শিল্পায়ন কী?, Urban শব্দের অর্থ কী?, শহরায়ন কী?, পুঁজি প্রত্যাহার নীতি কাকে বলে?,পুঁজি প্রত্যাহার নীতির অপর নাম কী?, নয়া শিল্পনীতি ঘোষণা করা হয় কবে?, শিল্পপ্রতিষ্ঠান জাতীয়করণ সংশোধন বিল গ্রহণ করা যায় কখন?

প্রশ্ন সমাধান: শিল্পায়ন কী?, Urban শব্দের অর্থ কী?, শহরায়ন কী?, পুঁজি প্রত্যাহার নীতি কাকে বলে?,পুঁজি প্রত্যাহার নীতির অপর নাম কী?, নয়া শিল্পনীতি ঘোষণা করা হয় কবে?, শিল্পপ্রতিষ্ঠান জাতীয়করণ সংশোধন বিল গ্রহণ করা যায় কখন?

শিল্পায়ন কী?
উত্তর : শিল্পায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সনাতন উৎপাদন ব্যবস্থার পরিবর্তে বৈজ্ঞানিক প্রযুক্তিগত উৎপাদন ব্যবস্থার প্রবর্তন ঘটে।

Urban শব্দের অর্থ কী?
উত্তর : Urban শব্দের অর্থ হলো Conceptation of People in Cities and Towns.

শহরায়ন কী?
উত্তর : শহরায়ন বলতে বুঝায় এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোন এলাকা শহরে রূপান্তরিত হয়।

পুঁজি প্রত্যাহার নীতি কাকে বলে?
উত্তর : রাষ্ট্রীয়ও খাতের ও সরকারি মালিকানায় পরিচালিত শিল্পকারখানা, ব্যাংক ও অন্যান্য আর্থিক সরকারের বিনিয়োগকৃত পুঁজি ফিরিয়ে নেয়াকে পুঁজি প্রত্যাহার নীতি বলা হয় ।

পুঁজি প্রত্যাহার নীতির অপর নাম কী?
উত্তর : পুঁজি প্রত্যাহার নীতির অপর নাম বেসরকারীকরণ নীতি

নয়া শিল্পনীতি ঘোষণা করা হয় কবে?
উত্তর : নয়া শিল্পনীতি ঘোষণা করা হয় ১৯৮২ সালের ১ জুন।

শিল্পপ্রতিষ্ঠান জাতীয়করণ সংশোধন বিল গ্রহণ করা যায় কখন?
উত্তর : ১৯৮৭ সালের ১৭ জুন জাতীয় সংসদে শিল্পপ্রতিষ্ঠান জাতীয়করণ সংশোধন বিল পাস হয়।

স্থানান্তর গমন কাকে বলে?
উত্তর : স্থানান্তর গমন হচ্ছে কোন জনসমষ্টির পূর্বে এলাকা ছেড়ে বা ত্যাগ করে নতুন করে কোন স্থানে স্থায়ীভাবে বসবাস করা।

সমাজ কাঠামোর ভিত্তি কী?
উত্তর : সমাজ কাঠামোর ভিত্তি হলো সমাজস্থ বিভিন্ন শ্রেণি, গোষ্ঠী বা পেশার মানুষের মধ্যকার পারস্পরিক সম্পর্ক।

Migrant বা স্থানান্তরিত কে?
উত্তর : যিনি স্থানান্তর প্রক্রিয়ায় পূর্বের এলাকা ছেড়ে নতুন স্থানে আবাস গড়েন তিনি Migrant বা স্থানান্তরিত।

কোথায় মানুষ স্থানান্তরিত বেশি হয়?
উত্তর : শহরে মানুষ স্থানান্তরিত বেশি হয়।

Pash factor কী?
উত্তর : গ্রামীণ দারিদ্র্য, কাজের অভাব বা অন্যান্য আর্থিক ও সামাজিক সংকট গ্রামীণ জনগোষ্ঠীর একটা উল্লেখযোগ্য অংশকে শহর বা নগরের দিকে ধাক্কা বা চাপ দিয়ে ঠেলে দিচ্ছে যাকে Pash factor বলে।


আরো ও সাজেশন:-

Pull factor কী?
উত্তর : শহরের সুযোগ সুবিধা, বৈচিত্র্য ও চাকচিক্য যেন গ্রামের মানুষকে আকর্ষণ করছে বা টানছে যাকে Pull factor বলে।

গ্রামীণ অর্থনীতি গঠিত হয় কীভাবে?
উত্তর : কৃষিজাত দ্রব্য, মৎস্য, গবাদিপশু, কুঠির শিল্পজাত দ্রব্য, বনজ সম্পদ ইত্যাদির উৎপাদন, আহরণ ও বিপণন সম্পর্কিত অর্থনৈতিক কার্যকলাপ নিয়ে গ্রামীণ অর্থনীতি গঠিত।

শহুরে অর্থনীতি গঠিত হয় কীভাবে?
উত্তর : বড় শিল্পপ্রতিষ্ঠান, আর্থিক ও বিভিন্ন সেবা প্রতিষ্ঠান, যোগাযোগ ও পরিবহন কেন্দ্র ইত্যাদি শহরে অবস্থিত এবং এগুলোর উৎপাদন ও বিপণন সম্পর্কিত কার্যকলাপ নিয়ে শহরে অর্থনীতি গঠিত।

বাংলাদেশের কত ভাগ লোক গ্রামে বাস করে?
উত্তর : বাংলাদেশের শতকরা ৮০ ভাগ লোক গ্রামে বাস করে।

বাংলাদেশের G. D. P তে কৃষিখাতের অবদান কত?
উত্তর : বাংলাদেশের G. D. P তে কৃষিখাতের অবদান ৩০%।

জীবিকা নির্ভর বা জীবন নির্বাহী খামার কাকে বলে?
উত্তর : জীবিকা নির্ভর বা জীবন নির্বাহী খামার বলতে সর্বনিম্ন যুক্তিপূর্ণ খামার আয়তনকে বুঝায় এবং উক্ত খামারে উৎপাদিত পণ্য এত কম পরিমাণে যে, এর দ্বারা পরিবারের ভরণপোষণ কোনরকমে সম্ভব।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

পারিবারিক খামার কাকে বলে?
উত্তর : পারিবারিক খামার বলতে সহজ অর্থে এমন একটি খামারকে বুঝায়, যে খামার একটি পরিবারের শ্রম দ্বারা ক্রিয়াশীল ও পরিচালিত এবং আংশিক সময়ে ভাড়া করা শ্রমকে অন্তর্ভুক্ত করা যায়।

কী কী এককের ভিত্তিতে পারিবারিক খামারকে বিশ্লেষণ করা হয়?
উত্তর : লাঙল একক, কর্ম একক, ও আয় এককের ভিত্তিতে পারিবারিক খামার বিশ্লেষণ করা হয়।

পারিবারিক খামারকে দক্ষ উৎপাদনের একক হিসেবে আখ্যায়িত করা যায় কেন?
উত্তর : স্বল্পকালীন সময়ে এর ব্যয় কম থাকে বিধায় কৃষি অর্থনীতিবিদ ও সাধারণ মানুষ পারিবারিক খামারকে দক্ষ উৎপাদনের একক হিসেবে আখ্যায়িত করেন।

উদ্বৃত্ত খামার কী?
উত্তর : উদ্বৃত্ত খামার হচ্ছে এমন এক ধরনের খামার, যেখানে প্রয়োজনীয় চাহিদা পূরণের পর উদ্বৃত্ত পণ্য কৃষকের বাজারজাতকরণের সুযোগ থাকে।

বাণিজ্যিক খামার কাকে বলে?
উত্তর : বাণিজ্যিক খামার বলতে এমন এক ধরনের খামার ব্যবস্থাকে বুঝায়, যেখানে কৃষক বা উৎপাদনকারী তাঁর উৎপাদন বৃহদায়তন করে এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বাজার উদ্বৃত্ত সৃষ্টি প্রসঙ্গে মৌলিক লক্ষ্য হিসেবে সর্বাধিক মুনাফাকে প্রাধান্য দিয়ে থাকে।

অভ্যন্তরীণ স্থানান্তর গমনের প্রকারভেদ উল্লেখ কর।
উত্তর : অভ্যন্তরীণ স্থানান্তর গমন দুই প্রকার। যথা : ১. গ্রাম থেকে শহরে স্থানান্তর গমন ও ২. শহর থেকে গ্রামে স্থানান্তর গমন।


Paragraph/Composition/Application/Email/Letter/Short Storiesউত্তর লিংক
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেলউত্তর লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment