Passport Correction Apply Online, পাসপোর্ট সংশোধন করুন অনলাইনে

Advertisement

অনলাইনে ই পাসপোর্ট আবেদন করে ১৫ থেকে ২১ দিনের মধ্যে পাসপোর্ট হাতের পাওয়া পর্যন্ত করনীয় সম্পর্কে বিস্তারিত জানবেন এই লিখাটিতে। দালাল ছাড়া ই পাসপোর্ট করার নিয়ম এবং ই পাসপোর্ট আবেদন করতে কি কি লাগে জানতে পারবেন।

Passport Correction Apply Online, পাসপোর্ট সংশোধন করুন অনলাইনে, পাসপোর্ট সংশোধন ২০২৪

আমাদের মধ্যে অনেকেরই ধারণা “দালাল ছাড়া” পাসপোর্ট করা যায় না। কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। ই পাসপোর্ট আবেদন করার পদ্ধতি আমার নিজের পাসপোর্ট আবেদনের অভিজ্ঞতা আলোকে ধাপে ধাপে বর্ণনা করতে চলেছি।

অনলাইনে ই পাসপোর্ট আবেদন করা থেকে শুরু করে পাসপোর্ট হাতে পেতে কি কি পদক্ষেপ অনুসরণ করা হয়েছে এবং কি কি সমস্যার সম্মুখীন হয়েছি, আপনারা কিভাবে সেগুলো থেকে বিরত থাকবেন এ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে।

পাসপোর্ট সংশোধন আবেদন করার পূর্বে যা যা করবেন

আপনাকে একটি নির্দিষ্ট ডকুমেন্ট অনুযায়ী পাসপোর্ট সংশোধন আবেদন করতে হবে সেটা হতে পারে জন্ম নিবন্ধন অথবা এনআইডি তবে সংশোধন করা ক্ষেত্রে দুটি ডকুমেন্টের প্রয়োজন।  আপনার যদি এনআইডি বা জন্মতারিখ এর বিভিন্ন তথ্য যেমন মা-বাবার নাম বা জন্মতারিখ ভুল থাকে তাহলে অবশ্যই পাসপোর্ট সংশোধন আবেদন করার পূর্বেই আপনার এনআইডি কার্ড ও  জন্মতারিখ সংশোধন করে নিবেন। 

NID এর সাথে মিল রেখে হলফনামা তৈরি করুন ২০২৪

আপনার পাসপোর্টে যদি নিজের নাম বাবা মায়ের নাম এবং জন্মতারিখ ভুল থাকে তাহলে একজন উকিলের কাছে গিয়ে হলফনামা বা এফিডেভিট করতে হবে। পাসপোর্টের ভুল সংশোধন করার ক্ষেত্রে এটি অবশ্যই দরকার পড়বে। আপনি একজন উকিলের কাছে গেলেই বা কি কাজ সে করে দিবে এজন্য আপনাকে তাকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হবে সেটা হতে পারে 2000 বা 3000।

পাসপোর্ট সংশোধন করার নিয়ম ২০২৪

এটি করার জন্য পাসপোর্ট সংশোধন ফরম পূরণ করতে হবে। এরপরে পাসপোর্ট রি ইস্যু করার জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। পাসপোর্ট সংশোধন ফি প্রদান করে প্রয়োজনীয় কাগজপত্রসমূহ সংযুক্ত করতে হবে। উক্ত নথিগুলো নিয়ে নির্ধারিত তারিখে বিভাগীয় পাসপোর্ট অফিসে যেতে হবে।

Time needed: 2 -14 days

Advertisement

নিচের স্টেপ গুলো পুরোপুরি ফলো করুন

  1. সংশোধন ফরম পূরণ করুনপাসপোর্ট এর জন্য সংশোধন আবেদন করতে হলে অবশ্যই আপনাকে সংশোধন ফরম পূর্ণাঙ্গভাবে পূরণ করতে হবে। এ ডকুমেন্ট ছাড়া আপনি কোনোভাবেই সংশোধন আবেদন করতে পারবেন না। উক্ত ফরমটি আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এবং যেকোন কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিয়ে কলম দিয়ে পূরণ করে নেবেন.

    নিচের ছবিতে দেখানো রেড মার্ক গুলো অবশ্যই লক্ষ্য দিয়ে পূরণ করতে হবে। অর্থাৎ ডানপাশে আপনার পাসপোর্ট রিশু করার প্রয়োজনীয় ফি প্রদান করার তথ্য যেমন ব্যাংক নেম ব্যাংক শাখা রশিদ নাম্বার ইত্যাদি সঠিকভাবে পূরণ করতে হবে। এটা অনলাইন আবেদন করা শেষে যখন আপনি ব্যাংকে টাকা জমা দিবেন ব্যাংক থেকেজবা রশিদটি সংগ্রহ করে সেই অনুযায়ী তথ্য গুলো পূরণ করবেন।

    এবং নিচে দেখানো পাসপোর্ট বর্তমানে প্রদর্শিত এর ঘরে আপনার বর্তমানে ভুল লিপিবদ্ধ করুন এবং ডান পাশে সংশোধিত ঘরে সংশোধনকৃত তথ্যটি লিপিবদ্ধ করুন যেমন ধরুন আপনার নামটি ভুল রয়েছে। আপনার নাম ধরুন সবুজ হাওলাদার , এখন যদি আপনার নামটি ভুল ভাবে লিপিবদ্ধ থাকে স্রুজ হাওলাদার নামে তাহলে স্রুজ হাওলদার টি বর্তমানে প্রদর্শিত তথ্যের ঘরে লিপিবদ্ধ করুন এবং সংশোধিততথ্যের ঘরে সঠিক নামটিলিপিবদ্ধ করুন। এভাবে আপনি যে কয়টি তথ্য সংশোধন করতে চান তা লিপিবদ্ধ করতে হবে।
1

Advertisement 5

অনলাইন আবেদন করুন

সংশোধন ফরম পূরণ করার পরে আপনাকে অনলাইনে ই-পাসপোর্ট অফিশিয়াল ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেখান থেকে নতুন করে ই পাসপোর্ট এর জন্য আবেদন করতে হবে। এই কাজটি আপনি যে কোনো কম্পিউটার দোকানে করতে পারেন অথবা আপনি চাইলে নিজে নিজেও মোবাইল অথবা কম্পিউটার দিয়ে করতে পারেন।


পাসপোর্ট ইস্যুর জন্য আবেদন করার সময় অবশ্যই আপনার পেমেন্ট মেথড টি অফলাইন পেমেন্ট হিসেবে সিলেক্ট করুন এতে করে আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে।  পরবর্তীতে আপনি অফলাইন পেমেন্ট ধরে যে কোন ব্যাংকে চালানের মাধ্যমে ফি প্রদান করতে পারবেন।

সঠিকভাবে অনলাইন আবেদনপত্রটি সাবমিট করার পরে আপনি দুটি ডকুমেন্ট দেখানো হবে। ১/ Print Summary ২/ Application Form for printing উক্ত দু’টি ডকুমেন্ট আপনি আপনার কম্পিউটারে ডাউনলোড করে নিবেন এবং যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিবেন।

image

  1. সংশোধন ফি প্রদান করুনউপরোক্ত দুটি ডকুমেন্ট থেকে Print Summary ডকুমেন্ট প্রিন্ট করে ব্যাংকে গিয়ে আপনার নির্ধারিত ফি প্রদান করবেন এবং সেখান থেকে একটি জমা রশিদ সংগ্রহ করবেন।  যেসব ব্যাংকের মাধ্যমে পাসপোর্ট সংশোধন ফি প্রদান করতে পারবেন

    BANK ASIA, DHAKA BANK, ONE BANK, PREMIER BANK, SONALI BANK, TRUST BANK, A-CHALLAN
  2. বিভাগীয় পাসপোর্ট অফিসে নথিগুলো সাবমিট করুনপ্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে বিভাগীয় পাসপোর্ট অফিসে চলে যান এবং সেখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট এবং বিভিন্ন বায়োমেট্রিক ডাটা সাবমিট করুন এবং আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট ও।

পাসপোর্ট সংশোধন করার নিয়ম ২০২৪

পাসপোর্ট সংশোধন করার জন্য ePassport ওয়েবসাইটে একাউন্ট নিবন্ধন করতে হয়। তারপর নতুন ই পাসপোর্ট আবেদন করুন অপশন বাছাই করে পাসপোর্টের ধরন, ব্যক্তিগত তথ্য, ঠিকানা পূরণ করুন। ID Documents ধাপে পূর্বের পাসপোর্টের ধরণ এবং রিইস্যুর কারণ “DATA CHANGE” সেলেক্ট করে আবেদন করুন।

আপনার আগের পাসপোর্টের নাম্বার এবং প্রয়োজনীয় সঠিক তথ্য দিয়ে নতুন পাসপোর্টের আবেদন সম্পন্ন করুন। আবেদনের সময় মনে রাখবেন তথ্য যাতে আপনার জাতীয় পরিচয় পত্রের সাথে মিল থাকে।

passport correction 1
পাসপোর্ট সংশোধন

পাসপোর্ট সংশোধন করা আর অনলাইনে নতুন পাসপোর্টের জন্য আবেদন করার পদ্ধতি একই রকম। পার্থক্য শুধু আবেদনের Id documents এই ধাপে এসে। এই বিষয়টি খেয়াল রেখে বাকি প্রসেস নতুন ই পাসপোপোর্ট আবেদন করার নিয়মানুসারে করতে হয়।

ই পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৪

৫ বছরের জন্য ৪৮ পৃষ্ঠার ই পাসপোর্ট রেগুলার ডেলিভারি করতে ৪০২৫ টাকা প্রয়োজন। এই একই পাসপোর্ট এক্সপ্রেস ডেলিভারি মাধ্যমে করাতে ৬৩২৫ টাকা ফি পরিশোধ করতে হয়। তেমনিভাবে ১০ বছরের জন্য ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট Regular Delivery খরছ হবে ৫৭৫০ টাকা এবং Express Delivery হলে ৮০৫০ টাকা ই পাসপোর্ট ফি পরিশোধ করতে হয়।

একইভাবে পাসপোর্ট এর মেয়াদ, ডেলিভারির ধরন এবং পৃষ্ঠা সংখ্যার উপর নির্ভর করে নতুন পাসপোর্ট আবেদন করতে সর্বনিম্ন 4025 BDT এবং সর্বোচ্চ 13800 BDT পর্যন্ত লাগতে পারে।

Advertisement 2

ই পাসপোর্ট ফি কত টাকা ২০২৪

আপনার ই পাসপোর্ট ফি কত টাকা হবে তা নির্ভর করে তিনটি বিষয়ের উপর। প্রথমত পাসপোর্ট এর মেয়াদ তারপর পাসপোর্ট এর পৃষ্ঠা সংখ্যা সবচেয়ে ডেলিভারির ধরন।

ডেলিভারির ধরন, পৃষ্ঠা সংখ্যা এবং মেয়াদের উপর ভিত্তি করে এই পাসপোর্টটি কত টাকা তার একটি তালিকা তৈরি করা হলো। পাসপোর্ট ফি জমা দেওয়ার পূর্বে পাসপোর্ট করতে যে সকল ডকুমেন্টস প্রয়োজন তা প্রস্তুত করে রাখা উত্তম।

মেয়াদপৃষ্ঠা সংখ্যাRegularExpressSuper Express
৫ বছর৪৮ পৃষ্ঠা৪০২৫ টাকা৬৩২৫ টাকা৮৬২৫ টাকা
৬৪ পৃষ্ঠা৬৩২৫ টাকা৮৬২৫ টাকা১২০৭৫ টাকা
১০ বছর৪৮ পৃষ্ঠা৫৭৫০ টাকা৮০৫০ টাকা১০৩৫০ টাকা
৬৪ পৃষ্ঠা৮০৫০ টাকা১০৩৫০ টাকা১৩৮০০ টাকা

list of e passport fee with 15% VAT

NOC আছে এমন সরকারি চাকরিজীবী এবং অবসরপ্রাপ্ত (PLR) এর জন্য পাসপোর্ট ফিসে কিছুটা ব্যতিক্রম রয়েছে। তারা Regular Delivery ফি দিয়ে Express সেবা ভোগ করবে। আর যদি Express ডেলিবারির জন্য ফি পরিশোধ করে তা হলে পার-এক্সপ্রেস ডেলিভারিতে পাসপোর্ট হাতে পাবে।

পাসপোর্ট সংশোধন ফি ২০২৪

৪৮ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট

  • নিয়মিত বিতরণ: ৪,০২৫ টাকা
  • জরুরী বিতরণ: ৬,৩২৫ টাকা
  • অতীব জরুরী বিতরণ: ৮,৬২৫ টাকা

৪৮ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্ট

  • নিয়মিত বিতরণ: ৫,৭৫০ টাকা
  • জরুরী বিতরণ: ৮,০৫০ টাকা
  • অতীব জরুরী বিতরণ: ১০,৩৫০ টাকা

৬৪ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট

  • নিয়মিত বিতরণ: ৬,৩২৫ টাকা
  • জরুরী বিতরণ: ৮,৬২৫ টাকা
  • অতীব জরুরী বিতরণ: ১২,০৭৫ টাকা

৬৪ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্ট

  • নিয়মিত বিতরণ: ৮,০৫০ টাকা
  • জরুরী বিতরণ: ১০,৩৫০ টাকা
  • অতীব জরুরী বিতরণ: ১৩,৮০০ টাকা

পাসপোর্ট সংশোধন করতে যেসব কাগজপত্র লাগবে ২০২৪

  • আবেদনপত্রের সারংশের প্রিন্ট কপি (অ্যাপয়েন্টমেন্ট সহ প্রযোজ্য ক্ষেত্রে)
  • অনলাইন আবেদনপত্রের প্রিন্ট কপি
  • সংশোধন এর আবেদন ফর্ম
  • সনাক্তকরণ ডকুমেন্ট (জাতীয় পরিচয় পত্র / অনলাইন জন্ম নিবন্ধন – মেইন কপি ও ফটোকপি)
  • পেমেন্ট স্লিপ
  • পূর্ববর্তী পাসপোর্ট এর মেইন কপি এবং ডাটা পেজের প্রিন্ট কপি
  • সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে GO / NOC

তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্ৰ

Advertisement 2

  • বিবাহিত – নিকাহনামা
  • ঠিকানা – বিদ্যুৎ বিলের কপি / টেলিফোন বিলের কপি / পুলিশ ক্লিয়ারেন্স
  • পেশা – কর্মক্ষেত্রের প্রত্যয়নপত্র
  • নিজের নাম / বয়স – হলফনামা, সার্টিফিকেট
  • পিতা মাতার নাম – হলফনামা, সার্টিফিকেট, পিতা মাতার NID – মেইন কপি ও ফটোকপি
  • পাসপোর্ট হারিয়ে গেলে – GD এর মুল কপি ও ফটোকপি
  • ১৮ বছরের নিচে হলে নিজের অনলাইন জন্ম সনদ ও পিতা মাতার NID – মেইন কপি ও ফটোকপি
  • ০৬ বছর বয়সের নিম্নের আবেদনের ক্ষেত্রে ৩ আর (3R Size) সাইজের ( ল্যাব প্রিন্ট গ্রে ব্যাকগ্রউন্ড ) ছবি )
  • ১৫ বছরের নিচে হলে পিতা মাতার পাসপোর্ট সাইজের ছবি ।
  • চেয়ারম্যান প্রত্যয়ন পত্ৰ

শেষাংশ

অনলাইনে ই-পাসপোর্ট আবেদনে কোনো ভুল হলে প্রয়োজনীয় শর্তগুলো খেয়াল রেখে উপরোক্ত পদ্ধতি অনুসরণ করলে তা সংশোধন নিয়ে কোনো সমস্যা হবে না। তবে অতিরিক্ত সময় ও শ্রম নষ্ট হওয়া থেকে রক্ষা পেতে অনলাইনে আবেদনের সময় চূড়ান্তভাবে সাবমিট বাটনে ক্লিক করার আগেই সাবধান হওয়া উচিত।

ইন্টারনেট পরিষেবার সহজলভ্যতার ও পাসপোর্ট আবেদন ডিজিটাল করার কারণে আবেদনের সময় অনেকটা বাঁচে। এরপরও নাগরিক জীবনের জন্য অতি দরকারি এই নথিটি তৈরি করার প্রাথমিক ধাপে যথেষ্ট সময় দেওয়া উচিত। এই ধাপে অতিরিক্ত সময় দেওয়া হলে তা ভবিষ্যতে শত বিড়ম্বনা থেকে মুক্তি দিতে পারে।

পাসপোর্ট সংক্রান্ত তথ্য ২০২৪

সংশোধিত পাসপোর্ট কতদিন পর পাওয়া যায়?

যেহেতু এটি আপনি দালাল ছাড়া করতে যাচ্ছেন তাহলে অবশ্যই সংশোধন করার ক্ষেত্রে পাসপোর্ট তৈরি তৈরি হতে অনেকটা সময় লেগে যেতে পারে আপনাকে ধৈর্য ধরতে হবে। আর সাধারণভাবে একটি নতুন পাসপোর্ট তৈরি করা ক্ষেত্রে পাসপোর্ট রি ইস্যু সময়টা অনেক বেশি হয়ে থাকে।

পাসপোর্টে জন্ম তারিখ সংশোধন

পাসপোর্টের জন্ম তারিখ সংশোধন করার জন্য NID Card প্রয়োজন। আপনার আইডি কার্ড সাথে রাখবেন এবং ফটো কপি করে নিবেন। আপনি চাইলে অতিরিক্ত হিসেবে আপনার বোর্ড পরিক্ষার সার্টিফিকেট যেমনঃ JSC / SSC / HSC অথবা সমমান পরিক্ষার সনদ আবেদনের সাথে জমা দিতে পারেন।

পাসপোর্ট সংশোধনি নতুন নিয়ম অনুসারে জাতীয় পরিচয়পত্র তথ্য অনুযায়ী পাসপোর্টের তথ্য পরিবর্তন করে নতুন ইপাসপোর্ট করতে পারবে। তাই বলা যায় শুধু মাত্র আইডি কার্ড থাকলেও জন্ম তারিখ সংশোধন করা যাবে।

ই পাসপোর্ট করতে কত টাকা লাগে

৫ বছরের জন্য ৪৮ পৃষ্ঠার ই পাসপোর্ট রেগুলার ডেলিভারি করতে ৪০২৫ টাকা প্রয়োজন। এই একই পাসপোর্ট এক্সপ্রেস ডেলিভারি মাধ্যমে করাতে ৬৩২৫ টাকা ফি পরিশোধ করতে হয়। তেমনিভাবে ১০ বছরের জন্য ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট Regular Delivery খরছ হবে ৫৭৫০ টাকা এবং Express Delivery হলে ৮০৫০ টাকা ই পাসপোর্ট ফি পরিশোধ করতে হয়।

একইভাবে পাসপোর্ট এর মেয়াদ, ডেলিভারির ধরন এবং পৃষ্ঠা সংখ্যার উপর নির্ভর করে নতুন পাসপোর্ট আবেদন করতে সর্বনিম্ন 4025 BDT এবং সর্বোচ্চ 13800 BDT পর্যন্ত লাগতে পারে।

বিকাশের মাধ্যমে এই পাসপোর্ট ফি জমা দেওয়া যায়?

বিকাশের মাধ্যমে ই পাসপোর্ট ফি পরিশোধ করা যায়। এর জন্য পাসপোর্ট আবেদনের সময় পেমেন্ট সিস্টেম হিসেবে অনলাইন পেমেন্ট বাছাই করতে হয়। তারপর চালানো ওয়েবসাইটের মাধ্যমে বিকাশ মোবাইল ব্যাংকিং ব্যবহার করে পাসপোর্ট এর জমা দিতে হয়।

পাসপোর্ট করতে কত টাকা লাগে?

পাসপোর্ট এর ধরণের উপর ভিত্তি করে সর্বনিম্ন ৮০২৫ টাকা থেকে ১৩৮০০ টাকা পর্যন্ত ই পাসপোর্ট ফি ধার্য করা হয়েছে। উপরে তালিকা লক্ষ্য করলে এ সম্পর্কে স্পষ্ট বুঝতে পারবেন।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Advertisement 5

Advertisement 3

Leave a Comment