আজকের বিষয়: ব্লগারদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ওয়েবসাইট ও এক্সটেনশন,Some important websites and extensions for bloggers, easily create your website in blogger,সহজেই ব্লগারে আপনার ওয়েবসাইট তৈরি করুন, ব্লগের জন্য উপযুক্ত কিছু ওয়েবসাইট ও এক্সটেনশন
ব্লগারদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ওয়েবসাইট ও এক্সটেনশন :
এই এক্সটেনশনটি কিওয়ার্ড রিসার্স করতে সাহায্য করবে । এটি একটি ফ্রি কিওয়ার্ড রিসার্স গুগল ক্রোম এক্সটেনশন যার সাহায্যে আপনি সার্চ ভলিউম দেখতে পারবেন ।
এই এক্সটেনশনটিও কিওয়ার্ড রিসার্স এর কাজে ব্যবহ্নত ব্যাপক জনপ্রিয় একটি টুলস । তবে এটি প্রিমিয়াম । কিন্তু প্রিমিয়াম হলে এটি ফ্রিতেও অনেক তথ্য দিয়ে থাকে যেমন সাইটের DA , PA এবং লিংক কতটা রয়েছে এবং কে কে লিংক দিয়েছে তা দেখিয়ে থাকে ।
এই এক্সটেনশনটি ব্যবহার করে কোনো ওয়েবসাইটের জনপ্রিয়তা সম্পর্কে আইডিয়া নেওয়া যেতে পারে । এই এক্সটেনশনটি কোনো সাইটের প্রতি মাসের ট্রাফিক ভলিউম দেখিয়ে থাকে । এবং সেটিতে কোন কোন সোর্স থেকে ট্রাফিক আসছে তা সহজে জানা যায় ।
আর্টিকেল লেখার ক্ষেত্রে আমাদের নানান ধরনের বানান ও গ্রামাটিকালি ভুল হয়ে থাকে ।তাই এই এক্সটেনশনটি খুবই হেল্পফুল একটা এক্সটেনশন ব্লগারদের জন্য । এটি গ্রামার ভুল ও বানান ভুলগুলো ধরিয়ে দিয়ে থাকে এবং তা সমাধানও করে দেয় ।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
5/Ultime Enable Right Click Chrome Extension
আমাদের প্রায় সময় কিওয়ার্ড রিসার্স করার ক্ষেত্রে জানতে হয় যারা টার্গেট কিওয়ার্ড এর উপর রেংকিয়ে রয়েছে তাদের আর্টিকেলের শব্দ সাইজ সম্পর্কে । কিন্তু অনেক সাইট তাদের সাইটে কপি রেসট্রিকশন দিয়ে রাখে যার ফলে তাদের আর্টিকেলগুলো কপি করা যায় নাহ এবং এর ফলে কত শব্দের আর্টিকেল তা জানা কষ্টকর হয়ে পড়ে ।
তাই এই এক্সটেনশনটি আপনাকে সাহায্য করবে সে সাইটের পোষ্টগুলো কপি করতে । যার ফলে পরবর্তীতে আপনি google docs or wordcounter সাইটের সাহায্যে সহজে জেনে নিতে পারবেন যে কত শব্দের আর্টিকেল সে লিখেছে ।
6/Small Seo plagiarism Checker Tools
ব্লগারদের কাছে খুব জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট হলো এটি । এই সাইটের মাধ্যমে আপনি আপনার লেখা আর্টিকেলটির ইউনিকনেস জেনে নিতে পারবেন । আর যদি আর্টিকেলে কপি ধরাও পড়ে তাহলে সে সাইটের কোন অংশ কপি তা জানিয়ে দিবে । এছাড়াও আপনি duplicheacker.com সাইটটিও ব্যবহার করতে পারেন ।
গুগল ডকস বর্তমানে ব্লগারদের কাছে ব্যাপক জনপ্রিয় একটি টুলস । এটির মাধ্যমে আপনি সহজেই আর্টিকেল লিখে তা আর্টিকেল পাবলিশ করার জন্য যাবতীয় সব কাজ করে ফেলতে পারবেন । গুগল ডকসের জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ এটির মাধ্যমে সঠিকভাবে ভয়েস টাইপিং করা যায় ।
যার ফলে খুব দ্রুত ও নিখুতভাবে আর্টিকেল লিখে ফেলা সম্ভব ।
আমাদেরকে ওয়েবসাইটে প্রচুর ইমেইজ ব্যবহার করতে হয় কিন্তু অতিরিক্ত ইমেইজ ব্যবহারের ফলে সাইটের স্পিড টাইম বেড়ে যায় । যা খুবই বাজে অভিজ্ঞতা ইউজারদের জন্য । এবং এর ফলে আর্টিকেল গুগলে তেমন রেংকিংও করে নাহ ।
তাই এই ওয়েবসাইটটি আপনাকে অনেক সাহায্য করবে । এটি ইমেইজের কোয়ালিটি টিক রেখে ইমেইজ ফাইল সাইজ কমিয়ে থাকে ।
এই ওয়েবসাইটটিও ব্লগারদের কাছে অত্যন্ত জনপ্রিয় । ফটোশপের মতো জটিল না হওয়ার কারণে সবার কাছে এটি খুব জনপ্রিয় । এটির সাহায্য ওয়েবসাইটের জন্য ইমেইজ তৈরী ও এডিট করা যেতে পারে ।
আমরা প্রায় সময় জানতে চাই একটি ওয়েবসাইট কত টাকা আয় করছে তার সাইট থেকে । তা আমরা এই সাইটটিকে ব্যবহার করে ধারনা নিতে পারবো । তবে এটি শতভাগ সঠিক নয় ,,এটি শুদুমাত্র ট্রাফিকের উপর নির্ভর করে অনেক সময় এই তথ্য দিয়ে থাকে ।
কিন্তু কাছাকাছি আইডিয়া পেয়ে যাবেন । তাই সাইটের আনিং জানতে এটি ব্যবহার করতে পারেন ।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- BA/BSS/BBA ডিগ্রী ৩য় বর্ষের সাজেশন
- adult ftp server
- FTP Server
- লিংক শেয়ার করে ইনকাম করুন,লিংক শেয়ার করে কিভাবে আয় করা যায়
- adsterra আর্নিং ট্রিকস, adsterra earning tricks
- telegram থেকে কিভাবে টাকা ইনকাম করবো,telegram দিয়ে টাকা ইনকাম,টেলিগ্রাম থেকে ইনকাম