SSC : বাংলা ১ম পত্র প্রবন্ধ উপেক্ষিত শক্তির উদ্বোধন বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর

SSC : বাংলা ১ম পত্র প্রবন্ধ উপেক্ষিত শক্তির উদ্বোধন বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর

১। কাজী নজরুল ইসলামের জন্ম সাল কত? ক) ১৯৮৪ খ) ১৮৯৮ গ) ১৮৯৯ ঘ) ১৯০৩

২। কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে যোগ দেন কত সালে? ক) ১৯১০ খ) ১৯১৩ গ) ১৯১৬ ঘ) ১৯১৪

৩। ‘শিউলিমালা’ কাজী নজরুল ইসলামের কী ধরনের গ্রন্থ? ক) উপন্যাস খ) ছোটগল্প গ) নাটক ঘ) প্রবন্ধ

৪। ‘কুহেলিকা’ নজরুলের কী ধরনের গ্রন্থ? ক) উপন্যাস খ) নাটক গ) প্রবন্ধ ঘ) ছোটগল্প

৫। নিচের কোনটি নজরুলের কাব্যগ্রন্থ? ক) অগ্নিবীণা খ) বিষের বাঁশি গ) ছায়ানট ঘ) ওপরের সবগুলো

৬। ‘মসীময়’ শব্দের সঠিক অর্থ কোনটি? ক) আলোময় খ) অন্ধকারাচ্ছন্ন গ) জ্যোতির্ময় ঘ) শোভাময় ৭। ছোটলোকদের অন্তর যার মতো স্বচ্ছ— ক) গ্লাস খ) আয়না গ) পানি ঘ) কাচ

৮। ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধটির পটভূমি নিচের কোনটি? ক) পূর্ব বাংলা খ) ব্রিটিশ রাজত্ব গ) অবিভক্ত ভারতবর্ষ ঘ) বাংলাদেশ

৯। ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ক) যুগবাণী খ) রাজবন্দীর জবানবন্দী গ) দুর্দিনের যাত্রী ঘ) নজরুল রচনা সম্ভার (তৃতীয় খণ্ড)

১০। ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে কাজী নজরুলের কোন চেতনা প্রকাশ পেয়েছে? ক) অসাম্প্রদায়িকতা খ) নারীচেতনা গ) সাম্যবাদী মানসিকতা ঘ) হিন্দু-মুসলিম সমস্যা

১১। আজ আমাদের মহাজাগরণের দিনে উপেক্ষিত ব্যক্তিদের ওপর কত আনা শক্তি নির্ভর করছে? ক) ছয় আনা খ) আট আনা গ) দশ আনা ঘ) বারো আনা

১২। হিন্দু বর্ণব্যবস্থায় উচ্চবর্গের লোককে কী বলা হয়? ক) ব্রাহ্মণ খ) ক্ষত্রীয় গ) বৈশ্য ঘ) চণ্ডাল

১৩। আজ আমাদের এত অধঃপতনের কারণ কী? ক) মেহনতি মানুষদের প্রতি অবহেলা খ) গণজাগরণের অভাব গ) স্বপ্নরাজ্যে বিচরণ ঘ) ব্যক্তিকে প্রাধান্য দেওয়া

১৪। অবিভক্ত ভারতবর্ষের আন্দোলন কে করেছিলেন? ক) নেতাজি সুভাষ বসু খ) মহাত্মা গান্ধী গ) মোহাম্মদ আলী জিন্নাহ ঘ) নওয়াব আব্দুল লতিফ

১৫। লেখকের মতে, জাতিভেদ, বর্ণভেদ, ধর্মভেদ থাকবে না কাদের মধ্যে? ক) মুসলমানের খ) হিন্দুর গ) হিন্দু-মুসলমানের ঘ) মানুষের

১৬। একটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কী কী করণীয় আবশ্যক? ক) ছোট-বড় ভেদাভেদ থাকবে না খ) উঁচু-নিচুর পার্থক্য থাকবে না গ) ধর্মীয় ও জাতিগত বিভেদ থাকবে না ঘ) ওপরের সবই

১৭। বিশ্বের বুকে একটি জাতি মর্যাদাবান রাষ্ট্র গঠন করতে প্রতিটি দেশের মনীষীরা কী করে গেছেন? ক) শান্তি খ) যুদ্ধ গ) আমরণ সংগ্রাম ঘ) আমরণ সুখ

১৮। প্রবন্ধের প্রধান বাহন নিচের কোনটি? ক) কাহিনি খ) সংলাপ গ) ভাষা ঘ) বিষয়বস্তু

১৯। ‘কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ! আলোচ্য লাইন দুটি কোন প্রবন্ধের? ক) নিরীহ বাঙালি খ) পহেলা বৈশাখ গ) উপেক্ষিত শক্তির উদ্বোধন ঘ) বই পড়া

২০। ‘এস, আমাদের উপেক্ষিত ভাইদের হাত ধরিয়া আজ বোধন-বাঁশিতে সুর দিই’—এই লাইনের মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন— ক) মানবতাবোধ খ) সাম্যবাদী চেতনা গ) সাম্প্রদায়িক চেতনা ঘ) হিন্দু-মুসলমানের মিলন

২১। ‘বোধন-বাঁশি’ বলতে লেখক বোঝাতে চেয়েছেন— ক) দারিদ্র্য দূর করা খ) চণ্ডালদের জাগিয়ে তোলা গ) বোধ জাগিয়ে তোলার বাঁশি ঘ) মনের কালিমা দূর করা

২২। ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ নামক প্রবন্ধে লেখক এদের মাধ্যমে কী করতে চেয়েছেন? ক) অসাধ্য সাধন খ) যুগান্তর পরিবর্তন গ) বিবর্তন ঘ) ওপরের সবগুলোই

২৩। আভিজাত্য-গৌরব নাই; পদ-গৌরবের অহংকার নাই, সে যে ডাকার মতো ডাকা, তাই, নিখিল ভারতবাসী, তাই উপেক্ষিত হতভাগারা তাঁহার পানে বাহু মেলিয়া ছুটিয়াছে। এখানে কাহার পানে ছোটার কথা বলা হয়েছে?

ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খ) শেরে বাংলা এ কে ফজলুল হক গ) মহাত্মা গান্ধী ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী

২৪। ‘আজ আমাদের এই নতুন করিয়া মহাজাগরণের দিনে আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না।’ লেখক যে শক্তির কথা বলেছেন— i. ছয় আনা শক্তি ii. দশ আনা শক্তি iii. ষোলো আনা শক্তি নিচের কোনটি সঠিক? ক) i খ) ii গ) iii ঘ) i ও iii

২৫। কাজী নজরুল ইসলামকে ‘বিদ্রোহী’ কবি বলার কারণ— i. সামাজিক অবিচারের বিরুদ্ধে লিখেছেন ii. পরাধীনতার বিরুদ্ধে লিখেছেন iii. ব্রিটিশদের বিরুদ্ধে লিখিছেন নিচের কোনটি সঠিক? ক) i খ) ii গ) ii, iii ঘ) i, ii ও iii

২৬। ‘সে আহ্বানে জাতিভেদ নাই, ধর্মভেদ নাই, সমাজভেদ নাই, সে যে ডাকার মতো ডাকা, তাই নিখিল ভারতবাসী, এই উপেক্ষিত হতভাগারা তাঁহার দিকে হাত বাড়িয়া দিয়াছে’—এ কথা দ্বারা বোঝা যায়— i. বিভেদের কথা ii. ঐক্যের কথা iii. বৈষম্যের কথা নিচের কোনটি সঠিক? ক) i খ) ii গ) iii ঘ) i ও iii

২৭। ‘তাহার আত্মা তোমার আত্মার মতোই ভাস্বর’ এই ‘ভাস্বর’ শব্দের সমার্থক শব্দ— i. দীপ্তিময় রর. শশী iii. আলোকিত নিচের কোনটি সঠিক? ক) i খ) ii গ) iii ঘ) i ও iii

২৮। ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে লেখক কয় শ্রেণির লোকের কথা বলতে চেয়েছেন? i. এক ii. দুই iii. তিন নিচের কোনটি সঠিক? ক) i খ) ii গ) iii ঘ) i ও iii

২৯। মহাত্মা গান্ধীর মতো বিশ্বে আরো অনেক নেতা ছিলেন, যারা মানুষের সাম্যাবস্থা চিন্তাচেতনার কথা বলেছেন। এমন ব্যক্তি হলেন—

i. নেলসন ম্যান্ডেলা ii. মার্টিন লুথার কিং iii. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

নিচের কোনটি সঠিক? ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর – ১. গ ২. ঘ ৩. খ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. ঘ ৮. গ ৯. ঘ ১০. গ ১১. গ ১২. ক ১৩. খ ১৪. ঘ ১৫. ঘ ১৬. ঘ ১৭. গ ১৮. ঘ ১৯. গ ২০. খ ২১. গ ২২. ঘ ২৩. গ ২৪. খ ২৫. ঘ ২৬. খ ২৭. ঘ ২৮. খ ২৯. ঘ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।

Leave a Comment