Advertisement
বিষয়: এসএসসি পরীক্ষার্থীদের কৃষি সাজেশন, special short suggestion ssc suggestion agriculture
এসএসসি পরীক্ষা সাজেশন ২০২২ বিষয়: কৃষি শিক্ষা
১.গণি মিয়ার কয়েকটি গাভী আছে। তিনি তার গাভীগুলোকে ঘাস খাওয়ান। বর্ষার সময় বাড়ির আশেপাশে যথেষ্ট ঘাস থাকায় গাভীগুলোকে পর্যাপ্ত ঘাস দিতে পারেন। ফলে এ সময় বেশি পরিমাণে দুধ পান। কিন্তু শুষ্ক মৌসুমে ঘাসের অভাবে চাহিদা অনুযায়ী ঘাস না পাওয়ায় দুধের উৎপাদন অনেক কমে যায়।
ক. কোন জীবাণু দুধে এসিড তৈরি করে?
খ. মাছ খাবি খায় কেন? ব্যাখ্যা কর।
গ. গণি মিয়া কীভাবে সারা বছর ধরে আরও অধিক পরিমাণে দুধ পেতে পারেন? বর্ণনা কর।
ঘ. গণি মিয়ার মতো অজ্ঞতার কারণে অনেক খামারীই যথাযথ সাফল্য অর্জন করতে পারে না- বিশ্লেষণ কর।
২. কৃষক মঞ্জিল তার উঁচু জমিতে ধান চাষ করে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। উপজেলা কৃষি অফিসে তিনি এ সমস্যার কথা জানালে, কৃষি অফিসার মাটি পরীক্ষা করে বললেন, এ মাটি বেলে-দোআঁশ প্রকৃতির যা ধান চাষের উপযোগী নয়। তিনি কৃষক মঞ্জিলকে গম চাষ করতে পরামর্শ দিলেন।
ক. গমের দুটি উন্নত জাতের নাম লেখ।
খ. ভালো চাষের জন্য মাটির বৈশিষ্ট্য লেখ।
গ. কৃষক মঞ্জিলের জমির মাটি ধান চাষের উপযোগী নয় কেন আলোচনা কর।
ঘ. কৃষি অফিসার কৃষক মঞ্জিলকে যে পরামর্শ দিলেন তার কারণ বিশ্লেষণ কর।
৩. মাছের উৎপাদন বাড়াতে কয়েকজন যুবক সরকারি খাস জমির একটি বিল ২০ বছরের জন্য লিজ নেয়। এতে তারা মাছ ধরা নিষিদ্ধ করে আশপাশের এলাকায় মাইকিং করে। কিন্তু এলাকার আলম মাছ ধরতে যায। যুবকেরা তাকে পুলিশে সোপর্দ করে। কিন্তু জেল থেকে বেরিয়ে সে এবার স্যালো নৌকার সাহায্যে রাতে মাছ ধরতে যায়। এবারও যুবকেরা তাকে পুলিশে সোপর্দ করে।
ক. মৎস্য অভয়াশ্রম কী?
খ. মৎস্য সংরক্ষণ আইন বলতে কী বোঝ?
গ. আলম আবারো মাছ ধরায় কী ধরনের শাস্তি হতে পারে? বর্ণনা দাও।
ঘ. মাছের উৎপাদন বাড়াতে যুবকদের পদক্ষেপটি কী পূর্ণাঙ্গ? পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও।
Advertisement
৪. সুনীল বাবুর বাড়ি সমুদ্র উপকূলবর্তী সাতক্ষীরা জেলায়। তিনি আবাদি জমিতে স্থানীয় জাতের ধান চাষ করে উৎপাদনে ব্যর্থ হন। এরপর কৃষি কর্মকর্তার পরামর্শে বিনা ধান-৮ চাষের সিদ্ধান্ত গ্রহণ করেন। একদিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক প্রদর্শিত তথ্যচিত্র দেখে সুনীল বাবু লবণাক্ত সহায়ক বিভিন্ন ফসলের চাষ সম্পর্কে অনেক তথ্যই জানতে পারলেন।
ক. লবণাক্ত সহিষ্ণু ফসল কাকে বলে?
খ. তাপমাত্রা কিভাবে কৃষি উৎপাদন ব্যাহত করে?
গ. সুনীল বাবুর সিদ্ধান্তটি সঠিক কি-না তা ব্যাখ্যা কর।
ঘ. সুনীল বাবুর এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যক্রম ব্যাখ্যা কর।
৫. চাকরি থেকে অবসরের পর করিম সাহেব বাসার সামনেই একই প্রজাতির ফুলের চাষ করেন। ফুল ফোটার পর দেখা যায় ফুলগুলো লাল, কালো, হলুদ ও গোলাপি বর্ণ ধারণ করেছে। তিনি জানেন, তার ফুলগুলোকে বলা হয় ফুলের রানী। কিন্তু আশানুরূপ ফলন পেলেন না। এক ফুল চাষির কাছ থেকে জানাতে পারলেন, তার চাষপদ্ধতি ত্রুটিযুক্ত ছিল।
ক. বাণিজ্যিক ভিত্তিতে বাংলাদেশে কোন ফুল চাষ হয়?
খ. ফুল চাষের সঠিক পরিচর্যার প্রয়োজন হয় কেন?
গ. করিম সাহেব পছন্দনীয় ফুল চাষের জন্য কীভাবে জমি প্রস্তুত করবেন? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ফুলটি শুধু মনের খোরাকই জোগায় না, মানুষের অর্থনৈতিক মুক্তিও দিতে পারে- আলোচনা কর।
৬. শিরিন বেগম বিল অঞ্চলে উঁচু ভিটে বাড়িতে বসবাস করেন। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সবজি চাষের উপর প্রশিক্ষণ নিয়ে বাড়ির আঙ্গিনায় ৫ শতক জমিতে পালং শাক চাষ করে সফলতা লাভ করলেন। এ সফলতার পর তিনি বিলে অবস্থিত তার জমিগুলোর উঁচু আলেও পালংশাক চাষের পরিকল্পনা গ্রহণ করলেন।
ক. পালংশাকের ১টি জাতের নাম লেখ।
খ. পালংশাকে ইউরিয়া সার উপরি প্রয়োগের কারণ ব্যাখ্যা কর।
গ. শিরিন বেগম জমিতে কী পরিমাণ জৈব সার প্রয়োগ করেছিলেন নির্ণয় কর।
ঘ. শিরিন বেগমের পরিকল্পনা তার কৃষি কার্যক্রমকে কীভাবে প্রভাবিত করবে বিশ্লেষণ কর।
৭. পাবনা জেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের কৃষকগণ বিভিন্ন কৃষি পণ্য উৎপাদন করেন। বাম্পার ফলন হলেও তা ধরে রাখর জন্য বড় গুদামঘর বা প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলাও সম্ভব নয়। তাই তারা এ সমস্যা সমাধানের জন্য কৃষি কর্মকর্তার সাথে দেখা করেন। কৃষি কর্মকর্তা সমবায়ের মাধ্যমে এর সমাধান করার পরামর্শ দেন এবং বলেন, দশের লাঠি একের বোঝা। তার পরামর্শে কৃষকগণ পদক্ষেপ গ্রহণ করে লাভবান হন।
ক. কৃষি সমবায় বলতে কী বোঝ?
খ. আধুনিক কৃষি ব্যয়বহুল হয়ে পড়ছে কেন?
গ. কৃষ্ণচন্দ্রপুর গ্রামের কৃষকগণের সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপের বর্ণনা দাও।
ঘ. কৃষ্ণচন্দ্রপুর গ্রামের কৃষকদের সমবায় গঠনে কৃষি কর্মকর্তার উক্তিটি বিশ্লেষণ কর।
৮. মানিক একজন মধ্যবিত্ত কৃষক। তার বাড়ি রাজশাহী জেলার পুঠিয়ায়। তিনি প্রতিবছর প্রায় সব মৌসুমে নিজ জমিতে বিভিন্ন ধরনের প্রচুর ফল উৎপাদন করেন। তার এ অঞ্চলের সুবিধার কারণে এখানে কতিপয় শস্য তুলনামূলকভাবে বেশি জন্মে। তার স্ত্রীর গ্রামের বাড়ি বরিশালে। আবার এ অঞ্চলে এসব ফসল তেমন উৎপাদন হয় না। কারণ এটা নির্ভর করে কৃষি আবহাওয়ার উপর।
ক. কৃষি আবহাওয়া কাকে বলে?
খ. কীভাবে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়?
গ. বরেন্দ্র এলাকায় মাটির প্রকৃতি ও কী কী ফসল উৎপন্ন হয় বর্ণনা কর।
ঘ. অঞ্চলভেদে কৃষি আবহাওয়ার উপর ফসল উৎপাদনের তারতম্য নির্ভর করে- উদ্দীপকের আলোকে বিষয়টির উপর যুক্তি উপস্থাপন কর।
৯. জামাল তার বাড়িতে একটি ছোট পোল্ট্রি খামার তৈরি করে। সেখানে সে ব্রয়লার পালন করতে শুরু করে। তার খামার দেখে এলাকার প্রবীণ মহিলা জমিলা বেগম আশ্চর্য হয়ে যায়। সেভাবে তারও একটি দেশি মুরগির খামার ছিল। সেখানেও মুরগি পালন হতো আর এখন জালালও মুরগি পালন করছে। এই দুই প্রজন্মের খামারের মধ্যে কত তফাত।
ক. কোন খামারের জন্য বেশি মূলধন ও লোকবল প্রয়োজন?
খ. পারিবারিক কৃষি খামারের দুইটি বৈশিষ্ট্য লেখ।
গ. জমিলা বেগমের খামারের বর্ণনা দাও।
ঘ. জামালের খামারের স্বাস্থ্য ব্যবস্থাপনা আলোচনা কর।
১০. আমাদের দেশে এক সময় প্রচুর মাছ পাওয়া যেত। কিন্তু বর্তমানে এর অভাব প্রকটভাবে দেখা দিচ্ছে। সরকার মাছের উৎপাদন বাড়ানোর জন্য নানা রকম ব্যবস্থা গ্রহণ করেছেন। এগুলোর মধ্যে মাছের অভয়াশ্রম গড়ে তোলা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ক. চারা পোনা কাকে বলে?
খ. আদর্শ পুকুরের pH এর মান কীভাবে নিয়ন্ত্রণ করা যায়?
গ. উল্লেখিত সম্পদের উৎপাদন বৃদ্ধিতে সরকারের গৃহীত পদক্ষেপগুলো কী কী? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত পদক্ষেপটির যথার্থতা মূল্যায়ন কর।
১১. রহিম তার জমির কিছু অংশে শীতকালীন ফসল ও কিছু অংশে ধান চাষ করেন। কিন্তু শীতকালে নিম্ন তাপমাত্রায় তার ধানে চিটা দেখা যায়। তাই তিনি পরবর্তীতে কৃষি কর্মকর্তার পরামর্শে শৈত্যসহিষ্ণু ব্রি-ধান ৩৬ ও ব্রি-ধান ৫৫ চাষ করে ভালো ফলন পেলেন।
ক. খরার ফলে উদ্ভিদে কোন এনজাইম উৎপাদন বৃদ্ধি পায়?
খ. ফসলের খরা পরিহারকরণের একটি কৌশল ব্যাখ্যা কর।
গ. রহিম ধান চাষে যে সমস্যায় পড়েছিলেন তা ব্যাখ্যা কর।
ঘ. কৃষি কর্মকর্তার পরামর্শটির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
আরো ও সাজেশন:-
১২. বিটিভি থেকে প্রচারিত কৃষি দিবানিশি অনুষ্ঠানে ধানক্ষেতে মাছ চাষ পদ্ধতি দেখে সিকদার সাহেব এ পদ্ধতিতে উদ্বুদ্ধ হন। পরে তিনি স্থানীয় কৃষি কর্মকর্তার কাছ থেকে বিস্তারিত জেনে তদনুসারে জমি প্রস্তুত করে চাষ শুরু করেন এবং এতে তিনি বাড়তি আয়ের মুখ দেখেন।
Advertisement 2
ক. বাংলাদেশে কলার বংশবিস্তার কিসের মাধ্যমে হয়?
খ. গোলাপে প্রুনিং করতে হয় কেন?
গ. উক্ত চাষের জন্য সিকদার সাহেব কীভাবে তার ধানক্ষেত প্রস্তুত করেন তা ব্যাখ্যা কর।
ঘ. জমির সর্বোত্তম ব্যবহারে সিকদার সাহেবের গৃহীত পদক্ষেপটি অত্যন্ত সময়পযোগী – বিষয়টি বিশ্লেষণ কর।
১৩. আমিন সাহেব কৃষি কর্মকর্তার পরামর্শমতো তার বাড়ির দক্ষিণ দিকে পুকুর পাড়ে উঁচু ৪ শতক জমিতে মেহগনির চারা রোপণ করেন। এজন্য তিনি ১৫ সে.মি. ১০ সে.মি. আকারের পলিব্যাগ ব্যবহার করেন। এতে করে আমিন সাহেব ব্যাপক সফলতা লাভ করেন।
ক. CCA কী?
খ. সঠিক পদ্ধতিতে উদ্ভিদের বীজ সংরক্ষণ করা প্রয়োজন কেন?
গ. আমিন সাহেবের নার্সারির চারার সংখ্যা নির্ণয় কর।
ঘ. আমিন সাহেবের সফলতার কারণ ব্যাখ্যা কর।
১৪.সুনামগঞ্জের কৃষকরা প্রায়ই এক ধরনের বন্যায় ফসল উৎপাদন করতে গিয়ে বিভিনড়বভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ব্যাপারে তারা কৃষি কর্মকর্তার পরামর্শ নিলে, তিনি তাদেরকে উক্ত পরিস্থিতিতে খাপখাওয়ানোর কৌশল হিসেবে প্রয়োজনীয় পরামর্শ দিলেন।
ক. প্রোলিন কী?
খ. হামপুলিং কী? এটি কেন করা হয়?
গ. কৃষি কর্মকর্তার দেওয়া পরামর্শগুলো ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত বন্যাটির প্রভাব প্রভাব বিশ্লেষণ কর।
১৫. রুবেল সাহেব সঠিক পদ্ধতি ব্যবহার করে ৩ মিটার মাঝের বেড় বিশিষ্ট ১০ মি., ১১ মি. ও ১২ মিটার দৈর্ঘ্যরে ৩টি গাছ কাটেন এবং এর থেকে প্রয়োজনীয় কাঠ সংগ্রহ করেন।
ক. আর্টেজীয় কূপ কী?
খ. কিলন ড্রাইং-এর চেয়ে এয়ার ড্রাইং অধিকতর সুবিধাজনক কেন? ব্যাখ্যা কর।
গ. রুবেল সাহেব কী পরিমাণ ব্যবহার উপযোগী কাঠ পেলেন? তা নির্ণয় কর।
ঘ. রুবেল সাহেব যে পদ্ধতিতে গাছ কাটেন তার প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১৬. ফুলপুর গ্রামের শরিফা বেগমের ঔষধি উদ্ভিদের একটি বাগান আছে। আমাশয়, কাশি থেকে শুরু করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্যও পর্যাপ্ত গাছপালা সেই বাগানে আছে।
ক. ঝাউ গাছের বীজ সংগ্রহ করা হয় কোন মাসে?
খ. কৃষি বনায়নের বৈশিষ্ট্যগুলো লিখ।
গ. উদ্দীপকে উল্লিখিত রোগগুলোর জন্য শরিফা বেগম যে গাছগুলোর সাহায্য নিবে তা বৈশিষ্ট্যসহ উল্লেখ কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত উদ্ভিদগুলোর প্রয়োজনীয়তা বিশ্লেষণ
১৭. আবিদ হোসেন গত বছর ২৫ কেজি গম বীজ সংরক্ষণ করেছিলেন। কিন্তু আর্দ্রতা ১২% এর বেশি থাকায় বীজগুলো বপনের অনুপযোগী হয়। কৃষি কর্মকর্তা তাকে বীজের আর্দ্রতা ১২% এর নিচে রাখার পরামর্শ দিলেন।
ক. বীজ শুকানো হয় কেন?
খ. বীজের আর্দ্রতার হার নির্ণয়ের সূত্রটি লেখ।
গ. আবিদ হোসেনের বীজ নষ্ট হওয়ার কারণ ব্যাখ্যা কর।
ঘ. বীজ শুকানোর পদ্ধতি বিশ্লেষণ কর।
১৮.বাংলাদেশের উত্তরাঞ্চলে কম বৃষ্টিপাত হওয়ায় সেখানে গবাদিপশুর খাদ্য সংকট দেখা দেয়। এ অবস্থায় গবাদিপশু রক্ষায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কিছু পরামর্শ দিয়ে এলাকার কৃষকদের অর্থাৎ পশু পালনকারীদের সচেতনতা বাড়াতে কিছু পরামর্শ দিয়েছিলেন।
ক. অভিযোজন কী?
খ. ফসলের খরা পরিবহারকরণ কৌশলগুলো কী কী?
গ. উত্তরাঞ্চলের কৃষকরা উল্লেখিত দুর্যোগ হতে কীভাবে গবাদিপশু রক্ষা করবেন- ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের ফসল উৎপাদনে উল্লেখিত পরিস্থিতির প্রভাব আলোচনা কর।
১৯. জনৈক মাছ চাষী তার পুকুরটিতে ৫ কেজি পরিমাণ পোনা মাছ ছাড়েন। ৬ মাস পর তিনি মাছগুলো তুলে দেখেন, যে মাছের পরিমাণ ২২৫ কেজি হয়েছে, উক্ত মাছ উৎপাদন করতে তাকে ৩০০ কেজি খাদ্য সরবরাহ করা হয়েছে।
ক. সম্পূরক খাদ্য কাকে বলে?
খ. সম্পূরক খাদ্যের গুরুত্ব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের খাদ্যের FCR নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের খাদ্যের গুণগত মান সম্পর্কে তোমার মূল্যায়ন বিশ্লেষণ কর।।
২০. মনু মিয়া তার বাড়ির পাশে পতিত জমিতে সবজি চাষ করবে বলে সিদ্ধান্ত নিল। কিন্তু হঠাৎ করে একটানা বৃষ্টিতে তার জমিতে ছোট-বড় ফাটল দেখা দিল এবং জমির উপরের স্তরের মাটি বেশ খানিকটা ধুয়ে চলে গেল।
ক. পাট চাষের বিশেষ উপযোগী মাটি কোনটি?
খ. ধান চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
গ. বৃষ্টি পর জমির যে অবস্থা ভালো তা কারণসহ ব্যাখ্যা কর।
ঘ. উক্ত পরিস্থিতির ক্ষতিকর দিকগুলো বিশ্লেষণ কর।
Advertisement 4
২১. এবছর সরকার কর্তৃক মৎস্য আইন জোরদার করার ফলে প্রচুর মাছ উৎপাদন হয়েছে, ফলে জেলেরা ভীষণ খুশি। আমাদের সকলের উচিত মুক্ত জলাশয়ের মাছের উৎপাদনের প্রতি নজর দেওয়া। মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য অভয়াশ্রমের গুরুত্বও অপরিসীম।
ক. আঁতুড় পুকুর কাকে বলে?
খ. মাছের খাবারের গুণগত মান ভালো না হলে কোন ধরনের ক্ষতি হবে?
গ. উক্ত আইনের উল্লেখযোগ্য বিধিসমূহের বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের শেষোক্ত তথ্যটি বিশ্লেষণ কর।
১.কোন ফসলের কালো পট্টি রোগ দেখা যায়?
উত্তরঃ (গ) বেগুন
২.স্বাভাবিক সীমা থেকে PH এর মান বেশি হলে পুকুরের পানিতে দিতে হবে
উত্তরঃ (খ) i,iii
৩.নিচের কোনটি ত্রিফলা?
উত্তরঃ (ক) থানকুনি তুলসী কালমেঘ
৪.উদ্দীপকে উল্লেখিত বিশেষ পদ্ধতিতে ব্যবহৃত উপাদান সমূহ হল—
উত্তরঃ (গ)সাইলেজ
৫. উদ্দীপকে গবাদি পশুর কোন খাবারের কথা বলা হয়েছে?
উত্তরঃ (গ) ii, iii
৬.নিচের কোন মাছটি মৌসুমী পুকুরে চাষ উপযোগী?
উত্তরঃ (ক) সিলভার কাপ
৭.মাটির গঠন ও প্রকৃতি অনুযায়ী ৩০টি কৃষি পরিবেশ অঞ্চল কে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ (গ) ৫ টি
৮. বিজের সতেজতা পরীক্ষার মাধ্যমে কি নির্ণয় করা হয়?
উত্তরঃ (ক) প্রতিকূল পরিবেশে অঙ্কুরোদগম ক্ষমতা
৯.মাছ চাষে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ (খ) বিভিন্ন সময় আলাদা আলাদা হয় , তবে ২০১৯ সালে ৫ম , ২০১৮ ৩য় ছিল
১০.কোন সবজি চাষে কম নাইট্রোজেন সারের প্রয়োজন হয়?
উত্তরঃ (ঘ) শিম
১১.পারিবারিক বয়লার মুরগি খাওয়ায় নিচের কোনটি উপাদানটি চলমান খরচ সবচেয়ে কম?
উত্তরঃ (গ) শ্রম
১২.বাংলাদেশের কোন অঞ্চলে মাটিতে লবণাক্ততার প্রভাব দূরত্ব বাড়ছে?
উত্তরঃ (খ) দক্ষিণাঞ্চল
১৩.সাধারন কোন সময় পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায়
উত্তরঃ (ক) সকালে
১৪.’x’ সাহেবের গাছের গোড়া ডেকে রাখার পদ্ধতি কোনটি?
উত্তরঃ (ক) ট্রেনিং
১৫.উক্ত পদ্ধতির সুবিধা গুলো হলো—
উত্তরঃ (গ) i, ii, iii
১৬.ধানের গোড়ায় বসে এক ধরনের ফড়িং পোকা রস শুষে খেলে কোন কীটনাশক প্রয়োগ করতে হয়?
উত্তরঃ (ঘ) সোলেজ
১৭.নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য?
উত্তরঃ (গ) ফিসমিল
১৮.১৯৭৩ সালে কোন সংরক্ষণ আইন প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ (গ)বন্যপ্রাণী
১৯.নির্দিষ্ট সময় পর্যন্ত পানির নিচে থাকা অবস্থায়ও ধান গাছ মরে না যাওয়ার কারণ হলো—
উত্তরঃ (ঘ) i, ii, iii
২০.কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধিতে কোন সমযবায় টি অধিক কার্যকর?
উত্তরঃ (গ) কৃষি উৎপাদন সমবায়
২১. চিত্রে A চিহ্নিত অংশটি কৃষি জমির বহুবিধ ব্যবহারে কি অংশ?
উত্তরঃ (গ) ডোবা
২২.উদ্দীপকের কৃষি জমিতে চাষ করা যায়–
উত্তরঃ (খ) i, iii
২৩.পুকুরের কয়টি স্থান থেকে মাছের সম্পূরক খাদ্য দিতে হয়?
উত্তরঃ (খ) ৩-৪
২৪.পুকুরে মাছের রোগ জনিত ঝুঁকি দেখা দিলে প্রথমে কি করা প্রয়োজন?
উত্তরঃ (খ)চুন প্রয়োগ
২৫.১৫ শতাংশ জমিতে বেগুন চাষের জন্য কত কেজি
-৬০০
১। যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয় তাকে কি বলে?
উত্তর: ক (কৃষি প্রযুক্তি)
২। কোন ফসলের ক্ষেত্রে হাম পুলিং করা হয়?
উত্তর: গ ( আলু)
৩। নিচের কোনটি জমিতে অধিক মাত্রায় প্রয়োগ করলে মাটির দানাবন্ধ ভাল হয়?
উত্তর: (ঘ) জৈব পদার্থ
৪। হে তৈরির জন্য নিচের কোনটি বেশী উপযোগী?
উত্তর: (ক) মাসকলাই
৫। মৎস্য সংরক্ষণ আইন কত সালে প্রনণয় করা হয়?
উত্তর: (খ) ১৯৫০
৬। জলবায়ু পরিবর্তনের কারণে_
উত্তর: (ক) i,ii
৭। কিরণ ও দিশারী কোন ফসলের জাত?
উত্তর: (ঘ) ধান
৮। ধান গাছের মাঝডগা সাদা ও ধানের শীষে সাদা চিটা হয় কোন পোকার আক্রমণে?
উত্তর: (খ) মাজরা পোকা
৯। জহির সাহেব কয়টি উন্নত জাতের হাস পালন করতে পারবেন?
উত্তর: (খ) ৭০টি
১০। জহির সাহেবের হাস ও মাছের সমন্বিত চাষের ফলে__
উত্তর: (ঘ) i,ii,iii
১১। কোন মাছ মধ্য স্তরে খাদ্য গ্রহণ করে?
উত্তর: (খ) রুই
১২। গাভীর রাফেজ জাতীয় খাদ্য?
উত্তর: (ঘ) কাঁচা ঘাস
১৩। আম উৎপাদনে বাংলাদেশের স্থান কত?
উত্তর: (ঘ) অষ্টম
১৪। কোনটি ভিটামিন সি সমৃদ্ধ?
উত্তর: (ক) আমলকী
১৫। মিজান সাহেবের চারার সংখ্যা?
উত্তর: (খ) ৪৫০০
১৬। মিজান সাহেবর বীজগুলো সংগ্রহ করেছিলেন-
উত্তর: (গ) ii,iii
১৭। নার্সারিতে কোনটি জীবন্ত গাছের বেড়া হিসেবে ব্যবহার করা হয়?
উত্তর: (গ) দুরন্ত
১৮। গোল কাঠ পরিমাপে সঠিক আয়তনে সূত্রটি কে আবিষ্কার করেন?
উত্তর: (গ) নিউটন
১৯। কোনটি ছাড়া কৃষিকাজ সম্ভব নয়?
উত্তর: (ঘ) পানি
২০। সমবায়েরর ভিত্তিতে নিরাপদ পানি
উত্তর: (খ) জলাধার
২১। কৃষি সমবায়ের মূল শর্ত কী?
উওর: (ক) বিনিয়োগ ও বন্টন
২২। দুধ একবার গরম করলে কত ঘন্টা ভালো থাকে?
উওর:(গ) ৪
২৩। ১০ শতকের একটি পুকুরের পানির উপরের লাল স্তর দূর করতে কত গ্রাম তুতের প্রয়োজন?
উওর: (ক) ১২০-১৫০ গ্রাম
২৪। রতন পোনা পরিবহনে পলিব্যাগের পানিতে নিচের কোনটি ব্যাবহার করেছিলেন?
উওর: (খ) অক্সিজেন
২৫। পোনাগুলোকে গোসল করানোর কারন-
উওর: (খ) i,iii
- এইচএসসি পরীক্ষার সাজেশন, এইচএসসি সাজেশন ,এইচএসসি সাজেশন প্রশ্নব্যাংক, এইচএসসি সাজেশন pdf, এইচএসসি চুড়ান্ত সাজেশন
- আলিম পরীক্ষার সাজেশন, আলিম সাজেশন ,আলিম সাজেশন প্রশ্নব্যাংক, আলিম সাজেশন pdf, আলিম চুড়ান্ত সাজেশন
- hsc History 2nd paper suggestion
এস.এস.সি. পরীক্ষা-২০১৯
কৃষি শিক্ষা
বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)
১।বীজকে পরবর্তী মৌসুমে ব্যবহারের জন্য বীজের আদ্রতা কত থাকা প্রয়োজন ? উ: (ক) ১২%
২। কোন বনে অধিকাংশ উদ্ভিদ উর্ধ্বমুখী বায়বীয় মূল আছে? উ: (গ) ম্যানগ্রোভ বন।
৩।ভূমিক্ষয় রোধে কোন ফসল চাষ করা উচিত ? উ: (খ) চিনাবাদাম ও মাসকলাই। ৪।সকালে শিশির ভেজা অবস্থায় কোন ফসল সংগ্রহ করা হয়? উ: (ঘ)সরিষা।
Advertisement 2
৫।লিগুউম জাতীয় ঘাসে সাধারণ ঘাসের তুলনায় কোন খাদ্য উপাদান বেশি পরিমাণ থাকে ? উ: (খ)প্রোটিন।
৬। আখের কোন জাতটি একাধিক পরিবেশে অভিযোজনে সক্ষম ? উ: (খ)ঈশ্বরদী-৩৭
৭।ম্যানগ্রোভ বনের প্রধান বৃক্ষ কোনটি? উ: (গ)সুন্দরী।
৮। ঝুঁকিপূর্ণ কর্তন প্রক্রিয়া হলো- উ: (ক) iওii
৯। কোন চিত্রটিতে কাঠের পরিমাণ কম হবে? উ: (ঘ)চিত্র’D’
১০।কোন ভূমিক্ষয়ের কারণে জমির উর্বরতা হ্রাস পায়? উ: (খ) আস্তরণ ভূমিক্ষয়।
১১। দুই রঙা গোলাপের জাত কোনটি ? উ: (ঘ)আইক্যাচার।
১২। আবহাওয়ার কোন পরিবেশে পাট দ্রুত পচে? উ: (ক)গরম পরিবেশে।
১৩। নিচের কোন উদ্ভিদটি ব্যবহার উপযোগী হতে সময় বেশি লাগে? উ: (ঘ)জারুল।
১৪। মৎস্য খামারে পুকুরে পোনা মজুদকালীন সময়ে নিচের কোন উপকরণটি প্রয়োজন? উ: (গ) থার্মোমিটার
১৫।প্রিয়া মনি দুই সপ্তাহে মোট কী পরিমাণ খাদ্য ব্রয়লার মুরগীকে দেয়? উ: (খ)৬৩ কেজি।
১৬। প্রিয়া মনির চলমান ব্যয় সবথেকে কম হয়- উ: (ক)i
১৭। কৃষি সমবায়গুলো কীরূপ হওয়া উচিত ? উ: (ক)অঞ্চলভিত্তিক।
১৮। ক্ষুদ্র কৃষক আবু কৃষিপণ্য বিক্রি করে উপযুক্ত মূল্য পায় না।সমস্যা সমাধানে আবুকে গ্রামে কোন সমবায় সমিতির সদস্য হতে হবে ? উ: (ঘ)কৃষিপণ্যবাজারজাতকরণ সমবায়।
১৯। ধানের কোন জাতটি প্রতিকূল পরিবেশে সবচেয়ে বেশি কার্যকর? উ: (খ)ব্রি ধান ৪৭ ২০। কৃষি সমবায় প্রক্রিয়ায় অনেক জমিকে কী করা হয়? উ: (খ)একই ব্যবস্থাপনার আওতায় আনা হয়।
২১। মানুষ সম্মিলিত ভাবে বসতভিটা,পুকুর, নদী ও অন্যান্য জলাশয়ের পাশে কোন বন গড়ে তোলে? উ: (ক)গ্রামীণ বন।
২২। হিটুর পুকুরে ২-৩ মাস মেয়াদে চাষের জন্য কোনটি উপযুক্ত – উ: (গ) ধানী পোনা
২৩।প্রথম অবস্থায় পানির গভীরতাজনিত কারনে মাছের উৎপাদন বেশি ক্ষতিগ্রস্ত হয়? উ: (গ)ii,ওiii
২৪। কোন ধরনের মাটিতে পুকুরের ঢালের অনুপাত বেশি করতে হয়? উ: (গ)বেলে মাটি।
২৫। জার্সি জাতের সংকর গাভী দৈনিক কত লিটার দুধ দেয়? উ: (গ)১৫-২০ লিটার।
এস.এস.সি. পরীক্ষা-২০১৮
কৃষি শিক্ষা
বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)
১. যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয় তাকে কি বলে?
উত্তর: (ক) কৃষি প্রযুক্তি
২. কোন ফসলের ক্ষেত্রে হাম পুলিং করা হয়?
উত্তর: (গ) আলু
৩. নিচের কোনটি জমিতে অধিক মাত্রায় প্রয়োগ করলে মাটির দানাবন্ধ ভাল হয়?
উত্তর: (ঘ) জৈব পদার্থ
৪. হে তৈরির জন্য নিচের কোনটি বেশী উপযোগী?
উত্তর: (ক) মাসকলাই
৫. মৎস্য সংরক্ষণ আইন কত সালে প্রনণয় করা হয়?
উত্তর: (খ) ১৯৫০
৬. জলবায়ু পরিবর্তনের কারণে_
উত্তর: (ক) i,ii
৭. কিরণ ও দিশারী কোন ফসলের জাত?
উত্তর: (ঘ) ধান
৮. ধান গাছের মাঝডগা সাদা ও ধানের শীষে সাদা চিটা হয় কোন পোকার আক্রমণে?
উত্তর: (খ) মাজরা পোকা
৯. জহির সাহেব কয়টি উন্নত জাতের হাস পালন করতে পারবেন?
উত্তর: (খ) ৭০টি
১০. জহির সাহেবের হাস ও মাছের সমন্বিত চাষের ফলে__
উত্তর: (ঘ) i,ii,iii
১১. কোন মাছ মধ্য স্তরে খাদ্য গ্রহণ করে?
উত্তর: (খ) রুই
১২. গাভীর রাফেজ জাতীয় খাদ্য?
উত্তর: (ঘ) কাঁচা ঘাস
১৩. আম উৎপাদনে বাংলাদেশের স্থান কত?
উত্তর: (ঘ) অষ্টম
১৪. কোনটি ভিটামিন সি সমৃদ্ধ?
উত্তর: (ক) আমলকী
১৫. মিজান সাহেবের চারার সংখ্যা?
উত্তর: (খ) ৪৫০০
১৬. মিজান সাহেবর বীজগুলো সংগ্রহ করেছিলেন-
উত্তর: (গ) ii,iii
১৭. নার্সারিতে কোনটি জীবন্ত গাছের বেড়া হিসেবে ব্যবহার করা হয়?
উত্তর: (গ) দুরন্ত
১৮. গোল কাঠ পরিমাপে সঠিক আয়তনে সূত্রটি কে আবিষ্কার করেন?
উত্তর: (গ) নিউটন
১৯. কোনটি ছাড়া কৃষিকাজ সম্ভব নয়?
উত্তর: (ঘ) পানি
২০. সমবায়েরর ভিত্তিতে নিরাপদ পানি
উত্তর: (খ) জলাধার
২১. কৃষি সমবায়ের মূল শর্ত কী?
উওর: (ক) বিনিয়োগ ও বন্টন
২২. দুধ একবার গরম করলে কত ঘন্টা ভালো থাকে?
উওর:(গ) ৪
২৩. ১০ শতকের একটি পুকুরের পানির উপরের লাল স্তর দূর করতে কত গ্রাম তুতের প্রয়োজন?
উওর: (ক) ১২০-১৫০ গ্রাম
২৪. রতন পোনা পরিবহনে পলিব্যাগের পানিতে নিচের কোনটি ব্যাবহার করেছিলেন?
উওর: (খ) অক্সিজেন
২৫. পোনাগুলোকে গোসল করানোর কারন-
উওর: (খ) i,iii
- এইচএসসি পরীক্ষার সাজেশন, এইচএসসি সাজেশন ,এইচএসসি সাজেশন প্রশ্নব্যাংক, এইচএসসি সাজেশন pdf, এইচএসসি চুড়ান্ত সাজেশন
- আলিম পরীক্ষার সাজেশন, আলিম সাজেশন ,আলিম সাজেশন প্রশ্নব্যাংক, আলিম সাজেশন pdf, আলিম চুড়ান্ত সাজেশন
- hsc History 2nd paper suggestion
১. ফসল উৎপাদনের প্রধান মাধ্যম কোনটি?
উত্তর: মাটি
খ. পাথর
গ. পানি
ঘ. বাতাস
২. গোল আলু চাষে মাটিতে প্রচুর পরিমাণে কোনটি থাকা উচিত?
ক. ফসফরাস
খ. নাইট্রোজেন
উত্তর: জৈব পদার্থ
ঘ. খনিজ পদার্থ
৩. বাংলাদেশে কৃষি পরিবেশ অঞ্চল কয়টি?
ক. ২৮টি
খ. ২৯টি
উত্তর: ৩০টি
ঘ. ৩১টি
৪. কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের কত সে.মি. গভীর স্তরকে মাটি বলে?
ক. ১০-১২ সে.মি
উত্তর: ১৫-১৮ সে.মি
গ. ১৯-২০ সে.মি
ঘ. ২১-২২ সে.মি
৫. মাটির জৈব পদার্থ কম হলে কী ব্যবহার করতে হবে?
ক.. রাসায়নিক সার
উত্তর: কম্পোস্ট সার
গ. সবুজ সার
ঘ. চুন
৬. নিচু জমিতে কোন ধান চাষ করা যায়?
উত্তর: বোরো
খ. আউশ
গ. বোনা আমন
ঘ. ইরি
৭. বাংলাদেশের কোন অঞ্চলে গমের চাষ ভালো হয়?
উত্তর: উত্তরাঞ্চলে
খ. দক্ষিণাঞ্চলে
গ. পূর্বাঞ্চলে
ঘ. পশ্চিমাঞ্চলে
৮. বিনা চাষে আবাদ করা যায় কোনটি?
ক. ধান
খ. আলু
উত্তর: ডাল
ঘ. গম
৯. অতিরিক্ত পানি সহ্য করতে পারে না কোনটি?
ক. ধান
খ. পাট
গ. ভুট্টা
উত্তর: ডাল
১০. আলু চাষের জন্য উপযুক্ত মাটি-
উত্তর: দোআঁশ
খ. পলি দোআঁশ
গ. এঁটেল
ঘ. কর্দম
১১. কাদামাটি অঞ্চলের পটাশজাত খনিজের মাত্রা-
ক. খুব কম
খ. কম
উত্তর: মাঝারি
ঘ. বেশি
১২. বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের খরিপ-১ মৌসুমে বৃষ্টিনির্ভর ফসল কোনটি?
ক. আখ
উত্তর: পাট
গ. গম
ঘ. মুলা
১৩. বরেন্দ্র অঞ্চলে রবি মৌসুমে চাষযোগ্য সেচনির্ভর ফসল নয়-
ক. আখ
খ. চিনাবাদাম
উত্তর: আম
ঘ. গম
১৪. দোআঁশ মাটি অঞ্চলে রবি মৌসুমের সেচনির্ভর ফসল কোনটি?
উত্তর: আখ+আলু
খ. টমেটো
গ. কাউন
ঘ. ধৈঞ্চা
১৫. দোআঁশ মাটি অঞ্চলে রবি মৌসুমের বৃষ্টিনির্ভর ফসল কোনটি?
ক. আখ+আলু
উত্তর: গম
গ. তোষা পাট
ঘ. ভুট্টা
১৬. উপকূলীয় অঞ্চলের অন্তর্গত এলাকা-
ক. বান্দরবান
খ. কুষ্টিয়া
গ. খুলনা
উত্তর: বরিশাল
১৭. পাহাড়ি ও পাদভূমি অঞ্চলের মাটি কোন প্রকৃতির?
ক. বেলে দোআঁশ
উত্তর: দোআঁশ
গ. কর্দম
ঘ. কঙ্করময়
১৮. পাহাড়ি ও পাদভূমি অঞ্চলের রবি মৌসুমে চাষযোগ্য বৃষ্টিনির্ভর ফসল-
উত্তর: ছোলা
খ. বোনা আউশ
গ. বোনা আমন
ঘ. পাট
১৯. উপকূলীয় অঞ্চলের মাটির অম্লমানের মাত্রা-
ক. ৪.৫ – ৫.৫
খ. ৫.৬ – ৬.১
গ. ৬.৫ – ৭.০
উত্তর: ৭.০ – ৮.৫
২০. উপকূলীয় অঞ্চলের রবি মৌসুমের সেচনির্ভর ফসল-
উত্তর: তরমুজ
খ. গম
গ. ভুট্টা
ঘ. মুলা
২১. উপকূলীয় অঞ্চলের খরিপ-১ মৌসুমের সেচনির্ভর ফসল কোনটি?
ক. বোনা আউশ
উত্তর: রোপা আউশ
গ. পাট
ঘ. কাঁকরোল
২২. রবি শস্য কোনটি
ক. ধান
খ. কুমড়া
উত্তর: গম
ঘ. পাট
২৩. কোন ফসল চাষে মাটির জো দেখে জমিতে লাঙল চালনা করা হয়?
ক. ধান
খ. পাট
উত্তর: গম
ঘ. আলু
২৪. কৃষির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি?
ক. জমি নির্বাচন
উত্তর: জমি প্রস্তুতি
গ. পানি সেচ
ঘ. আগাছা দমন
২৫. গম চাষে পাওয়ার টিলারের সাথে কোনটি যোগ করা হয়?
ক. জোয়াল
উত্তর: রটোভেটর
গ. কোদাল
ঘ. হার্ভেস্টর
২৬. পাওয়ার টিলার দিয়ে চাষ দিলে আলুতে কতটি চাষ প্রয়োজন?
ক. ২ – ৩
উত্তর: ৩ – ৪
গ. ৪ – ৫
ঘ. ৫ – ৬
২৭. কোন মাস থেকে আলু চাষের জন্য জমি প্রস্তুতির কাজ শুরু করা হয়?
ক. আষাঢ়
খ. শ্রাবণ
উত্তর: আশ্বিন
ঘ. মাঘ
২৮. আলুর বীজ থেকে বীজের দূরত্ব কত হওয়া উচিত?
ক. ১০ সে.মি.
উত্তর: ১৫ সে.মি.
গ. ২০ সে.মি.
ঘ. ২৫ সে.মি.
২৯. কোনটি চাষের জন্য মাটি ঝুরঝুরে হওয়া প্রয়োজন?
উত্তর: মুলা
খ. তুলা
গ. ধান
ঘ. পান
৩০. জমি প্রস্তুতির প্রথম ধাপ কোনটি?
ক. আগাছা বাছাই
উত্তর: ভূমি কর্ষণ
গ. পানি সেচ
ঘ. মাটি শোধন
৩১. ভূমি কর্ষণের উদ্দেশ্য কয়টি?
ক. ২
খ. ৪
উত্তর: ৬
ঘ. ৮
৩২. মাটির নিচের পোকা কোনটি?
ক. পামরী
খ. মাজরা
গ. কাটুই
উত্তর: উই
৩৩. নিচের কোনটি ভূমিক্ষয়ের জন্য সবচেয়ে ক্ষতিকর?
ক. বায়ু
খ. বৃষ্টি
গ. গরু-ছাগল চারণ
উত্তর: জুম চাষ
৩৪. আস্তরণ ভূমিক্ষয়ের প্রধান কারণ কী?
ক. বায়ু প্রবাহ
উত্তর: বৃষ্টিপাত
গ. হাল চাষ
ঘ. বসত বাড়ি বানানো
৩৫. কোন অঞ্চলে নালা ভূমিক্ষয় বেশি পরিলক্ষিত হয়?
ক. উত্তরাঞ্চলে
খ. সমতল ভূমিতে
গ. নিচু জমিতে
উত্তর: পার্বত্য অঞ্চলে
৩৬. কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?
ক. ধান
উত্তর: ডাল
গ. গম
ঘ. ভুট্টা
৩৭. কোন ধরনের ভূমিক্ষয়ে লম্বাকৃতির রেখা সৃষ্টি হয়?
ক. গালি ভূমিক্ষয়
খ. আস্তরণ ভূমিক্ষয়
গ. নালা ভূমিক্ষয়
উত্তর: রিল ভূমিক্ষয়
৩৮. গালি ভূমিক্ষয়ের পরিমাণ নিচের কোনটির ওপর নির্ভর করে?
ক. বায়ুপ্রবাহ
খ. শিলাবৃষ্টি
উত্তর: বৃষ্টিপাত
ঘ. অনাবৃষ্টি
৩৯. কোন মাসে বাত্যাজনিত ভূমিক্ষয়ের প্রকোপ দেখা যায়?
ক. আষাঢ়-শ্রাবণ
খ. বৈশাখ-জ্যৈষ্ঠ
উত্তর: চৈত্র-বৈশাখ
ঘ. আশ্বিন-কার্তিক
৪০. যে অঞ্চলে গাছপালা কম সে অঞ্চলে কোন কারণে ভূমিক্ষয় হয়?
উত্তর: বায়ুপ্রবাহের
খ. বৃষ্টিপাতের
গ. ভূমি কর্ষণের
ঘ. পানি নিষ্কাশনের
৪১. রাজশাহী অঞ্চলে কোন মাসে বায়ুজনিত ভূমিক্ষয়ের প্রকোপ সামান্য দেখা যায়?
ক. বৈশাখ-জ্যৈষ্ঠ
খ. আষাঢ়-শ্রাবণ
গ. ভাদ্র-আশ্বিন
উত্তর: চৈত্র-বৈশাখ
৪২. আস্তরণ ভূমিক্ষয়ের পরবর্তী পর্যায়কে কী বলে?
উত্তর: রিল ভূমিক্ষয়
খ. নালা ভূমিক্ষয়
গ. নদীকূলের ভূমিক্ষয়
ঘ. গ্রিল ভূমিক্ষয়
৪৩. কোন ধরনের ভূমিক্ষয়ের কারণে কৃষক জমি হারিয়ে নিঃস্ব হয়ে যায়?
ক. রিল ভূমিক্ষয়
খ. নালা ভূমিক্ষয়
উত্তর: নদী কূলের ভূমিক্ষয়
ঘ. আস্তরণ ভূমিক্ষয়
৪৪. বীজ শুকানো কত প্রকার?
উত্তর: ২ প্রকার
খ. ৪ প্রকার
গ. ৫ প্রকার
ঘ. ৬ প্রকার
৪৫. বীজের আর্দ্রতা কত হলে অঙ্কুরোদগম শুরু হয়?
ক. ৪০-৬০%
উত্তর: ৩৫-৬০%
গ. ২৫-৪০%
ঘ. ৪৫-৬০%
৪৬. বীজ শুকানোর সময় নির্ভর করে কয়টি পদ্ধতির ওপর?
ক. ৫টি
উত্তর: ৪টি
গ. ৭টি
ঘ. ১টি
৪৭. পরবর্তী মৌসুমে ব্যবহারের জন্য বীজের আর্দ্রতা কত হওয়া উচিত?
উত্তর: ১২%
খ. ১৫%
গ. ২০%
ঘ. ২৫%
৪৮. গ্রামবাংলায় বীজ সংরক্ষণের বহুল প্রচলিত পদ্ধতি কোনটি?
উত্তর: মটকায়
খ. পলিব্যাগে
গ. গোলায়
ঘ. বাক্সে
৪৯. বীজ রাখার পূর্বে ধানের গোলায় কিসের প্রলেপ দেওয়া হয়?
ক. মাটি
খ. কাদা
গ. গোবর
উত্তর: গোবর ও পানি
৫০. আধুনিক পদ্ধতিতে মাছ চাষে সার্বিক খরচের সিংহভাগ খরচ হয়-
ক. পুকুর তৈরিতে
উত্তর: খাদ্য ক্রয়ে
গ. পোনা ক্রয়ে
ঘ. সার প্রয়োগে
৫১. মাছের খাদ্যে আর্দ্রতার হার কত ভাগ থাকলে ছত্রাক/পোকামাকড় জন্মাতে পারে?
উত্তর: ১০% এর বেশি
খ. ১০% এর কম
গ. ২০% এর বেশি
ঘ. ২০% এর কম
৫২. বাতাসের আর্দ্রতা কত হলে মাছের খাদ্যে ছত্রাক/পোকামাকড় জন্মাতে পারে?
ক. ৫৬% এর বেশি
খ. ৫৬% এর কম
উত্তর: ৬৫% এর বেশি
ঘ. ৬৫% এর কম
৫৩. গুদামে সংরক্ষিত মাছের খাদ্য মেঝে থেকে কত সে.মি. উপরে পাটাতনে রাখতে হয়?
ক. ১০-১২ সে.
উত্তর: ১২-১৫ সে.
গ. ১৫-১৮ সে.
ঘ. ১৮-২০ সে.
৫৪. বাংলাদেশে কোন মৌসুমে অধিক ঘাস উৎপাদিত হয়?
ক. গ্রীষ্ম
উত্তর: বর্ষা
গ. শরৎ
ঘ. শীত
৫৫. শিম গোত্রীয় ঘাস কোনটি?
ক. ভুট্টা
খ. নেপিয়ার
উত্তর: মাষকলাই
ঘ. গিনি
৫৬. সাইলোপিটে ঘাস রাখার সময় কী ছিটিয়ে দিতে হয়?
ক. ইউরিয়া
খ. টিএসপি
উত্তর: ঝোলাগুড়
ঘ. পানি
৫৭. হে তৈরিতে ঘাসের আর্দ্রতা কত থাকবে?
ক. ১-৫%
উত্তর: ১৫-২০%
গ. ২০-২৫%
ঘ. ২৫-৩০%
৫৮. গরুকে দৈনিক কত কেজি শুকনো খড় দিতে হয়?
ক. ১-২ কেজি
উত্তর: ৩-৪ কেজি
গ. ৫-৭ কেজি
ঘ. ৮-১০ কেজি
৫৯. প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছকে বাহির থেকে যে অতিরিক্ত খাদ্য দেওয়া হয় তাকে কী বলে?
ক. পুষ্টিকর খাদ্য
উত্তর: সম্পূরক খাদ্য
গ. অতিরিক্ত খাদ্য
ঘ. সাধারণ খাদ্য
৬০. বড়মাছের জন্য দেহের ওজনের শতকরা কত ভাগ সম্পূরক খাদ্য প্রয়োগ করতে হবে?
ক. ১০-২০%
খ. ১৫-২০%
গ. ৫-১০%
উত্তর: ৩-৫%
৬১. চিংড়ি কখন খাদ্য গ্রহণ করে?
ক. সকালে
খ. দুপুরে
গ. বিকেলে
উত্তর: রাতে
৬২. বিশ শতক বা এর চেয়ে বড় আকারের পুকুরের জন্য কয়টি ফিডিং রিং স্থাপন করতে হবে?
ক. ১টি
উত্তর: ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
৬৩. ইউরিয়ার সাহায্যে খড় সংরক্ষণ পদ্ধতিতে ২০. কেজি খড়ের জন্য কত কেজি ইউরিয়া দরকার?
উত্তর: ১ কেজি
খ. ২ কেজি
গ. ৩ কেজি
ঘ. ৪ কেজি
৬৪. একটি গরুকে দৈনিক কত কেজি ইউরিয়া মেশানো খড় খাওয়াতে হবে?
ক. ১-২ কেজি
উত্তর: ২-৩ কেজি
গ. ৩-৪ কেজি
ঘ. ৪-৫ কেজি
৬৫. একটি গরুকে দৈনিক কত গ্রাম ইউরিয়া মোলাসেস ব্লক খেতে দিতে হবে?
ক. ১০০ গ্রাম
খ. ২০০ গ্রাম
উত্তর: ৩০০ গ্রাম
ঘ. ৪০০ গ্রাম
৬৬. শুষ্ক এ্যালজিতে শতকরা কত ভাগ আমিষ বিদ্যমান?
ক. ৩০৫০%
উত্তর: ৫০৭০%
গ. ৬০৮০%
ঘ. ৭০৯০%
৬৭. মিল্ক রিপ্লেসারে চর্বির পরিমাণ-
ক. ৮%
খ. ১০% এর কম
উত্তর: ১০% এর অধিক
ঘ. ২৮%
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও
Advertisement 5
- এসএসসি পরীক্ষা রেজাল্ট
Advertisement 5
- SSC Exam Result
- এসএসসি বিজ্ঞান স্পেশাল সাজেশন ২০২৩ , ssc Science suggestion (pdf) 2023, এসএসসি বিজ্ঞান সাজেশন (pdf) ২০২৩, এসএসসি বিজ্ঞান সংক্ষিপ্ত সাজেশন ২০২৩
Advertisement 3