ডিগ্রী ফিন্যান্স এন্ড ব্যাংকিং ২য় পত্র সাজেশন

Advertisement

ডিগ্রী ফিন্যান্স এন্ড ব্যাংকিং ২য় পত্র সাজেশন 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের
BA, BSS, BBA & BSC ডিগ্রী ১ম বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
ব্যাংকিং ও বিমা-তত্ত্ব আইন (Law and Practices of Banking) সুপার সাজেশন
ফিন্যান্স এন্ড ব্যাংকিং ২য় পত্র সাজেশন ডিগ্রী ১ম বর্ষের
 Finance and Banking 2nd Paper Suggestion Degree 1st year
Subject Code: 112403
2024 এর ডিগ্রী ১ম বর্ষের ১০০% কমন সাজেশন

PDF Download ফিন্যান্স এন্ড ব্যাংকিং ২য় পত্র ডিগ্রী ১ম বর্ষ সুপার সাজেশন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং ২য় পত্র ডিগ্রী ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, ফিন্যান্স এন্ড ব্যাংকিং ২য় পত্র সাজেশন ডিগ্রী ১ম বর্ষের, ডিগ্রী ১ম বর্ষ ফিন্যান্স এন্ড ব্যাংকিং ২য় পত্র সাজেশন

ডিগ্রী ১ম বর্ষে পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024

ফিন্যান্স এন্ড ব্যাংকিং ২য় পত্র ডিগ্রী ১ম বর্ষ সুপার সাজেশন PDF Download 2024

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. ব্যাংক ঋণ কী?
উত্তর : একটি ব্যাংক একজন গ্রাহককে শর্ত সাপেক্ষে যে কোনো ধরনের আর্থিক সহায়তা প্রদান করে তাকে ব্যাংকের ঋণ বলে।

২. অনলাইন ব্যাংকিং কী?
উত্তর : অনলাইন ব্যাংকিং হলো এমন এক ধরনের ব্যাংকিং সেবা পদ্ধতি যেখানে ব্যাংকের সকল শাখা একই নেটের আওতায় আনা হয় এবং গ্রাহক এক শাখায় হিসাব খুলে অন্য শাখা হতে সেবা গ্রহণ করতে পারে।

৩. সানসি ব্যাংক কী?
উত্তর : সানসি ব্যাংক হলো বিশ্বের সর্বপ্রথম সুসংগঠিত ব্যাংক। যা চীনে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে প্রতিষ্ঠা লাভ করে।

৪. বিশেষায়িত ব্যাংক কী?
উত্তর : নির্ধারিত কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যে
ব্যাংকসমূহকে একটি সুপরিকল্পিত পথে পরিচালিত করা হয়।

৫. চেইন ব্যাংকিং কী?
উত্তর : একে অপরের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে এবং পারস্পরিক প্রতিযোগিতা বন্ধ করে যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয় তাকে চেইন ব্যাংকিং বলে।

Advertisement

৬. ক্রেডিট কার্ড কী?
উত্তর : ক্রেডিট কার্ড হলো পণ্য বা দ্রব্য ক্রয় ও অন্যান্য খরচের বিল পরিশোধে যে কার্ড ব্যবহৃত হয়।

৭. স্মার্ট কার্ড কী?
উত্তর : স্মার্ট কার্ড হলো অগ্রিম পরিশোধিত ডেবিট কার্ড। ডেবিট কার্ড থেকে ইলেকট্রনিকভাবে মক্কেলের হিসাব থেকে নগদ টাকা স্থানান্তরিত হয়।

৮. ভ্রাম্যমাণ নোট কী?
উত্তর : ভ্রাম্যমাণ নোট হলো এমন একটি অর্থব্যবস্থা যা তার গ্রাহককে বিদেশে ভ্রমণকালে নগদ টাকার সুবিধা প্রদানর লক্ষ্যে যে নোট ইস্যু করে।

৯. ইলেকট্রনিক ব্যাংকিং কী?
উত্তর : ইলেকট্রনিক ব্যাংকিং হলো কম্পিউটার, ইলেকট্রনিক, ইলেকট্রমেকানিক্যাল ও অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের সেবার মানোন্নয়নে ব্যাংক ইলেকট্রনিকভাবে যে সকল কার্যক্রম পরিচালনা করে।

১০. SWIFT এর পূর্ণরূপ কী?
উত্তর : SWIFT এর পূর্ণরূপ হলো “The society for world wide interbank financial telecommunication.”

১১. খোলা বাজার নীতি কী?
উত্তর : যে নীতি ও পদ্ধতি অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রনের উদ্দেশ্যে স্বত:প্রণোদিত হয়ে প্রত্যক্ষভাবে মুদ্রা বাজারে সিকিউরিটি শেয়ার, ঋণপত্র, সরকারি বণ্ড, বিল ইত্যাদি ক্রয় বিক্রয় কার্যাদি পরিচালনা করে তাই খোলা বাজার নীত।

১২. ব্যাংক হার নীতি কী?
উত্তর : তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকসমূহ প্রয়োজনীয় অর্থ সংস্থানের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংকের নিকট হতে যে সুদের হারে ঋণ গ্রহণ করে বা প্রথম শ্রেণির বিনিময় বিল বা সিকিউরিটিসমূহ বাট্টা করে তাই ব্যাংক হার।

১৩. স্বর্ণমাণ ধারণা কী?
উত্তর : স্বর্ণমাণ ধারণা হলো যদি কোনো দেশের প্রচলিত ও সর্বজনস্বীকৃত এবং আইনসিদ্ধ মুদ্রা স্বর্ণ দ্বারা তৈরি করা হয় বা এ ধরনের আইনস্বীকৃত কাগজী মুদ্রা প্রচলিত থাকে এবং সে মুদ্রার বিনিময়ে সরকার একটি নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ দিতে সম্মত থাকে।

১৪. BCBS এর পূর্ণরূপ কী?
উত্তর : BCBS এর পূর্ণরূপ হলো : Basel Committee Banking Supervision.

১৫. ACH এর পূর্ণরূপ কী?
উত্তর : ACH এর পূর্ণরূপ হলো Automatic Clearing House.

১৬. CEO কী?
উত্তর : CEO হলো Chief Executive Officer যারা কোম্পানির দৈনিক কার্যক্রম পরিচালনা করে।

১৭. স্ব—তারল্য তত্ত্ব কী?
উত্তর : স্ব–তারল্য হলো এমন একটি তথ্য যা প্রতিটি ব্যাংকের ব্যাংকারগণ তাদের মোট আমানতের একটি নির্দিষ্ট পরিমাণ অংশ তাদের কাছে নগদ জমা রেখে বাকি অর্থ স্বল্প মেয়াদে তাদের প্রয়োজনে বিনিয়োগ করে থাকে।

ডিগ্রী ১ম বর্ষের ফিন্যান্স এন্ড ব্যাংকিং ২য় পত্র বা ব্যাংকিং ও বিমা-তত্ত্ব আইন পরীক্ষার সাজেশন 2024

১৮. কল মানি হার কী?
উত্তর : কল মানি হলো যে হারে বাণিজ্যিক ব্যাংকসমূহ এক ব্যাংক অন্য ব্যাংকের কাছ থেকে স্বল্প মেয়াদে ঋঋণ গ্রহণ করে।

১৯. কার্যকরী রিজার্ভ কী?
উত্তর : কার্যকরী রিজার্ভ হলো কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সর্বনিম্ন নগদ জমাকৃত পরিমাণ।

২০. তারু ঝুঁকি কী?
উত্তর : ব্যাংক যখন তার গ্রাহকদের প্রতিশ্রুত অর্থ দিতে ব্যর্থ হয়। তখন তাকে তারল্য ঝুঁকি বলে।

২১. তারল্যের নীতি কী?
উত্তর : যে নীতি অনুযায়ী ব্যাংক তার মোট আমানতের যে অংশ বিনিয়োগ না করে জমা রাখতে হয় তাকে তারল্যের নীতি বলে।

২২. কর্পোরেট গভর্নেন্স কী?
উত্তর : কর্পোরেট গর্ভনেন্স হলো আইনের গঠিত কোনো প্রতিষ্ঠানসমূহের পরিচালনা, নিয়ন্ত্রণ বা শাসন প্রক্রিয়া।

২৩. জমাতিরিক্ত ঋণ কী?
উত্তর : জমাতিরিক্ত ঋণ হলো আমানতকারীকে তার আমানতের শর্তানুযায়ী তার জমার অতিরিক্ত উত্তোলনের সুযোগ।

Advertisement 2

২৪. দ্বৈত বিমা কী?
উত্তর : দ্বৈত বিমা হলো বিমা গ্রহিতা যখন একটি বিষয়বস্তুর উপর একই সময়ে একাধিক বিমা প্রতিষ্ঠানের সাথে আলাদা আলাদা বিমা চুক্তি করে।

২৫. স্ব-বিমা কী?
উত্তর : স্ব-বিমা হলো মানুষের ব্যক্তিগত জীবনকে ঘিরে যেসব ঝুঁকি বিদ্যামান তা দূর করার জন্য যেসব বিমা ব্যবসায়ের আবিষ্কার হয়েছে।

২৬. সামগ্রিক ক্ষতি কী?
উত্তর : সামগ্রিক ক্ষতি হলো বিমা গ্রহিতা তার যে সম্পত্তির উপর বিমা চুক্তি করে সে অনুযায়ী তার সম্পূর্ণ ক্ষতি সাধিত হওয়া।

২৭. জীবন বিমা কাকে বলে?
উত্তর : মানুষ তার জীবনের উপর ঝুঁকির নিরাপত্তার গ্রহণের জন্যে যে বিমা গ্রহণ করে তাকে জীবন বিমা বলে।

২৮. পুনঃস্থাপন বিমাপত্র কী?
উত্তর : বিমাপত্রের মেয়াদ শেষ হলে পুনরায় নবায়ন করা হয় তাকে পুনঃস্থাপন বিমাপত্র বলে।

২৯. ভাড়া বা মাশুল বিমা কী?
উত্তর : জাহাজে পরিবাহিত পণ্য বিনষ্ট হলে জাহাজ কোম্পানি ভাড়া আদায় করতে না পারার ঝুঁকি নিরসনে যে বিমাপত্র ইস্যু করে তাকে ভাড়া বা মাশুল বিমা বলে।

Advertisement 2

৩০. বন্দর ঝুঁকি পলিসি কী?
উত্তর : বন্দরে মাল ওঠা-নামার সুবিধার জন্য জাহাজের বার্জ ও লাইটারসমূহকে বন্দরের নির্দিষ্ট সীমানার মধ্যে কাজ করতে হয়। এসব উপাদান ক্ষয়-ক্ষতির বিপরীতে যেসব বীমাপত্র ইস্যু করা হয় তাকে বন্দর ঝুঁকি পলিসি বলে।

আরো ও সাজেশন:-

PDF Download ফিন্যান্স এন্ড ব্যাংকিং ২য় পত্র ডিগ্রী ১ম বর্ষ সুপার সাজেশন 2024

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. ব্যাংক ও ব্যাংকিং এর মধ্যে পার্থক্য কী?
২. ‘ব্যাংক ধার করা অর্থের ধারক’—ব্যাখ্যা কর।
৩. বাণিজ্যিক ব্যাংকের তারল্য নীতি বলতে কী বোঝায়?
৪. বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে লেখ।
৫. ব্যাংক ঋণের বিভিন্ন প্রকার জামানতসমূহ কী কী?

2024 ফিন্যান্স এন্ড ব্যাংকিং ২য় পত্র ডিগ্রী ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

৬. অগ্রিম প্রদান নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা আলোচনা কর।
৭. নোট ইস্যুর মূলনীতিসমূহ আলোচনা কর।
৮. নিকাশ ঘর কী?
৯. “বিমাচুক্তি ক্ষতিপূরণের চুক্তি।” ব্যাখ্যা কর।

১০. বিমা চুক্তির অপরিহার্য উপাদানসমূহ বর্ণনা কর।
অথবা, বিমা ব্যবসায় সংশ্লিষ্ট মূলনীতিসমূহ আলোচনা কর।
অথবা, বিমা চুক্তির অপরিহার্য উপাদান কী কী?
১১. আজীবন বিমাপত্র ও মেয়াদি জীবন বিমাপত্রের মধ্যে পার্থক্য দেখাও।
১২. বিমা এজেন্ট নিয়োগ কীভাবে সম্পন্ন করা হয়?
১৩. প্রিমিয়াম সংগ্রহ সংক্রান্ত বিধানাবলি লেখ।
১৪. বিমাকরণ এবং নিশ্চয়তা বলতে কী বুঝ?

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ফিন্যান্স এন্ড ব্যাংকিং ২য় পত্র সাজেশন ডিগ্রী ১ম বর্ষের 2024, ডিগ্রী ১ম বর্ষ ফিন্যান্স এন্ড ব্যাংকিং ২য় পত্র সাজেশন 2024

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা আলোচনা কর।
২. ব্যাংকের আগাম কী? আগাম মঞ্জুরকালে ব্যাংকের বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা কর।
৩. বাণিজ্যিক ব্যাংকের মূলনীতিসমূহ আলোচনা কর।
৪. কেন্দ্রীয় ব্যাংক কী? কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলিগুলো আলোচনা কর।
৫. কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ কৌশলগুলো আলোচনা কর।
অথবা, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বা কৌশলসমূহ বর্ণনা কর।

ফিন্যান্স এন্ড ব্যাংকিং ২য় পত্র চূড়ান্ত সাজেশন,ফিন্যান্স এন্ড ব্যাংকিং ২য় পত্র চূড়ান্ত সাজেশন 2024

৬. ব্যাংক কোম্পানির পরিচালক অপসারণের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা আলোচনা কর।
৭. ব্যাংক কোম্পানির সংরক্ষিত নগদ তহবিল সম্পর্কিত আইনের বিধানগুলো বর্ণনা কর।
৮. ব্যাংক মূলধনের পর্যাপ্ততা পরীক্ষার পদ্ধতিগুলো আলোচনা কর।
৯. ব্যাংক হিসাবরক্ষণের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১০. জামানতি ঋণ ও জামানতবিহীন ঋণের পার্থক্য আলোচনা কর।

১১. বিমাযোগ্য স্বার্থের আবশ্যকীয় উপাদানগুলো আলোচনা কর।
১২. বাংলাদেশে বিমা ব্যবসায়ের সমস্যাসমূহ বর্ণনা কর।
১৩. বিমা কোম্পানি কর্তৃক ঋণ প্রদানে বিধি নিষেধসমূহ আলোচনা কর।
১৪. নৌবিমার আলোকে বিমার শ্রেণিবিভাগ আলোচনা কর।

১৫. বিভিন্ন প্রকার জীবন বিমার সংক্ষিপ্ত বর্ণনা কর।
১৬. নীট একক প্রিমিয়াম বলতে কী বুঝ? নীট একক প্রিমিয়াম নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহ কী কী?
১৭. সমর্পণ মূল্য কী? সমর্পণ মূল্য নির্ধারণের ভিত্তিসমূহ কী কী?
১৮. লাইফ ইন্স্যুরেন্স পলিসি স্বত্ব প্রদান ও হস্তান্তর সম্পর্কিত আইনের বিধানাবলি আলোচনা কর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর ডিগ্রী ১ম বর্ষের ফিন্যান্স এন্ড ব্যাংকিং ২য় পত্র স্পেশাল সাজেশন 2024, ফিন্যান্স এন্ড ব্যাংকিং ২য় পত্র চূড়ান্ত সাজেশন,ফিন্যান্স এন্ড ব্যাংকিং ২য় পত্র চূড়ান্ত সাজেশন 2024

Degree 1st year Common Suggestion 2024

আজকের সাজেশান্স: ডিগ্রী ১ম বর্ষের ১০০% কমন ফিন্যান্স এন্ড ব্যাংকিং ২য় পত্র সাজেশন 2024

Advertisement 5

Advertisement 4

Advertisement 3

Leave a Comment