“X” কারখানায় উৎপাদিত পণ্য গুদাম জাত করণে কিভাবে রিন কার্ড সংরক্ষন করা যায়

৩। ২০১৯ সালে ইয়াসমিন এন্ড কোং এর কাঁচামাল ক্রয় ও নির্গমন নিচে দেওয়া হল। পরের মাল আগে ছাড়া (LIFO) পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি কর।

২০১৯ ফেব্রুয়ারী-১ প্রতি একক ১২০ টাকা দরে, প্রারম্ভিক জের ৮০ একক।
৬ মালের নির্গমন ৪০ একক।
১০ প্রতি একক ১১৫ টাকা দরে ৩০ একক ক্রয়।
১৩ নির্গমন ৬০ একক।
১৮ ক্রয় ২৬ একক, ১৩৫ টাকা দরে।
২১ আগুনে বিনষ্ঠ ক্ষতি ৫ একক।
২৪ নির্গমন ১২ একক।
২৮একক প্রতি ১০০ টাকা দরে ৩০ একক ক্রয়।
২৯ কারখানা হতে মাল ফেরত ১০ একক।

উত্তর:

1
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৪। “X” কারখানায় উৎপাদিত পণ্য গুদাম জাত করণে কিভাবে রিন কার্ড সংরক্ষন করা যায়।

উত্তর:

গুদামে মাল রাখার প্রতিটি পাত্রে বা স্থানে মালের তালিকাসহ একটি করে কার্ড ter লাগানাে থাকে। একে বিন কার্ড বলে। বিন কার্ডে সাধারণত মালের প্রাপ্তি, নির্গম ও উদ্বত্ত লিপিবদ্ধ করা হয়। মাল গুদামজাতকরণের সময় গুদামরক্ষক প্রাপ্ত মাল বিন কার্ডের প্রাপ্তির ঘরে লিপিবদ্ধ করে। বিন কার্ডে মালের মূল্য থাকে না। শুধুমাত্র পরিমাণ লিপিবদ্ধ করা হয়। এই কার্ডে ধারাবাহিকভাবে উদ্ধৃত্ত দেখাতে হয়।

এতে গুদাম রক্ষকের পক্ষে মালের নিয়ন্ত্রণ সহজ হয়। মজুদ মালে যাতে গরমিল দেখা না দেয়, সেজন্য গুদাম রক্ষককে মাঝে মাঝে বিন কার্ডের উদ্বৃত্তের সাথে প্রকৃত মালের মজুদ পরােক্ষ করে দেখা উচিত।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

বিন কার্ডের উপরিভাগে সাধারণত বিন নম্বর, মালের বিবরণ, মালের প্রতীক চিহ্ন, ন্যূনতম পরিমাণ, পুনঃক্রয় সীমা, সর্বাধিক পরিমাণ, মালের খতিয়ান নম্বর ইত্যাদি উল্লেখ থাকে। যখন কোন বিন কার্ডে উদ্বৃত্ত মালের পরিমাণ পুনঃক্রয় পর্যায়ে নামে, তখন গুদাম রক্ষক সেই মাল উদ্বৃত্ত মালের পরিমাণ পুনঃক্রয় পর্যায়ে নামে, তখন গুদাম রক্ষক সেই মাল সংগ্রহের জন্য ক্রয় বিভাগে ক্ৰয় অধিযাচন পত্র পাঠিয়ে থাকে। নিম্নে সাধারণ একটি বিন কার্ডের নমুনা দেওয়া হলঃ

বিন কার্ড

বিন নম্বরঃ ………….মালের বর্ণনাঃ
কোড নম্বরঃ …………মালের নিম্নসীমাঃ …
মাল খতিয়ান নম্বরঃ…..মালের উচ্চ সীমাঃ
পুনঃফরমায়েশ সীমাঃ
তারিখমাল প্রাপ্তিমাল নির্গমউদ্বত্ত পরিমাণ
হার/পরিমাণহার/পরিমাণ হার/পরিমাণ
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৫। সাকিব ও রাকিব বিডি কোম্পানী লিঃ এর দু’জন কর্মচারী। তাদের ২০১৯ সালের ডিসেম্বর মাসের নিম্নোক্ত তথ্যাবলি হতে মজুরি বিবরণী প্রস্তুত কর:

উত্তর:

2
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

Assignment

1 thought on ““X” কারখানায় উৎপাদিত পণ্য গুদাম জাত করণে কিভাবে রিন কার্ড সংরক্ষন করা যায়”

Leave a Comment