Saudi Airlines ticket check online,সৌদি এয়ারলাইন্স টিকিট চেক,সৌদি এয়ারলাইন্স টিকেট চেক করুন অনলাইনে

সৌদি এয়ারলাইন্স টিকেট চেক করার নিয়মঃ সৌদি এয়ারলাইন্স বিমান সৌদি আরবের একটি পতাকাবাহী বিমান। এর সদর দপ্তর জেদ্দায় অবস্থিত।

Saudi Airlines ticket check online,সৌদি এয়ারলাইন্স টিকিট চেক,সৌদি এয়ারলাইন্স টিকেট চেক করুন অনলাইনে

বিমান সংস্থাটির প্রধান অপারেশনাল বেস জেদ্দার বাদশা আব্দুল আজিজ বিমানবন্দরে অবস্থিত।আয়ের দিক থেকে এই  এয়ারলাইনস টি মধ্যপ্রাচ্যের তৃতীয় বৃহত্তম।  এই এয়ারলাইনস টি মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সময়সূচি অনুযায়ী ৮৫টি  গন্তব্যস্থলে ফ্লাইট পরিচালিত করে। 

আপনি যদি সৌদি এয়ারলাইন্সে ভ্রমণ করে থাকেন তাহলে টিকিট চেক করা জানাটা  খুবই দরকারী। কারণ অনেক সময় ফ্লাইট এর তারিখ বা সময় পরিবর্তন হয়।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সে ক্ষেত্রে আপনি যদি টিকেট চেক করতে না পারেন তাহলে আপনাকে বাড়তি ভোগান্তি পোহাতে  হবে। তাই বিষয়টা জানা খুবই প্রয়োজন।  আজকে আমরা এই পোস্টের মাধ্যমে কিভাবে টিকিট চেক করা যায় সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো। আশা করি উপকৃত হবেন।

সৌদি এয়ারলাইন্স টিকেট চেক ২০২৪

এটি চেক করার জন্য ভিজিট করতে হবে www.saudia.com ওয়েবসাইটে। এরপর নিচে অপশন থেকে Manage Booking অপশনটিতে ক্লিক করে e-ticket no অথবা Reference নাম্বারের যকোন একটি সিলেক্ট করতে হবে। সবশেষে টিকেট চেক করার জন্য e-ticket no অথবা Reference নাম্বার এবং ব্যক্তির শেষ নাম উল্লেখ করতে হবে। এরপর  → Arrow বাটনে ক্লিক করলে টিকিটের তথ্য পাওয়া যাবে ।

সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনি মোবাইলে অথবা কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন এজন্য অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন টি সচল করে নিবেন। আর অবশ্যই আপনার কেটে রাখা অগ্রিম টিকিট সাথে রাখবেন।

নিচের দেখানো তিনটা স্টেপ এর মাধ্যমে সৌদি এয়ারলাইন্স টিকেট চেক করতে পারবেন

  1. Saudia ওয়েবসাইটে ভিজিট করুনপ্রথমত সৌদি এয়ারলাইন্সের বিমানের টিকেট চেক করতে হলে ভিজিট করতে হবে www.saudia.com ওয়েবসাইটে। আপনি সরাসরি গুগোল এ Saudia লিখে সার্চ করতে পারেন অথবা সরাসরি ভিজিট করার জন্য উপরের লিংকে ক্লিক করুন।
  2. Manage Booking অপশনে যানওয়েবসাইটে ভিজিট করার পর সাধারণত আপনাকে Book A TRIP অপশনটিতে রাখা হবে। হৃথিক ডানপাশের নিচের ছবির মত গোল দাগ দেওয়া অংশটি দেখতে পাবেন।  এটি Manage Booking অপশন। কম্পিউটার দিয়ে ভিজিট করলে ম্যানেজ বুকিং লেখা দেখতে পাবেন আর মোবাইল দিয়ে বিদ্যুৎ করলে শুধুমাত্র একটি আইকন দেখতে পাবেন। আপনাকে এটিতে ক্লিক করতে হবে।
    সৌদি এয়ারলাইন্স টিকেট চেক
  3. E-ticket no অথবা Reference যেকোনো একটি বাছাই করুনManage Booking আসার পর আপনার কেটে রাখা টিকিটের কোন নাম্বারটি দিয়ে আপনি টিকিট চেক করতে চান সেটি নির্ধারণ করুন। আপনি চাইলে নাম্বার অথবা e-ticket নাম্বার দিয়ে যাচাই করতে পারবেন। যেটি দিয়ে চেক করতে চান সেটি সিলেক্ট করুন।
  4. টিকিটের তথ্য উল্লেখ করুনManage Booking অপশনে আপনি যদি Reference সিলেক্ট করে থাকেন তাহলে Reference নাম্বার টি উল্লেখ করুন। আর যদি আপনি  e-ticket সিলেক্ট করেন তাহলে  e-ticket নম্বরটি উল্লেখ করুন। এরপরে পাসপোর্টে থাকা ব্যক্তির শেষ নাম উল্লেখ করুন যেমন একজন ব্যক্তির নাম যদি হয় AKASH AHMED তাহলে AHMED হবে তার লাস্ট নেম।
    সৌদি এয়ারলাইন্স টিকেট চেক
  5. সার্চ করুনউপরে তথ্যাদি পূরণ করা হয়ে গেলে আপনি একটি → Arrow বাটন দেখতে পাবেন। সব তথ্য সঠিক থাকলে উক্ত বাটনে ক্লিক করতে হবে।আপনার টিকিট যদি সঠিক বা বৈধ হয় তাহলে পাসপোর্টধারীর ব্যক্তিগত তথ্য এবং ফ্লাইট এর তারিখ ও সময় পরবর্তী পেজে পাওয়া যাবে।

    আপনি যদি মোবাইল থেকে ভিজিট করেন আর যদি রেফারেন্স নাম্বার দিয়ে যাচাই করতে চান তাহলে  → Arrow এর বদলে View my booking লেখাটি দেখতে পাবেন সেটাতে ক্লিক করুন। 

আজকের বিষয়: সৌদি এয়ারলাইন্স টিকেট চেক করুন সহজেই, সৌদি এয়ারলাইন্স টিকিট চেক করার নিয়ম

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment