ssc /এসএসসি পৌরনীতি ও নাগরিকতা সংক্ষিপ্ত সাজেশন ২০২১, ফাইনাল সাজেশন এসএসসি পৌরনীতি ও নাগরিকতা ২০২১, ssc civics & citizenship suggestion 100% common guaranty, special short suggestion ssc suggestion civics & citizenship 2021

Advertisement

বিষয়: ফাইনাল সাজেশন এসএসসি পৌরনীতি ও নাগরিকতা ২০২১

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

বর্তমান বিশ্বে নিম্নোক্ত পরিবার ব্যবস্থা দেখা যায়-


ক) বংশ গণনা ও নেতৃত্বের ভিত্তিতে পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবার;
খ) পারিবারিক কাঠামোর ভিত্তিতে একক ও যৌথ পরিবার;
গ) বৈবাহিক সূত্রের ভিত্তিতে একপত্নীক, বহুবত্নীক ও বহুপতি পরিবার।

বাংলাদেশে বিদ্যমান উপরোক্ত পরিবার ব্যবস্থার মধ্যে কোন কোন ধরনের পরিবার দেখা যায় ও দেশে কোন যৌথ পরিবার হ্রাস পাচ্ছে এবং একক পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একটি আদর্শ পরিবারের কার্যাবলী ব্যাখ্যাকরণ।

উত্তর : লিংক

রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ এবং রাষ্ট্র ও সরকারের সম্পর্ক বিশ্লেষণ

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

Advertisement

ক. পাঠ্যপুস্তক/শিক্ষক (মােবাইলে/অনলাইনে) যােগাযােগ করে নেয়া যেতে পারে;

খ. প্রয়ােজনে ইন্টারনেট থেকেও সহায়তা নেয়া যেতে পারে;

গ. রাষ্ট্র ধারণা বর্ণনা করতে হবে;

ঘ. রাষ্ট্র গঠনের উপাদানসমূহ বিশ্লেষণ করতে হবে;

ঙ. কোন উপাদান ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না তা বর্ণনা করতে হবে;

উত্তর : লিংক

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

রাষ্ট্রের ধরন বিশ্লেষণসহ গণতন্ত্র সফল করার উপায় এবং সংসদীয় সরকারের গুন ও ত্রুটি ব্যাখ্যাকরণ।

নির্দেশনাঃ

  1. রাষ্ট্র ও সরকারের ধারণা বর্ণনা করতে হবে।
  2. রাষ্ট্রের ধরন বিশ্লেষণ করতে হবে।
  3. গণতন্ত্রের ধারণা বর্ণনা করতে হবে।
  4. গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ত্রুটি উল্লেখ করতে হবে।
  5. গণতন্ত্র সফল করার উপায় বর্ণনা করতে হবে।
  6. সংসদীয় সরকারের ধারণা বর্ণনা করতে হবে। সংসদীয় সরকারের গুন ও ত্রুটি বর্ণনা করতে হবে।

উত্তর : লিংক

বাংলাদেশের প্রশাসনিক কাঠামাে (কেন্দ্রীয় প্রশাসন ও মাঠ প্রশাসন) বিশ্লেষণ।

নির্দেশনা

পাঠ্যপুস্তক/শিক্ষক (মােবাইলে/অনলাইনে) যােগাযােগ করে নেয়া যেতে পারে; প্রয়ােজনে ইন্টারনেট থেকেও সহায়তা নেয়া যেতে পারে

  • ক) বাংলাদেশে প্রশাসনিক কাঠামাে বিশ্লেষণ করতে হবে
  • খ) কেন্দ্রীয় প্রশাসন বিশ্লেষণ করতে হবে
  • গ) বিভাগীয় প্রশাসনের গঠন ও কার্যাবলী বর্ণনা করতে হবে
  • ঘ) জেলা প্রশাসনের কার্যাবলি বর্ণনা করতে হবে
  • ঙ) উপজেলা প্রশাসনের কার্যাবলি বর্ণনা করতে হবে

উত্তর : লিংক

বাংলাদেশের বিচার বিভাগের গঠন, ক্ষমতা ও কার্যাবলি বর্ণনা করতে পারবে।

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি)

  • বিচার বিভাগের গঠন কাঠামাে বর্ণনা করতে হবে।
  • বিচার বিভাগের ক্ষমতা বর্ণনা করতে হবে।
  • বিচার বিভাগের কার্যাবলি বর্ণনা করতে হবে।
  • আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা বিশ্লেষণ করতে হবে [পাঠ্যপুস্তক/শিক্ষক (মােবাইলে/অনলাইনে) যােগাযােগ করে অথবা প্রয়ােজনে ইন্টারনেট থেকেও সহায়তা নেয়া যেতে পারে।

উত্তর : লিংক

আদর্শ পরিবাবর ও সমাজ গঠন এবং আধুনিক রাষ্ট্র ও সরকার বিনিমানে তুমি কিভাবে পৌরনীতি ও নাগরিকতার জ্ঞান প্রয়োগ করবে।

Advertisement 2

নিদেশনা :
১। পৌরনীতি ও নাগরিকতা
২। পরিবার
৩। সমাজ
৪। রাষ্ট্র

৫। সরকার

উত্তর : লিংক

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

অধ্যায় – ১ : পৌরনীতি ও নাগরিকতা
Important topics

১. পরিবার গঠন ও কার্যাবলি
২. পৌরনীতির পরিসর ও নাগরিকতা

অধ্যায় – ৪ : রাষ্ট্র ও সরকারের ব্যবস্থা
Important topics

১. গণতান্ত্রিক একনায়ক তান্ত্রিক সরকার ব্যবস্থার পার্থক্য।
২. রাষ্ট্র ও সরকার ।
৩. যুক্তরাষ্ট্রীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকারের দোষ ও গুনাবলি ।

অধ্যায় – ৬ : বাংলাদেশের সরকার ব্যবস্থা
Important topics

১. বাংলাদেশের প্রশাসনিক কাঠামো , বিচার বিভাগের গঠন ক্ষমতা ও কার্যাবলি
২. প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কাজ ।
৩. আইনসভার গঠন , ক্ষমতা ও কার্যাবলি ।
৪।বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম

অধ্যায় – ৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন
Important topics

১. রাজনৈতিক দলের ধারণা ও বৈশিষ্ট্য ।
২।গণতন্ত্র বিকাশে রাজনৈতিক দলের ভূমিকা ।

১০ম অধ্যায়-স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের নাগরিক

১। ভাষা আন্দোলন পটভূমি ও গুরুত্ব।
২। ১৯৪০ সালে লাহোর প্রস্তাব বৈশিষ্ট্য ও গুরুত্ব

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

SSC civics & citizenship MCQ & Question Model Test -1

SSC civics & citizenship MCQ & Question Model Test -2

SSC civics & citizenship MCQ & Question Model Test -3

Advertisement 2

Advertisement 4

SSC civics & citizenship MCQ & Question Model Test -4

SSC civics & citizenship MCQ & Question Model Test -5

SSC New Syllabus civics & citizenship Suggestion 2021

সবার আগে সাজেশন আপডেট পেতে Follower ক্লিক করুন

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

Advertisement 5

Advertisement 3

Leave a Comment