PDF Download বাংলাদেশ ও বাঙালির ইতিহাস ও সংস্কৃতি অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | বাংলাদেশ ও বাঙালির ইতিহাস ও সংস্কৃতি অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

PDF Download বাংলাদেশ ও বাঙালির ইতিহাস ও সংস্কৃতি অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | বাংলাদেশ ও বাঙালির ইতিহাস ও সংস্কৃতি অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

জাতীয় বিশ্ববিদ্যালয়
BA, BSS, BBA & BSC অনার্স ১ম বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
বাংলাদেশ ও বাঙালির ইতিহাস ও সংস্কৃতি সাজেশন অনার্স ১ম বর্ষের
 [History and Culture of Bangladesh and Bengalis] Suggestion Honors 1st year
Department of : বাংলা ও পরিবেশ ও অন্য সকল বিভাগের
Subject Code: 211001
2024 এর অনার্স ১ম বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ১ম বর্ষের পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ বাংলাদেশ ও বাঙালির ইতিহাস ও সংস্কৃতি সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ১ম বর্ষের বাংলাদেশ ও বাঙালির ইতিহাস ও সংস্কৃতি, অনার্স ১ম বর্ষের ১০০% কমন বাংলাদেশ ও বাঙালির ইতিহাস ও সংস্কৃতি সাজেশন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি সাজেশন ২০২৩ ( প্রাচীনকাল থেকে ২০০০ খ্রিস্টাব্দ পর্যন্ত)। বিষয় কোড: ২১১০০১।

বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি সাজেশন ২০২৩

ক-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে?
উত্তর: সম্রাট অশোকের আমলে এ দেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে।

২. গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন প্রথম চন্দ্রগুপ্ত।

৩. কৌলিন্য প্রথা কোন সেন রাজার সময় প্রবর্তিত হয়?
উত্তর: কৌলিন্য প্রথা রাজা বল্লাল সেনের সময় চালু হয়।

৪. দিল্লির সিংহাসনে আরোহনকারী প্রথম মুসলিম নারীকে?
উত্তর: দিল্লির সিংহাসনে আরোহনকারী প্রথম মুসলিম নারী সুলতানা রাজিয়া।

৫. সুলতানা রাজিয়া কে ছিলেন?
উত্তর: সুলতানা রাজিয়া ছিলেন দিল্লির সিংহাসনে আরোহনকারী প্রথম মুসলিম নারী। এবং সুলতান ইলতুৎমিশের কন্যা।

৬. ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আগমন করেন?
উত্তর: ইবনে বতুতা ফখরুদ্দিন মোবারক শাহীর আমলে বাংলায় আগমন করেন।

৭. ইরানের কবি হাফিজের সাথে বাংলার কোন সুলতানের প্রত্রালাপ হয়েছিল?
উত্তর: ইরানের কবি হাফিজের সাথে গিয়াস উদ্দিন আযম শাহ’র প্রত্রালাপ হয়েছিল।

৮. শেরশাহ কোন বংশের শাসনকর্তা ছিলেন?
উত্তর: শেরশাহ ‘শূর’ বংশের শাসনকর্তা ছিলেন।

৯. আইন ই আকবরি গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: আইন-ই-আকবরী গ্রন্থের রচয়িতা আকবরের সভাসদ আবুল ফজল।

১০. সোনারগাঁওয়ের প্রাচীন নাম কি?
উত্তর: সোনারগাঁও এর প্রাচীন নাম সুবর্ণগ্রাম।

১১. শায়েস্তা খানের আসল নাম কি?
উত্তর: শায়েস্তা খানের আসল নাম মির্জা আবু তালিব ওরফে নবাব শায়েস্তা খান।

১২. পরীবিবির আসল নাম কি?
উত্তর: পরিবির আসল নাম ইরান দুখত।

১৩. কখন ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল?
উত্তর: ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল ১১৭৬ সালে (ইংরেজি ১৭৭০ সাল)।

১৪. তিতুমীর কোথায় ‘বাঁশের কেল্লা’ নির্মাণ করেছিলেন?
উত্তর: তিতুমীর বাঁশের কেল্লা নির্মাণ করেন নারকেলবাড়িয়া নামক স্থানে।

১৫. নীল বিদ্রোহ কাদের ছিল?
উত্তর: নীল বিদ্রোহ ছিল বাংলার কৃষকদের।

১৬. প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ জনপদ গুলোর নাম লেখ।
উত্তর: প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ জনপদ গুলোর নাম হল পুন্ড, বরেন্দ্র, সমতট, রাঢ়, হরিকেল, কর্ণসূবর্ণ গৌড় ও বঙ্গ।

১৭. ‘পুন্ড’ জনপদের রাজধানীর নাম কি?
উত্তর: ‘পুন্ড’ জনপদের রাজধানীর নাম পুন্ডনগর।

১৮. সমতটের রাজধানী কোথায় ছিল:
উত্তর: সমতটের রাজধানী ছিল বড় কামতা।

১৯. ‘রাঢ়’ বলতে কোন অঞ্চলকে বুঝায়?
উত্তর: ‘রাঢ়’ বলতে ভাগীরথী নদীর পশ্চিম তীরকে বোঝায়।

২০. সূক্ষ্ম কোন জনপদের নাম?
উত্তর: রাঢ় জনপদের অপর নাম সুক্ষ।

২১. ‘বাংলা’ শব্দের উৎপত্তি কিভাবে?
উত্তর: ‘বাংলা’ শব্দের উৎপত্তি ‘বঙ্গাল’ (বঙ্গ +আল) থেকে।

২২. সতীদাহ প্রথা বিলোপ করেন কে?
উত্তর: লর্ড বেন্টিঙ্ক ১৮২৯ সালে সতীদাহ প্রথা বিলোপ করেন।

২৩. কোন সালের কত তারিখে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল?
উত্তর: 1911 সালের 12 ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল।

২৪. ‘শিখা’ পত্রিকা কোন সংগঠনের মুখপত্র?
উত্তর: ‘শিখা’ পত্রিকা মুসলিম সাহিত্য সমাজ এর মুখপত্র।

PDF Download বাংলাদেশ ও বাঙালির ইতিহাস ও সংস্কৃতি অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন 2024

২৫. ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
উত্তর: ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন সেই বাংলা এ. কে. ফজলুল হক।

২৬. তমদ্দুন মজলিস কি?
উত্তর: তমদ্দুন মজলিস একটি সাংস্কৃতিক সংগঠন। ১৯৪৭ সালে তমদ্দুন গঠিত হয়। তমদ্দুন মজলিসের পরিপ্রেক্ষিতে ভাষা আন্দোলনের সৃষ্টি হয়।

২৭. ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ কবে, কোথায় গঠিত হয়?
উত্তর: 1947 সালের ডিসেম্বর মাসে ঢাকায় ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়।

২৮. ভাষা আন্দোলনের মুখপত্র ছিল কোন পত্রিকা?
উত্তর: ভাষা আন্দোলনের মুখপত্র ছিল সাপ্তাহিক সৈনিক পত্রিকা।

২৯. ঐতিহাসিক ৬- দফার কুুশীলব কে?
উত্তর: ঐতিহাসিক ৬- দফার কুুশীলব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৩০. মুজিবনগর সরকার কত তারিখে কোথায় শপথ গ্রহণ করেন ?
উত্তর: 1971 সালের 17 এপ্রিল মেহেরপুর জেলায় বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন।

৩১. বাংলাদেশের সাংবিধানিক নাম কি?
উত্তর: বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

৩২. ষাটগম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর: ষাটগম্বুজ মসজিদ বাগেরহাট জেলায় অবস্থিত।

৩৩. বাংলার আদিম আদিবাসী কারা?
উত্তর: বাংলার আদিম আদিবাসী হল কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা, প্রভৃতি।

৩৪. আর্যদের আদি অবস্থান কোথায় ছিল?
উত্তর: আর্যদের আদি অবস্থান ছিল ইউরোপের দক্ষিণ পূর্বাংশে।

৩৫. দ্রাবিড় জাতি কখন এদেশে আগমন করে?
উত্তর: দ্রাবিড় জাতি অস্ট্রিক জাতির সমকালে বা কিছু পরে অর্থাৎ প্রায় ৫০০০ বছর পূর্বে দেশে আসে।

৩৬. কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতীয় প্রধান অংশ গড়ে উঠেছে
উত্তর: অস্ট্রিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে।

special short suggestion Honors 1st year History and Culture of Bangladesh and Bengalis2024

৩৭. সাংস্কৃতি কি?
উত্তর: সংস্কৃতি হল মানুষের বিশ্বাস, আচার-আচরণ ও জ্ঞানের একটি সমন্বিত সমষ্টি বা রূপ।

৩৮. অর্থ শাস্ত্র গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: অর্থ শাস্ত্র গ্রন্থের রচয়িতা কৌটিল্য বা চাণক্য।

৩৯. জৈনধর্মের প্রবর্তক কে?
উত্তর: জৈনধর্মের প্রবর্তক মহাবীর।

৪০. ‘পুণ্যিপুকুর ‘ ব্রত মূলত কি ধরনের অনুষ্ঠান?
উত্তর: ‘পুণ্যিপুকুর’ ব্রত মূলত হিন্দু কুমারী মেয়েদের প্রত্যাশিত বর প্রাপ্তির জন্য ব্রত পালন অনুষ্ঠান।

Honors 1st year History and Culture of Bangladesh and Bengalis suggestion

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১. প্রাচীন বাংলা জনপদ সমূহের সংক্ষিপ্ত পরিচয় দাও।
২. গৌড় জনপদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধর।
৩. অশোক কে ছিলেন? তার পরিচয় লিপিবদ্ধ কর।
৪. দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরিচয় দাও।
৫. মাৎস্যন্যায় বলতে কি বুঝায়?

৬. ইলিয়াস সাহের সংক্ষিপ্ত পরিচয় দাও।
৭. সম্রাট আকবরের রাজপুত নীতির বিবরণ দাও।
৮. পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের কারণগুলো লেখ।
৯. হাজী শরীয়উল্লাহর পরিচয় দাও।
১০. বঙ্গভঙ্গের কারণগুলো আলোচনা কর।

১১. লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? এ সম্পর্কে যা জানো সংক্ষেপে বর্ণনা কর।
১২. ‘তমদ্দুন’ মজলিস কি? ভাষা আন্দোলনের তমদ্দুন মজলিসের ভূমিকা আলোচনা কর।
১৩. আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে বর্ণনা কর।
১৪. মুজিবনগর সরকার গঠনের প্রেক্ষাপট আলোচনা কর।
১৫. সংস্কৃতি কি? বাঙালি সংস্কৃতির পরিচয় দাও।

১৬. বাঙালি সংস্কৃতিতে ধর্মের প্রভাব আলোচনা কর।
১৭. বাঙালির লৌকিক দেব-দেবীর পরিচয় দাও।
১৮. সুফি দর্শন সম্পর্কে তোমার মতামত দাও।
১৯. পাহাড়পুর বিহার বাঙালি সংস্কৃতির উচ্চমান প্রমাণ করে আলোচনা কর।
২০. সম্রাট আকবরের ধর্মনীতির আলোচনা কর।

বাংলাদেশ ও বাঙালির ইতিহাস ও সংস্কৃতি অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী

১. প্রাচীন বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতি ইতিহাস রচনার উৎসসমূহের বিস্তারিত পরিচয় দাও।
২. প্রাচীন বাংলার জনপদসমূহের পরিচয় দাও।
৩. গৌড় জনপদের পরিচয় দাও।
৪. বাংলা নামের উদ্ভব ও বিবর্তন সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।
৫. বাংলায় পাল শাসনের ইতিহাস আলোচনা কর।

৬. সেন বংশের সংক্ষিপ্ত পরিচয় দাও।
৭. ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার বঙ্গ বিজয় সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।
৮. মধ্যযুগের বাংলা সাহিত্যর বিকাশে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের অবদান তুলে ধর।
৯. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের কৃতিত্ব ও অবদান আলোচনা কর।
১০. পলাশীর যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।

১১. ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল বর্ণনা আলোচনা কর।
১২. ভাষা আন্দোলনের পটভূমি ও ভূমিকা ব্যাখ্যা কর।
১৩. ১৯৫৪ সালে নির্বাচনের গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ কর।
১৪. পাকিস্তানের অধীনে পূর্ব বাংলার রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের একটি চিত্র উপস্থাপন কর।
১৫. ১৯৭১ এর ৭ মার্চের ভাষণ কিভাবে জাতিকে মুক্তির সংগ্রামে অনুপ্রাণিত করেছে সে বিষয়ে একটি নিবন্ধন লেখ।

১৬. স্বাধীন বাংলাদেশের পুরনো গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা কর।
১৭. পাল যুগে বাংলার সভ্যতা ও সংস্কৃতি বিকাশের বিস্তারিত পরিচয় উপস্থাপন কর।
১৮. বাঙালি নিতান্ত্রিক পরিচয় লিপিবদ্ধ কর।
১৯. ব্রতকথা কি? বাঙালি নারীর জীবনে ব্রত কথার ভূমিকা লেখ।

২০. বাংলায় বাউল মতের উদ্ভব ও বিকাশের পটভূমি আলোচনা কর।
২১. বাংলার ভাস্কর্য বিষয়ক একটি নিবন্ধ রচনা কর।
২২. বাঙালির মুসলমানদের জাগরনে মুসলিম সাহিত্য সমাজ এর ভূমিকা লেখ।

2024 বাংলাদেশ ও বাঙালির ইতিহাস ও সংস্কৃতি সাজেশন অনার্স ১ম বর্ষের

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

খ-বিভাগ 

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

  • সম্রাট আকবরের রাজপুত নীতি-ধর্মনীতির বিবরণ দাও।(৯৯%) 
  • চিরস্থায়ী বন্দোবস্ত কি? 
  • মাৎসন্যায় বলতে কি বুঝ? (৯৯%)।
  • পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের কারণগুলাে লিখ।(৯৯%)
  • পাহাড়পুর বিহার বাঙালি সংস্কৃতির উচ্চমান প্রমাণ করে আলােচনা কর। 
  • বৌদ্ধ ধর্ম প্রসারে অশােকের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে লিখ।
  • কোন পরিস্থিতিতে বঙ্গভঙ্গ রদ করা হয়? 
  • বাংলা নামের উদ্ভব ও বিবর্তন সম্পর্কে আলােচনা কর।(৯৯%)
  • বাংলায় সুলতানি আমলে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় কেন?
  • দ্বৈতশাসন কি?বাংলায় দ্বৈতশাসনের ফলাফল আলােচনা কর। 
  • চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার সমাজ ও অর্থনীতিতে কি অবস্থা সৃষ্টিহয়েছিল? (৯৯%)
  • ভাষা আন্দোলনের প্রেক্ষাপট/১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পটভূমিসংক্ষেপে বর্ণনা কর।(৯৯%) 
  • পাল আমলের স্থাপত্যকীর্তির পরিচয় দাও।
  • মুসলিম স্থাপত্যকীর্তি সম্পর্কে সংক্ষেপে আলােচনা কর। 
  • বাংলার বারাে ভূঁইয়াদের পরিচয় তুলে ধর।(৯৯%)।
  • বাঙালির খাদ্যাভ্যাস ও পােশাকের সংক্ষিপ্ত পরিচয় দাও।
  • নিধিবাবুর টপ্পা গানের বিবরণ দাও। 
  • বাউল দর্শন সম্পর্কে তােমার মতামত ব্যাখ্যা কর।(৯৯%) 
  • বাঙালি সংস্কৃতির উৎস সমূহের পরিচয় দাও। 
  • বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় লিপিবদ্ধ কর।(৯৯%)

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

গ-বিভাগ

  • বাংলার সুলতান আলাউদ্দিন হােসেন শাহ এর চরিত্র ও কৃতিত্ব আলােচনা কর।(৯৯%) 
  • ধর্মপালের শাসনকাল আলােচনা কর।(৯৯%)।
  • মােগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের কৃতিত্ব ও অবদান আলােচনাকর। 
  • ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজীর বাংলা বিজয়ের সম্পর্কে বিস্তারিত বর্ণনা দাও। (৯৯%)
  • শশাঙ্ক কে ছিলেন তার শাসনকালে সংক্ষিপ্ত পরিচয় দাও।
  • কলিঙ্গ যুদ্ধের ফলাফল ও কারণ পর্যালােচনা করাে।(৯৯%) 
  • বাংলায় সেন শাসনের অবসান ও মুসলমানদের আগমনের ইতিহাস সংক্ষেপে আলােচনা কর।
  • একাত্তরের বুদ্ধিজীবী হত্যাকান্ড”- সম্পর্কে যা জানাে লিখা(৯৯%)।
  • সংস্কৃতি কি? বাঙালি সংস্কৃতির পরিচয় দাও/বাঙালি একটি সংকর জাতি এ বিষয়ে একটি নিবন্ধ রচনা কর।
  • মধ্যযুগের মুসলিম স্থাপত্যকলার পরিচয় দাও।(৯৯%)
  • বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব ও বিকাশ সম্পর্কে একটি নিবন্ধ লিখ।(৯৯%) 
  • বাঙালির লােকশিল্পের পরিচয় বাংলার আদিজনগােষ্ঠীর পরিচয় দাও।।
  • মধ্যযুগের বাংলা গ্রামগুলাে ছিল স্বয়ংসম্পূর্ণ “-উক্তিটির আলােকে মধ্যযুগের
  • বাংলার গ্রামীণ অর্থনীতির স্বরূপ ব্যাখ্যা কর।
  • বাঙালি লােকায়ত সংস্কৃতির পরিচয় দাও। (৯৯%) 
  • বৈষ্ণব ধর্ম মতের উদ্ভব ও বিকাশ বিস্তারিত আলােচনা কর। 
  • ছয় দফাকে বাঙালির বাঁচা মরার দাবি বলা হয় কেন বর্ণনা কর। এর গুরুত্ব ও প্রভাব লিখা(৯৯%)
  • ঊনিশ শতকে বাংলার সমাজসংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলােচনা কর।।

2024অনার্স ১ম বর্ষ বাংলাদেশ ও বাঙালির ইতিহাস ও সংস্কৃতি সাজেশন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর History and Culture of Bangladesh and Bengalis Honors 1st Year Exam Suggestion PDF, Honors History and Culture of Bangladesh and Bengalis Suggestion PDF Download, PDF Download History and Culture of Bangladesh and Bengalis Honors 1st Year suggestion

Honors 1st year Common Suggestion 2024

PDF Download বাংলাদেশ ও বাঙালির ইতিহাস ও সংস্কৃতি অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন, বাংলাদেশ ও বাঙালির ইতিহাস ও সংস্কৃতি অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, বাংলাদেশ ও বাঙালির ইতিহাস ও সংস্কৃতি সাজেশন অনার্স ১ম বর্ষের, অনার্স ১ম বর্ষ বাংলাদেশ ও বাঙালির ইতিহাস ও সংস্কৃতি সাজেশন

Leave a Comment