Advertisement
এসএসসি প্রস্তুতি : হিসাববিজ্ঞান
দ্বিতীয় অধ্যায়
লেনদেন
১। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যা আর্থিক অবস্থার পরিবর্তন করে তাকে কী বলে?
ক) লেনদেন খ) আর্থিক ঘটনা
গ) খতিয়ান ঘ) আর্থিক অবস্থার বিবরণী
২। লেনদেন শব্দটির আভিধানিক অর্থ কোনটি?
ক) প্রতিদান খ) কেনা-বেচা
গ) গ্রহণ ও প্রদান ঘ) ভাব বিনিময়
৩। লেনদেন কয় ধরনের?
ক) দুই খ) তিন
গ) চার ঘ) পাঁচ
৪। প্রতিটি লেনদেনে কয়টি করে পক্ষ থাকে?
ক) একটি খ) দুটি
গ) তিনটি ঘ) চারটি
৫। লেনদেন সর্বদা পরিবর্তন আনে—
ক) মোট সম্পত্তির খ) মোট দায়ের
গ) মোট মুনাফার
ঘ) আর্থিক অবস্থার
৬। আগুনে ২,০০০ টাকার পণ্য বিনষ্ট হলো, এটি একটি—
ক) ঘটনা খ) লেনদেন
গ) লেনদেন নয় ঘ) ঘটনা ও লেনদেন
৭। কোনটি অদৃশ্যমান লেনদেন?
ক) অবচয়
খ) ধারে পণ্য ক্রয়
গ) কমিশন প্রাপ্তি ঘ) বকেয়া বেতন
৮। লেনদেনের বৈশিষ্ট্য কয়টি?
ক) ৮ খ) ৭
গ) ৬ ঘ) ৫
৯। লেনদেন সংক্রান্ত ঘটনা—
i. সর্বদা দৃশ্যমান
ii. অদৃশ্যমান হতে পারে
iii. কখনোই দৃশ্যমান নয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০। অনাদায়ী পাওনা সঞ্চিতি কোন ধরনের ঘটনা?
ক) সাধারণ ঘটনা খ) বিশেষ ঘটনা
গ) ঐতিহাসিক ঘটনা ঘ) প্রাগৈতিহাসিক ঘটনা
১১। হিসাব সমীকরণের মূল উপাদান হলো—
i. সম্পদ ii. দায়
iii. মালিকানাস্বত্ব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১২। মোট সম্পদের ওপর তৃতীয় পক্ষের দাবিকে কী বলা হয়?
ক) সম্পদ খ) আয়
গ) দায়
ঘ) মালিকানাস্বত্ব
১৩। সম্পদের ওপর মালিকের দাবিকে কী বলা হয়?
ক) সম্পদ খ) আয়
গ) দায়
ঘ) মালিকানাস্বত্ব
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর
দাও
জনাব সেলিমের ব্যবসায়ের প্রারম্ভিক মূলধন ১,০০,০০০ টাকা; উত্তোলন ৪০,০০০ টাকা এবং সমাপনী মূলধন ১,২০,০০০ টাকা।
১৪। জনাব সেলিমের ব্যবসায়ের মুনাফার পরিমাণ কত?
ক) ৪০,০০০ টাকা খ) ৫০,০০০ টাকা
গ) ৬০,০০০ টাকা ঘ) ১০,০০০ টাকা
১৫। জনাব সেলিমের ব্যবসায় হতে উত্তোলন দ্বারা হিসাব সমীকরণের—
i. অ হ্রাস পায়
ii. খ বৃদ্ধি পায়
iii. ঊ হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬। মালিকানাস্বত্বকে প্রভাবিত করার উপাদান কয়টি?
ক) ৩ খ) ৪
গ) ৫ ঘ) ৬
১৭। হিসাব সমীকরণের বর্ধিত রূপ কোনটি?
ক) A=L+(C-R+E-D) খ) A=L+(C+R-E-D)
গ) A=L+(C+R+E-D) ঘ) A=L+(C-R+E+D)
১৮। পণ্য ক্রয় ও বিক্রয়ের প্রামাণ্য দলিল কোনটি?
ক) চালান খ) ক্যাশমেমো
গ) ডেবিট নোট ঘ) ক্রেডিট নোট
১৯। চালানে কার স্বাক্ষর থাকে?
ক) ক্রেতা খ) বিক্রেতা
গ) ব্যবস্থাপক
ঘ) ক্যাশিয়ার
Advertisement
২০। চালানে উল্লেখ থাকে—
i. পণ্যের পরিমাণ ও দর ii. মূল্য পরিশোধের শর্ত
iii. ক্রেতা ও বিক্রেতার স্বাক্ষর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২১। মালের মোট মূল্যের ওপর যে পরিমাণ টাকা মওকুফ করা হয় তাকে কী বলে?
ক) প্রদত্ত বাট্টা
খ) প্রাপ্ত বাট্টা
গ) নগদ বাট্টা
ঘ) কারবারি বাট্টা
২২। ভাউচারের ওপর ভিত্তি করে কী লেখা হয়?
ক) ক্রয় জাবেদা খ) বিক্রয় জাবেদা
গ) ক্রয় ফেরত জাবেদা
ঘ) নগদ প্রদান জাবেদা
২৩। ভাউচার কত প্রকার?
ক) দুই খ) তিন
গ) চার ঘ) পাঁচ
২৪। ভাউচার হিসাবভুক্ত করার সময় কে এতে স্বাক্ষর করেন?
ক) ব্যবস্থাপক
খ) ক্যাশিয়ার
গ) বিক্রয়কর্মী
ঘ) হিসাবরক্ষক
২৫। পণ্য বিক্রয় ও বিভিন্ন আয়ের জন্য কী ব্যবহার করা হয়?
ক) চালান খ) ক্যাশমেমো
গ) ডেবিট ভাউচার ঘ) ক্রেডিট ভাউচার
২৬। নগদ বিক্রয়ের জন্য কী ব্যবহৃত হয়?
ক) ভাউচার
খ) ক্যাশমেমো
গ) ডেবিট নোট ঘ) ক্রেডিট নোট
২৭। ক্যাশমেমোতে উল্লেখ থাকে—
ক) চালান নং
খ) ভাউচার নং
গ) ডেবিট নোট নং ঘ) ক্রেডিট নোট নং
২৮। ক্রেতা কোনটি অনুসারে পণ্যমূল্য পরিশোধ করে?
ক) চালান খ) ক্যাশমেমো
গ) ডেবিট ভাউচার ঘ) ক্রেডিট নোট
২৯। ডেবিট নোট তৈরি করেন কে?
ক) দেনাদার খ) বিক্রেতা
গ) ক্রেতা ঘ) ক্যাশিয়ার
৩০। ডেবিট নোটে কার স্বাক্ষর থাকে?
ক) মালিক
খ) ক্রয় ব্যবস্থাপক
গ) ক্যাশিয়ার
ঘ) ম্যানেজার
৩১। ক্রেডিট নোট কখন প্রস্তুত করা হয়?
ক) ধারে বিক্রয়ের সময় খ) বিক্রয় ফেরতের সময়
গ) ধারে ক্রয়ের সময় ঘ) ক্রয় ফেরতের সময়
৩২। ক্রেডিট নোটে উল্লেখ থাকে—
i. মালের পরিমাণ
ii. দর
iii. মূল্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও
২০২০ সালের ১ জানুয়ারি মি. ইমরান নগদ ২,০০,০০০ টাকা ও ১,০০,০০০ টাকা মূল্যের যন্ত্রপাতি নিয়ে ব্যবসায় শুরু করেন। ১০ জানুয়ারি তিনি মিস ফিরোজার নিকট হতে ৫০,০০০ টাকা মূল্যের পণ্য ক্রয় করেন।
৩৩। মি. ইমরানের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত?
ক) ২,০০,০০০ টাকা খ) ৩,০০,০০০ টাকা
গ) ২,৫০,০০০ টাকা ঘ) ২,৮০,০০০ টাকা
৩৪। পণ্য বিক্রয়ের ফলে হিসাব সমীকরণে প্রভাব হলো—
i. A উপাদান বৃদ্ধি পাবে
ii. L উপাদান বৃদ্ধি পাবে
iii. E উপাদান বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
Advertisement 2
৩৫। মালিকানাস্বত্ব বাড়লে কোনটি কমবে?
ক) মোট সম্পদ
খ) মোট দায়
গ) মোট আয়
ঘ) মালিকনাস্বত্ব
৩৬। নিচের কোন লেনদেনটির জন্য একই সঙ্গে কারবারের সম্পত্তি ও দায় বৃদ্ধি পায়?
ক) ধারে ক্রয়
খ) ধারে যন্ত্রপাতি ক্রয়
গ) বকেয়া বেতন ঘ) ব্যাংকে জমাদান
৩৭। A=L+E সমীকরণটিতে ঊ উপাদানটি কী নির্দেশ করে?
ক) সম্পদ খ) মালিকানাস্বত্ব
গ) দায় ঘ) মুনাফা
৩৮। কোনটি সঠিক?
ক) A=L-E
খ) E=A-L
গ) L=A +E
ঘ) A+L=E
৩৯। পণ্য ফেরতের কারণ হলো—
i. ফরমায়েশ অনুযায়ী না হলে
ii. নিম্নমানের হলে
iii. ক্রেতার ইচ্ছা হলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
Advertisement 2
৪০। মালিক কর্তৃক নগদ উত্তোলন—এই লেনদেনটির ফলে নিচের কোনটি হয়?
ক) সম্পদ বৃদ্ধি
খ) সম্পদ হ্রাস
গ) দায় বৃদ্ধি
ঘ) দায় হ্রাস
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর
১. ক ২. গ ৩. ক ৪. খ ৫. ঘ ৬. ঘ ৭. ক ৮. খ ৯. ক ১০. গ ১১. ঘ ১২. গ ১৩. ঘ ১৪. গ ১৫. খ ১৬. খ ১৭. খ ১৮. ক ১৯. খ ২০. ঘ ২১. ঘ ২২. ঘ ২৩. ক ২৪. ঘ ২৫. ঘ ২৬. খ ২৭.খ ২৮. ক ২৯. গ ৩০. খ ৩১. খ ৩২. ঘ ৩৩. খ ৩৪. গ ৩৫. খ ৩৬. খ ৩৭. খ ৩৮. খ ৩৯. ক ৪০. খ।
S.S.C
Advertisement 5
- MQ এসএসসি প্রস্তুতি – ইংরেজি প্রথম পত্র
- নবম-দশম শ্রেণি – পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় বল
- মামলুক ৯ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ৬ষ্ঠ অধ্যায়ে ‘মামলুক
- S.S.C – Preparation ইংরেজি ১ম পত্র মডেল স্টেট ০১ – এসএসসি প্রস্তুতি
- ৯ম-১০ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ৯ম অধ্যায়ে ‘টিকা’র কথা উল্লেখ আছে
- মাধ্যমিক শ্রেণী ৯ম-১০ শ্রেণী ১ম অধ্যায় বিষয়: জীববিজ্ঞান, বহু নির্বাচনী প্রশ্ন – এসএসসি প্রস্তুতি
- ২০২১ সালের সকল শ্রেণীর বই ডাউনলোড করুন
- Chittagong Govt School Admission Lottery Result 2021
- ‘SSC পরীক্ষা জুনে, HSC আগস্টে’
- এসএসসিতে অটোপাস চায় ৯৫% ছাত্র-ছাত্রী
Advertisement 3