চাইনি এমন , শ্যামল বণিক অঞ্জন

Google Adsense Ads

♦ চাইনি এমন,,,♦
% শ্যামল বণিক অঞ্জন%


চাইনি এমন
রাতটা আমি
চাইনি এমন দিন,
আতঙ্কের কৃষ্ণ ছায়ায়
সকলই মলিন!
চাইনি এমন
মেঘের আকাশ
বিবর্ণ রোদ্দুর,
বিষাদ ভরা
পাখির কন্ঠে
রঙচটা এক ভোর।
চাইনি এমন
ধূসর বিকেল
ভাবনা ভরা ক্ষণ,
আনমনা এই
সন্ধ্যাতে হায়
মরণ আলাপন!

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Comment