ভর (MASS) ও ভার (WEIGHT) পার্থক্য, ভর (MASS) vs ভার (WEIGHT) পার্থক্য, ভর (MASS) ও ভার (WEIGHT) তুলনামূলক আলোচনা, ভার (WEIGHT) ও ভর (MASS) মধ্যে পার্থক্য, ভর (MASS) ও ভার (WEIGHT) কাকে বলে,তুলনা ভর (MASS): ভর (MASS) ও ভার (WEIGHT) আলোচনা

ভর (MASS) ও ভার (WEIGHT) পার্থক্য, ভর (MASS) vs ভার (WEIGHT) পার্থক্য, ভর (MASS) ও ভার (WEIGHT) তুলনামূলক আলোচনা, ভার (WEIGHT) ও ভর (MASS) মধ্যে পার্থক্য, ভর (MASS) ও ভার (WEIGHT) কাকে বলে,তুলনা ভর (MASS): ভর (MASS) ও ভার (WEIGHT) আলোচনা

শিক্ষা প্রশ্ন সমাধান

Google Adsense Ads

প্রশ্ন সমাধান: ভর (MASS) ও ভার (WEIGHT) পার্থক্য, ভর (MASS) vs ভার (WEIGHT) পার্থক্য, ভর (MASS) ও ভার (WEIGHT) তুলনামূলক আলোচনা, ভার (WEIGHT) ও ভর (MASS) মধ্যে পার্থক্য, ভর (MASS) ও ভার (WEIGHT) কাকে বলে,তুলনা ভর (MASS): ভর (MASS) ও ভার (WEIGHT) আলোচনা


ভার (Weight):

কোন বস্তুর ওপর অভিকর্ষীয় ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলের মানকে ওজন বা ভার বলে। কোনো বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষল করে তা হলো বস্তুর ভার। কোন বস্তুর ভর m এবং পৃথিবীর কোন স্থানে অভিকর্ষজ ত্বরণ g হলে ঐ স্থানে বস্তুর ভার হবে, W= mg । ওজন ভরের আনুপাতিক হলেও ভর ও ভার মোটেও অভিন্ন নয়। ওজনকে সাধারণত W দ্বারা প্রকাশ করা হয়। ওজনের একক হল বলের একক অর্থাৎ নিউটন (N)।

বস্তুর ওজন স্প্রিং নিক্তির সাহায্যে পরিমাপ করা হয়ে থাকে। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় ভিকর্ষজ ত্বরণের মানও তত কমতে থাকে ফলে বস্তুর ওজনও তত কমতে থাকে। এ কারণে পাহাড় বা পর্বতের শীর্ষে বস্তুর ওজন কম হয়। এটি প্রকৃতির ক্ষেত্রে পরিবর্তনশীল, এবং সে কারণেই এটি উচ্চ বা নিম্ন মাধ্যাকর্ষণ সহ বৃদ্ধি বা হ্রাস পায়।


ভর (Mass):

কোনো বস্তুতে মোট জড়তার পরিমাপকে ঐ বস্তুর ভর বলে। ভর পদার্থবিজ্ঞানের একটি মৌলিক তত্ত্বগত ধারণা। ভর হলো বস্তুর একটি মৌলিক বৈশিষ্ট্য যা বল প্রয়োগে বস্তুতে সৃষ্ট ত্বরণের বাধার পরিমাপক। নিউটনীয় বলবিদ্যায় ভর বস্তুর বল ও ত্বরণ এর সাথে সম্পর্কিত। ভরের প্রায়োগিক ধারণা হচ্ছে বস্তুর ওজন। ভরের পরিমাপ সম্ভব নয়। তবে অভিন্ন অবস্থায় বা পরিবেশে ওজন দ্বারা বিভিন্ন বস্তুর তুলনামূলক ভরের ধারণা পাওয়া যায়। বস্তুর ভরের কখনো পরিবর্তন হয় না। কিন্তু অবস্থানগত কারণে একই বস্তুর ওজন বিভিন্ন হতে পারে, কারণ ওজন মাধ্যাকর্ষণের ফল।

সুতরাং বস্তুর ভর অপরিবর্তনীয় হলেও পৃথিবীর কেন্দ্রে, পৃথিবী পৃষ্ঠে এবং মহাকাশে এর ওজন বিভিন্ন হয়। এস্‌ আই পদ্ধতিতে ভরবেগের একক হলো কিলোগ্রাম-মিটার/সেকেন্ড (kg m/s), বা নিউটন-সেকেন্ড (N s)। বস্তুর ভর m এবং বেগ v হলে, ভরবেগের সাধারণ সমীকরণ: P = mv.

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ভর ও ভারের মধ্যে পার্থক‍্যঃ

ভর ও ভারের মধ্যে বেশ কয়েকটি পার্থক্য রয়েছে যা এই আর্টিকেল এ বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভর ও ভার এর পার্থক্য নীচে দেওয়া হলো-

১। কোনো বস্তুতে মোট জড়তার পরিমাপকে ঐ বস্তুর ভর বলে। অন্যদিকে, কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাই ঐ বস্তুর ভার।

২। ভর একটি মৌলিক রাশি। এর মাত্রা সমীকরণ [M]. অন্যদিকে ভার একটি লব্ধ রাশি। এর মাত্রা সমীকরণ [MLT-২]

৩। ভর একটি স্কেলার রাশি। অন্যদিকে ভার যেহেতু এক প্রকার বল সেহেতু ওজন একটি ভেক্টর রাশি। এর দিক পৃথিবীর কেন্দ্রের দিকে।

৪। যে অণু-পরমাণু দিয়ে বস্তুটি গঠিত তার সংখ্যা ও সংযুক্তির উপর ঐ বস্তুর ভর নির্ভর করে। অন্যদিকে কোনো বস্তুর ভার যে স্থানে বস্তুটি আছে সেখানে অভিকর্ষজ ত্বরণ g এর মানের ওপর নির্ভর করে।

৫। বস্তুর ভর স্থানভেদে ভিন্ন হয় না। অন্যদিকে বস্তুর ভার স্থানভেদে ভিন্ন হতে পারে৷

৬। ভরের আন্তর্জাতিক একক কিলোগ্রাম। অন্যদিকে ভারের আন্তর্জাতিক একক নিউটন।

৭। সাধারণ নিক্তি দিয়েই ভর মাপা যায়। অন্যদিকে স্প্রিং নিক্তি, তুলাযন্ত্র ইত্যাদি দিয়ে ভার মাপা হয়।


Paragraph/Composition/Application/Email/Letter/Short Storiesউত্তর লিংক
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেলউত্তর লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Google Adsense Ads

ধর্মঅন্যানশিক্ষাস্বাস্থ্য
মতামতচাকরিশিক্ষা সংবাদParagraph

Google Adsense Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *