PEST বিশ্লেষণ কি?, PEST বিশ্লেষণের ধারণা দাও,PEST বিশ্লেষণের উপাদানসমূহ আলোচনা কর, PEST বিশ্লেষণের হাতিয়ারসমূহ বর্ণনা কর,পিইএসটি বিশ্লেষণ কি?

Advertisement

প্রশ্ন সমাধান: PEST বিশ্লেষণ কি?, PEST বিশ্লেষণের ধারণা দাও,PEST বিশ্লেষণের উপাদানসমূহ আলোচনা কর, PEST বিশ্লেষণের হাতিয়ারসমূহ বর্ণনা কর,পিইএসটি বিশ্লেষণ কি?

PEST বিশ্লেষণ কি?, PEST বিশ্লেষণের ধারণা দাও

পরিবেশ বিশ্লেষণের অন্যতম উদ্দেশ্য হলো ব্যবসায়ের ভবিষ্যৎ সম্ভাব্য সুযোগ সুবিধা অনুধাবন করা এবং ভবিষ্যৎ সম্ভাব্য হুমকি বা ভয়ভীতিকর পরিস্থিতি সম্পর্কে সচেতন হওয়া । পরিবেশ বিশ্লেষণের অন্যতম একটি কৌশল হলো PEST. PEST বিশ্লেষণ : PEST, শব্দটি চারটি পৃথক অর্থ বহন
করে। এগুলো হলো :

PEST →

P→ Political → রাজনৈতিক
E → Economic → অর্থনৈতিক
S → Sociological → সমাজতাত্ত্বিক
T → Technological → প্রযুক্তিগত

PEST বিশ্লেষণ হলো পরিবেশের বাহ্যিক উপাদানগুলো পরিবেশের সঠিকভাবে বিশ্লেষণের একটি বিশেষ কৌশল । বাহ্যিক চারটি উপাদান যথা : রাজনৈতিক উপাদান, অর্থনৈতিক উপাদান, সমাজতাত্ত্বিক উপাদান এবং প্রযুক্তিগত উপাদান শিল্পউদ্যোগ কর্মকাণ্ডকে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে থাকে।

PEST বিশ্লেষণ যদি সঠিক ও যথাযথ হয় তাহলে উদ্যোক্তা অনেকাংশে ঝুঁকি কমাতে পারে এবং সফল উদ্যোক্তা হবার কমই সম্ভাবনা থাকে।

PEST বিশ্লেষণ সম্পর্কে Anderson এবং Woodcock বলেন “সামষ্টিক পরিবেশগত বিষয়সমূহের প্রভাবে জটিল আন্তঃক্রিয়ার উপর ধারণা গ্রহণ করার একটি গুরুত্বপূর্ণ উপায় হলো PEST বিশ্লেষণ, যা রাজনৈতিক, অর্থনৈতিক, সমাজতাত্ত্বিক এবং প্রযুক্তিগত বাহ্যিক পরিবেশের উপাদানসমূহের বিশ্লেষণের সমন্বয়ে সৃষ্টি ।”

Advertisement

উপসংহার : উপরিউক্ত আলোচনার পরিশেষে বলা যায় যে, পরিবেশ বিশ্লেষণের অন্যতম একটি কৌশল হিসেবে PEST অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ PEST এর মাধ্যমে ব্যবসায়ের ভবিষ্যৎ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাওয়ার সম্ভব হয় ।


আরো ও সাজেশন:-

PEST বিশ্লেষণের উপাদানসমূহ আলোচনা কর, PEST বিশ্লেষণের হাতিয়ারসমূহ বর্ণনা কর,পিইএসটি বিশ্লেষণ কি?

পরিবেশের বাহ্যিক উপাদানগুলো সঠিকভাবে বিশ্লেষণের অন্যতম একটি কৌশল হলো PEST বিশ্লেষণ । PEST বিশ্লেষণ রাজনৈতিক, অর্থনৈতিক সমাজতাত্ত্বিক এবং প্রযুক্তিগত উপাদানসমূহকে যথাযথভাবে ব্যাখ্যা করে।

PEST বিশ্লেষণের উপাদানসমূহ নিম্নে PEST বিশ্লেষণের উপাদানসমূহ আলোচনা করা হলো :

(ক) রাজনৈতিক উপাদান : ব্যবসা বাণিজ্যকে ব্যাপকভাবে প্রভাবিত করে। রাজনৈতিক উপাদানগুলোর মধ্যে রয়েছে-

১. একচেটিয়া ব্যবসায় বিরোধী আইন;

২. রাজনৈতিক স্থিতিশীলতা;

৩. মেধা সংরক্ষণ আইন;

৪. সামরিক হস্তক্ষেপের ঝুঁকি ও

৫. ব্যবসায় অংশীদারিত্বের পরিবেশ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

(খ) অর্থনেতিক উপাদান : অর্থনীতির বিভিন্ন চলক ব্যবসায়ের উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থনৈতিক উপাদানগুলো হলো :

১. জাতীয় আয়;

২. অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ;

৩. যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থা ও

৪. বিনিময় হার ও মুদ্রাবাজারের স্থিতিশীলতা।

(গ) সমাজতাত্ত্বিক উপাদান : সামাজিক পরিবেশের উপাদানসমূহ শিল্পোদ্যোগ বা ব্যবসায়ের উন্নয়নে ব্যাপক প্রভাব বিস্ত ার করে থাকে-

১. শিক্ষা ও সাংস্কৃতি;

Advertisement 2

২. শ্রেণি কাঠামো ;

৩. জনমিতির বৈশিষ্ট্য;

৪. উদ্যোগ সুলভ স্পৃহা।

৫. পরিবেশ, স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে মনোভাব ।


Paragraph/Composition/Application/Email/Letter/Short Storiesউত্তর লিংক
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেলউত্তর লিংক

(ঘ) প্রযুক্তিগত উপাদান : ব্যবসায়ের বিকাশে প্রযুক্তির অবদান ব্যাপক। প্রযুক্তিগত উপাদানগুলো হলো :

১. প্রযুক্তিগত উন্নয়ন;

২. প্রযুক্তি পরিবর্তনের হার;

৩. উৎপাদন ব্যয় কাঠামোর উপর প্রযুক্তির প্রভাব ও

৪. মূল্য কাঠামোর উপর প্রযুক্তির প্রভাব।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, ব্যবসায়ের ক্ষেত্রে এসকল বাহ্যিক উপাদানসমূহ যেমন অনুকূল পরিবেশ সৃষ্টি করে। মাঝে মাঝে আবার বাধাও সৃষ্টি করে। এ জন্য এ বিষয়ে সচেতন থেকে সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারলে সফল উদ্যোগ হওয়া সম্ভব ।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Advertisement 5

Advertisement 2

Advertisement 3

Leave a Comment