ডিগ্রি ১ম বর্ষ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

ডিগ্রি ১ম বর্ষ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সুপার সাজেশন PDF Download 2024

স্বাধীন-বাংলাদেশের-অভ্যুদয়ের-ইতিহাস ডিগ্রী-১ম-বর্ষ সুপার-সাজেশন PDF-Download

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের
BA, BSS, BBA & BSC ডিগ্রী ১ম বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশন ডিগ্রী ১ম বর্ষের
 [History of development of independent Bangladesh] Suggestion Degree 1st year
Subject Code: 111501
2024 এর ডিগ্রী ১ম বর্ষের ১০০% কমন সাজেশন

PDF Download স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ডিগ্রী ১ম বর্ষ সুপার সাজেশন, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ডিগ্রী ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড 2024

ডিগ্রী ১ম বর্ষে পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024

2024 স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশন ডিগ্রী ১ম বর্ষের, ডিগ্রী ১ম বর্ষ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশন

(ক) বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. কোন গ্রন্থে সর্বপ্রথম ‘বঙ্গ’ নামের উল্লেখ পাওয়া যায়?
উত্তর: ‘ঐতরেয় আরণ্যক’ গ্রন্থে সর্বপ্রথম ‘বঙ্গ’ নামের উল্লেখ পাওয়া যায়।

২. বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশ্রঙ্গের নাম কী?
উত্তর: বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম ‘তাজিংডং’ (বিজয়)।

৩. বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কী?
উত্তর: বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম মেঘনা।

৪. বঙ্গভঙ্গ কখন হয়?
উত্তর: বঙ্গভঙ্গ ১৯০৫ সালে হয়।

৫. ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে?
উত্তর: লাহোর প্রস্তাব উত্থাপিত হয় ১৯৪০ সালের ২৩ মার্চ।

৬. লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
উত্তর: শেরে বাংলা এ.কে ফজলুল হক লাহোর প্রস্তাব উল্থাপন করেন।

৭. অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন?
উত্তর: অখণ্ড স্বাধীন বাংলা গঠনের স্বপ্নদ্রষ্টা ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

৮. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর: অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

৯. কোন আইন দ্বারা ১৯৪৭ সালে ভারত বিভক্ত হয়েছিল?
উত্তর: ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের ভিত্তিতে ভারতের বিভক্তি ঘটে।

১০. ভারত স্বাধীনতা আইন কবে পাস করে?
উত্তর: ভারত স্বাধীনতা আইন ১৯৪৭ সালের ১৮ জুলাই পাস করে।

১১. আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর: মওলানা আবদুল হামিদ খান ভাসানী আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন।

১২. কার নেতৃত্বে তমদ্দুন মজলিশ গঠিত হয়?
উত্তর: অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়।

১৩. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?
উত্তর: ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে গঠিত হয়।

১৪. ভাষা আন্দোলনের দুজন শহিদের নাম লেখ।
উত্তর: শফিক ও বরকত।

১৫. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করে?
উত্তর: যুক্তফ্রন্টের নির্বাচনি ইশতাহার ২১ দফা ছিল।

১৬. চুয়ান্নর নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক কী ছিল?
উত্তর: চুয়ান্নর নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক ছিল নৌকা।

১৭. পাকিস্তানের সংবিধানে কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
উত্তর: ১৯৫৬ সালের ২৬ ফেব্রুয়ারি।

১৮. পাকিস্তানে প্রথম সামরিক আইন কে জারি করে?
উত্তর: প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা।

১৯. EBDO এর পূর্ণরূপ কী?
উত্তর: EBDO এর পূর্ণরূপ হলো Elective Bodies Disqualification Order.

২০. মৌলিক গণতন্ত্রে ভোটাধিকার ছিল কতজনের?
উত্তর: প্রায় ৮০,০০০ জনের।

২১. ঐতিহাসিক ছয় দফা কবে, কোথায় ঘোষিত হয়?
উত্তর: ঐতিহাসিক ছয় দফা ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে ঘোষিত হয়।

২২. কোন কর্মসূচি বাঙালির ম্যাগনাকার্টা নামে পরিচিত?
উত্তর: ‘বাঙালির ম্যাগনাকার্টা’ বলা হয় ছয় দফাকে।

২৩. শেখ মুজিবুর রহমাকে কবে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়?
উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে।

২৪. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলিত হয়?
উত্তর: বাংলাদেশের জাতিীয় পতাকা ১৯৭১ সালের ২রা মার্চ প্রথম উত্তোলন করা হয়।

২৫. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: তাজউদ্দীন আহমদ।

২৬. মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কী?
উত্তর: বাংলাদেশে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব হলো ‘বীরশ্রেষ্ঠ’।

২৭. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি?
উত্তর: ভুটান।

২৮. বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
উত্তর: ১৯৭২ সালের ১০ ই জানুয়ারি।

২৯. বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়?
উত্তর: ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে।

৩০. বাংলাদেশ কবে প্রথম জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
উত্তর: ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।

৩১. ‘বাকশাল’ এর পূর্ণরূপ কী?
উত্তর: ‘বাকশাল’ এর পূর্ণরূপ হলো বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগ

আরো ও সাজেশন:-

2024 চূড়ান্ত সাজেশন ডিগ্রী ১ম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

(খ) বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. বঙ্গ নামের উৎপত্তি সম্পর্কে লিখ।
২. সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কী বুঝ?
৩. দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
৪. অখ- স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগ সম্পর্কে সংক্ষেপে লিখ।
৫. বসু-সোহরাওয়ার্দী চুক্তি কী?
৬. ভাষা আন্দোলনের গুরুত্ব লেখ।
৭. সামরিক শাসনের বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে লিখ।
৮. মৌলিক গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো কী?
৯. আগরতলা ষড়যন্ত্র মামলার ওপর টীকা লেখ।
১০. আগরতলা সড়যন্ত্র মামলার কারণ কী ছিল?
১১. বাংলাদেশের জাতীয় পতাকার নেপথ্যে কাহিনি কী?
১২. বঙ্গবন্ধুর ৭ই মার্চ (১৯৭১) ঐতিহাসিক ভাষণ সম্পর্কে টীকা লেখ।
১৩. অপারেশন সার্চলাইট বলতে কী বুঝ?
১৪. মহান মুক্তিযুদ্ধের যেকোনো একটি সেক্টর সম্পর্কে আলোচনা কর।
১৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান মূল্যায়ন কর।
১৬. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে সংক্ষেপে লিখ।

ডিগ্রী ১ম বর্ষের ১০০% কমন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশন 2024

(গ) বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি

১. বাংলাদেশের সমাজ ও জনগোষ্ঠীর ওপর ভূপ্রকৃতির প্রভাব আলোচনা কর।
২. বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় বিশ্লেষণ কর।
৩. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বাংলা ভাষার অবদান বিশ্লেষণ কর।
৪. ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িকতার উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
৫. লরাহোর প্রস্তাব কী? এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৬. পূর্ব ও পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক ও প্রশাসনিক বৈষম্য পর্যালোচনা কর।
৭. পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও।
৮. আওয়ামী লীগ প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা কর।
৯. যুক্তফ্রন্টের ২১ দফা কর্মসূচি সম্পর্কে আলোচনা কর।
১০. ১৯৬২ সালের ছাত্র আন্দোলন সম্পর্কে যা জান লেখ।
১১. ১৯৬৬ সালের ৬ দফা কর্মসূচি ব্যাখ্যা কর।
১২. ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব সম্পর্কে লেখ।
১৩. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কারণ ও তাৎপর্য পর্যালোচনা কর।
১৪. বঙ্গবন্ধুর ৭ই মার্চের (১৯৭১) ঐতিহাসিক ভাষণ মূল্যায়ন কর।
১৫. মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা বর্ণনা কর।
১৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের অবদান আলোচনা কর।
১৭. মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের একটি চিত্র তুলে ধর।
১৮. যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর।

ডিগ্রী ১ম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পরীক্ষার সাজেশন, ডিগ্রী প্রথম বর্ষ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশন 2024

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

পরীক্ষায় ১০০% কমন পেতে অতিরিক্ত যা যা পড়বেন

ক-বিভাগ

অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর

১.ইতিহাস শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?

উত্তরঃ গ্রিক শব্দ।

২.আইন-ই-আকবরি গ্রন্থের লেখক কে?

উত্তরঃ আবুল ফজল ইবন মুবারক।

৩. বাংলাদেশের নদ- নদীর সংখ্যা কত?

উঃ ২৩০ টি। (বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো”

বাংলাদেশের নদীগুলোকে সংখ্যাবদ্ধ করেছে এবং

প্রতিটি নদীর একটি পরিচিতি নম্বর দিয়েছে। এর

ফলে তাদের হিসাব অনুযায়ি বাংলাদেশে নদীর

সংখ্যা এখন ৪০৫টি।) আবার কোথাও কোথাও ৭০০ টি বলা হয়েছে।

৪.দ্বীজাতি তত্বের প্রদতা কে?

উত্তরঃ কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর।

৫. লাহর প্রস্তাব কত সালে উত্থাপিত হয কত সালে?

উত্তরঃ ১৯৪০ সালের ২৩ মার্চ

৬. ভারতের স্বাধীনতা আইন কত সালে পাশ হয়?

উত্তরঃ ১৯৪৭ সালে।

৭. আওমী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?

উত্তরঃ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

৮. যুক্ত ফন্ডের দফা ছিল কয়টি?

উত্তরঃ ২১ দফা।

৯. কে কত সালে ৬ দফা প্রদান করেছিলেন?

উত্তরঃ শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে।

১০. আসাদ গেটের পূর্রের নাম কি?

উত্তরঃ আইয়ুব গেট।

১১. কত সালে কে শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেন?

উত্তরঃ- তোফায়েল আহমেদ শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয়- ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯

১২. মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়?

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

উত্তরঃ ১১ টি।

১৩. কত সালে কোন পত্রিকায় শেখ মুজিবুর রহমানকে “poet of politics” বলে উপাধি দেয়?

উত্তরঃ ৫ এপ্রিল ১৯৭২ সালে মার্কিন সাময়িকী ‘নিউজ উইক’ ম্যাগাজিনে।

১৪. পাকিস্তানে সর্বপ্রথম সাময়িক আইন জারি করেন কে?

উত্তরঃ ইস্কান্দার মির্জা।

১৫. ১৯৭০ সালের নির্বাচনে  আওমেলীগ জাতীয় পরিষদে কত আসনে জয় লাভ করেন?

উত্তরঃ ১৬৯ টি আসনের মধ্যে ১৬৭ টি আসনে জয় লাভ।

১৬. আখন্ড স্বাধীন বাংলা রাষ্ট্রের প্রয়াস কত সালে গ্রহণ করা হয়?

উত্তরঃ ১৯৪৭ সালে।

১. বাঙালি সংকর জাতি- ব্যাখ্যা কর।
২. বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় দাও।
৩. বাঙালির নৃ-তাত্ত্বিক বৈশিষ্ট্য উল্লেখ কর।
৪. সংস্কৃতির সমন্বয়বাদিতা কী?
৫. লাহোর প্রস্তাব সম্পর্কে টীকা লিখ।
৬. বঙ্গভঙ্গ কী?
৭. দ্বি-জাতি তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে লিখ।
৮. বসু-সোহরাওয়ার্দী চুক্তি কী?
৯. পূর্ব পাকিস্তানের পতি পশ্চিম পাকিস্তানের সাংস্কৃতিক
বৈষম্যের চিত্র তুলে ধর।
১০. শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের
বৈষম্য কেমন ছিল?
১১. ভাষা আন্দোলন কী?
১২. যুক্তফ্রন্ট কী?
১৩. ১৯৫৪ সালের নির্বাচনের ফলাফল লিখ।
১৪. গণ আজাদী লীগ কিভাবে প্রতিষ্ঠিত হয়?
১৫. তমদ্দুন মজলিশ কী?
১৬. সামরিক শাসনের সংজ্ঞা দাও।
১৭. মৌলিক গণতন্ত্র কী?
১৮. ছয় দফাগুলো কী কী?
১৯. ছয়দফাকে কেন বাঙালির ‘ম্যাগনাকার্টা বলা হয়?
২০. বাঙালি জাতীয়তাবাদ কী?
২১. ১১ দফা আন্দোলন কী?
২২. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কি কি?
২৩. অসহযোগ আন্দোলন কী?
২৪. আইন কাঠামো অধ্যাদেশ বা খঋঙ কী?
২৫. মুক্তিযুদ্ধে বৃহৎশক্তিগুলোর ভূমিকা কী ছিল?
২৬. গণহত্যা বলতে কী বুঝ?
২৭. অপারেশন সার্চ লাইট কী?
২৮. স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে কি জানো?
২৯. বঙ্গবন্ধু হত্যার কারণ কী?
৩০. বঙ্গবন্ধু সরকারের সাফল্যসমূহ বর্ণনা কর।
৩১.১৯৫২ সালের ভাষা আন্দোলন সম্পর্কে যা জান লেখ।
৩২. পাকিস্তানি শাসকগোষ্টির সাংস্কৃতিক আগ্রাসনের বিবরন দাও|
৩৩.৬দফা কর্মসুচী কি?তুমি কি মনে করো ৬দফার মধ্যে স্বাধীনতার বীজ নিহিত ছিল?
৩৪.ঐতিহাসিক আগরতলা মামলা সম্পর্কে বিস্তারিত আলোচনা কর|
৩৫.১৯৭০সালের নির্বাচনের ফলাফল ও গুরুত্ব আলোচনা কর|
৩৬.লাহোর প্রস্তাবের পটভুমি কি ছিল?
৩৭.বাংলাদেশের ভুপ্রাকৃতিক বৈশিষ্ঠ্য আলোচনা কর|
৩৮.বাংলাদেশের জনগনের উপর ভুপ্রকৃতির প্রভাব আলোচনা কর|

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

খ-বিভাগ

৯৯% ১। বাংলাদেশের ভৌগােলিক অবস্থান বর্ণনা কর। [জা.বি. ২০১৫, ২০১৭]

৯৯% ২। বাঙালি সংকর জাতি-ব্যাখ্যা কর। [জা.বি. ২০১৪, ২০১৮]

৯৫% ৩। ধর্মীয় সহনশীলতা বলতে কী বুঝ? [জা.বি. ২০১৬]

৯৫% ৪। বাঙালি সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কী বুঝায়? [ঢা.বি. (অধি.) ২০১৭]

৯৯% ৫। বাঙালির নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য তুলে ধর।
অথবা, বাঙালির নৃতা্ত্বিক বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর। [ঢা.বি. (অধি.) ২০১৭]

৯৫% ৬। বঙ্গবঙ্গের কারণসমূহ লেখ।

৯৫% ৭। লাহাের প্রস্তাব কী?

অথবা, লাহাের প্রস্তাব সম্পর্কে টীকা লেখ।

৯৯% ৮। লাহাের প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কা ছিল? [জা.বি, ২০১৭]

৯৯% ৯। অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগ সম্পর্কে সংক্ষেপে লেখ। [জা.বি. ২০১৫, ২০১৮]

৯৫% ১০। সংক্ষেপে ১৯৫৬ সালের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলাে আলােচনা কর।

অথবা, ১৯৫৬ সালের সংবিধানের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা কর।

৯৯% ১১। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও। [জা.বি. ২০১৮]

অথবা, পাকিস্তান শাসনামলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য সম্পর্কে লেখ। [জা.বি. ২০১৩, ২০১৬; ঢা.বি. (অধি.) ২০১৭]

১২। আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা কর। [জা.বি. ২০১৬]

৯৫% ১৩। ভাষা আন্দোলনের ঘটনাপ্রবাহ সংক্ষেপে ব্যাখ্যা কর। [জা.বি. অনার্স ৪র্থ বর্ষ- ২০১৩]

অথবা, ১৯৫২ সালের সংক্ষেপে ভাষা আন্দালনের বিভিন্ন ঘটনাবলি মূল্যায়ন কর।

অথবা, ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায় সংক্ষেপে ব্যাখ্যা কর।

৯৫% ১৪। যুক্তফ্রন্ট গঠনের পটিভূমি আলােচনা কর। জা.বি. ২০১৬]

৯৯% ১৫। যুক্তফ্রন্ট সম্পর্কে সংক্ষেপে লেখ। [জা.বি. ২০১৪, ২০১৮)

৯৫% ১৬। ১৯৫৪ সালের নি্বাচনে মুসলিম লীগের পরাজয়ের কারণ কী ছিল?

৯৫% ১৭। ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের কারণ ব্যাখ্যা কর।

৯০% ১৮। সামরিক শাসন লতে কী বুঝ? [জা.বি. ২০১৫]

৯৫% ১৯। মৌলিক গণতন্ত্র কী?

অথবা, আইয়ুব খান প্রণীত মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ সংক্ষেপে আলােচনা কর।

৯৯% ২০। মৌলিক গণতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলােচনা কর। [জা.বি. ২০১৪, ২০১৮]

৯৫% ১২। ছয় দফা কী? ছয় দফার ধারাগুলাে তুলে ধর।

অথবা, ছয় দফা সম্পর্কে কী জান?

৯৯% ২২। আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ কী ছিল? [জা.বি. ২০১৮]

অথবা, আগরতলা মামলার কারণ কী ছিল? [জা.বি. ২০১৪, ২০১৬; ঢা.বি. (অধি.) ২০১৭]

৯৫% ২৩| ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের গুরুত্ব মূল্যায়ন কর।

৯৫% ২৪। ১৯৬৯ সালের গণ-অভ্যুথানের কারণ আলােচনা কর।

১৯% ২৫। ছাত্রদের ১১-দফা আন্দোলনের কর্মসূচি কী ছিল? [জা.বি. ২০১৮]

৯৫% ২৬। ১৯৭০ সালের নির্বাচনের তারিখ কেন পরিবর্তন করা হয়েছিল?

৯৫% ২৭। ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব বর্ণনা কর। [ঢা.বি. (অধি.) ২০১৭]

অথবা, ১৯৭০ সালের নির্বাচনের তাৎপর্য আলােচনা কর।

৯৫% ২৮। সংক্ষেপে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের জয়ের কারণসমূহ উল্লেখ কর।

৯৫% ২৯। সংক্ষেপে বঙ্গবন্ধুর সাধীনতা ঘােষণা সম্পর্কে আলােচনা কর।

অথবা, ২৫ মার্চ ১৯৭১ কালরাতে গ্রেপ্তারের পূর্বে শেখ মুজিবের স্বাধীনতা ঘােষণা আলােচনা কর।

৯৫% ৩০। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের মূল বিষয়বস্তু আলােচনা কর।

অথবা, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের উপর একটি টীকা লিখ।

অথবা, সংক্ষেপে ৭ মার্চের ভাষণ সম্পর্কে ধারণা দাও।

৯৫% ৩১। সংক্ষেপে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পর্কে আলােচনা কর।

অথবা, মুক্তিযুদ্ধের বাংলাদেশ সরকারের শপথ অনুষ্ঠান সম্পর্কে সংচ্ষেপে বর্ণনা কর।

৯৫% ৩২। শরণার্থীর সংজ্ঞা দাও।

অথবা, টীকা লেখ- একাত্তরের শরণার্থী। [ঢা.বি. (অধি.) ২০১৭]

অথবা, সংক্ষেপে মুক্তিযুক্ধ শরণার্থীর অবস্থা সম্পর্কে আলােচনা কর।

৯৫% ৩৩| সংক্ষেপে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারতের অবদান মূল্যায়ন কর। [জা.বি. ২০১৩]

অথবা, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান সংক্ষেপে তুলে ধর।

৯৫% ৩৪। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বুদ্ধিজীবী হত্যাকণ্ড সম্পর্কে লেখ।

৯৫% ৩৫। মুক্তিযুঞ্জ যৌথবাহিনীর ভূমিকা সম্পর্কে সংক্ষেপে লেখ। [ঢা.বি. (অধি.) ২০১৭]

৯৫% ৩৬। মহান মুক্তিযুদ্ধের যে-কোনাে দুটি সেক্টর সম্পর্কে আলােচনা কর। [জা.বি. ২০১৫, ২০১৭)

৯৯% ৩৭। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে টীকা লেখ।

অথবা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে সংক্ষেপে লেখ। [জা.বি. ২০১৩]

৯৫% ৩৮। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলােচনা কর।

অথবা, সংক্ষেপে ১৯৭২ সালের মূল সংবিধানের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।

৯৫% ৩৯। সংক্ষেপে ১৯৭৩ সালের নির্বাচনে আওয়ামী লীগের জয়ের কারণসমূহ আলােচনা কর।

৯৫% ৪০। সংক্ষেপে শেখ মুজিবের পররাষ্ট্রনীতির সাফল্য আলােচনা কর।

অথবা, সংক্ষেপে বঙ্গবন্ধুর বৈদেশিক নীতির ইতিবাচক দিকসমূহ উল্লেখ কর।

গ-বিভাগ

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৯৫% ১। বাংলার আর্থসামাজিক জীবনে ভূপ্রকৃতির প্রভাব বর্ণনা কর। [জা.বি. ২০১৪]

অথবা, বাংলাদেশের অধিবাসীদের আর্থসামাজিক জীবনধারায় ভূপ্রকৃতির প্রভাব আলােচনা কর।

৯৯% ২। বাংলাদেশের ভূ-প্রাকৃতিক বৈশিষট্য আলােচনা কর। [জা.বি. ২০১৬, ২০১৮]

৯৯% ৩। বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় দাও। [জা.বি. ২০১৫, ২০১৭]

অথবা, বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় সম্পর্কে বিভিন্ন মনীষীর মতামত তুলে ধর।

৯৯% ৪। বাঙালি জাতিকে কেন ‘সংকর জাতি বলা হয় ব্যাখ্যা দাও।

অথবা, বাঙালি জনগােষ্ঠীকে কেন ‘সংকর জনগােষ্ঠী বলা হয় তার বর্ণনা দাও।

অথবা, বাঙালি জনগােষ্ঠীর মধ্যে কোন কোন জাতির রক্তপ্রবাহ বিদ্যমান আলােচনা কর।

৯৯% ৫। ঔপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতার উদ্ভব, বিকাশ ও এর ফলাফল ব্যাখ্যা কর। [জা.বি. ২০১৮]

অথবা, ঔপনিরবেশিকশনমলে সম্প্রদয়িকঅর উদ্ভবও এর ফলফল ব্যাখ্যা কর। [জা.বি. ২০১৪, ২০১৬]

৯৫% ৬। লাহাের প্রস্তাব উ্থাপনের কারণ আলােচনা কর।

৯৯% ৭। লাহাের প্রস্তাবের মূল প্রতিপাদায বিষয় কী ছিল? [জা.বি. ২০১৪]

অথবা, লাহাের প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল? এ প্রস্তাবের তাৎপর্য বিশ্লেষণ কর।

অথবা, ১৯৪০ সালের লাহাের প্রস্তাব ব্যাখ্যা কর। [জা.বি. ২০১৮]

৯৫% ৮। লাহের প্রস্তাব কী? লযের প্রস্তাবের মধ্যেই কি বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল? ব্যাখ্যা কর।

অথবা, লাহাের প্রস্তাবের মধ্যেই কি বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল? তামার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

অথবা, লাহাের প্রস্তাব কী? লাহাের প্রস্তাবের মাঝেই বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল -উক্তির সপক্ষে যুক্তি দাও।

৯৫% ৯। অথণ্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ব্যাখ্যা কর। এ পরিকল্পনা ব্যর্থ হয়েছিল কেন? [জা.বি. ২০১৬]

৯৫% ১০। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পরবর্তীতে কী ধরনের সমস্যা বা জটিলতা দেখা দেয় আলােচনা কর।

৯৫% ১১। ১৯৫৬ সালের পাকিস্তান সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর।

অথবা, ১৯৫৬ সালের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর।

৯৫% ১২। বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব আলােচনা কর। [জা.বি. ২০১৪; ঢা.বি (অধি.) ২০১৭]

৯৫% ১৩। ১৯৫৪ সালের নির্বাচনের গুরুত্ব ও তাৎপর্য আলােচনা কর।

৯৯% ১৪। ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনের পটিভূমি ও গুরুত্ব সম্পর্কে লেখ। [জা.বি. ২০১৩, ২০১৮]

৯৯% ১৫। ১৯৬৬ সালের ছয় দফা কর্মসূচি ব্যাখ্যা কর। [জা.বি. ২০১৬]

৯৫% ১৬। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ছয় দফা কর্মসূচির গুরুত্ব আলােচনা কর।

৯৫% ১৭। ছয় দফা কর্মসূচিকে কেন বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়?

অথবা, ১৯৬৬ সালের ছয় দফা ছিল বাঙালির মুক্তির সনদ’-ব্যাখ্যা কর।

৯৫% ১৮। তুমি কি মনে কর ছয় দফার মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল? ব্যাখ্যা কর।

৯৫% ১৯। ১৯৬৯ সালের গণ-অভূ্যুথানের পটভূমি ও ফলাফল আলােচনা কর। [জা.বি. ২০১৪]

৯৯% ২০। ১৯৬৯ সালের গণ-অভ্যুতথানের কারণ ও অংপর্য পর্যালােচনা কর। [জাবি. ২০১৩, ২০১৬, ২০১৮]

অথবা, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের গুরুত্ব ও তাৎপর্য আলােচনা কর।

৯৫% ২১। ১১-দফা দাবির গুরুত্ব ও তাৎপর্য আলােচনা কর।

অথবা, ১১-দফা আন্দোলনের গুরুত্ব ও পরিণতি বর্ণনা কর। [ঢা.বি. (অধি.) ২০১৭]

৯৫% ২২। ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল মেনে নিতে কেন্দ্রের অস্বীকৃতির কারণ কী ছিল? আলােচনা কর।

৯৫% ২৩। ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল আলােচনা কর।

অথবা, ১৯৭০ সালের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনের ফলাফল আলােচনা কর।

১৫%।২৪। ১৯৭০ সালের নির্বাচন কীভাবে বাংলাদেশের মুক্তিসংগ্রামের পথ প্রশস্ত করে ব্যাখ্যা কর।

৯৫% ২৫। ১৯৭০ সালের নির্বাচনের আওয়ামী লীগের জয়লাভের কারণসমূহ আলােচনা কর।

৯৯% ২৬। স্বাধীন বাংলাদেশের অভ্যদয় ১৯৭০ সালের নির্বচন কী প্রভাব রেখেছিল। [জাবি. ২০১৫, ২০১৮]

৯৫% ২৭। মুজিবনগর সরকারের গঠন ও শপথ অনুষ্ঠান সম্পর্কে আলােচনা কর।

অথবা, মুক্তিযুকদ্ধ বাংলাদেশ সরকারের গঠন ও শপথ অনুষ্ঠানের বর্ণনা দাও।

৯৫% ২৮। মুক্তিযুদ্ধকালে ঘােষিত স্বাধীনতার সনদের তাৎপর্য উল্লেখ কর।

অথবা, মুক্তিযুদ্ধে ঘােষিত স্বাধীনতার ঘােষণাপত্রের প্রয়ােজনীয়তা বর্ণনা কর।

অথবা, বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে ঘােষিত স্বাধীনতার সনদের গুরুত্ব আলােচনা কর।

৯৫% ২৯। বিদেশি পত্রিকায় বাংলান্দশের মুক্তিযুদ্ধের গণহত্যার বিবরণ উল্লেখ কর।

অথবা, মুক্তিযুদ্ধে গণহত্যা ও বিদেশি পত্রিকা-এ বিষয়ে একটি নিবন্ধ লিখ।

s৫% ৩০। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি নিবন্ধ লেখ। [জা.বি. ২০১৬]

৯৫% ৩১। মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের জূমিকা আলােচনা কর।

অথবা, মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের অবদান বর্ণনা কর।

৯৫% ৩২। মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা বর্ণনা কর। [জা.বি. ২০১৬]

৯৯% ৩৩। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা মূল্যায়ন কর। [জা.বি. ২০১৮]

৯৯% ৩৪। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান আলােচনা কর। [জা.বি. ২০১৫, ২০১৮]

৯৭% ৩৫। ১৯৭২ সালের সংবিধানের বৈশিষ্টসমূহ আলােচনা কর। [জা.বি. ২০১৪; ঢ.বি. (অধি.) ২০১৭]

অথবা, ১৯৭২ সালের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর। [জা.বি. ২০১৭

ডিগ্রী ১ম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস স্পেশাল সাজেশন,জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ১ম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পরিক্ষার প্রশ্ন ও সমাধান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশন ডিগ্রী ১ম বর্ষ, ডিগ্রী ১ম বর্ষ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশন, ডিগ্রী ১ম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশন PDF Download, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস চূড়ান্ত সাজেশন,স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস চূড়ান্ত সাজেশন, ডিগ্রী ১ম বর্ষের ১০০% কমন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশন

Degree 1st year Common Suggestion 2024

প্রশ্ন সমাধান: পরিক্ষার জন্য ১০০% কমন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এক সাথে


ক-বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর লিংক


খ ও গ -বিভাগ প্রশ্ন এবং উত্তর লিংক

  • ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক পটভূমি আলোচনা কর- উত্তর লিংক
  • পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের সামাজিক বৈষম্য ছিল তার বিবরণ দাও – উত্তর লিংক
  • পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক বৈষম্য ছিল তার বিবরণ দাও উত্তর লিংক
  • পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য ছিল তার বিবরণ দাও উত্তর লিংক
  • ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তানের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে যে বৈষম্য ছিল তার বিবরণ দাও – উত্তর লিংক
  • ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পটভূমি বিশ্লেষণ কর – উত্তর লিংক
  • বাংলার সমাজ কাঠামোতে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের প্রভাব আলোচনা কর- উত্তর লিংক
  • ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কারণ ও ফলাফল ব্যাখ্যা কর- উত্তর লিংক
  • ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কারণ কি ছিল – উত্তর লিংক
  • পশ্চিম পাকিস্তানি শাসকচক্র পূর্ব বাংলাকে নিয়ন্ত্রণ করার জন্য কি কি কৌশল অবলম্বন করেছিল আলোচনা কর – উত্তর লিংক
  • পাকিস্তান কি প্রকৃতপক্ষে গণতান্ত্রিক প্রকৃতির ছিল আলোচনা কর – উত্তর লিংক
  • ছয় দফা আন্দোলনের দাবিগুলো আলোচনা কর – উত্তর লিংক
  • বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ছয় দফার গুরুত্ব আলোচনা কর উত্তর লিংক
  • ৬ দফা আন্দোলন উচ্চ শ্রেণীর লোকদের কর্মসূচি হওয়া সত্ত্বেও কেন পূর্ব বাংলার সর্বশ্রেণীর সমর্থন লাভ করেছিল?- উত্তর লিংক
  • বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ছয় দফা কর্মসূচির প্রভাব মূল্যায়ন কর – উত্তর লিংক
  • ১৯৫৪ সালের নির্বাচনের গুরুত্ব ব্যাখ্যা কর উত্তর লিংক
  • ১৯৫৪ সালের নির্বাচনের প্রেক্ষাপট ও তাৎপর্য ব্যাখ্যা কর উত্তর লিংক
  • যুক্তফ্রন্টের ২১ দফার মূল দাবিগুলো লেখ- উত্তর লিংক
  • ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠনের রাজনৈতিক পটভূমি আলোচনা কর – উত্তর লিংক
  • ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবির কারণ – উত্তর লিংক
  • “১৯৫৪ সালের সাধারণ নির্বাচন বাংলাদেশ সৃষ্টিতে যথেষ্ট অবদান রেখেছে”- তুমি কি এ উক্তির সাথে একমত? – উত্তর লিংক
  • “ভাষা আন্দোলন ছিল মূলত সাংস্কৃতিক আন্দোলনের আবরণে একটি আর্থসামাজিক আন্দোলন”– উক্তিটি মূল্যায়ন কর। – উত্তর লিংক
  • বাংলাদেশে জাতীয়তাবাদী বিকাশে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তাৎপর্য আলোচনা কর – উত্তর লিংক
  • পাকিস্তানের সংবিধান প্রণয়নের ক্ষেত্রে ১ম গণপরিষদ কোন সমস্যার সম্মুখীন হয়েছিল তা আলোচনা কর – উত্তর লিংক
  • ১৯৪৭ সালে ভারত কেন বিভক্ত হয়? এটা কি অপরিহার – উত্তর লিংক
  • কি ঘটনা ও অবস্থার পরিপ্রেক্ষিতে ভারত বিভক্ত হয়েছিল? এ বিভক্তি কি অপরিহার্য ছিল?– উত্তর লিংক
  • ১৯৪৭ সালে ভারত বিভক্তির কারণ সমূহ – উত্তর লিংক
  • ১৯৪৭ সালের ভারত বিভক্তি ও ব্রিটিশ শাসনের অবসান – উত্তর লিংক
  • কোন আইন দ্বারা ১৯৪৭ সালে ভারত বিভক্ত হয়েছিল?- উত্তর লিংক
  • ধর্মের ভিত্তিতে কেন ভাগ হয়েছিল ভারত-পাকিস্তান?- উত্তর লিংক
  • ১৯৪৭ এর ভারত ভাগ: ব্রিটিশদের পতন ও ভারত-পাকিস্তানের স্থায়ী সংঘাত- উত্তর লিংক
  • ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের প্রেক্ষাপট/পটভূমি – উত্তর লিংক
  • লাহোর প্রস্তাবের মধ্যে কি পাকিস্তান সৃষ্টির বীজ নিহিত ছিল – উত্তর লিংক
  • ১৯৩৫ সালের ভারত শাসন আইনে প্রবর্তিত প্রাদেশিক আইনসভার গঠন ক্ষমতা ও কার্যাবলির বিবরণ দাও- উত্তর লিংক
  • ১৯৩৫ সালের ভারত শাসন আইনে প্রধান প্রধান বৈশিষ্ট্য ও ধারাগুলো আলোচনা কর – উত্তর লিংক
  • ১৯৩৫ সালের ভারত শাসন আইনে গভর্নর জেনারেলের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা কর- উত্তর লিংক
  • ১৯৩৫ সালের ভারত শাসন আইনে ফেডারেল আইনসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলি ব্যাখ্যা কর – উত্তর লিংক
  • খিলাফত ও অসহযোগ আন্দোলন কেন সংঘটিত হয়েছিল? এ আন্দোলনের ফলাফল ব্যাখ্যা কর। কি কারণে এ আন্দোলন ব্যর্থ হয়? – উত্তর লিংক
  • খিলাফত আন্দোলন কি?, খিলাফত কারা এ আন্দোলনে নেতৃত্ব দেন, খিলাফত আন্দোলন ব্যর্থ হয় কেন – উত্তর লিংক
  • অসহযোগ আন্দোলন কি? অসহযোগ আন্দোলনেরর পটভূমি ব্যাখ্যা কর। কেন এটা ব্যর্থ হয় – উত্তর লিংক
  • ১৯১৯ সালের দ্বৈত শাসনব্যবস্থা বলতে কি বুঝ?, দ্বৈত শাসনব্যবস্থার প্রকৃতি ও পরিধি আলোচনা কর। – উত্তর লিংক
  • স্বদেশী আন্দোলন কি? স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপট ও গুরুত্ব ব্যাখ্যা কর – উত্তর লিংক
  • ১৯০৬ সালের সিমলা ডেপুটেশনের পটভূমি ব্যাখ্যা কর। সিমলা ডেপুটেশন কি মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ ছিল? উত্তর লিংক
  • ১৯০৬ সালে কেন মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল?, মুসলিম লীগ প্রতিষ্ঠার এর লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর। – উত্তর লিংক
  • ১৮৮৫ সালে কংগ্রেস প্রতিষ্ঠার এর লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর- উত্তর লিংক
  • ১৮৮৫ সালে কংগ্রেস প্রতিষ্ঠার ইতিহাস আলোচনা কর – উত্তর লিংক

Leave a Comment