PDF Download বাংলা ভাষার ইতিহাস অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | বাংলা ভাষার ইতিহাস অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

PDF Download বাংলা ভাষার ইতিহাস অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | বাংলা ভাষার ইতিহাস অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

জাতীয় বিশ্ববিদ্যালয়
BA, BSS, BBA & BSC অনার্স ১ম বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
বাংলা ভাষার ইতিহাস সাজেশন অনার্স ১ম বর্ষের
 [History of Bangla Language and Functional Bangla] Suggestion Honors 1st year
Department of : বাংলা ও অন্য সকল বিভাগের
Subject Code: 211003
2024 এর অনার্স ১ম বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ১ম বর্ষের পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024

PDF Download বাংলা ভাষার ইতিহাস অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | বাংলা ভাষার ইতিহাস অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |বাংলা ভাষার ইতিহাস সাজেশন অনার্স ১ম বর্ষের| অনার্স ১ম বর্ষ বাংলা ভাষার ইতিহাস সাজেশন

বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা সাজেশন

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. ধারাবাহিকভাবে একটি ভাষার আদি রূপ নির্ণয় কোন জ্ঞান শাখার আলোচ্য বিষয়?
উত্তর: ধারাবাহিকভাবে একটি ভাষার আদি রূপ নির্ণয় ভাষাতত্ত্ব নামক জ্ঞান শাখার আলোচ্য বিষয়।

২. জ্যাকব ড্রিম কে ছিলেন?
উত্তর : জ্যাকব ড্রিম ছিলেন একজন ধ্বনীবিজ্ঞানী।

৩. বাংলা ভাষায় ইন্দো ইউরোপীয় ভাষার কোন শাখা থেকে জন্ম লাভ করেছে?
উত্তর: বাংলা ভাষায় ইন্দো ইউরোপীয় ভাষার শতম শাখা থেকে জন্ম লাভ করে।

৪. ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ গ্রন্থটির রচয়িতার নাম কি?
উত্তর: ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ গ্রন্থটির রচয়িতা ড. মোঃ শহিদুল্লাহ।

৫. ডঃ মোঃ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রকৃত থেকে?
উত্তর: ডঃ মোঃ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি গৌরী প্রাকৃত থেকে।

৬. আদিতে অপভ্রংশ কোন সমাজে ব্যবহৃত হতো?
উত্তর: আদিতে অপভ্রংশ ভারতীয় আর্যসমাজে ব্যবহৃত হতো।

৭. গৌর অপভ্রংশের পরবর্তী পূর্ববর্তী ভাষাকে কি বলে?
উত্তর: গৌর অপভ্রংশের পূর্ববর্তী ভাষার নাম গৌড়ী প্রাকৃত।

৮. ভারতীয় আর্যভাষার প্রাচ্য শাখার অন্তর্গত ভাষাসমূহকে ‘মাঘধী ভাষা’ বলে অভিহিত করেছেন কে?
উত্তর: ভারতীয় আর্যভাষার প্রাচ্যের শাখার অন্তর্গত ভাষাসমূহকে ‘মাঘধী ভাষা’ বলে অভিহিত করেছেন ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।

৯. অশোকলিপি কী?
উত্তর: সম্রাট অশোকের শাসনামলে ব্যবহৃত ব্রাহ্মী লিপি অশোক লিপি নামে পরিচিত।

১০. প্রাচীন ভারতীয় আর্যভাষার আনুমানিক কালসীমা উল্লেখ কর।
উত্তর: প্রাচীন ভারতীয় আর্যভাষার আনুমানিক কালসিমার খ্রিস্টপূর্ব ১২০০- ৫০০ অব্দ পর্যন্ত।

১১. পাণিনি কোন ভাষায় ব্যাকরণ রচনা করেন?
উত্তর : পাণিনি সংস্কৃত ভাষায় ব্যাকরণ রচনা করেন।

১২. ভাষার ইতিহাসে পানিনি খ্যাতিমান কেন?
উত্তর: খ্রিস্টপূর্ব সপ্তম শতকে সংস্কৃত ভাষায় রচিত অষ্টাধ্যায়ী ব্যাকরণ রচনার জন্য ভাষার ইতিহাসে পানিনি খ্যাতিমান

১৩. প্রাচীন বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি ?
উত্তর: প্রাচীন বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ

১৪. ‘ভব নঈ গহন গণ্ডীর বেগে বাহী।’ এ কবিতাংশটি কোন স্তরের বাংলা ভাষার উদাহরণ?
উত্তর : ‘ভব নঈ গহন গণ্ডীর বেগে বাহী।’ এ কবিতাংশটি বাংলা ভাষার প্রাচীন স্তরের উদাহরণ।

১৫. মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম উপস্তরের সময়সীমা লেখ?
উত্তর : মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম উপস্তরের সময়সীমা খ্রিস্টপূর্ব ৫০০ অব্দ হতে ১০০ খ্রিস্টাব্দ পর্যন্ত।

১৬. মধ্য ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় উপস্তরের নাম কি?
উত্তর : মধ্য ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তরের নাম নাটকীয় প্রাকৃত।

১৭. মধ্যযুগের বাংলা কোন বিদেশী দ্বারা বেশি প্রভাবিত হয়েছে?
উত্তর : মধ্যযুগের বাংলা আলাউদ্দিন হোসেন শাহ দ্বারা বেশি প্রভাবিত হয়েছে।

১৮. ‘দারোগা’ কোন ভাষার শব্দ?
উত্তর : ‘দারোগা’ ফারসি ভাষার শব্দ।

অনার্স ১ম বর্ষের বাংলা ভাষার ইতিহাস পরীক্ষার সাজেশন 2024

১৯. মাগধ অঞ্চলের ব্যাপ্তি নির্দেশ কর?
উত্তর : মাগধ অঞ্চলের ব্যাপ্তি বিহার পর্যন্ত বিস্তৃত ছিল

২০. বাংলা ভাষার কয়টি উপভাষা ও কি কি?
উত্তর : বাংলা ভাষার প্রধান উপভাষা পাঁচটি। যথা- রাঢ়ীম ঝাড়খন্ডি, বরেন্দ্রী বাঙালি ও বঙ্গ কামরূপী বা রাজবংশী।

২১. মহাপ্রাণ ধ্বনি- ঘ, ধ এবং ভ এর স্থানে গ, দ এবং ব উচ্চারিত হয় কোন উপভাষায়?
উত্তর : প্রাপ্য উপভাষায়।

২২. বরেন্দ্র উপভাষা বাংলাদেশের কোন অঞ্চলে ব্যবহৃত হয়?
উত্তর : বরেন্দ্র উপভাষা বাংলাদেশের উত্তর অঞ্চল- রাজশাহী, পাবনা ও বগুড়ায় ব্যবহৃত হয়।

২৩. মাগধী প্রাকৃতে তিনটি উষ্ণবর্ণ স্থানে কোন শ/ষ/স ব্যবহৃত হয়?
উত্তর : মাগধী প্রাকৃতে তিনটি উষ্ণবর্ণ স্থানে ‘শ’ ব্যবহৃত হয়।

২৪. ‘হ্য’ যুক্তবর্ণটির বিশ্লিষ্ট রূপ কী?
উত্তর : ‘হ্য’ যুক্তবর্ণটির বিশ্লিষ্ট রূপ হ + য।

২৫. ‘হ্ম’ যুক্ত বর্ণটির বিশিষ্ট রূপ কী?
উত্তর :‘হ্ম’ যুক্ত বর্ণটির বিশিষ্ট রূপ হ + ম।

২৬. প্রমিত বাংলা বানানরীতি কী?
উত্তর : বাংলা বানানের জটিলতা পরিহার করে বাংলাদেশের সর্বস্তরে এক বানান রক্ষার্থে বাংলা একাডেমী প্রণীত বানানের নিয়মকে প্রমিত বাংলা বানানরীতি বলে।

২৭. বাংলা একাডেমি কত সালে প্রমিত বাংলা বানানের নিয়ম প্রবর্তন করে?
উত্তর : বাংলা একাডেমি ১৯৯২ সালে প্রমিত বাংলা বানানের নিয়ম প্রবর্তন করে।

২৮. বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনিগুলো লেখ।
উত্তর : বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনিগুলো হচ্ছে- অ, আ, অ্যা, ই, এ, উ, ও।

২৯. ক্ষুদার্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ কর।
উত্তর : ক্ষুদার্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ = ক্ষুধা + ঋত।

৩০. ব্যঞ্জন সন্ধি কত প্রকার?
উত্তর : ব্যঞ্জন সন্ধি তিন প্রকার।

৩১. বাংলা ভাষায় ব্যবহৃত বিরাম চিহ্ন সংখ্যা কতটি?
উত্তর : বাংলা ভাষায় ব্যবহৃত বিরাম চিহ্ন সংখ্যা ১৬টি।

৩২. দুই বা ততোধিক শব্দ যুক্ত করার ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?
উত্তর : দুই বা ততোধিক শব্দ যুক্ত করার ক্ষেত্রে হাইফেন বিরাম চিহ্নটি ব্যবহৃত হয়।

৩৩. বিরাম চিহ্নের প্রথম সার্থক প্রয়োগ করেন কে?
উত্তর : বিরাম চিহ্নের প্রথম স্বার্থক প্রয়োগ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৩৪. ‘অহোরাত্রি’ অপপ্রয়োগজনিত ভুলের শুদ্ধ রূপ লেখ।
উত্তর : অহোরাত্রি’ অপপ্রয়োগজনিত ভুলের শুদ্ধ রূপ হচ্ছে- অহোরাত্র।

অনার্স প্রথম বর্ষ বাংলা ভাষার ইতিহাস সাজেশন 2024

৩৫. ‘উৎকর্ষতা’ শব্দটির অপপ্রয়োগজনিত ভুলের শুদ্ধ রূপ লেখ।
উত্তর : ‘উৎকর্ষতা’ শব্দটির অপপ্রয়োগজনিত ভুলের শুদ্ধ রূপ হচ্ছে- উৎকর্ষ।

৩৬. ‘আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত।’ বাক্যটির শুদ্ধ প্রয়োগ দেখাও।
উত্তর : ‘আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত।’ বাক্যটির শুদ্ধ প্রয়োগ হলো- ‘আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।’

৩৭. পরিভাষা কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়?
উত্তর : মূল ভাষায় প্রতিশব্দ না থাকলে পরিভাষা শব্দ প্রয়োগ করা হয়। যেমন- অক্সিজেন ও ইউনিয়ন।

৩৮. IDIOM শব্দটির পারিভাষিক রূপ কী?
উত্তর : IDIOM শব্দটির পারিভাষিক রূপ বাগধারা।

৩৯. বাংলা ভাষায় গদ্যে চলিত রীতির প্রবর্তক কে?
উত্তর : বাংলা ভাষায় গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী।

৪০. প্রতিবর্ণীকরণ কি?
উত্তর : বিদেশি শব্দ বাংলা বানানে শুদ্ধ করে লেখা ও শুদ্ধ উচ্চারণের জন্য যেসব নিয়ম বা রীতি অনুসরণ করা হয় তাকে প্রতিবর্ণীকরণ বলা হয়।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১. শতম ভাষা কাকে বলে? শতম ভাষার পরিচয় দাও।
২. ভারতীয় আর্য ভাষার প্রতিটি স্তরের সময়কাল ও সাহিত্যের নিদর্শন উল্লেখ কর।
৩. বেদকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? ভাগগুলোর নাম লিখ এবং এদের মধ্যে কোনটি প্রাচীনতম তা উল্লেখ কর।
৪. সংস্কৃতকে ধ্রুপদী ভাষা বলা হয় কেন? এই ভাষার যেকোন তিনটি প্রাচীন সাহিত্যকর্মের নাম লিখ।
৫. মাগধী প্রাকৃতের সাথে বাংলা ভাষার সম্পর্ক বিচার করো।

History of Bangla Language and Functional Bangla suggestion FOR Honors 1st Year Exam 2024

৬. গৌর অপভ্রংশের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো লেখ।
৭. মধ্য ভারতীয় আর্য ভাষার সংক্ষিপ্ত পরিচয় দাও। নব্য ভারতীয় আর্য ভাষার প্রাচ্য শাখার যেকোনো চারটি ভাষার নাম লেখ।
৮. প্রাচীন বাংলা থেকে আধুনিক বাংলা পর্যন্ত সময়সীমা উল্লেখসহ স্তর বিন্যাস কর।
৯. অন্ত-মধ্য বাংলা ভাষার পরিচয় তুলে ধরো।
১০. আদি-মধ্য বাংলা ভাষা এবং অন্ত-মধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা কর।

১১. বাংলা ভাষায় অনার্য প্রভাব সম্পর্কে সংক্ষেপে লেখ।
১২. বাংলা ভাষায় আরবি-ফার্সিরর প্রভাব সংক্ষেপে আলোচনা কর।
১৩. উপভাষা কী? বরেন্দ্রী উপভাষার চারটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখ।
১৪. বাঙ্গালী উপভাষার চারটি বৈশিষ্ট্য লেখ।
১৫. যুক্তাক্ষর কী? যুক্তাক্ষর এর গুরুত্ব লেখ।

১৬. যুক্তাক্ষর গঠনের নিয়মগুলো উদাহরণসহ লেখ।
১৭. প্রমিত বাংলা উচ্চারণের প্রয়োজনীয়তা কী?
১৮. ভাষা ব্যবহারে সন্ধির প্রয়োজনীয়তা সংক্ষেপে উল্লেখ কর। ব্যঞ্জন সন্ধি গঠনের চারটি সূত্র উদাহরণসহ লেখ।
১৯. কমা ব্যবহারের নিয়মগুলো উদাহরণসহ আলোচনা কর।

২০. ভাষা প্রয়োগে কী ধরনের ভুল হয়?
২১. ‘ও’ এবং ‘এবং’ এই দুটো সংযোজক অব্যয় এর পার্থক্য ও ব্যবহার উদাহরণসহ লেখ।
২২. পারিভাষিক শব্দ ও বিদেশী শব্দের মধ্যে পার্থক্য নিরুপণ কর।
২৩. গুরুচণ্ডালী দোষ বলতে কী বোঝায়? এ ধরনের রীতি দূষণীয় কেন?
২৪. বিদেশি ভাষা থেকে বাংলায় প্রতিবর্ণীকরণের চারটি নিয়ম উদাহরণসহ লিপিবদ্ধ করো।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

Honors 1st Year Exam History of Bangla Language and Functional Bangla Suggestion 2024

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী

১. ইন্দো-ইউরোপীয় মূল ভাষা থেকে আধুনিক বাংলা পর্যন্ত ভাষা বিবর্তনের ক্রমধারা আলোচনা কর।
২. নব্য ভারতীয় আর্য ভাষাসমূহের প্রাচ্য শাখার অন্তর্ভুক্ত ভাষাগুলোর সাধারণ লক্ষণ ,তুলনা ও বর্ণনা কর।
৩. প্রাচীন বাংলা থেকে আধুনিক বাংলা পর্যন্ত বিভিন্ন স্তর আলোচনা কর।
৪. প্রাচীন বাংলা ভাষার সাহিত্যিক নিদর্শন উল্লেখপূর্ব এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিরূপণ কর।
৫. বাংলা ভাষায় অনার্য ভাষার প্রভাব বিষয়ে বিস্তারিত আলোচনা কর।

৬. বাংলা ভাষায় আর্য ভাষার প্রভাব নিয়ে একটি নাতিদীর্ঘ নিবন্ধ তৈরি করো।
৭. প্রমিত বাংলা বানান কী? প্রমিত বাংলা বানানের ১০টি নিয়ম উদাহরণসহ আলোচনা কর।
৮. অ-তৎসম শব্দে প্রমিত বাংলা বানানের ১০টি নিয়ম উদাহরণসহ লেখ।
৯. বাংলা ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার ও এর প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।
১০. বিজ্ঞান বিষয়ক শব্দের বাংলা পরিভাষা রচনার পদ্ধতি আলোচনা কর।

১১. বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ সম্বন্ধে একটি নীতি দীর্ঘ প্রবন্ধ রচনা কর।
১২. ‘দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পূর্বশর্ত সামাজিক সচেতনতা’ এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর।
১৩. ‘নৌ- দুর্ঘটনার প্রকল্প বৃদ্ধি’ শিরোনামের সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা কর।
১৪. তোমার কলেজে অনুষ্ঠিত সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহ সম্পর্কে একটি প্রতিবেদন রচনা কর।
১৫. একটি বেসরকারি প্রতিষ্ঠানে ‘সহকারি ব্যবস্থাপক’ পদে নিয়োগ লাভের জন্য উক্ত পদের উপযোগী একটি জীবনবৃত্তান্ত প্রস্তুত কর।

বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা সাজেশন 2024

১৬. বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত বর্ষবরণ ১৪২৬ শিরোনাম একটি প্রতিবেদন রচনা কর।
১৭. দৃষ্টান্তসহ সার- সংক্ষেপ, সারাংশ এবং সারমর্মের রূপগত পরিচয় নির্দেশ কর।
১৮. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপনের জন্য প্রস্তুতিমূলক সভার কার্যবিবরণী লেখ।
১৯. একটি সরকারি কলেজে কর্তৃক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতমূলক সভার নোটিশ ও অনুষ্ঠিত সভার কার্যবিবরণী উপস্থাপন কর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ বাংলা ভাষার ইতিহাস সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ১ম বর্ষের বাংলা ভাষার ইতিহাস, অনার্স ১ম বর্ষের ১০০% কমন বাংলা ভাষার ইতিহাস সাজেশন

Honors 1st year Common Suggestion 2024

History of Bangla Language and Functional Bangla Honors 1st Year Exam Suggestion PDF, Honors History of Bangla Language and Functional Bangla Suggestion PDF Download, PDF Download History of Bangla Language and Functional Bangla Honors 1st Year suggestion

Leave a Comment