Google Adsense Ads
জাতীয়বিশ্ববিদ্যালয়েরভবিষ্যৎ_সূচি
★ যে কোনো দিন ঘোষণা করা হবে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল।তবে করোনা ক্রমেই ভয়ানক হওয়াতে আগষ্টের আগে ঘোষনা হওয়ার সম্ভাবনা কম।
★ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সাথে সাথেই অনার্স চতুর্থ বর্ষের বাকি পরীক্ষা ও অনার্স তৃতীয় বর্ষের ব্যাবহারিক পরীক্ষা সম্পূর্ণ হবে।
★ ব্যাবহারিক পরীক্ষা শেষ হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে ঘোষনা করা হবে অনার্স তৃতীয় বর্ষ ফলাফল।চতুর্থ বর্ষের বাকি পরীক্ষা গুলোতে ২-১ দিনের বেশি গ্যাপ দেওয়ার সম্ভাবনা নেই।
★ শিক্ষা প্রতিষ্ঠান খোলার ২-১ সপ্তাহের মধ্যে অনার্স ১ম বর্ষ ফর্ম ফিলাপের নোটিশ দেওয়া হবে এবং অল্প সময়ের মধ্যে ফর্ম ফিলাপ শেষ করে দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া হবে।পরীক্ষার মধ্যে ২-১ দিনের বেশি গ্যাপ থাকার সম্ভাবনা নেই তাই আগেই পড়া শেষ করে রাখতে হবে।
★ অনার্স ১ম বর্ষের পরীক্ষা চলাকালীন সময়েই দ্বিতীয় বর্ষের ফর্ম ফিলাপ নোটিশ দেওয়া হবে এবং ১ম বর্ষের পরীক্ষা শেষের পরপর দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে।এভাবে ধারাবাহিক ভাবে পরীক্ষা চলবে,ক্লাস স্থগিত থাকবে বা সর্বোচ্চ অল্প কিছু ক্লাস হবে।
★ আল্লাহ পরিস্থিতি স্বাভাবিকের দিকে নিলে সেপ্টেম্বর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় কার্যক্রম গতিশীল করতে পারে।
- সরকারের সিএসআর কি বুঝ
- সিএসআর CSR নীতি প্রণয়ন বলতে কি বুঝ
- সরকারের”সি এস আর” বা CSR কি
- ঝুঁকি ব্যবস্থাপনার প্রক্রিয়া আলোচনা কর
- দালালি হিসেবে ধরণসমূহ আলোচনা কর, দালালি হিসেবে প্রকারভেদ ব্যাখ্যা কর
★ করোনার কারনে বর্তমান ফাইনাল ইয়ার পরীক্ষার্থী ব্যাতীত বাকিরা তেমন একটি ইয়ার লসের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই।৫-৬ মাস সময় ক্ষতি হচ্ছে তাদের।যে গ্যাপ দাড়াবে সেটি দ্রুত পরীক্ষা নিয়ে কাটিয়ে তুলতে চাইবে জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ,সে ক্ষেত্রে ক্লাস কার্যক্রম স্থগিত রাখা হবে।
নতুন চতুর্থ বর্ষ অর্থ্যাৎ যারা তৃতীয় বর্ষের ফলাফল প্রত্যাশি তারা দুই-তিন মাসের সেশন জট পেতে পারে।বাকিরা যথাসময়ে অনার্স শেষ করতে পারবে।পরবর্তী শিক্ষা বর্ষের সময় কমিয়ে আনার পরিকল্পনা করছে জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
★ সকলকে এই ক্ষতি মেনে নিতে হবে।কারন এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সৃষ্ট কোনো সমস্যা নয় বরং প্রাকৃতিক ভাবে সৃষ্ট সমস্যা যেটি থমকে দিয়েছে গোটা বিশ্বকে।
⛔️ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত যে কোনো নোটিশ পাওয়ার সাথে সাথে পোষ্ট করা হবে।
Google Adsense Ads
- সরকারের সিএসআর কি বুঝ
- সিএসআর CSR নীতি প্রণয়ন বলতে কি বুঝ
- সরকারের”সি এস আর” বা CSR কি
- ঝুঁকি ব্যবস্থাপনার প্রক্রিয়া আলোচনা কর
- দালালি হিসেবে ধরণসমূহ আলোচনা কর, দালালি হিসেবে প্রকারভেদ ব্যাখ্যা কর
Google Adsense Ads