অনার্স ৩য় বর্ষের নগর সমাজবিজ্ঞান সাজেশন, honors 3rd year urban sociology special short suggestions, অনার্স ৩য় বর্ষের নগর সমাজবিজ্ঞান ১০০% কমন সাজেশন, Honors 3rd year suggestions

অনার্স ৩য় বর্ষের নগর সমাজবিজ্ঞান সাজেশন, honors 3rd year urban sociology special short suggestions, অনার্স ৩য় বর্ষের নগর সমাজবিজ্ঞান ১০০% কমন সাজেশন, Honors 3rd year suggestions

অনার্স ৩য় বর্ষের নগর সমাজবিজ্ঞান সাজেশন 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
নগর সমাজবিজ্ঞান (Urban Sociology) সুপার সাজেশন
Department of : Sociology & Other Department
Subject Code: 232013
২০২৪ এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ৩য় বর্ষের নগর সমাজবিজ্ঞান সাজেশন,নগর সমাজবিজ্ঞান অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের নগর সমাজবিজ্ঞান, অনার্স ৩য় বর্ষের নগর সমাজবিজ্ঞান ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন নগর সমাজবিজ্ঞান সাজেশন,

অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪

নগর সমাজবিজ্ঞান অনার্স ৩য় বর্ষ সাজেশন 2024

ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. ‘The City’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘The City’ গ্রন্থটির লেখক ম্যাক্স ওয়েবার।

২. ‘Contemporary Urban Sociology’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Contemporary Urban Sociology’ গ্রন্থটির রচয়িতা উইলিয়াম ফ্লানাগার।

৩. পৃথিবীর কোথায় প্রথম নগরের সূচনা হয়?
উত্তর: পৃথিবীতে সর্বপ্রথম নগর জীবনের সূচনা হয় খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দে দক্ষিণ –পশ্চিম এশিয়ার টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী মেসোপটেমিয়ায়।

৪. শিকাগো স্কুলের উদ্যোক্তা কে ছিলেন?
উত্তর: শিকাগো স্কুলের উদ্যোক্তা ছিলেন রবার্ট পার্ক।

৫. ‘Urban’ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: ‘Urban’ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন পোপ (১৯০৬ সালে)।

৬. ‘Pre-industrial City: Past and present’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘Pre-industrial City: Past and present’ গ্রন্থটির লেখক জোবার্গ।

৭. ‘নগর হলো বণিকদের সম্প্রদায়।’- উক্তিটি কার?
উত্তর: ‘নগর হলো বণিকদের সম্প্রদায়।’- উক্তিটি হেনরি পিরেনের।

৮. গার্ডেন সিটি প্রবক্তা কে?
উত্তর: গার্ডেন সিটি প্রবক্তা হলেন ইবনেজার হাওয়ার্ড।

৯ . `যন্ত্রের প্রবিধি বা প্রবৃদ্ধির যন্ত্র’ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: ‘যন্ত্রে প্রবৃদ্ধি বা প্রবৃদ্ধির যন্ত্র’ তত্ত্বের প্রবক্তা হচ্ছেন লগন ও মোলক।

১০. রিয়েল এস্টেট কী?
উত্তর: রিয়েল এস্টেট হলো এক ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান যারা বহুতল বিশিষ্ট ভবন বাণিজ্যিক ভবন নির্মাণ করে থাকে।

১১. প্রতিবেশিত্ব কী?
উত্তর: প্রতিবেশীত্ব হলো সামাজিক মিথস্ক্রিয়াসম্পন্ন এমন জনগোষ্ঠীর পারস্পারিক হাসি-কান্না, সুখ-দুঃখ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় এবং পারস্পরিক সহমর্মিতা এবং সহানুভূতি প্রদর্শনের মাধ্যমে নিজেদের অখন্ডতা প্রকাশ করার অভিপ্রায় পোষণ করে।

১২. প্রতিবেশীদের মূল উপাদান কী কী?
উত্তর: প্রতিবেশীদের মূল উপাদান হলো এলাকা, মুখোমুখি সম্পর্ক স্বত্বঃস্ফুত সামাজিক ক্রিয়া ও ঐক্যবদ্ধ।

১৩. সবুজ বলয় কী?
উত্তর: সবুজ বলায় বলতে পরিকল্পিত এবং ব্যাপক ও বিস্তৃত বনায়নকে বুঝায়।

১৪. জেন্ডার বলতে কী বোঝ?
উত্তর: জেন্ডার বলতে সাংস্কৃতিক বিশ্বাস মতাদর্শ এবং সেই মতাদর্শ থেকে অদ্ভুত সামাজিক আচরণের সমষ্টিকে বুঝানো হয় যা সমাজে নারী ও পুরুষের পৃথক-পৃথক আর্থসামাজিক বিন্যাস তাকে তৈরি করে সমাজে প্রেক্ষিতে।

১৫. ‘Underclass’ কী?
উত্তর: কম সুবিধাপ্রাপ্ত সংখ্যালঘু শ্রেণীকে ‘Underclass’ বলে অভিহিত করা হয়।

১৬. ‘the now urban Sociology’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘the now urban Sociology’ গ্রন্থটির লেখক মার্ক গটডিনার।‘

১৭ ‘DAS Capital’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘DAS Capital’ গ্রন্থটির রচয়িতা কাল মার্কস।

১৮. এথনিসিটি কী?
উত্তর:এথনিসিটি বলতে এমন একটি জনগোষ্ঠী বা সামাজিক গোষ্ঠী কে বুঝায় যাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে এবং অন্যান্য জাতি থেকে ভিন্নতর।

১৯. বর্ণবাদ কী?
উত্তর:বর্ণবাদ একটি চরমপন্থী ধারণা, যেখানে মনে করা হয় মানুষের দৈহিক গঠন শৈলী পার্থক্যর কারণে মানুষের সাথে মানুষের সম্পর্ক গড়ে ওঠে।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

নগর সমাজবিজ্ঞান অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024

২০. অভিবাসন কী
উত্তর: অভিভাসন হচ্ছে কোনো বিশেষ দেশ ছেড়ে অন্য এলাকায় দেশের উদ্দেশ্যে গমন করা।

২১. বস্তি কী?
উত্তর: সাধারণত নগর এলাকার সহায়ম্বলহিন দরিদ্র ও সুস্থ লোকদের সম্বন্ধে গঠিত ঘিঞ্জি নোংরা ও ঘনবসতি এলাকাকে বস্তি বলে।

২২. প্রাইমেট সিটি কী?
উত্তর: যখন একটি দেশের অনেকগুলো শহরের মধ্যে একটি শহর নগর হিসেবে বিকাশ লাভ করে তখন তাকে প্রাইমেট সিটি বলে।

২৩. নগরপুঞ্জ কী?
উত্তর: একগুচ্ছ শহরকে একসাথে নগরপুঞ্জ বলে।

২৩. স্কোয়াটার কী?
উত্তর:সরকারি খোলা জায়গায় অবৈধভাবে যে বসতি গড়ে ওঠে তাকে স্কোয়াটার বলে।

২৪. নগর পরিকল্পনার স্তর কয়টি ও কী কী?
উত্তর: নগর পরিকল্পনার স্তর তিনটি। যেমন ১. স্বল্পমেয়াদী পরিকল্পনা, ২. মধ্যমেয়াদি পরিকল্পনা, ৩ দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

২৫. সংস্কৃতির ব্যপ্তি কী
উত্তর:এক সমাজে সংস্কৃতি যখন অন্য সমাজে প্রবেশ করে তখন তাকে সংস্কৃতিক ব্যপ্তি বলে।

২৬.‘White Collar Crime’ প্রত্যয়টি কার?
উত্তর ‘White Collar Crime’ প্রত্যয়টি অপরাধবিজ্ঞানী সাদারল্যান্ডের।

২৭. DMDPএর পূর্ণরূপ কী?
উত্তর: DMDPএর পূর্ণরূপ হল- Dhaka Metropolitan Development Plan.

২৮. LGEDএর পূর্ণরূপ কী?
উত্তর: LGED এর পূর্ণরূপ হল- Local Government Engineering Department.

২৯. ‘Urbanism is away a away of life.’-উক্তিটির প্রবক্তা কে?
উত্তর:‘Urbanism is away a away of life.’-উক্তিটির প্রবক্তা শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুইস ওয়ার্থ।

PDF Download নগর সমাজবিজ্ঞান অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন 2024

খ-বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন

১. নগর সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও।
২. সংক্ষেপে নগর সমাজবিজ্ঞানের প্রকৃতি তুলে ধরো।
৩. “নগর হলো বণিকদের সম্প্রদায়” – উক্তিটি ব্যাখ্যা করো।
৪. সংক্ষেপে পুঁজিবাদী সমাজের আবাসন সমস্যা আলোচনা করো।

৫. “নগর একটি জীবন প্রণালী” – উক্তিটি ব্যাখ্যা করো।
৬. রিয়েল এস্টেট কি?
৭. পুঞ্জিভবন কি?
৮. প্রতিবেশীত্বের সংজ্ঞা দাও?
৯. প্রতিবেশীত্বের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১০. প্রতিবেশীত্বের ধরন উল্লেখ করো
১১. Working Class এর বর্ণনা দাও।
১২. Shanty Town বলতে কী বোঝো?
১৩. নগরে ভদ্রবেশী অপরাধের স্বরূপ আলোচনা করো।

১৪. নগর দারিদ্র্যের কারণগুলো আলোচনা করো।
১৫. নগর পরিচালনায় অর্থায়নের উৎস সমূহ আলোচনা করো।
১৬. তৃতীয় বিশ্বে অতি নগরায়নের প্রভাব সংক্ষেপে আলোচনা করো।
১৭. প্রাইমেট নগর সংস্কৃতি কাকে বলে?

১৮. মৌলিক নীতিগুলো উল্লেখ করো।
১৯. নগর পরিকল্পনার উদ্দেশ্যসমূহ লেখ।

2024 নগর সমাজবিজ্ঞান অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

গ-বিভাগ রচনামূলক প্রশ্ন

১. নগর সমাজবিজ্ঞান কাকে বলে? নগর সমাজবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করো।
২. নগর সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো।
৩. নগরের উৎপত্তি সম্পর্কে হেনরি পিরেনের তত্ত্বটি পর্যালোচনা করো।

৪. নগর বিকাশে ম্যাক্স ওয়েবারের তত্ত্বটি আলোচনা করো।
৫. রিয়েল এস্টেট ও সরকারি হস্তক্ষেপ সম্পর্কে গড ডিনারের তত্ত্বটি আলোচনা করো।
৬. প্রতিবেশীত্বের কার্যাবলী আলোচনা করো।
৭. প্রতিবেশীত্বের ধরনসমূহ আলোচনা করো।
৮. মহানগরের সামাজিক স্তরবিন্যাসের প্রকৃতি আলোচনা করো।

২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৩য় বর্ষের নগর সমাজবিজ্ঞান পরীক্ষার সাজেশন, 2024 অনার্স তৃতীয় বর্ষ নগর সমাজবিজ্ঞান সাজেশন

৯. নগর অপরাধের কারণসমূহ আলোচনা করো।
১০. বাংলাদেশ গৃহায়ন সমস্যার কারণসমূহ আলোচনা করো।
১১. সিটি কর্পোরেশনের দায়িত্ব ও কার্যাবলী আলোচনা করো সাম্প্রতিক বাংলাদেশ নগরায়নের ধারা আলোচনা করো।

১২. নগরায়নের সংজ্ঞা দাও। বাংলাদেশের নগরায়নের কারণ সমূহ আলোচনা করো।
১৩. তৃতীয় বিশ্বের মহানগরী ও দারিদ্র্যের স্বরূপ ব্যাখ্যা করো।
১৪. নগর সংস্কৃতি পরিবর্তনে আধুনিকায়নের প্রভাব আলোচনা করো।

Honors 3rd year Common Suggestion 2024

আজকের সাজেশস: অনার্স ৩য় বর্ষের নগর সমাজবিজ্ঞান স্পেশাল সাজেশন 2024,Honors Urban Sociology Suggestion 2024

PDF Download নগর সমাজবিজ্ঞান অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন, নগর সমাজবিজ্ঞান অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, নগর সমাজবিজ্ঞান সাজেশন অনার্স ৩য় বর্ষের, অনার্স ৩য় বর্ষ নগর সমাজবিজ্ঞান সাজেশন, নগর সমাজবিজ্ঞান অনার্স ৩য় বর্ষ সাজেশন,

Leave a Comment