আর্থিক সেবা বাজারজাতকরণ কাকে বলে, আর্থিক সেবা বাজারজাতকরণের পদক্ষেপ সমূহ লিখ,আর্থিক সেবা বাজারজাতকরণের ধপ গুলো আলোচনা কর, আর্থিক সেবা বাজারজাতকরণের উপায়

প্রশ্ন সমাধান: আর্থিক সেবা বাজারজাতকরণ কাকে বলে, আর্থিক সেবা বাজারজাতকরণের পদক্ষেপ সমূহ লিখ,আর্থিক সেবা বাজারজাতকরণের ধপ গুলো আলোচনা কর, আর্থিক সেবা বাজারজাতকরণের উপায়

উত্তর : ভূমিকা : আর্থিক পণ্য বা সেবার কতিপয় বৈশিষ্ট্য থাকায় আর্থিক শিল্পের সামগ্রিক বাজারজাতকরণ কর্মসূচি উন্নয়ন | বেশ কঠিন। তবে এক্ষেত্রে ও অন্যান্য পণ্য বাজারজাতকরণের ন্যায় অভীষ্ট বাজার চিহ্নিত করে সে বাজারে উপযােগী বাজারজাতকরণ মিশ্রণ উন্নয়ন করতে হয়। যথাযথ বাজারজাতকরণ মিশ্রণ দ্বারাই সেবা কেবল বাজারে পৌঁছে এবং বাজারজাতকরণ লক্ষ্য অর্জন সম্ভব হয়। আর্থিক পণ্য বা সেবার বাজারজাতকরণের পদক্ষেপসমূহ নিচে আলােচনা করা হলাে।

১, সেবার প্রমােশন : আর্থিক পণ্য বা সেবাকর্মের প্রমােশন ব্যক্তিক বিক্রয়, বিজ্ঞাপন এবং প্রমােশনের অন্যান্য মাধ্যমসমূহ ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। প্রকৃতপক্ষে, অধিকাংশ আর্থিক পণ্য বা সেবার জন্যে বিজ্ঞাপন ব্যবহৃত হয়ে থাকে।

২. পণ্য বা সেবার মূল্য নির্ধারণ : এ পর্যায়ে বাজারজাতকারী আর্থিক পণ্য বা সেবার মূল্য নির্ধারণ করে থাকে। আর্থিক পণ্য বা সেবার বাজারজাতকরণে মূল্য নির্ধারণের কাজটি খুবই গুরুত্বপূর্ণ। কাজেই সেবাকর্মের নশ্বরতা, গুদামজাত অযােগ্যতা এবং চাহিদার দ্রুত পরির্তনশীলতা ইত্যাদি বৈশিষ্ট্য বিবেচনা করে আর্থিক পণ্য বা সেবার মূল্য নির্ধারণ করা হয়। |


আরো ও সাজেশন:-

৩. সেবার জন্য বন্টন প্রণালি : আর্থিক পণ্য বা সেবাকর্ম সাধারণত আর্থিক প্রতিষ্ঠান থেকে সরাসরি গ্রাহকদের নিকট পরিবেশন করা হয়। তাছাড়া আর্থিক পণ্য বা সেবাকর্ম আর্থিক প্রতিষ্ঠান থেকে পৃথক করা যায় না। এজন্য প্রত্যক্ষ বণ্টন প্রণালি ব্যবহার করে সেবাকর্ম পরিবেশন করা হয়। তবে ক্ষেত্র বিশেষে মধ্যস্থকারবারি ব্যবহার করেও সেবা বণ্টন করা হয়ে থাকে।

৪. অভীষ্ট বাজার বিশ্লেষণ : কোন কোন বাজার বা বাজার অংশে আর্থিক পণ্য বা সেবা বন্টন করা হবে তা নির্ধারণ করতে হবে। তবে বাজার নির্ধারণ করার পূর্বে বাজারজাতকারীকে বাজারের জনসংখ্যা, তাদের আয়, মনােভাব, ব্যক্তিত্ব ইত্যাদি বিশ্লেষণ করতে হয়।

৫. সেবা পরিকল্পনা প্রণয়ন এবং উন্নয়ন : আর্থিক পণ্য বা সেবার, বাজারজাতকরণে বাজারজাতকারী বর্তমান পণ্য বা সেবার উক। সাধন অথবা অলাভজনক পণ্য বা সেবা বিলােপসাধন করতে পারে।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, উপরােক্ত পদক্ষেপগুলাে অবলম্বন করে আর্থিক প্রতিষ্ঠান তার আর্থিক পণ্য | বা সেবাকর্ম বাজারজাতকরণ করে থাকে।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment