মহিলা / ছেলেদের গোপন অঙ্গের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়।।

হের স্পর্শকাতর গোপন অঙ্গ কোনগুলি? বগল, দুই থাইয়ের মধ্যবর্তী স্থান, প্রজনন অঙ্গ, হিপ, কোমরের ভাঁজ৷ এই সমস্ত অংশে কালো দাগ খুবই স্বাভাবিক একটি ঘটনা। পোশাকের ঘর্ষণ থেকে শুরু করে লোম পরিষ্কার, নানা কারণে এসব স্থানে কালো দাগ হয়৷

যাদের ওজন একটু বেশি, তাদেরকে অনেক বেশি মুখোমুখি হতে হয় এই সমস্যার। এই অবস্থায় কী করবেন? যেহেতু এসব অঙ্গের যত্ন নিয়ে কেউ পার্লারে যেতে চান না৷ এখানে সব ধরণের পণ্য ব্যবহার করা যায় না, তাই জেনে নিন পাঁচটি দারুণ ঘরোয়া উপায়। অল্প সময়েই চলে যাবে স্পর্শকাতর অঙ্গের কালো দাগ!

শসার রস
শসার রস যে কোন স্পর্শকাতর অঙ্গের দাগ দূর করার জন্য দারুণ উপকারী। এতে ত্বকের ক্ষতির কোন সম্ভাবনাই থাকে না। শসার রস লাগিয়ে রাখুন ২০/২৫ মিনিট। তারপর ধুয়ে ফেলুন। কয়েকদিন ব্যবহারেই উপকার পাবেন।

আলু
আলু রস লাগানো একটু ঝামেলার হলেও এটি উপকারী শসার রসের চাইতেও বেশি। আক্রান্ত স্থানে আলুর রস লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটাও ত্বকের কোন ক্ষতি করে না।

লেবুর রস
লেবুর রস হচ্ছে প্রাকৃতিক ব্লিচ। কিন্তু এটি সরাসরি স্পর্শকাতর অঙ্গে ব্যবহার না করাই উচিত, ত্বকে হতে পারে জ্বলুনি ও র‍্যাশ। লেবুর রসের সঙ্গে শসার রস ও এক চিমটি হলুদ মিশিয়ে নিন। তারপর একে লাগান আক্রান্ত স্থানে। লেবুর ও হলুদ দাগছোপ দূর করবে আর শসা রক্ষা করবে ত্বককে। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ধোয়ার সময় সাবান দেবেন না।

দুধ ও মুলতানি মাটি
কাঁচা দুধের সঙ্গে মুলতানি মাটি ও গোলাপ জল মিশিয়ে পেস্ট করে নিন। এই মিশ্রণ ত্বকে লাগিয়ে রাখুন, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই প্যাক মুখেও ব্যবহার করতে পারেন।

দই ও হলুদ
দইয়ের সঙ্গে এক চিমটি হলুদ, সামান্য লেবুর রস ও চিনি মিশিয়ে নিন। এই মিশ্রণটি স্ক্রাবের মত ঘষে ঘষে লাগান, তবে খুব হালকা হাতে। তারপর রেখে দিন ২০ মিনিট। ধুয়ে ফেলুন ঠাণ্ডা জল দিয়ে।

টিপস
# যে কোন প্যাক লাগাবার পরই স্পর্শকাতর অঙ্গে ব্যবহার করবেন খুব ভালো কোন ময়েশ্চারাইজার।
# এসব অঙ্গে নানান রকম রঙ ফর্সা করার ক্রিম মাখতে যাবেন না কখনই।
# খুব মাইলড পণ্য ব্যবহার করুন এসব অঙ্গে। বডি স্প্রে বা ডিওডোরেন্ট কখনই সরাসরি স্প্রে করবেন না।
# নিয়মিত স্নান করুন এবং সেই সময়ে পরিষ্কার করুন। এবং ভালো ময়েশ্চারাইজার লাগান প্রতিদিন।

Betrikorm Suggestion pdf download Dikdorshon Suggestion PDF Imran Suggestion Pdf Renaissance pdf download Rocket Suggestion PDF অনার্স বিএসএস ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান তত্ত্ব পরীক্ষার সাজেশন অনার্স বিএসসি ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান তত্ত্ব পরীক্ষার সাজেশন অনার্স বিবিএ ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান তত্ত্ব পরীক্ষার সাজেশন অনার্স ৩য় বর্ষের ১০০% কমন নিরীক্ষা ও নিশ্চয়তা সাজেশন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার রুটিন ২০১৯ অনার্স ৪র্থ বর্ষের সাজেশন 2022 অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন হিসাববিজ্ঞান তত্ত্ব সাজেশন ইমরান সাজেশন অনার্স ৪র্থ বর্ষের সাজেশন পিডিএফ ইমরান সাজেশন পিডিএফ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ব্যবসায় বিভাগ এর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র এসাইনমেন্ট উত্তর এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত অ্যাসাইনমেন্ট সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়ন এসএসসি পরীক্ষার্থীদের জন্য ৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশ ২০২১ ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সমাজকর্ম ৬ষ্ঠ পত্র সাজেশন ২০২১ খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) ১ গত কয়েক মাসে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা ইংরেজি Word Meaning গ রচনামূলক প্রশ্ন ও উত্তর সাজেশন ২০২১ চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের নিরীক্ষা ও নিশ্চয়তা চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান তত্ত্ব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স রেজাল্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের (বিশেষ) মৌখিক/ব্যবহারিক পরীক্ষার রুটিন ২০২০ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষ ইংরেজী পরিক্ষার প্রশ্ন ও সমাধান 2021 জেএসসি পরীক্ষার্থীদের জন্য অনুচ্ছেদ মুজিব বর্ষ সম্পর্কে ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন ইংরেজি সাজেশন দিকদশন অনার্স ৪র্থ বর্ষের সাজেশন PDF দিকদশন সাজেশন PDF পিডিএফ অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ এসএসসি হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা প্রশ্ন ও সমাধান উত্তর অনার্স ১ম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস প্রশ্ন ও সমাধান উত্তর ডিগ্রী ৩য় বর্ষের ব্যবস্থাপনা ৫ম পত্র বিশেষ সংক্ষিপ্ত সাজেশন অনার্স প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বাধ্যতামূলক বিশেষ সংক্ষিপ্ত সাজেশন ডিগ্রী তৃতীয় বর্ষের ইংরেজি বাধ্যতামূলক ব্যতিক্রম সাজেশন pdf download ব্যতিক্রম সাজেশন অনার্স ৩য় বর্ষ ১০০% কমন সাজেশন pdf বিষয়: পোর্টফোলিও ব্যবস্থাপনা রকেট অনার্স ৪র্থ বর্ষের সাজেশন PDF রকেট সাজেশন PDF রেনেসাঁ pdf download রেনেসাঁ অনার্স ৪র্থ বর্ষের pdf download স্পেশাল শর্ট সাজেশন অনার্স ১ম বর্ষ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

1 thought on “মহিলা / ছেলেদের গোপন অঙ্গের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়।।”

Leave a Comment