গ্রামের শিক্ষিত যুবক জহির ভালো বীজ উৎপাদনের জন্য সিদ্ধান্ত নিলেন। এজন্য তিনি মানসম্মত বীজ উৎপাদনের কৌশল অবলম্বন করলেন। উপরোক্ত তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
মানসম্মত বীজ উৎপাদনের জন্য জহিরকে যে শর্ত পালন করতে হবে সেগুলোর নাম উল্লেখ কর।
জহিরের বীজ ফসলের জমি পৃথক রাখার কারণ কী?
তিনি কী কারণে রগিং করেছিলেন?
ভালো ফসল উৎপাদনের জন্য জহির কোন ধরনের বীজ ব্যবহার করবেন?
মৌল বীজ ও ভিত্তি বীজের পার্থক্য কী?
উত্তর সমূহ:
মানসম্মত বীজ উৎপাদনের জন্য জহিরকে যে শর্ত পালন করতে হবে সেগুলোর নাম উল্লেখ কর।
উত্তর:
মানসম্মত বীজ উৎপাদনের জন্য জহিরকে যে শর্তগুলো পালন করতে হবে সেগুলোর
- নাম উল্লেখ করা হলোঃ
- বীজের বিশুদ্ধতা সংরক্ষণ,
- বীজ ফসলের পৃথকীকরণ,
- বীজ-শোধন,
- বীজ বপন পদ্ধতি,
- রগিং,
- আন্তঃ পরিচর্যা,
- বীজ ফসল কর্তন,
- বীজ শুকানো ও সংরক্ষণ।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: Md Rakib Hossain Sojol (বাংলা নিউজ এক্সপ্রেস)]
জহিরের বীজ ফসলের জমি পৃথক রাখার কারণ কী?
উত্তর:
বীজ ফসলের জমিকে অবীজ ফসলের জমি থেকে নিরাপদ দূরত্বে রাখার নামই পৃথকীকরণ। নিরাপদ দূরত্ব বজায় রাখা অনেক সময় সম্ভব হয় না। তাই বীজ ফসলের চারদিকে বর্ডার লাইন হিসেবে একই ফসলের অতিরিক্ত চাষ করতে হয়। এতে পর-পরাগয়নের সম্ভাবনা থাকে না।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: Md Rakib Hossain Sojol (বাংলা নিউজ এক্সপ্রেস)]
তিনি কী কারণে রগিং করেছিলেন?
উত্তর:
বীজের জাতের বিশুদ্ধতা রক্ষার জন্য রগিং করতে হয়। রগিং অর্থ হচ্ছে আকাঙ্খিত বীজের গাছ ছাড়া আগাছাসহ অন্য যেকোনো অনাকাঙ্ক্ষিত গাছ জমি থেকে শিকড়সহ তুলে ফেলা। ফুল আসার আগেই অনাকাঙ্ক্ষিত গাছ রগিং করা ভালো।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: Md Rakib Hossain Sojol (বাংলা নিউজ এক্সপ্রেস)]
ভালো ফসল উৎপাদনের জন্য জহির কোন ধরনের বীজ ব্যবহার করবেন?
উত্তর:
ভালো ফসল উৎপাদনের জন্য জহির প্রত্যয়িত বীজ ব্যবহার করবেনঃ
কৃষকের প্রত্যয়িত বীজ ছাড়া অন্য বীজ ব্যবহার করা উচিৎ নয়। জহির যদি ফসল উৎপাদনে প্রত্যয়িত বীজ ছাড়া সারহীন বীজ ব্যবহার করেন তবে ফসল ভালো না হওয়ার আশঙ্খা বেশি থাকে। অনেক পরীক্ষা-নিরীক্ষার পরই বিশেষজ্ঞরা প্রত্যয়িত বীজ ব্যবহারের অনুমোদন প্রদান করেন।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: Md Rakib Hossain Sojol (বাংলা নিউজ এক্সপ্রেস)]
মৌল বীজ ও ভিত্তি বীজের পার্থক্য কী?
উত্তর:
মৌল বীজ ও ভিত্তি বীজের পার্থক্য হলোঃ
মৌল বীজ | ভিত্তি বীজ |
উদ্ভিদ প্রজন্ম বিজ্ঞানীদের নিবিড় তত্ত্বাবধানে গবেষণা প্রতিষ্ঠানে উচ্চ বংশগত গুণাগুণ সম্পন্ন যে বীজ উৎপাদন করা হয়, তাকে মৌল বীজ বলে। | বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের খামারে বীজ অনুমোদন সংস্থার নিয়ন্ত্রিত পরিবেশে মৌল বীজ থেকে যে বীজ উৎপাদন করা হয়, তাকে ভিত্তি বীজ বলে। |
মৌল বীজ সাধারণত কম পরিমাণে উৎপাদন করা হয়। | |
এ বীজ বিক্রয়যোগ্য নয়। | এ বীজ বিক্রয়যোগ্য। |
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: Md Rakib Hossain Sojol (বাংলা নিউজ এক্সপ্রেস)]
J.S.C
- তোমার গ্রামের অন্যান্য কৃষিজীবীদের স্বাবলম্বী করতে তিনি কীভাবে সহায়তা করতে পারবেন ?
- অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অষ্টম অধ্যায়ে ‘হেলমেট’
- অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের দ্বাদশ অধ্যায় ‘চীনামাটি’
- খতমে নবুয়ত ও শাফায়াতে বিশ্বাস হওয়া না হওয়া; একটি মূল্যায়ন
- ১৭৫৭ সাল তেকে ১৯৪৭ সাল পর্যন্ত যে কোনো ১০টি উল্লেখযোগ্য ঘটনার সময়কালসহ একটি পোস্টার তৈরি কর
- অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অষ্টম অধ্যায়ে ‘কুপি বাতি’
- বুদ্ধপূর্ণিমা, অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের একাদশ অধ্যায়ে ‘বুদ্ধপূর্ণিমা
- অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের দশম অধ্যায় ‘ইভটিজিং’
- অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের একাদশ অধ্যায়ে ‘পাংখোয়া’
- অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের একাদশ অধ্যায় ‘মৌজা’র
অনেক ভালো হইসে , পরে অনেক উপকার হইসে
অনেক ইনফরমেশন আছে এইখানে অনেক ধন্যবাদ
অনেক ভালো হইসে