Advertisement
দেশের কওমী শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে। এতে পাস করেছেন ৭২.৬৫ শতাংশ।
এদের মধ্যে ছাত্র ৮২.১০ শতাংশ আর ছাত্রী ৫৭.২১ শতাংশ। আজ শনিবার ফলাফল ঘোষণা করেন আল-হাইআতুল উলয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান। এর আগে এদিন আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির সভায় ১৪৪১ হিজরি/২০২০ খ্রিস্টাব্দের চূড়ান্ত পরীক্ষার ফল অনুমোদন দেওয়া হয়।
জাতীয় সংসদের ২০১৮ সনের ৪৮ নম্বর আইনে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর (ইসলামিক স্টাডিজ এবং আরবি) এর সমমান দেওয়া হয়।
এবার মোট পরীক্ষার্থী ছিলেন ২২ হাজার ৩৪২ জন। উত্তীর্ণ হয়েছেন ১৬ হাজার ২৩২ জন। এর মধ্যে ছাত্র ১১ হাজার ৩৮০ জন এবং ছাত্রী চার হাজার ৮৫২ জন। পাসের হার ছাত্র ৮২.১০ আর ছাত্রী ৫৭.২১ শতাংশ।
মুমতায (স্টার মার্ক) পেয়েছেন ৯৩৩ জন ছাত্র এবং ৫৬ জন ছাত্রী। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছেন তিন হাজার ৫০০ জন ছাত্র আর ৭৭১ জন ছাত্রী। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছেন চার হাজার ৮৯১ জন ছাত্র, দুই হাজার ২৮১ জন ছাত্রী এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছেন দুই হাজার ৫৬ জন ছাত্র আর এক হাজার ৭৪৪ জন ছাত্রী।
ফল অনুমোদনের সভায় উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা মুফতি মো. ওয়াক্কাস, মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুল হামীদ, মাওলানা সাজিদুর রহমান, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুছলিহুদ্দীন রাজু,
মাওলানা মুফতি জসীমুদ্দীন, মাওলানা মুফতি নূরুল আমীন, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়্যা, মাওলানা ছফিউল্লাহ।
Advertisement
The Qaumi Board of Education of the country Al-Hayatul Ulaya Lil-Jami’atil Qaumiya has published the results of the Central Examination of Hadith in Daora, Bangladesh. It has passed 72.75 percent.
Of these, 72.10 percent are male students and 56.21 percent are female students. Maulana Mahmudul Hasan, acting chairman of Al-Hayatul Ulaya, announced the results on Saturday. Earlier in the day, a meeting of the Standing Committee of Al-Hayatul Ulaya approved the results of the final examination of 1441 AH / 2020 AD.
Act No. 46 of the Jatiya Sangsad in 2016 gave the certificate of Hadith in the doorway of Qawmi Madrasa as equivalent to postgraduate (Islamic Studies and Arabic).
This time the total number of candidates was 22,342. 18 thousand 232 people have passed. Of these, 11,360 are male students and 4,752 are female students. The pass rate is 62.10 for male and 56.21 for female.
Advertisement 2
Mumtaz (Star Mark) got 933 students and 57 female students. Zayed Ziddan (1st) section has passed 3,500 students and 61 students. Four thousand 791 students have passed in Zayid (2nd) section, two thousand 261 students and two thousand 57 students and one thousand 744 students have passed in Maqbool (3rd) section.
Befaqul Madarisil Arabia Bangladesh Vice-President Maulana Mufti was present at the meeting to approve the results. Waqqas, Maulana Muhammad Nurul Islam, Maulana Abdul Quddus, Maulana Abdul Hamid, Maulana Sajidur Rahman, Secretary General Maulana Mahfuzul Haque, Maulana Mufti Faizullah, Maulana Muslihuddin Raju,
Maulana Mufti Jasimuddin, Maulana Mufti Nurul Amin, Maulana Ubaydur Rahman Mahbub, Maulana Mostaq Ahmad, Maulana Nurul Huda Faizi, Maulana Bahauddin Zakaria, Maulana Shafiullah.
কওমিয়া দাওরায়ে হাদিসের পরীক্ষার ফল প্রকাশিত,
দাওরায়ে হাদিসের ফল প্রকাশ পাসের হার ৭২.৬৫ শতাংশ,
দাওরায়ে হাদিস পরীক্ষার ফল প্রকাশ,
দাওরায়ে হাদিসের (তাকমীল) ফলাফল,
কওমীর দাওরায়ে হাদিসের ফল প্রকাশ,
আল হাইআতুল উলয়া (দাওরা হাদিস) এর ফলাফল,
Test results of Hadith published in Qawmia Daora,
The pass rate of the publication of the results of Hadith in Daura is 82.75 percent,
Dauraye Hadith examination results published,
The results of the hadith (takmeel) in Daura,
Revealing the results of the hadith in the Qawmi Daora,
Results of Al Hayatul Ulaya (Daura Hadith),
Advertisement 5
Advertisement 2
Advertisement 3