একান্ত ভাবনা []
খিঁচুড়ি রান্না শেখানোর জন্য বিদেশে পাঠানো!
এই সমস্ত হাস্যকর চিন্তা ভাবনা কোন বা কার মস্তিস্কপ্রসূত সেটাইতো বুঝতে পারিনা!
আরে আমার দেশের মা বোনেরা কি কারো চেয়ে কম ভালো খিঁচুড়ি রাঁধতে পারে?
শুধু খিঁচুড়ি কেন,আমার দেশের মা বোনেরা যে কোন রান্নাতেই জগৎ শ্রেষ্ঠ বলে আমার ধারণা।বাঙালী খাবারের স্বাদ বা রন্ধন শৈলী পৃথিবীর আর যে কোন দেশে আছে?আমার দেশের মা বোনেরা যদি শুধু ভর্তাও তৈরী করে তবু বাইরের মানুষ আঙ্গুল চেটে খেতে বাধ্য!
তাই এই সমস্ত আজগুবি কাজে অযথা ব্যয় না বাড়িয়ে যদি সত্যিই কিছু শেখানোর জন্য বিদেশে লোক পাঠাতেই হয় তাহলে ন্যায়পরায়ণতা নীতি আদর্শ সততা কাজের প্রতি একাগ্রতা দায়িত্ববোধ শেখানোর জন্য কিছু কর্মচারী কর্মকর্তাকে বিভিন্ন দেশে পাঠিয়ে দিন, ওখান থেকে শিখে আসুক কিভাবে দুর্নীতি মুক্ত থেকে ঘুষ উৎকোচ গ্রহন করা ছাড়া,নিজের স্বার্থসিদ্ধি হাসিল করা ছাড়া দেশ জাতির জন্য নিজেকে নিবেদিত করে কাজ করতে হয়!শিখে আসুক সততা নিষ্ঠা কাকে বলে!
- বোর্ডের সংরক্ষিত বিষয় সমূহ আলোচনা কর,বোর্ডের সংরক্ষিত পরিধি বর্ণনা কর
- ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের পদ্ধতি আলোচনা কর
- কারা কোম্পানির সদস্য হতে পারবে এবং কারা পারবে না
- একস্তর ও দ্বিস্তর বিশিষ্ট পর্ষদ কি আলোচনা করো
- ডায়াবেটিস রোগীর জন্য রোজার নিয়ম,রমজানে ডায়াবেটিস রোগীর করণীয়