদ আকারে হলে ভাল
হয়।
৬। ভুল করেও কখনো নকল করতে যাবেন
না।
৭। সব গুলা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা
করুন।
৮। খাতায় কোন ভাবে ভুল করে ফেললে,
স্যারের সাথে কথা বলুন।
৯। পরীক্ষার হলে নিজেকে অতিরিক্ত
কিছু ভাবার চেষ্টাও করবেন না।
১০। পরীক্ষার শেষে খাতাটা ভালো
করে চেক করুন।
শিক্ষা
Advertisement 5
Advertisement 2
- জ্ঞান মূলক প্রশ্ন -১ম অধ্যায়: ব্যবসায়ের মৌলিক ধারণা এইচএসসি প্রস্তুতি
- পদার্থবিজ্ঞান ৪র্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি প্রশ্ন – এসএসসি প্রস্তুতি
- ১৯৭০ সালের ৮ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি প্রকল্প বাস্তবায়নের জোর দাবি জানিয়ে
- Write a paragraph “Coronavirus A fatal disease”
- সাধারণ জ্ঞান নিয়োগ পরীক্ষার জন্য
- এক ব্যক্তি ২৫০০ টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজী হন
- স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ (MEFWD) এর পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০২
- অর্জন বনাম স্বীকৃতি
- NU All Syllabus 2021
- আমি ঘোষণা করিতেছি- আজ হইতে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশটির নাম ‘পূর্ব পাকিস্তান’- এর পরিবর্তে শুধুমাত্র ‘বাংলাদেশ’।
Advertisement 2
Advertisement 3