Advertisement
PDF Download অর্থনীতির মৌলনীতি অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন, অর্থনীতির মৌলনীতি অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, অর্থনীতির মৌলনীতি সাজেশন অনার্স ১ম বর্ষের
জাতীয় বিশ্ববিদ্যালয় BA, BSS, BBA & BSC অনার্স ১ম বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] অর্থনীতির মৌলনীতি সাজেশন অনার্স ১ম বর্ষের [Principles of Economics] সাজেশন অনার্স ১ম বর্ষের Department of : Political Science/ Sociology Subject Code: 212209 |
অনার্স ১ম বর্ষের পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024
বিষয়ের নাম: অর্থনীতির মৌলনীতি। বিষয় কোড: ২১১৯০৯।
অর্থনীতির মৌলনীতি সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১ অর্থনীতির জনক কে?
উত্তর: অর্থনীতির জনক ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ।
২. মিশ্র অর্থব্যবস্থা কি?
উত্তর: যে অর্থনৈতিক ব্যবস্থায় একদিকে ব্যক্তিস্বাধীনতা বা বেসরকারি উদ্যোগ এবং অন্যদিকে সরকারি উদ্যোগ পাশাপাশি অবস্থান করে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে।
৩. চা ও কফি কি ধরনের দ্রব্য?
উত্তর: চাও কফি পরিবর্তক দ্রব্য।
৪. পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের উদাহরণ দাও।
উত্তর: চা ও কফি পরিবর্তক এবং চা ও চিনি পরিপূরক দ্রব্য।
Advertisement
৫. কোন দ্রব্যের নাম স্থির থেকে ভোক্তার আয় বৃদ্ধি পেলে চাহিদা রেখা কেন স্থানান্তর হয়?
উত্তর: ভোক্তার চাহিদা বৃদ্ধি পায়, যার ফলে চাহিদা রেখা ডানদিকে স্থানান্তরিত হয়।
৬. চাহিদার স্থিতিস্থাপকতা পরিমাপের সূত্রটি লেখ
উত্তর: স্থিতিস্থাপকতা পরিমাপের সূত্রটি হল– (PDF উত্তরমালায় দেখানো হয়েছে।)
৭. MRS কাকে বলে?
উত্তর: দুটি দ্রবের মধ্যে একটি অতিরিক্ত একক পাওয়ার জন্য আর একটি দ্রব্যের কতটা ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়ার মাত্রাকে প্রান্তিক বিকল্পন হার (MRS) বলে।
৮. মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ কত?
উত্তর: শূণ্য।
৯. প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ কত হবে?
উত্তর: প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ সর্বোচ্চ হবে।
১০. উৎপাদনের উপকরণ কয়টি ও কি কি?
উত্তর: উৎপাদনের উপকরণ ৪টি। যথা- ১. ভূমি, ২. শ্রম, ৩. মূলধন ও ৪. সংগঠন।
১১. গড় উৎপাদন কি?
উত্তর: মোট উৎপাদনের পরিমাণ সম্পর্কিত পরিবর্তনীয় উপকরণের পরিমাণ ধারাবা করলে যা পাওয়া যায় তাই হলো গড় উৎপাদন।
১২. সুযোগ ব্যয় কি?
উত্তর: কোন একটি দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদন করতে গিয়ে অপরাধের যে পরিমাণ ছাড়তে হয়, সে ছাড়ার পরিমাণ হল- বিবেচ্য দ্রব্যটির সুযোগ ব্যয়।
১৩. দীর্ঘমেয়াদে ফার্মের স্থির খরচ থাকে না কেন?
উত্তর: দীর্ঘমেয়াদে কোন ফার্মের সবগুলো উপকরণ পরিবর্তনের যথেষ্ট সময় ও সুযোগ থাকে যে কারণে এই সময় স্থির খরচ থাকেনা।
১৪. স্বল্পমেয়াদী অপেক্ষক ব্যয় কাকে বলে?
উত্তর: যে খরচ অপেক্ষকের খরচের সাথে পরিবর্তনশীল খরচ বিবেচনা করা হয় সে খরচ অপেক্ষক স্বল্পমেয়াদী অপেক্ষক বলে।
১৫. একচেটিয়া বাজার কাকে বলে?
উত্তর: একজন মাত্র বিক্রেতা সমজাতীয় পণ্যের জোগান নিয়ন্ত্রণ করে এবং কোনরুপ প্রতিযোগিতায় বিভিন্ন ক্রেতার নিকট বিভিন্ন দামে পণ্য বিক্রয় করে, সেই বাজারকে একচেটিয়া বাজার বলে।
১৬. একচেটিয়া ক্ষমতা কি?
উত্তর: উৎপাদন ও ও উৎপাদনের ক্ষেত্রে স্বেচ্ছাধীন ক্ষমতা কি রকম আছে, তাই হল একচেটিয়া ক্ষমতা।
১৭. একচেটিয়া ফার্ম কি একই সঙ্গে দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে?
উত্তর: একচেটিয়া বাজারে একচেটিয়া প্রভাব থাকায় দামের উপর নিয়ন্ত্রণ করতে পারলেও ভোক্তার চাহিদার ওপর কোনো নিয়ন্ত্রণ করতে পারে না।
১৮. GNP ব্যবধান বলতে কী বুঝ?
উত্তর: কোন নির্দিষ্ট একটি দেশে প্রত্যাশিত GNP এবং বাস্তব GNP এর মধ্যকার ব্যবধান কে বলা হয় GNP ব্যবধান।
১৯. আপেক্ষিক তত্ত্ব প্রদান করেছেন কে?
উত্তর: আপেক্ষিক সুবিধা তথ্য প্রদান করেছেন ডেভিড রিকার্ডো।
২০. অর্থনৈতিক উন্নয়ন কি?
উত্তর: অর্থনৈতিক উন্নয়ন হলো দীর্ঘমেয়াদে অবকাঠামোগত পরিবর্তনসহ প্রকৃত জাতীয় ও মাথাপিছু আয় বৃদ্ধির সাথে সাথে জনগণের জীবনযাত্রার মানের উন্নয়ন।
২১. HDI কি?
উত্তর: HDI হচ্ছে মানব উন্নয়ন সূচক।
২২. অর্থের মূল্য বলতে কি বুঝ?
উত্তর: একটি নির্দিষ্ট দেশে, নির্দিষ্ট সময়ে এক একক প্রচলিত মুদ্রা যতটুকু ক্রয় করতে পারে তাকেই অর্থের মূল্য বলে।
Advertisement 2
২৩. মুদ্রার পরিমাণ এর সাথে দাম স্তরের সম্পর্ক কিরূপ?
উত্তর: ধনাত্মক সম্পর্ক বিদ্যমান।
২৪. কর কি?
উত্তর: প্রত্যক্ষ প্রতিদানের আশা না করে জনগণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বলে।
২৫. গণদ্রব্য কি?
উত্তর: রাষ্ট্রকর্তৃক উৎপাদিত সেই সকল কেই বলা হয় গণদ্রব্য যেসব দ্রব্যের উপর দেশের সকল জনগণের সমান ভোগ অধিকার থাকে।
২৬. পরোক্ষ কর কি?
উত্তর: একজন করদাতা প্রত্যক্ষভাবে বা সরাসরি সরকারকে কর প্রদান না করে পরোক্ষভাবে বা অন্য কোনো মাধ্যমে সরকারকে যে কর প্রদান করে তাকে পরোক্ষ কর বলে।
২৭. VAT কি একটি পরোক্ষ কর?
উত্তর: হ্যাঁ, VAT একটি পরোক্ষ কর।
২৮. মূলধনী বাজেট কি?
উত্তর: দেশের বিভিন্ন উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নের জন্য যে বাজেট তৈরি করা হয় তাকে মূলধনী বাজেট বলে।
২৯. ঘাটতি বাজেট কি?
উত্তর: বাজেটে এর থেকে ব্যয়ের পরিমাণ বেশি থাকে তাকে ঘাটতি বাজেট বলে?
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. চাহিদা অপেক্ষক কাকে বলে?
২. চাহিদা রেখা ডানদিকে নিম্নগামী হয় কেন?
৩. বাজার ভারসাম্য বলতে কি বুঝ?
৪. বাজার ভারসাম্যের উপর ভর্তুকির প্রভাব ব্যাখ্যা কর।
৫. বাজার ভারসাম্যের উপর করের প্রভাব ব্যাখ্যা কর।
৬. প্রান্তিক উপযোগ বিধি কি?
৭. ভোক্তার উদ্বৃত্ত কি?
৮. উৎপাদন সম্প্রসারণ পথ বলতে কি বুঝ?
৯. একচেটিয়া ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয় কেন?
১০. মোট দেশজ উৎপাদন ও মোট জাতীয় উৎপাদন এর মধ্যে পার্থক্য লেখ।
১১. আয় পরিমাপের ক্ষেত্রে দ্বৈত গণনা সমস্যার ব্যাখ্যা কর।
১২. লেনদেনের ভারসাম্য বলতে কি বুঝ?
১৩. অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য কি কি?
১৪. অবাধ বাণিজ্য কি?
১৫. আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে শিশু শিল্প সংরক্ষন সংযুক্তি ব্যাখ্যা কর।
১৬. বাণিজ্যের ভারসাম্য কি?
১৭. অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বুঝ?
১৮. অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কি বুঝ?
১৯. অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য দেখাও।
২০. অর্থনৈতিক উন্নয়নের সূচকসমূহ আলোচনা কর।
অথবা, একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন পরিমাপের সূত্রগুলো আলোচনা কর।
২১. অর্থের সংজ্ঞা দাও।
২২. অর্থের ফটকা চাহিদা ধারণাটি ব্যাখ্যা কর।
২৩. চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলতে কি বুঝ?
২৪. করের সংজ্ঞা দাও।
২৫.বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলো বর্ণনা কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নবলি
১. বাজার অর্থনীতি কি? বাজার অর্থনীতিতে দাম কিভাবে নির্ধারিত হয়?
২. চাহিদা কি? একটি কাল্পনিক চাহিদা সূচি ও চাহিদা রেখা অঙ্কন করো।
৩. চাহিদার পরিমাপের পরিবর্তন ও চাহিদার স্থানান্তর চিত্রসহ ব্যাখ্যা কর।
৪. মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন এর মধ্যে সম্পর্ক দেখাও।
৫. সুযোগ ব্যয় কি? রেখাচিত্রের সাহায্যে সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা কর।
৬. উৎপাদন রেখার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
৭. নির্দিষ্ট পরিমান উৎপাদনের জন্য উৎপাদন খরচ সর্বনিম্নকরণ প্রক্রিয়া ব্যাখ্যা কর।
৮. স্বল্পমেয়াদী গড় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক ব্যাখ্যা কর।
৯. স্বল্পকালীন গড় ব্যয় রেখা কেন `U’ আকৃতির হয়?
১০. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য আলোচনা কর।
১১. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা কর।
Advertisement 4
১২. দৃষ্টিকোণ হতে পূর্নপ্রতিযোগিতা গ্রহণকারী এবং একচেটিয়া ফার্ম নির্ধারণকারী/ অনুসন্ধানকারী?
১৩.একচেটিয়া বাজারে কেন যোগান রেখা পাওয়া যায় না?
১৪. জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে দ্বৈত গণনার সমস্যা সমাধানের পদ্ধতিসমূহ ব্যাখ্যা কর।
১৫. বাংলাদেশের জাতীয় আয়ের নিরূপণের সমস্যাগুলো আলোচনা কর।
১৬. অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য কি?
১৭. বাংলাদেশের লেনদেন ভারসাম্যের প্রতিকূলতা দূরীকরণের উপায়সমূহ লেখ।
১৮. বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত কর।
১৯. বিভিন্ন প্রকার অর্থের বর্ণনা দাও।
২০. মুদ্রা সংকোচনের মধ্যে তুলনা আলোচনা করে দেখাও কোনটি গ্রহণযোগ্য?
২১. প্রত্যক্ষ ও পরোক্ষ করের সুবিধা ও অসুবিধাগুলো লেখ।
২২. বাংলাদেশের জন্য কোন ধরনের যুক্তিযুক্ত আলোচনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর PDF Download অর্থনীতির মৌলনীতি অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন, অর্থনীতির মৌলনীতি অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, অর্থনীতির মৌলনীতি সাজেশন অনার্স ১ম বর্ষের, অনার্স ১ম বর্ষ অর্থনীতির মৌলনীতি সাজেশন
Honors 1st year Common Suggestion 2024
Advertisement 5
Advertisement 3